ফোটোগ্রাফি পোস্ট : গ্রামে গিয়ে সবজি ক্ষেত থেকে সবজি কিনে আনলুম

in আমার বাংলা ব্লগ8 months ago

IMG_20240315_172455.jpg


গত পরশুদিন হঠাৎ-ই দুপুরবেলা ভাবলুম গ্রামে গিয়ে সবজি ক্ষেত থেকে সবজি কিনে এনে আনি । তনুজা অসুস্থ । ক্ষেতের টাটকা শাক সবজি খাওয়া দরকার এই সময়টায় । সেই ভাবনা থেকেই হঠাৎ করে গ্রামে ঘুরতে যাওয়ার এই প্ল্যান । আমি তো নিজে বাইক চালাতে পারি না । তাই আমার বাইকে নিলয় আর স্বাগতার বাইকে আমার ভাই মোট ৪ জন ঘুরতে বের হলুম । বাড়ি থেকে বাইকে করে যেতে মিনিট পঞ্চাশেকের মতন টাইম লাগে ।

আসলে বাইকে করে গ্রামের পথে পথে ঘুরে বেড়ানোর মজাই আলাদা । আঃ ! গ্রামের ধুলোবালি বিহীন নির্মল বায়ু বুকভরে টেনে নিতে কী যে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না । এখন তো শহরের বায়ু মাত্রারিক্ত দূষিত । আমাদের কলকাতার AQI (Air Quality Index) এভারেজ ১৪০ । অর্থাৎ, বেশ পুওর কোয়ালিটি । দূষণ খুব বেশি । আমরা অবশ্য কলকাতা শহরের একদম শেষপ্রান্তে থাকি । গ্রাম এখান থেকে খুব একটা দূরে নয় । এখানে AQI এভারেজ ১০০ এর নিচেই থাকে । তবে, গ্রামে AQI ৩০ এর উপরে ওঠে না । মাঝে মাঝে গাড়িতে করে গ্রামে যখন ঘুরতে যাই তখন গাড়ির ইন্ডিকেটরে লক্ষ্য করি গ্রামের AQI ২৫-৩০ এর মধ্যেই থাকে । অর্থাৎ, বায়ুতে দূষণ প্রায় নেই বললেই চলে ।

আরেকটা কারণে গ্রামে আমরা প্রায়ই যাই । আর সেটা হলো গ্রামের মাঠ-ক্ষেত থেকে টাটকা শাক-সবজি কিনে আনা । মাঝে মাঝে গ্রামের হাট থেকে খালে-বিলে ধরা জ্যান্ত মাছও কিনে আনি । গ্রামের ক্ষেত থেকে শাক-সবজি কিনে আনার অনেকগুলো সুবিধে । এক. একদম মাঠের মাটি লাগা টাটকা শাক-সবজি পাওয়া যায়; দুই. সরাসরি কৃষকদের কাছ থেকে যেহেতু কেনা হয় তাই কৃষকরাও যেমন ন্যায্য দাম পান ঠিক তেমনই আমরাও প্রায় বাজারের অর্ধেক দামে সবজি পাই; তিন. যেহেতু ডাইরেক্ট ক্ষেত থেকে সবজি কিনে আনি তাই এই সবজি নোংরা জল দিয়ে ধোয়া হয় না, ক্ষতিকর কেমিক্যাল মেশানো হয় না ।

এতগুলো সুবিধা কিন্তু আপনি পাবেন যদি ডিরেক্ট সবজি ক্ষেত থেকে সবজি আহরণের সময় সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে আনতে পারেন । এদিন আমরা অনেকগুলো সবজি ক্ষেত ঘুরেছিলাম । একটা ক্ষেত থেকে টাটকা কচি সাঁচি কুমড়ো কিনলুম একটা । আরেকটা ক্ষেত থেকে অনেকগুলো টাটকা তেল চুকচুকে বেগুন (তা আন্দাজ দুই কিলোর বেশিই হবে) কিনলাম । এরপরে গেলুম বিশাল একটা কলমি ক্ষেতে । সেখান থেকে বড় বড় ছ'আটি কলমি শাক কিনলাম । তারপর সেখান থেকে গেলাম বেশ বড় একটা ডাটা শাকের ক্ষেতে । প্রচুর ডাটা শাক কিনলুম । ব্যাস বড় ব্যাগটি একদম ভর্তি হয়ে গেলো । আরো একটুও জায়গা নেই তাতে ।

এরপরে আমরা কিছুক্ষণ ক্ষেতে ঘুরে ঘুরে ছবি তুলে বাড়ির দিকে রওনা দিলুম । ফেরার পথে একটা জায়গায় বাইক থামিয়ে গরমাগরম শিঙাড়া, আলুর চপ আর বেগুনি খেলুম । তারপরে সোজা বাড়ি ।


মিষ্টি কুমড়োর ক্ষেত, পাশে টমেটো ক্ষেত ।
তারিখ : ১৫ মার্চ, ২০২৪
সময় : বিকেল ০৪ টা ৫০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সবজি ক্ষেতের আলপথ দিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা ।
তারিখ : ১৫ মার্চ, ২০২৪
সময় : বিকেল ০৪ টা ৫০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


আম বাগান । বিঘের পর বিঘে জমি জুড়ে আম গাছ লাগানো হয়েছে । আমের মুকুল এসে গিয়েছে, রাস্তা থেকেই তার মাতাল করা সুঘ্রাণ টের পাওয়া যায় ।
তারিখ : ১৫ মার্চ, ২০২৪
সময় : বিকেল ০৫ টা ০০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


যেদিকে চোখ যায় শুধু কুমড়ো ক্ষেত আর কুমড়ো ক্ষেত ।
তারিখ : ১৫ মার্চ, ২০২৪
সময় : বিকেল ০৫ টা ১০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


নতুন করে সবজি চাষের জন্য ক্ষেত প্রস্তুত করা হচ্ছে ।
তারিখ : ১৫ মার্চ, ২০২৪
সময় : বিকেল ০৫ টা ১৫ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্ষেতের বুক চিরে পিচ ঢালা কালো রাস্তা চলে গিয়েছে। দূরে দেখা যাচ্ছে বেগুন গাছের সারি, ওটা মস্ত বড় একটা বেগুন ক্ষেত ।
তারিখ : ১৫ মার্চ, ২০২৪
সময় : বিকেল ০৫ টা ২০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


লাউ গাছের ফুল ।
তারিখ : ১৫ মার্চ, ২০২৪
সময় : বিকেল ০৫ টা ২০ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পেয়ারা গাছে ছোট্ট ছোট্ট পেয়ারার কুঁড়ি এসেছে । এই কুঁড়ি থেকেই একটা সময় পর পেয়ারা হবে ।
তারিখ : ১৫ মার্চ, ২০২৪
সময় : বিকেল ০৫ টা ২৫ মিনিট
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৭ মার্চ ২০২৪

টাস্ক ৫২৯ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 82d244b9a67f7086d866765c974363d424c79dd307b46ce51c61eb0a2532a317

টাস্ক ৫২৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 8 months ago 

ক্ষেত থেকে টাটকা সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা যখন বাজার থেকে কিনতে যাই অনেক কিছু মেশানো থাকে এগুলো খুবই ক্ষতিকর আমাদের জন্য। গ্রামের পরিবেশটা বেশ সুন্দর তারপর বাইকে করে ঘুরতে ভীষণ ভালো লাগে দাদা। শহরাঞ্চলে অনেক কিছু সুন্দর আছে কিন্তু গ্রাম অঞ্চলে বাস করে অনেক মজা। বায়ু দূষণ নেই, নির্মল পরিবেশ এসব প্রাকৃতিক সৌন্দর্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @upex with a 41.15% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 8 months ago 

বাহ্ দাদা বেশ ভালোই তো আইডিয়া। এতে করে রথও দেখা হয় আবার কলাও বেঁচা হয়। এমন টাটকা শাক সবজি খেলে তো দেহে আর পুষ্টির ঘাটতি হওয়ার কথা নয়। কিন্তু এ কি হলো দাদা?টাটকা শাক সবজি খেতে গিয়ে তো দেখছি আপনি আবার অস্বাস্থ্যকর জিনিসও খেলেন। কেমন হলো? প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেল না? হি হি হি। ‍বেশ ভালো ছিল আজকের পোস্টটি।

 8 months ago 

বাহ বাহ, ক্ষেত থেকে একদম টাকটা শাক সবজি কিনে এনেছেন তাহলে।তবে আপনি নিজে বাইক চালাতে পারেন না,কিন্তু স্বাগতা দিদির বাইক মানে তিনি চালাতে পারেন,বিষয়টা একটু অন্যরকম লাগলো।তবে যাইহোক ক্ষেত থেকে সরাসরি শাকসবজি কিনলে যেমন ফ্রেশ পাওয়া যায় ঠিক তেমনি দামও কম হয়।বৌদির জন্য তাজা শাকসব্জি যেহেতু বেশি উপকারী সেক্ষেত্রে এভাবে নিয়ে আসলেই ভালো।

 8 months ago 

আসলেই দাদা সবজি ক্ষেতে গিয়ে এমন টাটকা সবজি কেনার সুবিধা অনেক। টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। আমিও একসময় সবজি ক্ষেতে গিয়ে সবজি কিনতাম। কিন্তু এখন যাওয়া হয় না। দুটি বাইকে চারজন মিলে সবজি ক্ষেতে গিয়ে বেশ ভালোই সবজি কিনেছেন। পাশাপাশি এমন মনোরম পরিবেশ উপভোগ করতে পেরেছেন। ফেরার সময় গরম গরম ভাজাপোড়াও খেয়েছেন। সবমিলিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন দাদা। ফটোগ্রাফি গুলো একেবারে চোখ ধাঁধানো ছিলো। বৌদি নিশ্চয়ই খুব খুশি হয়েছে সবজিগুলো দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 8 months ago 

বিকেলে মাঠের পাশ দিয়ে বয়ে চলা গ্রামের রাস্তায় বাইক নিয়ে ঘুরে দেখা আর নির্মল বাতাসের ছোঁয়া। শান্তি!!!

টাটকা ডাটা শাক আর মাছের ঝোল আমার ভীষণ প্রিয়। দারুণ সময় কাটিয়েছেন। মাঝে মাঝেই চলে যাবেন এরকম ঘুরতে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 8 months ago (edited)

সত্যি গ্রামীন পরিবেশে যাওয়ার মজাটাই আলাদা, সবুজ প্রকৃতির সাথে সজীব নিঃশ্বাস নেয়ার দারুণ সুযোগ পাওয়া যায়। হ্যা, দাদা সরাসরি খেত হতে সবজি কেনার সুবিধা বেশ, দামে কম হলে মানে ভালো থাকে। তবে খেতের আইল ধরে হাঁটতে আমার কাছেও দারুণ লাগে। অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68750.43
ETH 2428.97
USDT 1.00
SBD 2.37