কমিউনিটি STEEM WATCHER আপডেট -০২steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


অবশেষে পুরো সপ্তাহটি জুড়ে কিছু বিজি টাইম পার করার পরে STEEM WATCHER কম্যুনিটির পেন্ডিং কাজসমূহের দ্বিতীয় আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আজ ।

তিনটি আপকামিং কমিউনিটির মধ্যে সর্বপ্রথম STEEM WATCHER নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি । নিম্নে STEEM WATCHER কমিউনিটির কী কী ডিউ কাজ ছিল সেটি লিস্ট আকারে তুলে ধরলাম :

০১. কমিউনিটির অফিসিয়াল লোগো ডিজাইন [কমপ্লিট]
০২. কমিউনিটি শর্ট ডেসক্রিপশন এবং রুলস কমিউনিটির ফ্রন্ট পেজের রাইট সাইড বারে অ্যাড করা [কমপ্লিট]
০৩. কমিউনিটির additional মডারেটর recruitment[কমপ্লিট]
০৪. ডিটেক্টিভ নিয়োগের এপ্লিকেশন যাচাই বাছাইকরণ প্রক্রিয়া শুরু করা [প্রক্রিয়া চলমান]
০৫. ডিটেক্টিভদের সিরিয়ালি ভেরিফিকেশন প্রসেস চালু করা [প্রক্রিয়া চলমান]
০৬. অনলাইন ডেটাবেজ স্থাপন করা যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে [প্রক্রিয়া চলমান]
০৭. নতুন করে abuse-watcher এর ডিসকোর্ড সার্ভার সাজানো [পেন্ডিং]
০৮. স্টিমিটের টপ লেভেলের কমিউনিটিগুলোতে @abuse-watcher এর এক্টিভ ভাবে কাজ শুরু করা [পেন্ডিং]

উপরোক্ত টাস্কগুলোর মধ্যে আমাদের টীম নিম্নলিখিত কার্যক্রম কমপ্লিট করেছে :

০১. কমিউনিটির অফিসিয়াল লোগো ডিজাইন : এই কাজটি আমাদের "আমার বাংলা ব্লগ" -এর সম্মানিত অ্যাডমিন @hafizullah ভাই অবশেষে কমপ্লিট করে দিয়েছেন । কমুনিটির অফিসিয়াল লোগোটি ইতিমধ্যে ডিসকোর্ড সার্ভারে সব ইউজারদের সাথে শেয়ার করা হয়েছে ।

০২. কমিউনিটি শর্ট ডেসক্রিপশন এবং রুলস কমিউনিটির ফ্রন্ট পেজের রাইট সাইড বারে অ্যাড করা : এই কাজটি কমিউনিটির অ্যাডমিন প্যানেল অলরেডি করে ফেলেছেন । নতুন কোনো নিয়মনীতি প্রণয়ন করা হলে সেটিও সঙ্গে সঙ্গে ফ্রন্ট পেজের রাইট সাইড বারে আপডেট করা হবে ।

০৩. কমিউনিটির additional মডারেটর recruitment : এটি একটি চলমান প্রক্রিয়া । কমিউনিটির প্রয়োজনে অ্যাডমিন/মডারেটর নিয়োগ চলমান থাকবে । প্রাথমিক পর্যায়ের আমাদের অ্যাডমিন প্যানেল গঠন করা হয়েছিল গত সপ্তাহে । এ সপ্তাহে অ্যাডমিন প্যানেলে কিছু পরিবর্তন আনা হয়েছে -

Leadership
@rme ADMIN Founder
@abuse-watcher ADMIN Community Admin
@rex-sumon MOD Community Moderator
@faisalamin MOD moderator
@shy-fox MOD
@hungry-griffin MOD
@nusuranur MOD moderator
@steemcurator01 MOD Steemit Team
@moh.arif MOD moderator

০৪ এবং ০৫. ডিটেক্টিভ নিয়োগের এপ্লিকেশন যাচাই বাছাইকরণ প্রক্রিয়া শুরু করা এবং ডিটেক্টিভদের সিরিয়ালি ভেরিফিকেশন প্রসেস চালু করা: এখনো অব্দি ডিটেক্টিভ রিক্রুটমেন্টের ১০০+ এপ্লিকেশন জমা পড়েছে । এবং প্রতিদিনই ১-২ টা করে এপ্লিকেশন জমা পড়ছে । এর মধ্যে প্রথম ১০ জনের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের মধ্যে থেকে যোগ্যতম ব্যক্তিদেরকে ডিটেক্টিভ হিসেবে মান্যতটা প্রদান করা হয়েছে এবং ডিটেক্টিভ রোল এবং ট্যাগ প্রদান করা হয়েছে (স্টিমিট কমিউনিটি এবং ডিসকোর্ড সার্ভার উভয় স্থানে) । এবং এ বিষয়ে একটা পূর্ণ রিপোর্টও প্রকাশ করা হয়েছে কমিউনিটিতে । রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে আবার ১০ জন applicant -কে ভেরিফিকেশন এর জন্য আহ্ববান করা হয়েছে অলরেডি । এই ১০ জনের ভেরিফিকেশন ও তাঁদের মধ্যে থেকে ডিটেক্টিভ নিয়োগের পরে আবার পরবর্তী ১০ জনকে ভেরিফিকেশন এর জন্য আহ্ববান করা হবে । এভাবে এই প্রক্রিয়াটি চলমান থাকবে ।

০৬. অনলাইন ডেটাবেজ স্থাপন করা যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে : আমি অলরেডি abuse-watcher.com সাইটটি গুগল ব্লগার -এ হোস্ট করেছি । সেই সঙ্গে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখার প্রক্রিয়াটি শুরু করে দিয়েছি । abuser দের এই সকল তথ্য সার্চ করা যাবে এবং দরকার হলে সেখান থেকে সমস্ত তথ্য প্রকাশ করা যাবে । সামনের ১-২ দিনের মধ্যে ডাটা ফীডারদেরকে সার্ভারে এক্সেস দেওয়া হবে abuserder সমস্ত তথ্য আপলোড কাজ শুরু করার জন্য ।

০৭. নতুন করে abuse-watcher এর ডিসকোর্ড সার্ভার সাজানো : আমি ও আমাদের চীফ এক্সেকিউটিভ মডারেটর এবং ডিটেক্টিভ হেড @rex-sumon ও কমুনিটির সমস্ত মডারেটরদের নিয়ে একটা মিটিং করেছি এই ব্যাপারে । বেশ কিছু প্রাইভেসি সিকিউরিটি সংক্রান্ত ডিসকোর্ড সার্ভার সেটিংস এবং ডিজাইন অলরেডী সম্পন্ন করা হয়েছে । বাদবাকি কাজগুলি আশা করছি সামনের রবিবারের মধ্যে সম্পূর্ণ হবে ।

০৮. স্টিমিটের টপ লেভেলের কমিউনিটিগুলোতে @abuse-watcher এর এক্টিভ ভাবে কাজ শুরু করা : এই প্রক্রিয়াটি জাস্ট শুরু হয়েছে, কিন্তু এখনো সেভাবে স্টেপ নেওয়া হয়নি । আগামী রবিবার এই সংক্রান্ত একটা মিটিং কল করা হয়েছে কমিউনিটির সমস্ত মডারেটরদের সাথে । সেই মিটিংয়েই কাজটির একটি রূপরেখা নির্মাণ করা হবে । এই মুহূর্তে একমাত্র STEEM FOR BANGLADESH, Steemit Travel community and Steem-Database কমিউনিটিতে @abuse-watcher কে successfully ইন্টিগ্রেট করা হয়েছে । আমাদের পরিকল্পনা আছে এর পর ধীরে ধীরে সমস্ত কমিউনিটিকে @abuse-watcher এর ছাতার তলে আনার ।


✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


প্রতিদিন ৪৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (475 TRX daily for 7 consecutive days :: DAY 03)




সময়সীমা : ৩১ অক্টোবর ২০২২ থেকে ০৬ নভেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ০২ নভেম্বর ২০২২


টাস্ক ১০৮ : ৪৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : bcb072da76d48e1403ed3c921ece84c2700db04a38b516fbdde84c6fee23b3d3

টাস্ক ১০৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

STEEM WATCHER কমিউনিটির কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এর জন্য আপনাকে সাধুবাদ জানাতে চাই দাদা। আপনি এই উদ্যোগ না নিলে হয়তো কিছুই হতোনা। বেশির ভাগ কাজ শেষ হয়ে গেছে। আশা করবি বাকি কাজ গুলো দ্রুতো শেষ হবে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power to @steem-seven or Cast your vote to @seven.wit witness! This way you will be supporting this initiative.

Support partner witnesses

@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

nice

 2 years ago 

অনেক কাজ!! তবে আশা করি সবই ঠিকঠাক মত নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। যেখানে আপনার মত একজন দিক নির্দেশক আর যোগ্যতম কর্মীবাহিনী আছে সেখানে কোন কিছুই আটকে থাকবেনা। শুভকামনা সবসময়।

 2 years ago 

দাদা এত ব্যস্ততার মাঝেও এতগুলো কাজ একসাথে করতেছেন। পুরো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। STEEM WATCHER এ প্লাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর জন্যই এ প্লাটফর্ম বিশ্বের এক নম্বর প্লাটফর্ম হবে। সব অবদান শুধু আপনার দাদা। ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

শত ব্যস্ততার মাঝেও অনেকগুলো কাজ দেখছি কমপ্লিট হয়ে গেছে। আর বাকি কিছু কাজ রয়েছে এবং সেটি আশা করি একের পর এক ধাপে ধাপে হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপডেট জানানোর জন্য।

 2 years ago 

শত ব্যস্ততার মধ্য দিয়েও আপনি ধাপে ধাপে একটার পর একটা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেকগুলো কাজ কমপ্লিট হয়েছে বাকিগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি ।কারণ আপনি যেখানে আছেন সেখানে সব কাজ খুব দ্রুতই সম্পূর্ণ হবে এটাই মূল কথা।আপনার দ্বারা সবই সম্ভব ।

 2 years ago 

গত আপডেটে কিছু কাজ বাকি দেখেছিলাম, তার মধ্যে এই আপডেটের মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো কাজ শেষ হয়ে গিয়েছে। আর বাকি কিছু কাজ আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে।তবে বিষয় হল এত ব্যস্ততার মাঝেও এই কাজ গুলো প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে করে যাচ্ছেন, এটাই আসলে অনেক বড় পাওয়া আমাদের জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

নতুন কমিউনিটি নিয়ে অনেক পরিকল্পনা অনেক কাজ। যেটা আস্তে আস্তে সম্পূর্ণ করা হচ্ছে সত্যিই এটা প্লাটফর্ম কে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সকলের পাশে থাকার প্রত্যাশাই কামনা করি।

 2 years ago 

দাদা আপকামিং কমিউনিটি STEEM WATCHER নিয়ে গত পর্বে আটটি কাজ ডিউ দেখেছিলাম। আজকে দেখতেছি তিনটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তিনটির কাজের প্রক্রিয়া চলমান আছে। আর বাকি দুটি পেন্ডিং আছে। শত ব্যাস্ততার মাঝেও আপনি খুব তারাতারি নতুন কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় দেখে খুব ভাল লাগলো, সেটা হলো অ্যাডমিন প্যানেলে @hungry-griffin আছেন। আশা করি সবার সম্মিলিত চেষ্টায় খুব তারাতারি ডিউ কাজ গুলো শেষ হয়ে যাবে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101158.43
ETH 3649.74
USDT 1.00
SBD 3.20