এনএফটি (NFT) নিয়ে আপনার কিছু মতামত জানতে চাইছি

in আমার বাংলা ব্লগ11 months ago

nft-7031679_1280.jpg
Copyright Free Image:Pixabay


NFT অর্থাৎ, Non Fungible Token নিয়ে একটা Decentralized Application (dApp) ডেভেলপ করতে চাচ্ছি । এই বিষয়ে আপনাদের বিস্তারিত মতামত ও আইডিয়া আশা করছি । সবাই নিচের কমেন্ট বক্সে নিজের মতো করে আইডিয়া ও মতামত শেয়ার করুন প্লিজ ।

বর্তমান যুগে NFT একটা খুবই পপুলার ব্লকচেইন বেজড কালেক্টিবল অ্যাসেট সিস্টেম । এটার জনপ্রিয়তা দিন দিন বিপুলভাবে বাড়ছে । আশা করা হচ্ছে সামনের বছর অর্থাৎ, ২০২৫ হবে NFT Year । NFT নিয়ে উন্মাদনা এই বছরেই পিকে পৌঁছতে পারে । NFT যেহেতু কোনো কারেন্সী নয়, এটা কালেক্টিবল এসেট তাই, এক একটা NFT একদমই ইউনিক । NFT এক্সচেঞ্জ করা যায় না, তবে ট্রেড করা যায় । ট্রেড আর এক্সচেঞ্জ শুনতে একই হলে কার্যত দুটি আলাদা টার্মস । ট্রেড হলো যে কোনো এসেট বা সার্ভিস এর বিনিময়ে অর্থ প্রদান করা আর এক্সচেঞ্জ হলো এক এসেট এর বিনিময়ে অন্য অ্যাসেট বা অর্থ বিনিময় করা । যেহেতু, NFT মানেই Non Fungible Token তাই এটা শুধুমাত্র বাই/সেল করা যায় কিন্তু, এক্সচেঞ্জ করা যায় না ।

কিছু কিছু NFT খুবই পপুলারিটি পায়, কিন্তু সুনির্দিষ্ট কোনো মূল্যমান নেই এসব NFT এর । কালেক্টরদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে এদের দাম বাড়ে কমে । এখন, এই NFT নিয়ে একটা ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশন আনার ইচ্ছে হয়েছে আমার । এই প্রজেক্টটা একদম ইউনিক কিছু করা গেলে সব চাইতে ভালো হতো । তাই, আপনাদের কাছে মতামত আশা করছি ।


০১. NFT minting সার্ভিস (ট্রন ব্লকচেইনে পাবলিক মিন্টিং কন্ট্রাক্ট আনা) ।

০২. Decentralized ট্রেড সিস্টেম আনা NFT এর জন্য (ট্রন ব্লকচেইন) ।

০৩. Crypto Micro Lending System । NFT কে collateral হিসেবে রেখে crypto loan চালু করা ।

০৪. NFT staking contract deploy করা । NFT কে স্টেক করে ক্রিপ্টো টোকেন আর্ন করা । অর্থাৎ, NFT ফার্মিং ।


উপরোক্ত চারটি আইডিয়ার মধ্যে কোনটা সব চাইতে বেস্ট হবে ? কেন হবে ? আপনাদের কাছে সুচিন্তিত মতামত আশা করছি ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০২ ডিসেম্বর ২০২৪

টাস্ক ৪৬০ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9a6c85654e035abde2bd997375936e88d8739a5f74a58a88ddc904b386fe6864

টাস্ক ৪৬০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 11 months ago 

আজকে আবারো হাজির হয়ে গেলুম আরো দু'টি রাজকন্যার NFT নিয়ে । খুব সুন্দরভাবে সুসজ্জিত সালঙ্কারা রাজকন্যার মুখ কিন্তু বেশ একটু বিষন্নতায় মাখানো । তবে সেই বিষন্নতা কিন্তু তার মুখকে অসুন্দর করে তোলেনি, বরং তার মুখমন্ডলের সৌন্দর্য যেন শতগুনে বাড়িয়ে তুলেছে ।


Princess


Screenshot 2024-01-03 002604.png


Screenshot 2024-01-03 002642.png

 11 months ago 

রাজকন্যা গুলো দেখতে সত্যি অনেক সুন্দর। আর বিভিন্ন রকমের অলংকারে সজ্জিত করা হয়েছে তাদের চেহারা। সব মিলিয়ে দারুন লাগছে দাদা। আপনি এত সুন্দর করে এই রাজকন্যা গুলোকে সজ্জিত করেছেন দেখে সত্যিই ভালো লাগলো।

 11 months ago 

দাদা আমার মতে এই এনএফটি প্রজেক্টে ট্রণের পাশাপাশি ট্রেডিং টোকেন হিসেবে আমরা স্টিমকে ব্যবহার করতে পারি।
নতুবা, এই ডিসেন্ট্রালাইজড সিস্টেমটা ট্রন ব্লকচেইনের আদলে তৈরি করে ট্রেডিং টোকেন হিসেবে শুধুমাত্র স্টিম রাখতে পারি।

স্টিম দিয়ে যদি এই মার্কেটপ্লেসে এনএফটি বায় সেল করতে হয়, তাহলে এনএফটি বায় বা সেল করার জন্য হলেও সবার আগে মানুষকে আগে স্টিম ট্রেড করতে হবে।

আর স্টিমিট যেহেতু সর্বপ্রথম ব্লকচেইন বেসড সোস্যাল মিডিয়া প্লাটফর্ম, সেহেতু এর উপরে ভিত্তি করে তৈরি করা এনএফটি মার্কেটপ্লেস ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে। আমার কাছে এটাই মনে হচ্ছে।

 11 months ago 

আমার এই বিষয়ে খুব কম ধারণা আছে, তবে সাগর ভাইয়ের কথাগুলো ভালো লেগেছে, আমি তার সাথে একমত।

 11 months ago 

এই বিষয়টি খুব ভালো বুঝি না তবে সাগর ভাইয়ের মন্তব্যটি আমার কাছে মনে হয় ভালো। আর এই কাজটি করলে আমার মনে হয় বেশি ভালো হবে।

 11 months ago 

আমি সাগর ভাইয়ের সাথে একমত পোষণ করছি, এ বিষয়ে আমার খুব বেশি একটা আইডিয়া নেই, যতটুকু শেখা জানা এখান থেকেই, সাগর ভাইয়ার আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে।

দারুন একটা আইডিয়া দিয়েছেন এই এনএফটি প্রজেক্টে ট্রেডিং টোকেন হিসাবে স্টিম ব্যবহার করলে স্টিমের ব্যবহার বাড়বে। তাতে স্টিমের জনপ্রিয়তা বাড়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে।

 11 months ago 

দাদা এসব বিষয় খুব একটা বেশি বুঝি না তবে সাগর ভাইয়ের মন্তব্যটি পড়ে আমার অনেক ভালো লাগলো। সাগর ভাইয়ের পরামর্শটা আমার কাছে বেশ ভালো এবং যুক্তিযুক্ত লেগেছে।।

 11 months ago 

NFT গত দুই বছরে বেশ হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল। তবে সেই হাইপ টি এখন বেশ ভালই কমে গিয়েছে। আশা করা যায় আসছে বছরে তা আবার আগের মত উন্মাদনা সৃষ্টি করে উঠতে সক্ষম হবে। আর সাগর ভাই এর আইডিয়া টাও ভালই।

Steem based মার্কেটপ্লেস তৈরি করতে পারলে তা NFT ও স্টিম দুই এর ই জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে।

This is idea is a very creative one @rme Dada, it would be great if this project become a successful one.

Yes, nft cannot be exchange but can be traded through transfer of ownership in the blockchain.

I also believe that this year, nft will become very popular and this Dapp of yours will be very useful.

Go ahead Dada, you have my full support 💯💯

 11 months ago 

আমার কাছে মনে হয় ,

Crypto Micro Lending System । NFT কে collateral হিসেবে রেখে crypto loan চালু করা ।

এটা চালু করলেই সবচেয়ে বেস্ট হবে । কেননা এই সিস্টেমটা চালু করলে , সবাই উক্ত nft টি কিনতে আগ্রহী হবে। এবং উক্ত nft এর বিপরীতে যে কেউ যেকোনো সময় চাইলে লোন নিতে পারবে ।

 11 months ago 

দাদা এনএফটি নিয়ে অ্যাপ ডেভেলপ করলে খুব ভালো হবে। কারণ এনএফটি বর্তমানে খুবই জনপ্রিয় এবং দিনদিন জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। দাদা আপনার সিদ্ধান্ত সবসময়ই সেরা। এনএফটি যেহেতু এক্সচেঞ্জ করা যায় না, তবে বাই/সেল করা যায়, তাহলে অনেকেই অ্যাপের মাধ্যমে এনএফটি খুব সহজেই বাই/সেল করতে পারবে।

Crypto Micro Lending System । NFT কে collateral হিসেবে রেখে crypto loan চালু করা ।

আমার মতে এটাই ভালো হবে দাদা। তাহলে অনেকেই প্রয়োজনে এনএফটি এর বিপরীতে লোন নিতে পারবে। অনেকটা ব্যাংকের মতো সিস্টেম। ব্যাংকে যেমন জামানত দিয়ে লোন নেওয়া যায়, ব্যাপারটা অনেকটা সেরকমই হবে। যাইহোক আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল দাদা।

Posted using SteemPro Mobile

Crypto Micro Lending System । NFT কে collateral হিসেবে রেখে crypto loan চালু করা ।

This sounds great as long as the interest rate is low so that borrowers can pay the interest and not lose their NFTs and that the loan fits our needs as long as the NFT has a value higher than what was lent that is clear.

The application you plan to create is very interesting, you just have to get it rolling, the entire community will most likely support it, there is no doubt about that.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



i give you a vote @imdad66 with love

 11 months ago 

দাদা আমার কাছে ৩ নাম্বার অপশটা যুক্তিযুক্ত মনে হয়েছে। এখানে যদি NFT কে collateral হিসেবে রেখে crypto loan চালু করা যায়, তাহলে এটার প্রতি সবার আগ্রহ বাড়বে। ধন্যবাদ দাদা।

Saludos amigo me parece muy buen la idea de introducir los nft al ecosistema pero porque no crear o incluir juegos en Steemit usando nft hoy día hay muchos adictos a los vídeos juegos y esto traería muchos usuarios jóvenes y ayudaría a incrementar el valor del token steem
Cómo ya debes saber los vídeos juegos nft atraen a muchos inversores cuando es algo rentable al final los grandes inversores son los que mantienen activo este ecosistema, es mi humilde opinión

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 97595.45
ETH 3125.24
USDT 1.00
SBD 2.96