Indian Museum ভ্রমণ -পর্ব ০৯

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ০৯


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ০৮


শুভ অপরাহ্ন বন্ধুরা,

শীতের অপরাহ্নের উষ্ণ স্বাগতম সবাইকে । আশা করি সবাই বিন্দাস আছেন ।

আজকে আমি শেয়ার করবো প্রাণীজগৎ - "প্রাণী ও তাদের আবাসস্থল, খাদ্যাভ্যাস, পরিবেশ ও প্রকৃতি, অভিযোজন, ক্রমবিকাশ ও বিবর্তন এবং বিলুপ্তি" এই সম্পর্কিত নানারকমের প্রাণীদের taxidermic দেহের ফোটোগ্রাফ । taxidermic প্রাণী বলতে বোঝায় প্রাণীদের মৃত্যুর পরে চামড়া অক্ষুন্ন ও অবিকৃত রেখে তাদের দেহের মধ্যে খড়-কুটো ও স্পঞ্জ ভরে অবিকল জীবিত প্রাণীর রূপ দেওয়া । এদেরকে স্টাফ করা মাউন্টেড প্রাণীও বলা হয়ে থাকে । তাই এরা "মডেল" নয় "আসল" প্রাণী দেহ ।

এই মিউজিয়ামে এমন অনেক প্রাণীর স্টাফড করা দেহ রাখা আছে যারা এখন সম্পূর্ণ বিলুপ্ত বা অতি বিরল প্রজাতির, অর্থাৎ বিলুপ্তির পথে । সে দিক থেকে দেখতে গেলে আমরা ভাগ্যবান যে জীবিত না হলেও মৃত এদেরকে দেখতে পাচ্ছি, একেবারে জীবিত প্রাণীর ন্যায় । এটাই ট্যাক্সিডার্মির মাহাত্ম্য ।

চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।


মেরিন লাইফ । নানারকমের পরিফেরা ও সিলেন্টেরাটা, একাইনোডার্মাটা, আর্থ্রোপোডা ও মোলাস্কা প্রাণী, সামুদ্রিক রংবেরঙের মৎস্য এবং একটি হাঙ্গরকেও দেখা যাচ্ছে । সবই কিন্তু স্টাফ করা ওরিজিনাল প্রাণী দেহ ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


লেপার্ড ও মেছো বাঘের স্টাফ করা দেহ ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিলুপ্তপ্রায় প্রাণী সোনালী উল্লুকের স্টাফড করা দেহ
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Asian palm civet এর একটি প্রজাতি, এরা এক ধরণের ভাম বিড়াল । পাখি ধরে খায় । পাখিরা গণবিলুপ্তির পথে তাই এরাও এখন গণবিলুপ্তির পথে ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পার্বত্য লেপার্ড ও পাহাড়ি ছাগল। মাউন্টেড ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাখি শিকারে ওঁৎ পেতে আছে একটি ভাম বিড়াল । এখানে প্রাণীদেহের পাশাপাশি উদ্ভিদগুলোকেও বিশেষ ভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে । যেমন এই বাঁশ গাছটি ।
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


স্টাফ করা একটি গ্রে হোয়াইট শার্কের সম্পূর্ণ দেহ
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

দাদা বিশেষ করে সোনালী উল্লুক ও সামুদ্রিক গ্রে হোয়াইট শার্কের স্টাফ আলোকচিত্র আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তাছাড়া সব ছবি ও তার বর্ণনা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

support me please

 3 years ago 

বিন্দাস আছি দাদা।আজকের পর্বটি অসাধারণ লাগলো, মনে হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে ছবিগুলো দেখছি।মেছোবাঘের নাম অনেক শুনেছি কিন্তু কখনো দেখা হয়নি।আজ আপনার মাধ্যমে মেছোবাঘকে দেখতে পেলাম। ডাম বিড়াল আর পাহাড়ি ছাগলও প্রথম দেখলাম।ধন্যবাদ দাদা।

 3 years ago 

এপিসোড : নম্বার নয়
দাদার হলো জয়
কেটে গেছে ভয়
প্রতিটি ফটোগ্রাফি
যেন প্রেমময়
দুর্দান্ত ফটোগ্রাফি
কেমনে জানি হয়

নতুন নতুন ফটোগ্রাফি
তোমার কাছে চাই
তোমার ফটোগ্রাফির দাদা
নাই তুলনা নাই♥♥

 3 years ago 

দাদা অসাধারণ অসাধারণ আজকের ফটোগ্রাফি সব থেকে বেশি ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি মনে হচ্ছে জীবিত , আর সার্ক টি একদম সত্যি কারের মনে হচ্ছে। আমি সত্যি এমন কোনো ফটোগ্রাফি এই প্রথম উপভুগ করলাম। সত্যি দাদা দেখার মতো ফটোগ্রাফি ছিল

 3 years ago 

"প্রাণী ও তাদের আবাসস্থল, খাদ্যাভ্যাস, পরিবেশ ও প্রকৃতি, অভিযোজন, ক্রমবিকাশ ও বিবর্তন এবং বিলুপ্তি" এই সম্পর্কিত নানারকমের প্রাণীদের taxidermic দেহের ফোটোগ্রাফ ।

প্রাণীদের taxidermic দেহের ফটোগ্রাফস গুলো দেখে খুবই ভালো লাগলো দাদা। এসব প্রাণী বিলুপ্তির পথে। হয়তোবা এগুলো অনেক বছর আগে ছিল। তবে বিলুপ্ত এসব প্রাণীকে আবার দেখতে পাবো সেটা কখনো ভাবিনি। খুবই ভালো লাগলো এই ফটোগ্রাফস গুলো দেখে। আপনি অনেক সুন্দর করে প্রাণিজগতের বাসস্থান ও চারপাশের পরিবেশ সুন্দর করে তুলে ধরেছেন। দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কিছু ফটোগ্রাফস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

লেপাড,সোনালি উল্লুক এবং শার্কটার স্টাফ প্রত্যেকটা ফটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল। দাদা সত্যি কথা বলতে স্টাফ করা মাউন্টেন প্রাণী সম্পর্কে আপনার পোষ্টের মাধ্যমে প্রথম জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আজকের এই পোস্টের মাধ্যমে অজানা কিছু জানানোর জন্য। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

জি দাদা আপনাদের দুআতে ভালো আছি দাদা।
দাদা আজকের ফটোগ্রাফি খুব দারুণ দেখেই মনে হচ্ছে এরা জীবিত প্রাণী।

এই মিউজিয়ামে এমন অনেক প্রাণীর স্টাফড করা দেহ রাখা আছে যারা এখন সম্পূর্ণ বিলুপ্ত বা অতি বিরল প্রজাতির, অর্থাৎ বিলুপ্তির পথে । সে দিক থেকে দেখতে গেলে আমরা ভাগ্যবান যে জীবিত না হলেও মৃত এদেরকে দেখতে পাচ্ছি।

সত্যি দাদ আমরা অনেক ভাগ্যবান এইসব প্রাণী গুলো দেখার ভাগ্য হয়েছে আপনার জন্য দাদা।
আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো দাদা। সব সময় সুস্থ থাকেন ভালো ও হাসি খুশি থাকেন দুআ করি দাদা।

 3 years ago 

আমি বিন্দাস আছি দাদা। আপনি কেমন আছেন??

স্টাফ বা মাউন্ডেট প্রাণী দেহ সম্পর্কে আগে জানতাম না। আপনার আজকের পর্বের পোস্ট টা এককথায় অসাধারণ ছিল। একেবারে চোখ চমকানো সব দৃশ‍্য।

লেপাড,সোনালি উল্লুক এবং শার্কটার স্টাফ তো অসাধারণ ছিল। এবং বাকিগুলো জাস্ট👌👌।

support me please

 3 years ago 

আজ প্রথম ট্যাক্সিডার্মি করা প্রাণীদেহ এবং স্টাফড করা প্রানী দেহ দেখলাম। অবিশ্বাস্য হলেও সত্য যে এগুলো জীবন্ত প্রানীর উপরের অংশ শুধুমাত্র প্রান নেই। সবগুলো ছবি বেশ উপভোগ করলাম। সামনে আরো দেখবো মনে হয়। অপেক্ষায় রইলাম ♥️

 3 years ago (edited)

মমিকরা মাউন্টেড প্রাণীর অসাধারণ কিছু আলোক চিত্র দেখলাম।আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ এর আগে এরকম চিত্র আমি দেখিনি।
কালের বিবর্তনে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে এমন অনেক প্রণী।।

support me please

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92268.82
ETH 3102.93
USDT 1.00
SBD 3.03