ফলাফল ঘোষণা : প্রতিযোগিতা - ১১ || শেয়ার করো তোমার সেরা ফটোগ্রাফি -শীতকালীন প্রাকৃতিক দৃশ্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Contest-Cover Final.png

হ্যালো বন্ধুরা,

শীতকাল মানেই ভিন্ন এক অনুভূতির সিজন, ভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ আর এই সুযোগটাকে সুন্দরভাবে ব্যবহার করার জন্যই আমাদের এবারের আয়োজন ছিলো শীতকালীন প্রকৃতি নিয়ে। যেখানে আমার বাংলা ব্লগের সবাইকে নিজেদের সেরা শীতকালীন প্রাকৃতিক দৃশ্যাবলীর ফটোগ্রাফি শেয়ার করার সুযোগ করে দেয়া হয়েছিলো। সকলের দারুণ সাড়া এবং চমৎকার সকল ফটোগ্রাফি নিয়ে অংশগ্রহণ বেশ মুগ্ধ করেছে আমাকে। আমি প্রায় সকলের ফটোগ্রাফিগুলো দেখার চেষ্টা করেছি, বেশ সুন্দর সুন্দর দৃশ্যাবলী আমাকে আভিভূত করেছে। যদিও সব সময় প্রকৃতির মাঝে যাওয়ার সুযোগ হয় না, তাই সকলের ফটোগ্রাফিগুলো বেশ ভালো লেগেছিলো আমার কাছে।

তথাপিও সেরাদেরকে নির্বাচিত করার চেষ্টা করেছি, এটা বেশ কষ্টকর বিষয় ছিলো আমার জন্য। কাকে রেখে কাকে নিবো, কারটা রেখে কারটা নির্বাচিত করবো, সব মিলিয়ে বেশ দারুণ প্রতিযোগিতা ছিলো এটি। তাই পূর্ব নির্ধারিত ঘোষণা হতে আরো ৫জনকে বেশী প্রাইজ দিয়েছি, মোট পুরস্কারের পরিমান ছিলো ৩০০ স্টিম কিন্তু বিজয়ীদের দেয়া হয়েছে ৪০০ স্টিম, এটা আমার জন্য আনন্দের ছিলো। আশা করছি অংশগ্রহণের এই ধারাবাহিকতা বজায় থাকবে সব সময়।

তাহলে চলুন দেখে নেই শেয়ার করো তোমার সেরা ফটোগ্রাফি -শীতকালীন প্রাকৃতিক দৃশ্য প্রতিযোগিতায় বিজয়ীদের নাম এবং তাদের পোষ্টের লিংকগুলো। আর একটা বিষয় বিজয়ীদের অভিনন্দন জানানোর মাধ্যমে তাদের আরো বেশী অনুপ্রাণিত করা যেতে পারে।

PlaceUserPost LinkPrize
1st Place@isha.ishhttps://steemit.com/hive-129948/@isha.ish/6z2mpc-or-or-or-or-shy-fox100 Steem
2nd Place@rex-sumonhttps://steemit.com/hive-129948/@rex-sumon/5pos9z60 Steem
3rd Place@tangerahttps://steemit.com/hive-129948/@tangera/vromx-10-beneficiary-to-shy-fox40 Steem
4th Place@shuvo2021https://steemit.com/hive-129948/@shuvo2021/3j86cz-or-or-or-or-or-or20 Steem
4th Place@sajjadsohanhttps://steemit.com/hive-129948/@sajjadsohan/or-or-or-or-by-sajjadsohan-by-sajjadsohan20 Steem
5th Place@narocky71https://steemit.com/hive-129948/@narocky71/or-or-or20 Steem
5th Place@mahir4221https://steemit.com/hive-129948/@mahir4221/7d1kcw-or-or-10-beneficiary-to-shy-fox20 Steem
6th Place@ah-agimhttps://steemit.com/hive-129948/@ah-agim/ygfin-shy-fox20 Steem
6th Place@farhanshadikhttps://steemit.com/hive-129948/@farhanshadik/b3cea-or-or-or-or20 Steem
7th Place@emranhasanhttps://steemit.com/hive-129948/@emranhasan/2cccmy-or-or20 Steem
7th Place@razuan12https://steemit.com/hive-129948/@razuan12/or-or-shy-fox20 Steem
8th Place@salmanabirhttps://steemit.com/hive-129948/@salmanabir/2fydjs-by-or-salmanabir-or20 Steem
8th Place@kabir21https://steemit.com/hive-129948/@kabir21/or-or-or-or20 Steem

পুরস্কার প্রদান সম্পন্ন


Untitled.png


ধন্যবাদ সবাইকে।

break.png

New Benner ABB.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Sort:  
 3 years ago (edited)

যারা শীতকালীন প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফী কনটেস্টে বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা অসাধারণ অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেরেছি। বিষয়টি সত্যিই দারুণ ছিল। ঘরে বসে বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য গুলো খুব উপভোগ করেছি।

 3 years ago 

অনেক সুন্দর ছিল প্রতিযোগিতা। যদিও বিজয়ী হতে পারিনি
তারপরেও আমার কোন বিষয়ে অভিযোগ নাই। প্রতিযোগিতায়
অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমার জন্য বড় পাওয়া।

পৃথিবীতে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা।
সব সময় আপনারা আপনাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখুন এবং সফলতার খুব নিকটে চলে যান সে কামনা করি সবসময়। অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সকলের প্রতি

 3 years ago 

সকল বিজয়ী দের জানাই আমার মনের অন্তস্তল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এতো সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। এই প্রতিযোগিতায় ৫ম স্থান পেয়েছি এর জন্য আমি আরো অনেক বেশি খুশি। আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় দাদা এবং আমার বাংলা ব্লগের সকলকেই এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। ধন্যবাদ।

ফটোগ্রাফি প্রতিযোগিতা আমি বেশ সুন্দরভাবে উপভোগ করেছি। সবাই অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছিলো। ধন্যবাদ জানাতে চাই দাদাকে এমন সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 3 years ago 

প্রতিযোগিতায় বিজয় সদস্যদের প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এ কনটেস্ট এর মাধ্যমে আমরা অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেয়েছি। যারা কনটেস্ট অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই কনটেস্ট এর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেরেছি এবং সকলেই চেষ্টা করেছে অনেক সুন্দরভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এবং আমি মনে করি আমার কাছে বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে অভিনন্দন সকল বিজয়ী কে ।

 3 years ago 

শীতকালীন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন। এই প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। আর যারা প্রতিযোগিতায় অংশ করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

অভিনন্দন জানাই সকল বিজয়ী কে। 😌😊
খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন ছিল। 💕💗

চমৎকার একটি প্রতিযোগিতা ছিল। সকল বিজয়ীদের অভিনন্দন। আর দাদাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করার জন্য। এত বড় প্রাইস পুলের প্রতিযোগিতা শুধু আমার বাংলা ব্লগেই সম্ভব।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101735.14
ETH 3679.67
SBD 2.59