শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৫
রাত ক্রমশঃ বাড়ছে । টিনটিনও তাই ক্রমে অস্থির হয়ে পড়ছে । তাই, আমরা ডিসিশন নিলাম আর মাত্র ১-২ টা মণ্ডপ ঘুরে বাড়ি ফিরবো । সবে তো ষষ্ঠী পার করে সপ্তমীতে পড়লাম । এখনো অষ্টমী, নবমী এবং দশমী বাকি । এবার আমাদের গন্তব্য ছিল বাড়ির কাছেই একটা পুজো মন্ডপে ।
লোকমুখে শুনেছিলাম এদের পুজো মণ্ডপটি নাকি এবার অপূর্ব হয়েছে । পরে দেখি আসলেই দারুন করেছে । দক্ষিণ ভারতের শ্রী পদ্মনাভঃ মন্দিরের অনুকৃতিতে এই পুজো মণ্ডপটি তৈরী করা হয়েছে । আসল মন্দরটি স্বর্ণনির্মিত । তাই এই পুজো প্যান্ডেলটিও স্বর্ণালী রঙে রঞ্জিত ।
পুজো মণ্ডপটি দেখে আমরা আসলেই হতবাক হয়ে গেলাম । অপূর্ব সব কারুকাজ । মণ্ডপটির প্রত্যেকটা থাম নানান শৈল্পিক কারুকার্যে খচিত । মণ্ডপের সিলিং অপূর্ব কারুকার্যমন্ডিত এবং সিলিং থেকে দামি দামি সব ঝাড়লণ্ঠন ঝুলছে । এক কথায় অপূর্ব এক পুজো মণ্ডপ । দেখে সত্যিই মনটা ভরে গেলো ।
ঘুরে ঘুরে বেশ কিছু ছবি তুললাম মোবাইলে । টিনটিন, তনুজা ও টিনটিনবাবুর ম্যাডামের ছবিও তুললাম মণ্ডপের ভিতরে । মন্ডপটির ঠিক সামনেই প্রকান্ড খেলার মাঠ । খোলা মাঠের মধ্যে থেকে মাঝে মাঝে এক এক ঝলক ঠান্ডা হাওয়া এসে শরীর মন সব জুড়িয়ে দিচ্ছিলো । এত ভালো লাগছিল যে তা আর বলবার নয় ।
তাই আরো কিছুক্ষন সময় কাটালাম মণ্ডপে । এরপরে ভীড় বাড়তে থাকলে আর থাকা সমীচীন নয় মনে করে বেরিয়ে এলাম মণ্ডপ থেকে ।
আমাদের বাড়ির কাছেই এই মণ্ডপটি এবার দারুন করেছে । স্বর্ণমন্দির হলো এই প্যান্ডেলের থিম । বহু অর্থব্যয় করে নির্মিত এই পুজো মণ্ডপটি এক কথায় অপূর্ব দেখতে ।
তারিখ : ০২ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মন্ডপের মূল প্রবেশদ্বারের দুই প্রান্তে দুটি প্রকান্ড ষাঁড়ের মূর্তি রয়েছে । এ দুটো মূর্তি হলো মহাদেবের বাহন নন্দী ও ভৃঙ্গীর । ষাঁড়দুটির মূর্তি এক কথায় অপূর্ব দেখতে ।
তারিখ : ০২ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মন্ডপের দ্বিতীয় প্রবেশদ্বারের দুই প্রান্তে রয়েছে বিশালকায় দুটি স্বর্ণ সিংহের মূর্তি । দেবী পার্বতীর বাহন । দারুন দেখতে ভাস্কর্যটি ।
তারিখ : ০২ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
অবশেষে মূল মন্ডপের ভিতরে প্রবেশ করলাম আমরা । ভেতরে চোখধাঁধানো কারুকার্যময় থাম থেকে সিলিং অব্দি অপূর্ব শৈল্পিক নিদর্শন ।
তারিখ : ০২ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই মণ্ডপটির অপূর্ব সব শৈল্পিক সাজসজ্জা । প্রত্যেকটা থামে হস্তী, হংস অথবা সিংহের মূর্তি খোদাই করা । সিলিঙে ঝুলছে দামি দামি সব ঝাড় লণ্ঠন ।
তারিখ : ০২ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
অপূর্ব সুন্দর এই মণ্ডপের ভেতরে ঘুরতে ঘুরতে অবশেষে আমরা দূর্গা প্রতিমার সন্নিকটে চলে এলুম । ঝটপট বেশ কয়েকটা স্ন্যাপশট তুলে ফেললাম মাতৃমূর্তির ।
তারিখ : ০২ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সবশেষে মণ্ডপ পরিত্যাগ করার পূর্বে বেশ কয়েকটি ফটো তুললাম টিনটিন বাবু, তার মাম্মা আর টিনটিনবাবুর ম্যাডামের সাথে ।
তারিখ : ০২ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
পরিশিষ্ট
প্রতিদিন ৪০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (400 TRX daily for 7 consecutive days :: DAY 01)
সময়সীমা : ০৯ অক্টোবর ২০২২ থেকে ১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত
তারিখ : ০৯ অক্টোবর ২০২২
টাস্ক ৮৪ : ৪০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৪০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 5de62513a159fe73d160614c1becdc61f08a85fa736528487b56ef83524d19cc
টাস্ক ৮৪ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Is this event held every year or is it held when there is a celebration of religious holidays. Because we don't exist. If you have time, you can visit me, because in my place there is a flood and people need help. Maybe you want to help.
জাস্ট অবাক হইলাম ভাই । একদম রাজ বাড়ির মতো দেখতে লাগছে , পুজোর প্যান্ডেলটা ।
কারুকার্য একদম প্রশংসার দাবিদার।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Durga Pooja is big festival in India and we celebrate this festival for 9 days . Durga goddess is sign of power. Jai ma Durga
ফটোগ্রাফি গুলো বেশ জাঁকজমকপূর্ণ ছিল ।অসাধারণ কারুকাজে মন্ডিত দেখে একদম চোখে ধাঁধা লেগে যাবার মত । টিনটিন বাবু যে একটু অস্থির হয়ে পড়েছে ছবিতে দেখেই বোঝা যাচ্ছে ।সবকিছু মিলিয়ে বেশ ভালো ছিল ।ধন্যবাদ । ভালো থাকবেন ।
পূজা মন্ডপ যদি এত চমৎকার থিমের ওপর বানানো হয়ে থাকে তাহলে তো একবার ঢুকলে আর বেরোতেই ইচ্ছে করবে না ভেতর থেকে । কি অপূর্ব কারুকার্য দাদা 👌👌 । অসম্ভব সুন্দর লাগলো।
বাবা গো এটি কি মণ্ডপ না সোনার মহল। দেখে মনে হচ্ছে একদম সোনা দিয়ে বানানো। প্রতিটি থামের নীচে আবার বিভিন্ন পশুর মূর্তি। ঝাড়বাতিগুলো থেকে তো চোখ ফেরানো দায়। পূজা শেষে এই মন্ডল ভেঙে ফেলতে ইচ্ছা করবে?
টিনটিন বাবু তো অস্থির হবেই। এত ঘোরা যায় নাকি। বৌদিকে কিন্তু কালো কালারে খুব মানিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে।
দাদা মন্ডপ টি স্বর্নের মতই লাগছে। ঠিকই বলেছেন দাদা কারুকাজ গুলো অসাধারন ছিল। তাছাড়া আপনার চমৎকার ভাবে ক্যামেরাবন্দি করেছেন। ম্যডাম, বৌদি ও টিনটিনকে নিয়ে অনেক চমৎকার একটি মুহূর্ত কাটিয়েছেন। দাদা বাকি পর্বগুলোর অপেক্ষায় রইলাম।।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
প্রথমত দোয়া করি টিনটিনটা যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সম্পূর্ণ। স্বর্ণ মন্দীর কে যে থিম করেছে তা দেখেই বুঝতে পেরেছি আমি।