জীবনের প্রথম চায়ের স্বাদ গ্রহণ করার স্মৃতি

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright Free Image Source : Pixabay


চা । ক্যাফেইনযুক্ত এক গরম পানীয় যা নিমেষে দেহ মনকে চাঙ্গা করে তোলে । বলা বাহুল্য আমি মোটেও চায়ের ভক্ত নই । তবে, ছোটবেলায় আমার কাছে চা একটি রহস্যে ঘেরা পানীয় মনে হতো । আমাদের ছোটবেলায়, চা একদমই নিষিদ্ধ একটি পানীয় ছিল ছোটদের কাছে । হরলিক্স আর জুস ছাড়া আর কোনো পানীয় খাওয়া আমাদের কঠোর ভাবে নিষিদ্ধ ছিল ।

অথচ, আমার ছেলেবেলায় এই পানীয়ের ওপর আমার এক অমোঘ আকর্ষণ ছিল । আমাদের বাড়ি ছিল যৌথ পরিবার । বাবারা ছিল পাঁচ ভাই । বারো মাসে তেরো পার্বণ তো ছিলই, এর উপর টুকটাক নানা ধরণের ছোট বড় অনুষ্ঠান বাড়িতে লেগেই থাকতো । বারোটি মাসের একটি মাসও ফাঁক যেতো না ।

আর অনুষ্ঠান হলেই গাঁয়ের বিশিষ্ঠ মাতব্বর শ্রেণীর মানুষের আনাগোনা আর অনেক ধরণের মজলিশ, বৈঠক বা মিটিং এসব হতো । এইসব গ্রাম্য মজলিসে চা, পান আর সিগারেটের অফুরন্ত যোগান রাখতেই হতো । আমাদের বাড়িতে বিড়ি সিগারেট সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল । তাই, গ্রামের মাতব্বর শ্রেণীর লোকেরাও আমাদের বাড়িতে আয়োজিত যে কোনো মজলিশে বিড়ি সিগারেট পারতপক্ষে খেতেন না ।

খুব বেশি বিড়ি সিগ্রেটের তেষ্টা পেলে বাড়ির বাইরে গিয়ে খেয়ে আসতেন । মজলিশে বিড়ি সিগারেটের এই অভাবটি পুষিয়ে দেওয়া হতো উৎকৃষ্ট চায়ের যোগানের মাধ্যমে । আর তখনি আমার মাথা ঘুরে যেত । বিরাট একটা ট্রে করে কাপের পর কাপ চায়ের যোগান যেত মজলিশে ।

চায়ের টিন খোলা থেকে স্টোভ ধরানো সব কিছুরই সাক্ষী থাকতাম আমরা ছোটরা । আমাদের জুল জুল দৃষ্টির সামনে চায়ের পাতা জ্বাল দেওয়া হতো স্টোভ জ্বেলে । এরপরে ছাঁকনি দিয়ে ছেঁকে টি পট ভর্তি করা হতো । বিশাল একটা ডেকচিতে থাকতো সর ওয়ালা বাড়িতে বানানো ঘন দুধ ।

আর একটি বড় কাঁচের বয়াম ভর্তি থাকতো চিনি । দুধ, চিনি আর চা যখন একসাথে মেশানো হতো চামচ দিয়ে নেড়ে তখন ভারী মিষ্টি একটা টুং টাং শব্দ হতো । অবাক বিস্ময়ে আমরা শুধু চেয়ে চেয়ে দেখতাম সেই রাজসূয় যজ্ঞ । খুব বেশি ঠোঁট চাটতে থাকলে আমাদের এক কাপ ভর্তি চিনি মেশানো গরম দুধ দেওয়া হতো । আমরা চা খাচ্ছি এই কল্পনা করে খেয়ে ফেলতাম সেই চিনি মেশানো গরম দুধ চুক চুক করে ।

তো, একদিন সুযোগ এসে গেলো অভাবনীয় ভাবে । বাড়িতে সামনে বিয়ে । আমার এক কাকার । সেই উপলক্ষে প্রতিদিনই সন্ধ্যায় মিটিং চলছে গাঁয়ের মুরুব্বিদের সাথে । জেনারেটর চলছে সন্ধাবেলায় । সারা বাড়ি আলোয় আলো । চায়ের ট্রে ভর্তি যাচ্ছে, পরক্ষণেই খালি ট্রে ফিরছে । আবার নতুন করে চা বানানো চলছে ।

তো, এমনি সময়ে আমার ছোটকাকার ধুতি জড়িয়ে গেলো জেনারেটর এর ঘুরন্ত বড় চাকার সাথে । বিশাল এক্সিডেন্ট । সবাই ছুটলো সেদিকে । দ্রুত জেনারেটর বন্ধ করে দেওয়া হলো । হ্যাজাক নিয়ে সবাই ছুটে গেলো অকুস্থলে । না, বড় ধরণের বিপদ এড়ানো গিয়েছে । কারেন্ট শক খাননি ছোটকাকা । কোথাও পুড়ে টুড়েও যায়নি । শুধু বিস্তর কেটে ছিঁড়ে গিয়েছে হাত পায়ের এখানে সেখানে ।

এই সুবর্ণ সুযোগ আমার জন্য । দূরের হ্যাজাকের আবছায়া আলোয় দ্রুত কম্পিত বক্ষে চায়ের টিনের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম । এক মুঠো চা পাতি বের করে এনে দিলাম টেনে দৌড় । বাড়ির সীমানার বাইরে গিয়ে মুখে দিলাম সেগুলো । ও মা !! সে কী বিতিকিচ্ছিরি স্বাদ !! শুনেছি নাকি চা ভালো খেতে । কাঁচা চা পাতি গিলে আমার সারা জীবনের জন্য চায়ের নেশা ছুটে গেলো । আর জীবনেও বড় না হওয়া অব্দি ওধার মাড়াইনি ।


পরিশিষ্ট


প্রতিদিন ৩০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ২য় দিন (300 TRX daily for 7 consecutive days :: DAY 02)


trx logo.png



সময়সীমা : ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৫৮ : ৩০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ecb6d224b0fd04ad61403966768de25294cd0185eb139391d27d9cb12641ca87

টাস্ক ৫৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  
 2 years ago 

কাঁচা চা পাতি গিলে আমার সারা জীবনের জন্য চায়ের নেশা ছুটে গেলো । আর জীবনেও বড় না হওয়া অব্দি ওধার মাড়াইনি ।

প্রিয় দাদা প্রথমে ভেবেছিলাম আপনার কাকার এক্সিডেন্টের সুযোগ নিয়ে মনে হয় ২-৪ কাপ চা খেয়ে ফেলেছেন। কিন্তু কখনো ভাবিনি যে আপনি এভাবে চা-পাতি খাবেন। সত্যিই প্রিয় দাদা, শেষ পর্যন্ত কাঁচা চা-পাতি গিলে খাওয়ার বিষয়টি জানতে পেরে আমি সত্যি সত্যিই হো হো করে হেসেই পড়েছি। প্রিয় দাদা শেষ পর্যন্ত যে আপনার জীবনের প্রথম চায়ের স্বাদ গ্রহণ করার স্মৃতিটা যে এত হাস্যকর হবে ভেবে উঠতে পারিনি। অসাধারণ একটি স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দাদা আপনার প্রথম চায়ের স্বাদ নেয়ার অভিজ্ঞতা পড়ে খুব মজা পেলাম। এইভাবে কেউ চাপাতা মুখে নিয়ে খায় শুনেই হাসি পাচ্ছিল। আপনাদের বাসায় অনেক মানুষের আনাগুনা ছিল। ভাগ্যিস আপনার ছোট কাকার বড় কোন এক্সিডেন্ট হয়নি। আমার কিন্তু চায়ের বড় নেশা আছে। ধন্যবাদ দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago (edited)

হাহাহা দাদা বেশ মজা পেলাম আপনার জীবনের প্রথম চা খাওয়ার কথা শোনে। স্বাভাবিক বাচ্চারা তো মনে করতেই পারে যে চা যেহেতু মজার হয় সেহুতু চাপাতিও তো অনেক মজা হওয়ার কথা । তবে আমি চা খায় না চা আমার খুব একটা পছন্দ না। কিন্তু আপনার ছোট কাকার অ্যাক্সিডেন্টের কথা শুনে খুব খারাপ লাগলো তখন কিন্তু খুব বড় ধরনের অ্যাক্সিডেন্টে হতে পারতো। কিছুদিন আগে আমার এক ছোট ভাই জেনারেটর তারের সঙ্গে পেচিয়ে মারা গিয়েছে।

 2 years ago 

হা হা হা দাদা অনেক মজা পাইছি পড়ে।জেনারেটর বন্ধ হয়ে যাওয়ার সুবাদে খাইতে পারলেন চা!😂😂তাও আবার চা পাতা!!🐶🐶চা আসলেই বচ্চাদের জন্য ক্ষতিকর সেটা ঠিক কিন্তু এখকার বাচ্চারা নিষেধ মানে না।আগের দিনকাল অনেক ভাল ছিল রে দাদা😥😥😥।

 2 years ago 

বলা বাহুল্য আমি মোটেও চায়ের ভক্ত নই ।

দাদা আমিও আপনার মতই চায়ের ভক্ত নই। চা খেতে আমার কাছে কেন জানি গন্ধ লাগে। তবে ছোটবেলায় কাঁচা চা পাতি খাওয়ার অভিজ্ঞতা জেনে সত্যি ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হলাম। সত্যি দাদা ছোটবেলায় আমরা কত কিছুই না কল্পনা করতাম। যেগুলো আমাদের খাওয়া নিষেধ থাকত সেগুলোর প্রতি লোভ বেশি লাগতো। দাদা আপনি চায়ের ভিন্ন স্বাদ গ্রহণ করতে পেরেছেন। ছোটবেলার এই মজার স্মৃতি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 2 years ago 

এইটা কি করলেন দাদা? আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আপনি হয়তো এই অন্ধকারের মধ্যে সেই কাঙ্ক্ষিত চা খেয়েছেন ।কিন্তু শেষে কিনা চা পাতা চুরি করে পালালেন। এক কাপ চা নিয়ে পালালে তা না হয় মানা যেত তাই বলে চা পাতা?
যাই হোক বেশ মজা পেলাম ঘটনাটি পড়ে হাসিও পাচ্ছে খুব।

 2 years ago 

দাদা আপনার প্রথম চা খাওয়ার অভিজ্ঞতা পড়ে বেশ মজা পেলাম।আমার আবার পছন্দ চায়ে ভিজিয়ে পরটা খাওয়া । চট্টগ্রামের একটা জনপ্রিয় খাবার।

 2 years ago 
দাদা আপনার প্রথম চায়ের স্বাদ গ্রহন করা অনুভূতিটা খুবই চমৎকার ছিল।অবশ্য সেটা চায়ের পাতি খাওয়ার অনুভুতি কিন্তু চা না,দাদা।হা হা হা।আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি সবাই একটা কৌতুহল বা আগ্রহ থাকে।আর সেই আকাঙ্খা বা ইচ্ছেটা যতক্ষণ পূরণ না হয়ে থাকে মনটা ছটফট করতে থাকে।অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ও চমৎকার করে আপনার শৈশবের প্রথম চায়ের স্বাদগ্রহন করার স্মৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 55173.73
ETH 2879.85
USDT 1.00
SBD 2.30