কবিতা "কারণ আমি ভালোবাসি তোমাকে "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


Copyright-free Image source : pexels


কবিতা "কারণ আমি ভালোবাসি তোমাকে"



💘


♡ ♥💕❤

মনে কি পড়ে প্রিয় ?
কতদিন আগে আমি একটি গান গাইতে চেয়েছিলাম,
আর, তুমি তাতে সুর দিতে চেয়েছিলে ?
কিন্তু, গানটাই শেষমেশ আর গাওয়া হয়ে উঠলো না,
সুরটা তাই অপাঙ্ক্তেয়ই রয়ে গেলো ।

বহুদিন আগে আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম,
আর তুমি সেটা আবৃত্তি করতে চেয়েছিলে ।
কবিতাটাই আমি এখনো লিখে উঠতে পারলাম না,
তাই, তোমার আবৃত্তিটাও আর শোনা হলো না কখনো ।

কতদিন ধরে চেয়েছিলাম তুমি আর আমি দুজনে,
এই সুবর্ণরেখা নদীটির তীরে বসে সূর্যাস্ত দেখি ।
গোধূলি বেলার রাঙা আকাশ, পাখিদের কুলায় ফেরা দেখি,
আর সুবর্ণরেখার ঢেউয়ে অজস্র অস্তমিত সূর্য্যের
লাল ভেঙে যাওয়া টুকরোগুলো খুঁজি ।

সময় বড্ড দামি, জানো তো !
দু'জনের কেউই আমরা সেটি স্যাক্রিফাইস করতে তাই
এতটুকু রাজি হলাম না, নিদারুণ সময়ের অভাবে ।

সেদিনের কথা কি তোমার মনে পড়ে ?
কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় ছুটে গিয়েছিলাম আমি
ওই তেপান্তরের মাঠের মধ্যিখানে ।
বাউল হাওয়ায় নিজেকে মেলে ধরতে চেয়েছিলাম ।
তোমায় ডেকেছিলাম, খুব করে ।
তুমি বললে, ঝড়ে আমার ভয় করে ।

বাদল দিনের প্রথম কদম ফুল এনে তোমার হাতে দিয়ে,
বলেছিলাম তোমায় - "চলো না ভিজি দু'জনে ?"
বরষার নবধারায় সিক্ত করি তনু-মন ।
তোমার হাতে হাত রেখে ভিজতে চেয়েছিলাম ।
তুমি বললে তোমার ঠান্ডার ধাত, ভেজা আর হলো না ।

শান্তিনিকেতনে, জানো তো, পৌষ মেলায়
ঘুরে বেড়ানোর খুব ইচ্ছে ছিল তোমার সাথে মিলে ।
আদিবাসীদের গাঁয়ে, রাঙা মাটির রাস্তায় ধুলো উড়িয়ে
দু'জনে নিরুদ্দেশ হতে চেয়েছিলাম, ওই দিকশূন্যপুরে ।
তুমি বললে - "অত দূর ? সময় কোথায় ?"
আসলেই তো, সময় কোথায় তোমার ?

মনে কি পড়ে প্রিয় ? তোমার সময় ছিলো না কখনো।
কিন্তু, হাজারটা অজুহাত ছিলো শুধু ।
আজ বহুদিন পরে, তোমার সময় এখন অফুরন্ত,
অথচ, আমি আজ অন্য কারও ।

তুমি আজ গান লিখতে চেয়েছো,
আমি আজও সুর দিতে রাজি ।
তোমার অলিখিত কবিতা আজ শেষ হলে,
আমি আবৃত্তিতেও রাজি ।

সুবর্ণরেখা নদীর পাড়ে তোমার সাথে মিলে
সূর্যাস্ত দেখার আজ তোমার এই আহ্ববান,
আমি কি ফেলতে পারি, বলো ?

কালবৈশাখীর ওই উন্মত্ত ঝড়ে,
বুকে জড়িয়ে আমাকে, মাতাল হাওয়ায় তুমি মিশে যেতে চাইছো !
দেখো প্রিয়তম, আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছি,
আমি রাজি ।

বাদল দিনের প্রথম বরিষণে,
হাতে হাত রেখে তোমার ভেজার আকুলতা আমাকে সিক্ত করেছে ।
অনিবার্য সেই আহব্বান, আমি কি সাড়া না দিয়ে পারি ?
বলো প্রিয়তম !

শান্তিনিকেতনের পৌষ উৎসব আজ তোমাকে টানে ।
আজ আমি অন্যের, তবুও যেতে চাই তোমার সাথে ।
দিকশূন্যপুরের রাঙা মাটির পথে হাঁটতে হাঁটতে,
চলো হারিয়ে যাই দু'জনে ।

আজ আমি অন্যের, তবুও প্রিয়তম যেতে চাই তোমার সাথে;
কারণ আমি যে আজও ভালোবাসি তোমাকে ।

♡ ♥💕❤


Sort:  

RME, Thank You for sharing Your insights...

 2 years ago 

আজ বহুদিন পরে, তোমার সময় এখন অফুরন্ত,
অথচ, আমি আজ অন্য কারও ।

সময়ের সাথে সাথে ভালোবাসা গুলো বদলে যায়। হয়তো সময় বড়ই অভিমানী। যখন কারো সময় থাকে তখন অন্যের ব্যস্ততা এসে ভিড় করে। তাই হয়তো প্রিয় মানুষের সাথে একসাথে পথ চলা হয়ে ওঠে না। হয়তো সময়ের নির্মমতার কাছে সম্পর্ক গুলো চাপা পড়ে যায়। হয়তো সময়ের কষাঘাতে ভালোবাসার মৃত্যু হয়। জীবনের বাস্তবতার কাছে ভালোবাসা গুলো অপূর্ণ রয়ে যায়। অসাধারণ এই কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।❤️❤️❤️❤️❤️

 2 years ago 

ভালোবাসা অদ্ভুত এক জিনিস যেটি হারিয়েও হারায় না। ভালোবাসা পরিপূর্ণতা না পেলেও সময় অসময়ে মনের ভিতর থেকে সেই ভালবাসার জল্পনা-কল্পনা থাকে। মনে হয় এই যেন ডাকছে, আর কখনো ভালবাসা ডাক দিলে নিজেকে আটকে রাখা যায় না। মন চায় তার সান্নিধ্যে একটু হলেও যাই। ধন্যবাদ দাদা অনেক সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অনিশ্চয়তার ভালোবাসা আজও তাড়া করে চলে। আশা রেখেছিলাম অনেক স্বপ্ন মনে গেঁথে ছিলাম সবকিছুই ব্যর্থ হল। তোমাকে নিয়ে ভাবনা রয়েছে সবকিছু, নিঃশেষ হয়ে গেছে তবুও ভালোবাসার আশাটুকু বুকে বাসা বেঁধে রয়েছে, এমনই হয় ভালোবাসা। দাদা অসাধারণ লিখেছেন কবিতাটি। আশায় বাঁচিয়ে রেখেছে এই জীবন। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালোবাসা ও অবিরাম।

ভাল লিখেছেন। শুভ কামনা ।

 2 years ago 

মনে কি পড়ে প্রিয় ? তোমার সময় ছিলো না কখনো।
কিন্তু, হাজারটা অজুহাত ছিলো শুধু ।
আজ বহুদিন পরে, তোমার সময় এখন অফুরন্ত,
অথচ, আমি আজ অন্য কারও ।

শান্তিনিকেতনের পৌষ উৎসব আজ তোমাকে টানে ।
আজ আমি অন্যের, তবুও যেতে চাই তোমার সাথে ।
দিকশূন্যপুরের রাঙা মাটির পথে হাঁটতে হাঁটতে,
চলো হারিয়ে যাই দু'জনে ।

আজ সময়, আছে ভালোবাসা আছে , কিন্তু সেই মানুষটি নেই যা এই হৃদয়ে সূর তুলবে। । কিছুটা চিন্তার বিষয়। কবিতার লাইন গুলো পড়ে মনে হচ্ছে অনেক না বলা ভাষা লুকিয়ে আছি, যা কিছু অংশে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। দাদার কবিতা অনেক কঠিন ভাবে মনে ভাব বুঝা যায়। চিন্তা। তবে কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে দাদা। কারন ভালোবাসি তোমায়।

 2 years ago 

খুব ভালো লাগলো দাদা কবিতাটা, যখন খুব ইচ্ছে জাগে তখন অন্যের সময় থাকে না আর যখন সময় থাকে তখন আর তেমনি ইচ্ছে জাগে না কিন্তু ভালোবাসার মানুষের জন্য সবসময় সবকিছুর সময় থেকেই যায় হোক সে অন্যের তারপরও যাকে মন থেকে ভালোবাসা যায় তার জন্য বুঝি সব কিছুই করার জন্য প্রস্তুত থাকে মন। অতো ভালো বুঝি না কবিতা কিন্তু পরে খুব ভালো লেগেছে।

 2 years ago 

সময় বড্ড দামি, জানো তো !
দু'জনের কেউই আমরা সেটি স্যাক্রিফাইস করতে তাই
এতটুকু রাজি হলাম না, নিদারুণ সময়ের অভাবে

অসাধারণ খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা।

আমি মনে করি ভালবাসা এমনই আমরা যখন কাউকে অনেকটা বেশি ভালোবাসি খুব মন থেকে চাই যে অপর পাশের মানুষটি আমার হোক তখন সেই মানুষটি হয়তোবা বুঝতে পারেনা। বুঝতে পারলেও হয়তো সে সময় দিতে নারাজ কিন্তু একটা সময় যখন সেই মানুষটা আবার আমাদের সময় দিতে চায় তখন আমরা নিজে থেকে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। আসলে ভালোবাসা এক অন্যরকম অনুভূতি কিছু কিছু অনুভূতি আছে যেগুলো নিজের মধ্যেই রাখতে হয় ভালবাসার অনুভুতে এটা ঠিক তেমন। ধন্যবাদ আপনাকে দাদা এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank You for sharing Your insights...

 2 years ago 

আজ আমি অন্যের, তবুও প্রিয়তম যেতে চাই তোমার সাথে;
কারণ আমি যে আজও ভালোবাসি তোমাকে ।

কবির লিখা কবিতা পড়ে মুগ্ধ হয়েছি। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা থাকলেই এই কবিতা লিখা যায়। হয়তো সময় বদলে গেছে। তাই ব্যস্ততা কমে গেছে। কিন্তু সম্পর্কের মাঝে এখন হয়তো দেয়াল তৈরি হয়ে গেছে। দেয়াল তো আর ভালোবাসার বাধা মানে না। তাই ভালোবাসা গুলো আজও রয়ে গেছে। তাইতো কবি আজও তাকেই ভালোবাসে।

 2 years ago 

আজ আমি অন্যের, তবুও প্রিয়তম যেতে চাই তোমার সাথে;
কারণ আমি যে আজও ভালোবাসি তোমাকে ।

কবিতার গভীর লাইনগুলো হয়তো তেমন বুঝতে পারিনা কিন্তু এটি বুঝি ভালোবাসা অন্ধ আর পাগল হয়। যতদিন যতবছর যাক না কেন যখনই প্রিয়তমার কথা মনে পরে ব্যাকুল হয়ে ওঠে হৃদয়। ছুটে যেতে চায় তার পানে আর বলতে ইচ্ছে করে ভালোবাসি তোমায় প্রিয়তমা ❣️

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104060.88
ETH 3871.70
SBD 3.28