টিনটিন এর কিছু এক্টিভিটিস ফটোগ্রাফ শেয়ার করছি - জন্মদিন সামনে
আর মাত্র ৩ দিন বাকি । ২৬ তারিখে টিনটিন বাবু চারে পদার্পন করবে । বেশ খুশি খুশি লাগছে । ইতিমধ্যে টিনটিনবাবু দুটো উপহার পেয়ে গিয়েছে বাইরের দেশ থেকে । একটি পেয়েছে আমাদের প্রিয় মডারেটর তানজিরা ম্যাডাম (@tangera) এর কাছ থেকে এবং আরেকটি পেয়েছে আমাদের কমিউনিটির ভেরিফাইড এবং কোয়ালিটি ব্লগার নেভি ম্যাডাম (@rahimakhatun) এর কাছ থেকে ।
উপরোক্ত দু'জনেই আমার অনেক উপকার করেছেন । টিনটিনবাবুর বয়সের তুলনায় কথা শিখতে অনেক সময় লাগছে । এখনো কথা অস্পষ্ট, উচ্চারণে জড়তা রয়েছে । তবে, তিন-চার মাস আগেও অনেক কম ছিল একটিভিটি । এখন ৪-৫ টা ওয়ার্ড এর বাক্য বলতে পারছে ।
এর জন্য আমি উপরোক্ত দু'জনের কাছে চিরঋণী । তাঁদের দেখানো পথ অনুসরণ করে সাফল্য পেয়েছি । তানজিরা ম্যাডাম সর্বপ্রথম পরামর্শ দিয়েছিলেন এক জন টীচার রাখতে টিনটিনের জন্য, এছাড়াও একটা মোবাইল এপ্লিকেশন দিয়েছিলেন । এদুটোর সম্মিলিত ফল এখন টিনটিন বাবু কথা বলতে পারছে ।
আর নেভি ম্যাডাম এর বড় বোনের ছেলের সেম প্রব্লেম আছে । তাই, উনি প্রতিনিয়ত বাচ্চাদের ট্রেনিং এর ভিডিও, মূল্যবান পরার্মশ এবং প্রচুর ডক্টরস নোটস দিয়েছেন । উনি একটা ডেইলি একটিভিটি চার্টও করে দিয়েছিলেন । যেটা তনুজা পেয়ে খুবই খুশি হয়েছিল । অনেক কাজে লেগেছে ওটা । টিনটিন এখন অনেক একটিভ । কথা ১০০% শিখে গিয়েছে ।
তাই, আমি এই দু'জনের কাছে চির কৃতজ্ঞ । অনেক দূরে থেকেও ওনারা দু'জনে আমার জন্য অনেক করেছেন ।
আমাদের কমিউনিটি মেম্বার @roy.sajib এর সাথে টিনটিন বাবু সেলফি তুলছে
তারিখ : ১১ আগস্ট ২০২২
সময় : রাত ৮ টা ৫০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিনবাবুর নিজের আঁকা তিমি মাছ । কল্পনা থেকে এঁকেছে ।
তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২২
সময় : রাত ৬ টা ৪০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
রেস্টুরেন্টে টিনটিনবাবুর মুখের এক্সপ্রেশন দেখুন । নানান মুডের নানান এক্সপ্রেশান ।
তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মুড্ অফ । মুখের এক্সপ্রেশান দেখুন । মনে হচ্ছে শেয়ার মার্কেটে বিশাল লস করেছে । আসল কথা হলো বাবা কে মিস করছে । এই দিন আমি সজীব আর নিলয়কে নিয়ে ঘুরতে গিয়েছিলাম । তাই বিশাল মন খারাপ ছিল তার । যদিও ওরাও ঘুরতে গিয়েছিলো কিন্তু, সারাক্ষণ মন খারাপ ছিল । কারণ, সে তার বাবা কে মিস করছিলো প্রতিনিয়ত ।
তারিখ : ১২ আগস্ট ২০২২
সময় : বিকেল ৪ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
লঞ্চে করে গঙ্গা বক্ষে টিনটিনবাবুর নৌবিহার ।
তারিখ : ১২ আগস্ট ২০২২
সময় : বিকেল ৪ টা ২০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
অবশেষে রাতে বাবা কে পেয়ে মুখে হাসি ফুটেছে
তারিখ : ১২ আগস্ট ২০২২
সময় : রাত ১১ টা ৫০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
পরিশিষ্ট
প্রতিদিন ৩২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (325 TRX daily for 7 consecutive days :: DAY 05)
সময়সীমা : ১৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত
তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২২
টাস্ক ৬৮ : ৩২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৩২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 3ad66849ea0c53b6081697141b67c7ec55729ac6cf614408747226888e17b926
টাস্ক ৬৮ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
বাবাকে ছাড়া কি অসহায় লাগছে😜।শেয়ার বাজারের মার্কেট ধসের চেয়েও বেশি🤪🤪।অবশেষে রাতে বাবাকে পেয়ে বেশ খুশি।যাই হোক টিনটিন বাবুর একটিভিটিস বেড়েছে জেনে খুব খুব ভালো এবং খুশি লাগছে।আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইলো টিনটিন বাবুর জন্য।আশা করি সামনে সময়গুলো আরো একটিভ হবে।সকল সম্যাসা গুলো কেটে যাক,এই প্রত্যাশায় করি সব সময়ই। ধন্যবাদ
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
মাশ আল্লাহ আমাদের টিনটিন বাবু কতো কিউট। প্রত্যেকটা ছবিতে তার এক্সপ্রেশন দেখে খুবই দারুণ লাগছে দাদা। বেঞ্চে বসে থাকা ছবিটা দেখে মনে হলো ওর খুব মন খারাপ। টিনটিন বাবুর জন্মদিন এর অপেক্ষায় রইলাম।
কিউট টিনটিন বাবু জন্য অনেক ভালবাসা ও আশীর্বাদ রইল টিনটিন বাবু যেন খুব দ্রুত বুদ্ধি বিকাশ ও কথাগুলো যেন স্পষ্ট হয়, ভগবান বুদ্ধ কাছের এই প্রার্থনা করি। বেঞ্চে বসে থাকা ছবিতে টিনটিন বাবু অনেক কস্টের মন নিয়ে বসে আসে মনে হয়। দাদা আপনাকে পেয়ে সবচেয়ে আনন্দ ভরা মুহুর্ত মন হাসিমাখা মুখটা কিউট নেস ভরা। শুভ হউক টিনটিন বাবু পথ চলা।টিনটিন বাবু জম্ম দিনের অপেক্ষা রইলাম।
খুব ভাল লাগলো টিনটিন সোনার ফটোগ্রাফিগুলো দেখে। 😍😍😍সত্যি কথা বলতে বাচ্চাদের এ সময়টা অনেকবেশি সুখকর। 🥰🥰🥰আধো আধো কথা বলার সময়টা ও অনেক স্মৃতিময়। এখন শুধু আর তিনদিনের জন্য ওয়েট। 🤗 অনেক শুভকামনা বাবু সোনাকে 🧡💜❤️ সবাইকে নিয়ে অনেক ভাল থাকবেন দাদা। 😊🥰😍
পৃথিবীতে কখন কোন মানুষ কিভাবে কার উপকারে আসবে এটা বলা খুব মুশকিল। তবে এটা ভেবে ও জেনে ভালো লাগছে যে টিনটিন আগের থেকে এখন অনেকটাই স্বাচ্ছন্দেই কথা বলতে পারছে এবং ওর মুখের জড়তা কেটে গেছে । সর্বোপরি সব গুলো ছবিই বেশ সুন্দর হয়েছে । লাল গেন্জিতে টিনটিন কে বেশ স্মার্ট লাগছে ভাই ।
প্রথমে টিনটিন বাবুকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। টিনটিন হয়তো অন্যান্য বাচ্চাদের মত দ্রুত কথা বলা শিখেনি। অনেকের এই সমস্যাটি হয়। তবে টিনটিন যদি নিয়মিত অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করে তাহলে অবশ্যই তার জড়তা কেটে যাবে এবং খুব দ্রুতই কথা বলা শিখবে। আসলে বাচ্চারা খুবই অনুকরণ প্রিয়। হয়তো বাবা-মাকে অনুকরণ করে। কিন্তু তার সমবয়সী বাচ্চাদের সাথে যখন খেলা করবে তখন খেলার ছলেই অনেক কিছু শিখবে এবং জড়তা কেটে যাবে।
টিন টিন বাবু লক্ষী সোনা, দেখতে যেন চাঁদের কণা।
মানুষ মানুষের জন্য। কখন কে কার উপকারে আসবে এটা ঈশ্বর ব্যতীত কেউ বলতে পারে না। তবে আমার মনে হয় যেসব বাচ্চারা দেরিতে কথা শেখে তারা সাধারণের তুলনায় বেশি ট্যালেন্টেড হয়। যেমনটি হয়েছিল বিজ্ঞানী আইনস্টাইনের। আজকে হ্যাংআউটার সময় টিনটিন বাবু, আপনাকে প্রশ্ন করেছিল, এটি কি ? তখন আপনি উত্তর দিয়েছিলেন "ক্যালকুলেটর"। টিনটিন বাবুর ভেতরে জানার কৌতূহল প্রচুর, আমি আশা করি টিনটিন বাবু বড় হয়ে সবার মুখ উজ্জ্বল করবে। টিনটিন বাবুর জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা রইল। সুন্দর অপরূপ মুহূর্ত গুলো শেয়ার করার জন্য @rme দাদা আপনাকে ধন্যবাদ।