আসন্ন বর্ষপূর্তি অনুষ্ঠানের এন্টারটেইনমেন্ট সেগমেন্টে যোগদানের জন্য আমন্ত্রণ

in আমার বাংলা ব্লগ6 months ago

Celebration_3_years.png
***Banner Design : @hafizullah


আর মাত্র ক'টি দিন, আর তারপরেই "আমার বাংলা ব্লগ"-এর শুভ জন্মদিন । এ বছর "আমার বাংলা ব্লগ" তৃতীয় বর্ষে পদার্পন করতে যাচ্ছে । বিগত দু'টি বর্ষপূর্তি অনুষ্ঠানের ন্যায় এবছরেও যথারীতি তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে । আগামী ১১ই জুন থেকে আরম্ভ হয়ে ১৩ই জুন অব্দি মোট তিনদিন ধরে চলবে বর্ষপূর্তির এই বিশেষ অনুষ্ঠান ।

তিনদিনের তিনটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে অনেকগুলো সেগমেন্ট থাকবে যথারীতি । এই সেগমেন্টের মধ্যে একটি সেগমেন্ট হলো বিনোদনমূলক বা এন্টারটেইনমেন্ট সেগমেন্ট । এই সেগমেন্টটি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ । কারণ, যে কোনো বর্ষপূর্তি উদযাপনমূলক অনুষ্ঠানের অন্যতম প্রাণকেন্দ্রই হলো এর বিনোদনমূলক পর্বটি ।

আপনারা সবাই জানেন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার রাত আটটা তিরিশে আমাদের যা সাপ্তাহিক হ্যাংআউট পর্ব থাকে সেখানেও যথারীতি একটা এন্টারটেইনমেন্ট সেগমেন্ট থাকে যেটা আমরা প্রত্যেকেই খুবই উপভোগ করে থাকি । আর এই জন্যই আমাদের বিশেষ বর্ষপূর্তি অনুষ্ঠানেও এন্টারটেইনমেন্ট সেগমেন্টটি দারুণভাবে উপভোগ্য হবে বলেই আমরা মনে করছি ।

আসন্ন বর্ষপূর্তি অনুষ্ঠানের এন্টারটেইনমেন্ট সেগমেন্টে মোট তিনটি পর্ব থাকবে -

০১. কুইজ পর্ব
০২. কবিতা আবৃত্তি পর্ব
০৩. সংগীত পর্ব

এই তিনটি পর্বের মধ্যে প্রথমটি অর্থাৎ, কুইজ পর্ব হলো উন্মুক্ত পর্ব । কুইজ শো চলাকালীন যে কেউই তাতে অংশগ্রহন করতে পারবে । আর বাকি দুই পর্ব অর্থাৎ, "কবিতা আবৃত্তি পর্ব" ও "সংগীত পর্ব" এই দুই পর্বে অংশগ্রহণের জন্য আপনারা সবাই আমন্ত্রিত ।


কবিতা আবৃত্তি ও সংগীত পর্বে অংশগ্রহণের জন্য নিম্নলিখিতরূপে আবেদন করুন -

=> এই পোস্টের কমেন্টবক্সে আপনার ডিসকোর্ড আইডি আর অংশগ্রহণের বিষয় লিখে কমেন্ট করুন । যেমন আপনার ডিসকোর্ড আইডি যদি @abc123 হয় আর আপনি যদি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করতে চান তবে কমেন্ট করুন এই ভাবে -

ডিসকোর্ড আইডি : @abc123
বিষয় : কবিতা আবৃত্তি

আর যদি সংগীত পর্বে অংশগ্রহণ করতে চান তবে লিখুন -

ডিসকোর্ড আইডি : @abc123
বিষয় : সংগীত

=> আবেদন করার শেষ সময় : ১০ই জুন রাত ১২ টা (ভারতীয় সময়)


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 6 months ago (edited)

পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর সেগমেন্টে ভাগ করে নিলেন আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় বর্ষ পালন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজনে। চেষ্টা করবো অনুষ্ঠানে অংশগ্রহণ করার এবং সবাইকে বিনোদন দেওয়ার। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি মুহূর্ত কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে।

ডিসকোর্ড আইডি- @samhunnahar
বিষয় -সংগীত

 6 months ago 

যে কোন অনুষ্ঠানে বিনোদন পর্বটি খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে। কারণ কাজের মধ্যে যদি মাঝেমধ্যে একটু বিনোদন করা হয় তাহলে কাজের গতিটা আরো বেড়ে যায়। প্রতিবছরের মতন এ বছরও আমরা তিন দিনব্যাপী খুব ভালোভাবে অনুষ্ঠানটি উপভোগ করব। আমি গান গাইতে খুবই পছন্দ করি আর যে কোন অনুষ্ঠানে আমি গান গেয়ে থাকি।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা কারণ এত সুন্দর একটি আয়োজন করার জন্য আশা করি, আমার মতন আরো অনেকে ই হয়তোবা গান, কবিতা করতে ভালোবাসেন। আশা করি, তারাও তাদের প্রতিভা এখানে ফুটিয়ে তুলবেন এবং উৎসবটা আরো আনন্দ মুখর করে তুলবে।

ডিসকোর্ড আইডি:@saikat890
বিষয়:গান

 6 months ago 

নমস্কার দাদা 🙏 আমি এখনো ভেরিফাইড মেম্বার হয়নি, তবে আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমিও এন্টারটেইনমেন্ট পর্বে অবদান রাখতে চাই।

ডিসকোর্ড আইডি : @purnima
বিষয় : কবিতা আবৃত্তি

 6 months ago 

ডিসকোর্ড আইডি :- tuhin002
বিষয় : - সংগীত।

Congratulations, your post has been upvoted by @upex with a 41.06% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

 6 months ago 

দাদা এবার ধারাবাহিকভাবে অনেকগুলো আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারব। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিগত বছরের চেয়েও এবার বড় ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। আপনার মত আমিও সেই দিনটির অপেক্ষায় রয়েছি ‌। তার কয়েকদিন পরেই আবার ঈদুল আযহা সেজন্য ধারাবাহিকভাবে এই আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করার জন্য মুখিয়ে আছি।

 6 months ago 

ডিসকোর্ড আইডি : @joniprins
বিষয় : কবিতা আবৃত্তি

 6 months ago 

আসন্ন বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে পোস্ট শেয়ার করতে দেখে ভীষণ ভালো লাগলো। প্রতিবারের ন্যায় এবার ও কবিতা ও গান দিয়ে সবাই আনন্দমূখর করে রাখবে আশাকরি।তিনদিনের অনুষ্ঠান মালা দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ দাদা। আশাকরি অনেকেই অংশগ্রহন করবেন।

 6 months ago 

আসলেই দাদা বিনোদন পর্ব আমরা সবাই বেশ উপভোগ করে থাকি। তাই নিঃসন্দেহে বলা যায় বিনোদন পর্ব খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক গত বছরের মতো এই বছরও আমরা তিনদিন ব্যাপী অনেক মজা করবো।

ডিসকর্ড আইডি: @mohinahmed
বিষয়: সংগীত

 6 months ago (edited)

বাহ দাদা প্রতিবারের চেয়ে মনে হচ্ছে এইবার আরও বেশি আনন্দ উপভোগ করবো সবাই মিলে। আর এই বর্ষপূর্তি উপলক্ষে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।অবশ্যই দাদা এন্টারটেইনমেন্ট পর্বে অংশগ্রহণ করব।ভালো লেগেছে শুনে যে এই আয়োজন টা তিনদিনব্যাপী উদযাপন হতে যাচ্ছে।সব কিছু দাদা আপনার জন্য সম্ভব আপনি আমাদের সুন্দর একটি পরিবার তৈরি করেছেন। আর খুব সুন্দর ভাবে আমাদের সবাই কে আগলে রেখেছেন।আপনার জন্য সব সময় আমি মন থেকে দোয়া করি।

আমার অংশগ্রহণ--

ডিসকোর্ড আইডি @shantaislam
বিষয় : সংগীত

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33