আমার বাংলা ব্লগের দ্বিবর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের বিশেষ পুরস্কার : কবিতা আবৃত্তি
আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট উদযাপনের ধারাবাহিক পোস্টের আজ তৃতীয় পর্ব । গত পর্বে আমি অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম সেগমেন্ট অব্দি শেয়ার করেছিলাম । প্রথম সেগমেন্টে ছিল লাইভ কুইজ পর্ব । আজ বিশেষ হ্যাংআউট এর দ্বিতীয় দিনের দ্বিতীয় সেগমেন্টের পর্ব শেয়ার করতে চলেছি । দ্বিতীয়দিনের দ্বিতীয় ও তৃতীয় সেগমেন্ট জুড়ে ছিল হ্যাংআউট এর সব চাইতে আকর্ষণীয় সেগমেন্ট - "এন্টারটেইনমেন্ট সেগমেন্ট" । এই সেগমেন্ট শুরু হয়েছিলো কবিতা আবৃত্তি পর্ব দিয়ে ।
কবিতা আমার এমনিতেই খুবই ভালো লাগে । আর কবিতা আবৃত্তি তো আমার শুনতে আরো বেশি ভালো লাগে । যে কোনো কবিতা পাঠ করে যতটা তৃপ্তি লাভ করা যায় তার চাইতে বেশি তৃপ্তি পাওয়া যায় যদি কেউ সেটিকে সুন্দরভাবে এবং শ্রুতিমধুরভাবে আবৃত্তি করে উপস্থাপন করে। আমি প্রায় প্রতিদিনই Facebook ও Youtube -এ বিভিন্ন বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তি শুনি । কাজ করার ফাঁকে ফাঁকে এগুলো শুনলে দেহ মনে প্রশান্তি আসে ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে বেশ কয়েকজন আছেন যাঁরা অসম্ভব ভালো কবিতা আবৃত্তি করেন । এঁনাদের মধ্যে সেলিনসাথী ম্যাডাম, পূজা ঘোষ, নুসূরা, মুন্না প্রভৃতি কয়েকজনের আবৃত্তি ও বাচনভঙ্গি সত্যি অপূর্ব । যাই হোক কমিউনিটির দ্বিবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট এর দ্বিতীয় দিনের দ্বিতীয় সেগমেন্টের (এন্টারটেইনমেন্ট সেগমেন্ট) কবিতা আবৃত্তি পর্বে যাঁরা তাঁদের অপূর্ব বাচনভঙ্গী আর শ্রুতিমধুর কণ্ঠস্বরে আমাদেরকে কবিতা আবৃত্তি শুনিয়ে মুগ্ধ করেছিলেন তাঁদের নাম পর্যায়ক্রমে হলো - সায়মা আক্তার, নিলয় মজুমদার, সেলিনা সাথী, মুন্না, নুসূরা নূর নওরীন, পূজা ঘোষ, শ্যাম সুন্দর, আজিম, রায়হান, জনি প্রিন্স।
≋ সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি ≋
꧁দ্বিতীয় দিবস꧂
ꕥ সময় : ১২ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা
আজ আমি আমার পক্ষ থেকে এই ১০ জন ইউজারকে কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট এ তাঁদের অনবদ্য কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করলাম ।
হ্যাংআউটে এন্টারটেইনমেন্ট পর্বে "কবিতা আবৃত্তি"
অনুষ্ঠিত : ১২ই জুন ২০২৩, সোমবার
মোট অংশগ্রহণকারী : ১০
মোট বিজয়ী : ১০
পুরস্কার : প্রত্যেককে ১০ স্টিম করে মোট ১০০ স্টিম
বিজয়ী এবং পুরস্কার ঘোষণা
ABB Anniversary Hangout :: Places & Prizes
STEEMIT ID | PRIZE |
---|---|
@saymaakter | 10 STEEM |
@nilaymajumder | 10 STEEM |
@selinasathi1 | 10 STEEM |
@munna101 | 10 STEEM |
@nusuranur | 10 STEEM |
@pujaghosh | 10 STEEM |
@shyamshundor | 10 STEEM |
@ah-agim | 10 STEEM |
@rayhan111 | 10 STEEM |
@joniprins | 10 STEEM |
পুরস্কার প্রদান সম্পন্ন
ABB Anniversary Hangout :: Prize Distribution
Date | From | To | Amount | Unit | Memo |
---|---|---|---|---|---|
2023-06-24, 13:18 | amarbanglablog | joniprins | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2023-06-24, 13:17 | amarbanglablog | rayhan111 | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2023-06-24, 13:17 | amarbanglablog | ah-agim | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2023-06-24, 13:16 | amarbanglablog | shyamshundor | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2023-06-24, 13:16 | amarbanglablog | pujaghosh | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2023-06-24, 13:16 | amarbanglablog | nusuranur | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2023-06-24, 13:15 | amarbanglablog | munna101 | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2023-06-24, 13:15 | amarbanglablog | selinasathi1 | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2023-06-24, 13:13 | amarbanglablog | nilaymajumder | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2023-06-24, 13:13 | amarbanglablog | saymaakter | 10.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২০ ট্রন জমানো (Today's target : To collect 520 trx)
তারিখ : ২৪ জুন ২০২৩
টাস্ক ৩০৫ : ৫২০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : b6675789358fbdf1085915a6e5da695d33ec7a01b612683548bd129547b85330
টাস্ক ৩০৫ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট অনুষ্ঠানে কবিতা আবৃত্তিকারী ইউজারদের পুরস্কার দেওয়াটা নিঃসন্দেহে অত্যন্ত ভালো একটা দিক। আসলে প্রিয় দাদা আপনার সমস্ত উদ্যোগগুলো আমাদের মধ্যে ইউজারদের জন্য সব সময় কল্যাণ বয়ে আনে। সব সময় আমাদের পাশে থাকার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ মানেই একদম ভিন্ন রকম কিছু। সবার চিন্তাধারা, আয়োজন, যেখানে শেষ, সেখানে মাত্র শুরু আমার বাংলা ব্লগের এবং চূড়ান্তে গিয়ে পৌঁছানোই আমার বাংলা ব্লগের কাজ।অনেক অনেক ধন্যবাদ দাদা এক এক করে সকল পার্টিসিপেন্ট কারীদের কে পুরস্কার বিতরণের জন্য।
আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি কমিউনিটি এখানে সবাইকে অনেক সুন্দর করে মূল্যায়ন করা হয় এবং যেকোনো কাজে অনেক বেশি অনুপ্রাণিত করা হয়। যারা সারা বছর জুড়ে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনিয়েছেন এবং দুই বছরের পূর্তি উপলক্ষে সুন্দর কবিতা আবৃত্তি আমাদের সাথে শেয়ার করেছিলে। তাদেরকে খুব সুন্দর একটি প্রাইজের মাধ্যমে অনুপ্রাণিত করা হলো। দেখে অনেক ভালো লাগলো।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতা আবৃত্তি করে যারা যারা বিজয়ী পুরস্কার পেয়েছেন
সবার জন্য আবারো অনেক অনেক শুভেচ্ছা রইল।
সবার কবিতা আবৃতি অনেক সুন্দর ছিলো।
সত্যি মনে রাখার মত ভাবে আমরা দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলাম।
দাদা দ্বিতীয় বর্ষ উপলক্ষে এন্টারটেইনমেন্ট পর্বে সবাই খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছিল। সবার কবিতা আবৃত্তি শুনে আমরা ভীষণ আনন্দ পেয়েছিলাম। আজকে তাদেরকে পুরস্কার দিয়েছেন এটা দেখে ভালো লাগলো। আশা করি পরবর্তী বছর আমরা আরো বেশি আনন্দ করতে পারব।
এই কমিউনিটিতে জয়েন করার পূর্বে আমি কবিতা তেমন পাঠ করতাম না। কবিতা বিষয়টা আমার আসতো না। কিন্তুু এখানে জয়েন করে কবিতা আবৃতি করার আগ্রহ পেলাম। গত দুই তিন মাস যাবৎ প্রত্যেক হ্যাং আউটে কবিতা আবৃতি করার চেষ্টা করছি। আশা করছি এক সময় সুন্দর ভাবেই আবৃতি করা শিখে যাবো। উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দাদা।
সত্যি বলেছেন দাদা আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে হ্যাংআউট এর দ্বিতীয় দিনের দ্বিতীয় ও তৃতীয় সেগমেন্ট এ এন্টারটেইনমেন্ট পর্বে খুবই আনন্দ হয়েছিলো। যারা কবিতা আবৃত্তি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে সবথেকে বেশি ধন্যবাদ দিবো যে, তাদের অনবদ্য কবিতা আবৃত্তির জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেছেন। আপনি আমার বাংলা ব্লগের গর্ব, আপনি আমাদের গর্ব প্রিয় দাদা।
সত্যি বলতে দাদা এবারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুব সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। আর সেখানে সবাই খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছে। তাদের মধ্যে বিশেষ করে সাথী আপু, পূজা ঘোষ, নওরিন আপু এবং নিলয় দাদার কবিতা আবৃত্তি আমাদের সত্যি মুগ্ধ করেছে। আর আজকে আপনি যারা যারা কবিতা আবৃত্তি করেছে সবাইকে পুরস্কার দিয়েছেন দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সব সময় আমাদের পাশে এভাবে থাকার জন্য।