ফোটোগ্রাফি : উন্মুক্ত আকাশের নীচে, খোলা হাওয়ায় "বর্তির বিলে"steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


গতকাল হঠাৎই দুপুরের পরে আমরা ক'জন ফ্রেন্ড মিলে ঠিক করলাম যে বর্তির বিল দেখতে যাবো । এটা একটা বিশাল বিল । খোলা প্রকৃতির মধ্যে বাঁধনছাড়া হয়ে ঘুরে বেড়ানো যায় যত্র-তত্র । উদার প্রকৃতির মধ্যে সবজি ক্ষেত, ছোট্ট নদী আর দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেতের মধ্যে ঘুরে বেড়ানোর একটা আলাদা মজা আছে ।

আমরা গিয়েছিলাম বাইকে করে । তাই বিলের মধ্যে এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়েও বাইক চালানো সম্ভবপর হয়েছিল । এই বিলে গাড়ি নিয়ে যাওয়া ভীষণ কষ্টকর । বাইকই সই । আর বাইকে করে খোলা হাওয়ার মধ্যে এদিক সেদিক ঘুরে বেড়ানোর মধ্যে একটা আলাদা মজা আছে ।

বছর ৬-৭ ধরে এখানে আসছি । কিন্তু কোনোদিন ধূ ধূ প্রান্তর ছাড়া কিছুই দেখিনি, কালই হঠাৎ দেখতে পেলাম ইলেকট্রিক লাইনের তার টেনে বিলের ঢোকার রাস্তা থেকে একটু ভেতরে বিলের মাঝে একটি বড় রেস্টুরেন্ট, একটি বিশাল ক্যাফেটেরিয়া । খোঁজ নিয়ে জানলাম এই মোটে মাস পাঁচেক হলো এগুলো হয়েছে । বেশ ভীড়ও দেখতে পেলাম এদিকটায় ।

আমরা তাই সোজা বাইক চালিয়ে একদম বিলের মধ্যিখানে যেখানটা সবসময় জনমানবহীন থাকতো সেখানটায় চলে গেলাম । একটা ছোট্ট নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ । ব্রিজের পাশে একটা বরই ও অশ্বত্থ গাছ । ব্রিজ পেরিয়ে অদূরে একটা পাকুড় গাছ । চারিদিকে সরিষার ক্ষেত । খালের পাড়ে অসংখ্য ঝোপ ঝাড়ে ভর্তি । আর এখানে সেখানে কলাগাছের ঝাড় । খালের জলে কচুরিপানা । চারিদিকে প্রচুর পাখপাখালির অবিরত ডাক শোনা যাচ্ছে । খালের জলে মৃদুমন্দ বাতাসে অনেকগুলো ইতস্তত ডিঙি নৌকা দোল খাচ্ছে ।

এই অপরূপ প্রকৃতির মাঝেও একটা আধুনিক চায়ের দোকান আবিষ্কার করলাম । এটাও এই মাত্র কয়েকদিন হলো হয়েছে । মাটির ভাঁড়ে বহুদিন পরে চা খেয়ে ঘুরতে বেরোলাম বিলের মাঝে এখানে ওখানে । আর উপভোগ করলাম উন্মুক্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য ।


বিলের বুক চিরে চলে গিয়েছে উঁচু নীচু অসমতল বন্ধুর পথ । পথের এক পাশে ধান ক্ষেত আর নানা ধরণের সবজি ক্ষেত । অপর পাশে কচুরিপানায় ভর্তি ছোট্ট একটা খাল ।

তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৩

সময় : বিকেল ৪ টা ৩৫ মিনিট

স্থান : বর্তির বিল, বেড়াবেড়িয়া, আমডাঙ্গা, বারাসাত, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত


বিলের এক প্রান্তে ছোট্ট একটা নদী । এই নদীর সাথে খালের সংযোগ রয়েছে ।

তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৩

সময় : বিকেল ৪ টা ৪০ মিনিট

স্থান : বর্তির বিল, বেড়াবেড়িয়া, আমডাঙ্গা, বারাসাত, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত


আদিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মাঝে প্রকৃতির সান্নিধ্যে

তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৩

সময় : বিকেল ৫ টা ২০ মিনিট

স্থান : বর্তির বিল, বেড়াবেড়িয়া, আমডাঙ্গা, বারাসাত, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত


মাঠের মধ্যে ঘাস লতাপাতার মধ্যে দিয়ে উঁকি মারছে বিদায়ী সূর্য

তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৩

সময় : বিকেল ৫ টা ৩০ মিনিট

স্থান : বর্তির বিল, বেড়াবেড়িয়া, আমডাঙ্গা, বারাসাত, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত


ধানক্ষেতের মধ্যে একটু কায়দা করে শেষের ছবি গুলো তোলা

তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৩

সময় : বিকেল ৫ টা ৩০ মিনিট

স্থান : বর্তির বিল, বেড়াবেড়িয়া, আমডাঙ্গা, বারাসাত, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩

টাস্ক ১৮৬ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 472ade5b01eb887b323288ede176612abcf8624171c60efbd0b8cc3ddcc8b2a4

টাস্ক ১৮৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

বর্তির বিলের সৌন্দর্যের কথা আগেও অনেক শুনেছি দাদা। আজ আবারও সেই সৌন্দর্যকে নতুন করে দেখতে পেলাম। উন্মুক্ত আকাশের নিচে খোলা হাওয়ায় বর্তির বিলের যে ফটোগ্রাফি করেছেন তা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে। সবুজের সমারোহে সূর্যের অস্ত যাওয়া কি দারুন ফটোগ্রাফি তা বলে বোঝাবার ভাষা নেই। এত সুন্দর মনমুগ্ধকর পরিবেশে মাটির ভারে চা খেয়ে সময়টা খুব ভালোই পার করেছেন আপনারা সকল বন্ধুরা মিলে। দাদা, বর্তির বিলের অসম্ভব সুন্দর ফটোগ্রাফি ও আপনাদের কাটানো সময়টুকু সুন্দর বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 
বর্তির বিলের অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পেলাম দাদা।যত দেখছি ততই মনটা ভরে গিয়েছে।যেন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য দিয়ে বর্তির বিলটিকে সাজিয়ে তুলেছে।বিশেষকরে মোবাইল হাতে নিয়ে সবুজ খেতের ছবিটি দেখে এতটাই ভালো লেগেছে।যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ দাদা, বর্তির বিলের এত চমৎকার ও দৃষ্টিনন্দন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago (edited)

JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sidV1UsrPM8prxKuJCMqdNgwj6u6S9aR3uvuGzQJHFPTzdJRCyzdaboTwL.jpeg

উন্মুক্ত আকাশের নীচে, খোলা হাওয়ায় "বর্তির বিলে" চমৎকার সময় উপভোগ করেছেন দাদা বন্ধুদের সাথে। এমন জায়গায় ঘুরতে গেলে মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আপনার চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। উপরের ফটোগ্রাফিটি করেছেন ইউনিক আইডিয়া ছিলো। আপনার প্রশংসা করতে হয়। চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।

 2 years ago 

উন্মুক্ত আকাশের নিচে খোলা হাওয়ায় এরকম সুন্দর মনোরম পরিবেশ সবুজের ছোঁয়া সূর্য অস্তের মুহূর্ত যেগুলো প্রতিনিয়ত উপভোগ করে থাকি দাদা। এই মুহূর্তটা আমার মনে হয় একটি দিনের সেরা মুহূর্ত মন মাইন্ড ফ্রেশ করতে এ ধরনের পরিবেশ উপভোগ করা সবার জন্যই কাম্য । আপনি বর্তির বিলে খুব সুন্দর মুহূর্ত বন্ধুদের সাথে গিয়ে কাটিয়েছেন বিশেষ করে আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম। নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনা দিয়ে খুব সুন্দর করে সবুজের স্পর্শে গিয়ে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন অসাধারণ। আসলে এই ধরনের পরিবেশ মানুষের মনকে মনোরঞ্জন করে তোলে।

 2 years ago 

বেশ অবাক হলাম নিচের ছবিগুলো দেখে।যেখানে মোবাইলের মধ্যে সূর্যের প্রতিফলিত ছবি দেখা যাচ্ছে।মনে হচ্ছে যেন উপরে আকাশে সূর্য আর নিচে সমুদ্রের মাঝে সেই আকাশ আর সূর্যের প্রতিফলন হচ্ছে।বর্তির বিলের ছবিগুলোও খুব সুন্দর হয়েছে দাদা।এক কথায় মনোরম পরিবেশে গিয়ে খুব দারুণ মুহূর্ত কাটিয়েছেন।

 2 years ago 

আপনিও তাহলে দাদা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে যান? আমি তো মনে করেছিলাম বন্ধুদের সাথে আপনার একেবারেই সময় কাটানো হয় না। আসলে বন্ধু-বান্ধব মিলে হঠাৎ করে এভাবে কোথাও ঘুরতে গেলে বেশ মজা হয়। এই বর্তির বিলের নাম এর আগেও শুনেছি আপনাদের কারো পোস্ট থেকে। আর আজকাল যেখানে একটু মানুষজনের আনাগোনা হয় সেখানেই কিভাবে যেন একটি রেস্টুরেন্ট গড়ে ওঠে। ছবিগুলো দারুন তুলেছেন। বিশেষ করে শেষের ছবি দুটো। ধন্যবাদ আপনাকে দাদা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54179.48
ETH 2261.18
USDT 1.00
SBD 2.31