একটি গুরুত্বপূর্ণ এনাউন্সমেন্ট [কমিউনিটির নিয়মাবলী সংক্রান্ত]steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


স্টিমিট সহ পুরো ক্রিপ্টো মার্কেটে ধসের কারণ হলো FTX এর ইনসল্ভেন্সি ইস্যু এবং পরবর্তীতে bankruptcy ঘোষণা করা । এর মধ্যে আবার শোনা যাচ্ছে হ্যাকিং এর শিকার হয়েছে অরক্ষিত এই ক্রিপ্টো এক্সচেঞ্জ । প্রায় ৬০০ মিলিয়ন ডলার সমমূল্যের ক্রিপ্টো টোকেন চুরি হয়েছে এর মধ্যে ।

সব মিলিয়ে খুবই একটা খারাপ অবস্থা চারিদিকে । স্টিমিট এর দাম এমনিতেই আন্ডার ভ্যালুড ছিল । তার ওপর আবার এই আনএক্সপেক্টেড ক্রিপ্টো মার্কেট ধস । সব মিলিয়ে স্টিমিট এর প্রাইস এখন অতি নগন্য । শুধু একটিমাত্র ভালো দিক হলো স্টিমিট মার্কেটে প্যানিক সেল তেমন একটা পরিলক্ষিত হয়নি ।

যে ৩০% মার্কেট ফল হয়েছে সেটা শুধুমাত্র বিটকয়েন ফল করার কারণেই হয়েছে । স্টিমিট ধীরে ধীরে এখন ইনভেস্টরদের আকর্ষণ করছে । আমার সে ভাবে স্টিমিটে তেমন কোনো উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট নেই । তবুও ব্যক্তিগত ভাবে ১০ মিলিয়ন ডলার সমমূল্যের ইনভেস্ট করেছিলাম । যেটার এখন বর্তমান মূল্য ৪ মিলিয়ন ডলারে নেমে গিয়েছে । তবে তাতে বিন্দুমাত্র ঘাবড়ে যাইনি । কারণ, আমি স্টিমিট নিয়ে আশাবাদী । এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট ।

স্টিমিটে আমার যা ইনভেস্টমেন্ট বা অবদান সেগুলি কোনটাই বিজনেস পারপাস ছিল না । বর্তমানে, আমি স্টিমিটটাকেও একটা প্রফিটেবল বিজনেস হিসেবে দেখতে চাইছি । তাই, বেশ কয়েকটি গ্রূপের সাথে এই মুহূর্তে কানেক্টেড রয়েছি । ক্রিপ্টো রেগুলেটোরি কম্প্লায়েন্সড ইনভেস্টমেন্ট & ডেভেলপমেন্ট এর দিকে হাঁটতে চাইছি ।

যাই হোক, বর্তমানের এক্সট্রিম বেয়ারিশ সিচুয়েশনে "আমার বাংলা ব্লগ" এর নিয়ম কানুনে কিছুটা শিথিলতা আনতে চাইছি । যাতে সবাই কিছু এক্সট্রা প্রেশার রিলিজ করে আনন্দঘন পরিবেশে কাজ করতে পারে । কমিউনিটির রুলস & রেগুলেশনের এই শিথিলতা বজায় থাকবে যতদিন না SBD payout চালু হবে ।

নিয়মাবলীর পরিবর্তন :


"আমার বাংলা ব্লগ" এর নতুন কোনো ইউজার নেওয়া হবে না যতক্ষণ না স্টিম এর দাম ২২ সেন্ট এর উপরে যায় ।

"আমার বাংলা ব্লগ" এর বেসিক রুলস এর ০৫ (১), ০৭ (১), ১০ (১) নিয়মাবলী শিথিল করা হলো ।

➤ পার্মানেণ্ট ইনাক্টিভ ইউজার ব্যাজ পাওয়া ইউজারদেরকে পুনরায় আর কমিউনিটিতে যোগদানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো যতদিন পর্যন্ত না আবার পুনরায় SBD payout চালু হচ্ছে ।

➤ টেম্পোরারি ইনাক্টিভ ইউজার ব্যাজ ইউজারদেরকে আবার কমিউনিটিতে যোগদানের সুযোগ থাকছে । তবে, এক্ষেত্রে দুটো কন্ডিশন আছে - এক. ইনাক্টিভ হওয়ার পূর্বে যাঁরা ভেরিফাইড একটিভ মেম্বার ছিল এবং দুই. নতুন করে লেভেল ৫ এ ভাইভা এক্সাম দিয়ে পাস্ করতে হবে । প্রাক্তন এবিবি স্কুলের স্টুডেন্টদের জন্য সুযোগ থাকবে ।

➤ পাওয়ার ডাউন এর নিয়ম শিথিল করা হলো । এখন থেকে যে কোনো জেনারেল ইউজার তার কারেন্ট ইনকামের ৫০% পাওয়ার ডাউন দিতে কোনো প্রকার কজ শো করার দরকার নেই । তবে তাঁকে অবশ্যই সাপোর্ট টিকেট create করে অ্যাডমিন/মডারেটরদের কে ইনফর্ম করে অনুমতি নিতে হবে । নভেম্বর ১৫ তারিখ এর পর থেকে উপার্জিত অর্থ কে কারেন্ট ইনকাম হিসেবে গণ্য করা হবে । অনুমতিবিহীন পাওয়ার ডাউনকারী ইউজারকে পার্মানেন্ট ইনাক্টিভ ইউজার ট্যাগ প্রদান করা হবে ।

➤ এখন থেকে কমেন্ট মনিটরিং এর নিয়ম কানুন অনেক শিথিল করা হলো । মার্কিং সিস্টেমে জটিলতা পরিহার করে সহজ সরল সিস্টেম আনা হবে । এই পরিবর্তনটি ভ্যালিড থাকবে যতদিন না স্টিম এর দাম ২৫ সেন্ট এর উপরে স্টেবল থাকে । এরপরে আবার পূর্বের নিয়মে ফেরত যাবে ।

➤ এখন থেকে ইউজাররা কমিউনিটিতে কি ধরণের পরিবেশ চান, বা কি কি চেঞ্জ আনা প্রয়োজন মনে করেন সে সংক্রান্ত যে কোনো ধরণের পরামর্শ বা প্রপোজাল নির্দ্বিধায় কমিউনিটির ডিসকোর্ড সার্ভার এর ideas-and-feedback চ্যানেলে শেয়ার করতে পারেন ।

➤ কমিউনিটির অ্যাডমিন/মডারেটর প্যানেল সহ অন্য যে কোনো ইউজারদের বিপক্ষে যে কোনো ধরণের কমপ্লেইন করার সিস্টেম আজ থেকে চালু করা হলো । এর জন্য কমিউনিটির ডিসকোর্ড সার্ভার এর lodge-complaint এ আপনার কমপ্লেইনটি করতে পারবেন । এই চ্যানেলটি এমনভাবে মোডিফাই করা হয়েছে যে সবার এক্সেস থাকবে বাট কেউ অন্যের কমপ্লেইন দেখতে পারবেন না । এমনকি কোনো অ্যাডমিন/মডারেটররাও নয় । সো, নির্দ্বিধায় এখানে যে কারোর বিরুদ্ধে বা কমিউনিটির কোনো রুলস বা সিস্টেম এর বিরুদ্ধে আপনার কমপ্লেইনটি পেশ করতে পারবেন ।

পুনশ্চ : ১৩-১১-২০২২ থেকে ২১-১১-২০২২ আমি ছুটিতে যাচ্ছি । এই ক'দিন কমিউনিটিতে আমার খুবই কম এনগেজমেন্ট থাকবে । ছুটিতে থাকার জন্যে কমিউনিটির সকল curation process ডিলেড হতে পারে । সে জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।


✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


প্রতিদিন ৫০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৬ষ্ঠ দিন (500 TRX daily for 7 consecutive days :: DAY 06)




সময়সীমা : ০৭ নভেম্বর ২০২২ থেকে ১৩ নভেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ১২ নভেম্বর ২০২২


টাস্ক ১১৮ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 537fde1fe6ecbce9057e1a09509f505ae310822439e0c48222d13042ec65dac5

টাস্ক ১১৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

দাদা মার্কেটের এই দুরবস্থার মধ্যে আপনি খুবই সুন্দর পদক্ষেপ নিয়েছেন।আর পদক্ষেপ গুলো আমার খুব ভাল লেগেছে। যার কারণে কাজ করার আগ্রহ থাকবে। আর কমপ্লেইন করার বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। এর মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো জানাতে পারবো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

দাদা আপনার প্রতিটি সিদ্ধান্ত আমাদের জন্য মঙ্গলজনক।আর যেহেতু মার্কেটের অবস্থা খারাপ। এই অবস্থায় ধৈর্য্য ধরাই বুদ্ধিমানের কাজ। আর এই অবস্থায় নিয়ম একটু শিথিল করা এটা যুগোপযোগী সিদ্ধান্ত। আর প্রতিটি নিয়ম আমরা নিশ্চয়ই মেনে চলবো।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

মার্কেট এর যা অবস্থা এই মুহূর্তে আমাদের উচিত শুধু ধৈর্য ধারণ করা।তবে যাইহোক এই কঠিন অবস্থায় নিয়ম একটু শিথিল করাই শ্রেয়।খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন দাদা ,সাধুবাদ জানাই আপনার এই সিদ্ধান্তকে।

 2 years ago 

দাদা আপনি গুরুত্বপূর্ণ এনাউন্সমেন্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে অনেক কিছু তথ্য পেলাম। মার্কেটের অবস্থা দেখে আপনি বিন্দুমাত্র ঘাবড়ে যাননি জেনে ভালো লাগলো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার ও সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাকে আমরা সবাই অনেক মিস করবো দাদা। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

আপনি সব সময় আমাদের জন্য যে নিয়ম কানুন ঠিক করবেন, আমি মনে করি তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো সিদ্ধান্ত। প্রত্যেকটা নিয়ম কানুন আবারও ভালোভাবে পড়ে নিলাম। আশা করবো আপনার সিদ্ধান্তে আমাদের ভালই হবে। আমি সব সময় ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যাব।

 2 years ago 

প্রিয় দাদা প্রতিটি লাইন মনযোগ সহকারে পড়লাম ৷ আসলে মার্কেট যে এতো বড় ডাউন য্ সত্যি অনেকটা খারাপ লেগেছে ৷ আসলে এখানে তো কোনো কিছু করার নেই ৷ তবে যা হোক প্রতিটি উদ্যেগে ভালো কিছু বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করি ৷ আপনি স্টিমে অনেকটা বিশ্বাস করেন আরো তার রুপ ফিরে আসবে ৷
সর্বোপরি আমরাও আছি আপনার সাথে ৷
ধন্যবাদ দাদা আপনি কাল থেকে ছুটিতে থাকবেন ৷ এই সময়টাতে ভালো থাকুন সুস্থ থাকুন ৷

এই পোস্টের অপেক্ষায় ছিলাম দাদা। তুমি যে নিয়মই দেবেনা কেনো, সেটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে এটাই আশাকরি। তোমার দেওয়া নতুন প্রত্যেকটা নিয়ম পড়লাম। আশাকরি অবশ্যই মেনে চলার চেষ্টা করবো।

 2 years ago 

কমিউনিটির সকল মেম্বার দের সার্থে যেসব নিয়ম কানুন পরিবর্তন করা হয়ে তা সত্যি দারুন৷ এতে করে ইউজার রা ব্লগিং এ আরো সাচ্ছন্দ্য বোধ করবে। দাদা আপনার নেওয়া এই উদ্যোগ আমার বাংলা ব্লগ এর সকল ইউজার কে অনেক অনুপ্রেরণা দিবে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 105027.92
ETH 3262.08
SBD 5.30