কবিতা "আমিই আমার বাধা"
Copyright-free Image source : Pixabay
কবিতা "আমিই আমার বাধা"
💘
♡ ♥💕❤
জানি তোমার এ ভালোবাসা অনন্ত ও অসীম,
নেইকো তার কোনও সীমানা প্রাচীর।
গভীর ভালোবাসো বলেইতো করো পাগলামি,
করো ছেলেমানুষি, করো কতো না দুষ্টুমি!
আমিও ভালোবাসি তোমার ছেলেমানুষী, দুষ্টুমি,
কিন্তু পারিনা মিশে যেতে তোমারই সাথে!
খুব ইচ্ছে করে, তোমার সাথে ভারী দুরন্ত হতে,
কিন্তু বাধা হয়ে এসে দাঁড়াই আমি আমারই সম্মুখে।
নিজের মধ্যে এ এক ভীষণ দ্বিধা,
ভালোবাসার মানুষটার সাথে একাত্মা হতে
ভীষণ সংকোচে মনটা আমার বাঁধা ।
কতবার ভাবি সব সংকোচ, সব লাজ লজ্জা,
দূরে ঠেলি আপন ভেবে হাতটা ধরি বুকের মাঝে,
শক্ত মুঠিতে জড়ায়ে ধরি তারে ।
দুরু দুরু বক্ষে অভিসারে যাই ,
ভাবি আজ তাকে আপন করবোই ।
জড়ায়ে ধরে এ তৃষিত হিয়ার তেষ্টা মেটাবোই ।
অভিসারে তার সম্মুখে গিয়ে,
প্রাণপণ চেষ্টায় নিঃসঙ্কোচে আলিঙ্গন,
হলো না আর শেষে ।
প্রিয়তমের চুম্বন উদ্যত মুখখানি,
কোমল দুই করতলের মাঝে টানি,
নিবৃত্ত করলাম তখুনি ।
আমার সংকোচ, আমার দ্বিধারা,
ডানা মেলেছে আবার ।
ভালোবাসার মানুষটির কাছে আবারো তাই পরাজয় ।
আমাকে জয় করতেই হবে, এই বাধা,
জানি আমি পারবোই ।
আমার ভালোবাসার পথে বাধা আর কেউ নয়,
আমার বাধা আমি শুধু নিজেই ।
♡ ♥💕❤
জয় করতে সকল বাধা
পারতে আমায় হবেই,
অনুভবে অনুশোচনা
দূর করেছি কবেই।।।
তুমি আমার ভালো লাগা
তুমি ভালোবাসা,,
বাঁধাগুলোকে পাড়ি দেবো
এটাই মনের আশা।
বাঁধা হয়ে নিজের পথে
থাকবো না তো আর,,
আপন করে নেবোই নেবো
পাবেনা তুমি পার।
♥♥
কি অপূর্ব লাইন ছিল!
একেবারে সত্য বচন। অনেক সুন্দর ভাবনা দাদা। ভালো থেকো।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
অনেক সুন্দর হয়েছে দাদা কবিতাটি।কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।ভালোবাসা রইলো আপনার জন্য
সত্যি কারের ভালবাসায় সঙ্কোচ থাকে দাদা। সেখানে ভয়ও থাকে পিছু পিছু। থাকে আরো অনেক কিছু।
সাহস পাইনি হাত টি ধরার , তোমার ইশারা পেয়ে
কি জানি কি ভেবে সব গুলিয়ে গেল অজানা এক ভয়ে
সুন্দর লিখেছেন কবিতা খানি। ভালবাসা রইল আপনার জন্য।
ভালোবাসার মানুষটির কাছে পৌঁছাতে হলে দ্বিধা-সংকোচ সব ঝেড়ে ফেলতে হবে। সত্যিকারের ভালবাসায় দ্বিধা-সংকোচ থাকে না বলেই আমার ধারণা। নিজেকে উজাড় করে দেয়ার নামই ভালোবাসা। দারুন লিখেছেন। যদিও ভাবার্থ আমার কাছে স্পষ্ট নয়। ধন্যবাদ দাদা
খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপনার প্রত্যেকটি কবিতা আমার কাছে অসাধারণ লাগে। আমি অনেক চেষ্টা করি কবিতা লেখার জন্য কিন্তু নিজের মনের ভিতরে অনুভূতিগুলোকে একত্রে করতে পারি না তাই আর কবিতা লেখা হয় না। তবে আপনাদের কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগে এবং সেই সাথে নিজে অনেকভাবে আবৃত্তি করে পড়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত চমৎকার চমৎকার কবিতা শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
আপনি আসলে পুরোটাই কবি হয়ে গেছেন ।ইদানিং আপনার কবিতার মর্ম মানুষের মনের রন্ধে রন্ধে জায়া আঘাত করতে পারে ।অনেক ভাল ছিল প্রেমময় জীবনের আবিষ্কারটি।
দাদা কবিতাটি বেশ চমৎকার ভাবে লিখেছেন ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পরবর্তীতে সংকোচ দ্বিধা সবকিছু ছাড়িয়ে ভালোবাসার মানুষের কাছে পরাজয় যে লাইনগুলো লিখেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে।
"আমার বাধা আমি নিজেই "তাদের সত্যিই আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আমরা নিজেদের কারণেই নিজেরা এগোতে পারে না। কারণ অনেক সময় আমরা নিজেরাই নিজের বাধা হয়ে দাঁড়ায়। আপনি এই বাধা নিয়ে খুব সুন্দর করে একটি কবিতা আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এবং আপনার জন্য শুভেচ্ছা রইল। সত্যি দাদা আপনার কবিতাগুলো থেকে অনেক কিছু শেখার আছে।