"আমার বাংলা ব্লগ" -এ নিউ কামারদের জন্য ফ্রি ডেলিগেশন সার্ভিস : ডেলিগেশন রাউন্ড ০৪steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


নতুন স্টিমিট ইউজাররা তাঁদের ব্লগিং জার্নি শুরু করার সাথে সাথেই যে প্রব্লেমটা ফেস করেন সেটি হলো রিসোর্স ক্রেডিট (RC) এর অপ্রতুলতা । এটি আসলেই বেশ বড় একটা প্রব্লেম নিউ কামারদের জন্য । বিশেষ করে "আমার বাংলা ব্লগ" এর নতুন ব্লগারদের জন্য বিশাল একটা প্রব্লেম এটি । কারণ, "আমার বাংলা ব্লগ" হলো সমগ্র স্টিমিট প্ল্যাটফর্মে একমাত্র কমিউনিটি যেখানে কমিউনিটি এনগেজমেন্ট এর জন্য ব্লগারদের সর্বোচ্চ ভাবে উৎসাহিত করা হয়ে থাকে । ফলশ্রুতিতে "আমার বাংলা ব্লগ" কমিউনিটি হলো স্টিমিট এর এক নাম্বার কমিউনিটি যেখানে ইউজার এনগেজমেন্ট সর্বাধিক । এর ধারে কাছেও কোনও কমিউনিটি নেই ।

এই জন্যই, নতুন ব্লগাররা "আমার বাংলা ব্লগ" এ জয়েন করেই বিপদে পড়ে যান । কারণ, কমিউনিটিতে এনগেজমেন্ট ঠিক রাখতে যে পরিমাণ কমেন্ট তাঁদেরকে করতে হয় তাতে প্রচুর রিসোর্স ক্রেডিটস এর দরকার হয় । অথচ, নতুন ব্লগার হওয়ার কারণে তাঁদের ওয়ালেটে ০-১৫ স্টিম পাওয়ার থাকে অনলি । যার জন্য অল্প কিছু কমেন্ট করেই দীর্ঘক্ষণ wait করতে হয় তাঁদেরকে রিসোর্স ক্রেডিট রিচার্জ এর জন্য ।

এই সমস্যা দূরীকরণে আমার বাংলা ব্লগ এর পক্ষ থেকে অ্যাডমিন @rex-sumon নিজের ওয়ালেট থেকে প্রায় এক বছর যাবৎ ফ্রি ডেলিগেশন সার্ভিস প্রদান করে আসছেন । এটা ছিল সম্পূর্ণ ফ্রী এবং নন-প্রফিট একটা সার্ভিস । বহুদিন ধরে @rex-sumon এর এই "ফ্রি ডেলিগেশন সার্ভিস" টি আমার নজরে ছিল । আমি রীতিমতো মুগ্ধ তাঁর এই মহৎ উদ্যোগটাতে ।

কিন্তু, ক্রমবর্ধমান নিউ ইউজারদের চাপে আমি নিজেই চেয়েছি এই চলমান "ফ্রি ডেলিগেশন সার্ভিস" @rex-sumon এর আন্ডারে সরাসরি কমিউনিটি একাউন্ট থেকেই পরিচালিত হোক । তাহলে, আমরা "আমার বাংলা ব্লগ" এর প্রত্যেক নিউ ইউজারকে ফ্রী ফ্রী ১০০ স্টিম পাওয়ার ডেলিগেট করতে পারবো । ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পেলে আপনি প্রতি ২৪ ঘন্টায় ১০০+ কমেন্ট করতে পারবেন । এটা হিউজ ।

ফ্রি ডেলিগেশন সার্ভিস থেকে ডেলিগেশন : রাউন্ড ০৪


ডেলিগেশন পরিমাণ : @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে প্রত্যেককে


চতুর্থ রাউন্ডে সকল এক্টিভ ফ্রি ডেলিগেশন পাওয়া ইউজারদের আইডি নিম্নরূপ :

SerialDelegatorDelegateeBase AmountCurrent Active Amount
01@abb-fun@amit1334l10068.032
02@abb-fun@arojitmondal100100.029
03@abb-fun@nanditasaha10078.117
04@abb-fun@nayon5392l100100.047
05@abb-fun@riyadx2100100.047
06@abb-fun@saikat890100100.047

উপরের প্রত্যেক স্টিমিট ইউজারকে @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে ডেলিগেশন দেওয়া হয়েছে ।

কী ভাবে আপনি ফ্রি ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পাবেন ?


=> আপনাকে একদম নতুন ইউজার হতে হবে "আমার বাংলা ব্লগ" এ

=> আপনার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে আমার বাংলা ব্লগ স্কুল লেভেল -০১ এর ফার্স্ট ক্লাসে

=> আপনার স্টিমিট ওয়ালেটে ৩০ স্টিম পাওয়ার এর কম পাওয়ার থাকতে হবে

=> আপনাকে "আমার বাংলা ব্লগ" এর ডিসকোর্ড চ্যানেল "free-delegation" এ ডেলিগেশন এর জন্য এপ্লাই করতে হবে



আপনি লেভেল ৫ এ উঠলে অথবা, আপনার ওয়ালেটে যতক্ষণ অব্দি ইফেক্টিভ ১০০ স্টিম পাওয়ার না জমে ততক্ষণ অব্দি ডেলিগেশন এক্টিভ থাকবে । এখানে আপনার ওয়ালেটে আমরা স্টিম পাওয়ার ক্যালকুলেট করবো এই ভাবে -
আপনাকে দেওয়া ডেলিগেশন এমাউন্ট = 100 - (X + Y +Z)
এখানে,
X = আপনার ওয়ালেটে মোট লিকুইড স্টিমের পরিমাণ
Y = আপনার ওয়ালেটে মোট স্টিম পাওয়ার (SP) পরিমাণ
Z = আপনার ওয়ালেটে মোট STEEM BACKED DOLLAR (SBD) এর সমমূল্যের স্টিম


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ০৩ মার্চ ২০২৩

টাস্ক ১৯৩ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : a1a6b04a2181502ff38a2d7550c33fc2725c5c869acd22ef6c6f0423c0e5167d

টাস্ক ১৯৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png








Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি মেম্বারদের সব দিকে দিয়ে নজর রাখে। প্রথম দিক দিয়ে নতুনদের কাজের সুবিধারর্থে প্রত্যেক কে ১০০ স্টিম করে ডেলিগেশন দেওয়া হয়েছে। যেন তাদের কাজ করতে গিয়ে কোন প্রবলেমে পড়তে না হয়। ধন্যবাদ সুমন ভাইকে এবং ধন্যবাদ দাদাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দাদা ফ্রি ডেলিগেশন সার্ভিস একটি অসাধারণ উদ্যোগ। এই ডেলিগেশনের ফলে একজন নতুন ইউজার তার এক্টভিটিজ বজায় রাখতে পারে। নতুন অবস্থায় আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এখন আপনার অবদানে তারা খুব সহজেই কাজগুলো করতে পারবে। ধন্যবাদ দাদা এই অসাধারণ উদ্যোগ গ্রহণ করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার উদ্যোগ টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে

 2 years ago 

অসাধারণ একটি উদ্যোগ দাদা। তোমার এই উদ্যোগের ফলে নতুন ইউজাররা ঠিকমতো কমেন্ট, পোস্ট করতে পারবে। প্রথম যখন আমি এই প্ল্যাটফর্মে জয়েন করি পোস্ট, কমেন্ট করা নিয়ে আমার একটু সমস্যা হতো। এখনকার ইউজাররা অনেক লাকি কারণ তোমার কাছ থেকে তারা এত বড় একটা সাপোর্ট পাচ্ছে।

 2 years ago 

ফ্রী ডেলিগেশন সার্ভিস সত্যি দারুন একটি উদ্যোগ। আসলে আমরা যখন প্রথমে কাজ করা শুরু করেছিলাম তখন খুবই অসুবিধা হতো কাজ করতে। এখন যারা নতুন ইউজার আমাদের সাথে জয়েন্ট হচ্ছে তারা অনেক সুবিধা পাচ্ছে। সত্যি দাদা আপনি সবার কথা চিন্তা করে এই দারুন উদ্যোগ নিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

সত্যি দাদা আপনার চমৎকার উদ্যোগ গুলো দেখলে ভীষণ ভালো লাগে। আশাকরি নতুন মেম্বাররা ফ্রি ডেলিগেশন পেয়ে খুশি হবে। এবং চমৎকার ভাবে কাজ করার উৎসাহ পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।

 2 years ago 

দাদা ফ্রি ডেলিকেশন সার্ফিস টি অনেক গুরুত্বপূর্ণ ৷ কারন একজন নতুন ইউজারের জন্য এসপি টা খুব জরুরি ৷ যা হোক অনেক ভালো লাগলো যে এডমিন সুমন ভাই এই কাজ টি অনেক দিন ধরে করে আসছে ৷

 2 years ago 

বরাবরের মতো দারুণ উদ্যোগ! প্রথমে নিউজাররা রিসোর্স ক্রেডিট প্রবলেম এ পরে যায়। সেটা দূর করার জন্য তাদের ফ্রি স্টিম ডেলিগেশন দেয়া হয়। যাতে করে তারা পোস্ট ও কমেন্ট করে এঙ্গেজমেন্ট বজায় রাখতে পারে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98648.57
ETH 3466.82
USDT 1.00
SBD 3.21