একগুচ্ছ অণুকবিতা "এলো কথার টুকরো স্মৃতি"

in আমার বাংলা ব্লগ3 years ago


Copyright-free Image source : Pixabay


এলো কথার টুকরো স্মৃতি



💘


♡ ♥💕❤

কোনোদিন না দেখেও তোমায়
ভালোবেসেছিলাম ।
কোনোদিন না ছুঁয়েও
তোমার স্পর্শসুখে ধন্য ভেবেছিলাম ।
তারপরে কেটে গেছে কত রাত,
কত দিন ।
তবুও, তোমার প্রতি অনুরাগ,
হলো না কখনো
আজও তো অমলিন ।


হাজার তারার ভীড়ে আকাশ যেমন একা,
নাগরিক জীবনে আমিও তেমন;
লক্ষ মানুষের ভীড়ে আজ,
হৃদয় আমার ফাঁকা ।



ক্যাকটাস, কাঁটার মুকুট পরা,
কাঁটার আড়ালে নরম, অতি নরম.
স্নেহময় তার হৃদয় ।



সময় কত দ্রুত চলে যায়,
তোমার আমার প্রেমের স্মৃতি
আজ বিবর্ণ ক্যানভাসে ঝাপসা হয়ে রয় ।


রক্তিম আকাশ, চাঁদিয়াল ঘুড়ি,
শেষ বিকেল, রঙিন কাঁচের গুলি ।
আর ?
জলফড়িং ।



আমার কবিতার কথাগুলি সহজ,
তোমার আমার মুখের ভাষা ।
কঠিন কঠোর সুন্দর শব্দ রয়ে যায় অধরা ।
কঠিন শব্দ পুরুষের সাজে,
সহজ শব্দ কোমলপ্রাণা ললনা হৃদয় তরে ।



আমার মাথার এলোমেলো চিন্তাগুলি
যখন কবিতার শব্দে বাঁধা পড়ে,
তখন লজ্জা আমায় আঁকড়ে ধরে ।

বলে, খবরদার, প্রকাশ করিস না ।
বলি আমি "জানো না ?"
"ক্ষুদ্র আমি, তবুও তো ভালোবাসি কবিতা" ।

♡ ♥💕❤


Sort:  

hello Rme bro you are post is amazing and lovely
I upvote you and also follow you and I am new to stee
Previewfile_1520828134.gif
mit please help me and upvote my post

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

দাদা একগুচ্ছ অণুকবিতা বেশ ভালো লাগলো।বিশেষ করে ১ নং বেশ দারুন লেগেছে।

কোনোদিন না দেখেও তোমায়
ভালোবেসেছিলাম ।
কোনোদিন না ছুঁয়েও
তোমার স্পর্শসুখে ধন্য ভেবেছিলাম ।
তারপরে কেটে গেছে কত রাত,
কত দিন ।
তবুও, তোমার প্রতি অনুরাগ,
হলো না কখনো
আজও তো অমলিন ।

ধন্যবাদ আপনাকে।

হাজার তারার ভীড়ে আকাশ যেমন একা,
নাগরিক জীবনে আমিও তেমন;
লক্ষ মানুষের ভীড়ে আজ,
হৃদয় আমার ফাঁকা ।

চমৎকার লিখেছেন দাদা। উপরের লাইন গুলো যথেষ্ট লিখেছেন দাদা আপনার কবিতার ভক্ত আমি। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি দাদা। আপনার লেখা সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল প্রিয় দাদা।
♥️♥️♥️♥️

 3 years ago (edited)

ক্যাকটাস, কাঁটার মুকুট পরা,
কাঁটার আড়ালে নরম, অতি নরম,
স্নেহময় তার হৃদয়।

লাইনগুলোর গভীরতা অনেক। আসলে ক্যাকটাসরা দুনিয়ার সামনে তাদের নরম দিকটা তুলে ধরেই বারবার ক্ষত বিক্ষত হয়েছে। আর তাই হয়তো বারবার এই ক্ষত বিক্ষত হওয়া থেকে বাঁচতেই ক্যাকটাসদের কাঁটার মুকুট।

 3 years ago 

হাজার তারার ভীড়ে আকাশ যেমন একা,
নাগরিক জীবনে আমিও তেমন;
লক্ষ মানুষের ভীড়ে আজ,
হৃদয় আমার ফাঁকা ।

দিনশেষে সবাই একা ভাই । আমার তো তাই মনেহয় । আশেপাশে এতো মানুষ, তবে মনের কথা খুলে বলার মানুষের বড্ড অভাব । যথার্থ লিখেছেন ভাই ।

দাদা অনেক সুন্দর লাগলো আপনার একগুচ্ছ কবিতাটি

আমার ৩ নং লাইন গুলো ভালো লেগেছে।

ক্যাকটাস, কাঁটার মুকুট পরা,

কাঁটার আড়ালে নরম, অতি নরম.

স্নেহময় তার হৃদয় ।

আসলে মেয়েদের মন এমনি হয় দাদা। অনেক ধন্যবাদ।

Hi @rme please can you help to guide me on how to get support from the steemit platform. I have been writing for a while now but no tangible upvote. Thanks in anticipation.

 3 years ago 

সময় কত দ্রুত চলে যায়,
তোমার আমার প্রেমের স্মৃতি
আজ বিবর্ণ ক্যানভাসে ঝাপসা হয়ে রয় ।

উপরের কথাগুলোর গভীরতার অনেক। আপনি প্রত্যেকটা কথা অনেক গভীরতা নিয়ে লিখেছেন। ভালো লেগেছে আমার। আসলেই সময় খুব দ্রুত ফুরিয়ে যায়। প্রিয় মানুষের স্মৃতিগুলো রয়ে যায় আর চোখের সামনে যখন প্রিয় মানুষগুলো না থাকে তখন ঝাপসা লাগে। খুবই ভালো লাগলো আপনার কবিতার লাইনগুলো, সত্যিই অসাধারন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আমার মাথার এলোমেলো চিন্তাগুলি
যখন কবিতার শব্দে বাঁধা পড়ে,
তখন লজ্জা আমায় আঁকড়ে ধরে

আহ কী শব্দ কবিতার আর কী সুন্দর আপনার
ভাষার ব‍্যবহার। কবিতা টা এককথায় অনবদ্য হয়েছে দাদা।

সময় কত দ্রুত চলে যায়,
তোমার আমার প্রেমের স্মৃতি
আজ বিবর্ণ ক্যানভাসে ঝাপসা হয়ে রয়

এই প‍্যারটা যা ছিল না অসাধারণ। আপনার সম্পূর্ণ কবিতা টা আমার অসাধারণ লেগেছে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 94692.02
ETH 3236.92
USDT 1.00
SBD 3.29