Indian Museum ভ্রমণ -পর্ব ৩৬

in আমার বাংলা ব্লগ3 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ৩৬


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৩৫


শুভ সকাল বন্ধুরা,

আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ।

চলছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম পরিভ্রমণের শেষ পর্ব গুলি । এই পর্বের সবগুলোতেই থাকছে ভারতীয় প্রাচীন antique বস্তুসমূহের প্রদর্শনী । ইতোমধ্যে তিনটি এপিসোডে বেশ কিছু পুরাদ্রব্যের ফোটোগ্রাফি শেয়ার করা হয়েছে । আজকে হলো চতুর্থ পর্ব এন্টিক দ্রব্যের ফোটোগ্রাফির ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. প্রস্তরনির্মিত নৃত্যরত নগ্ন পুরুষ মূর্তি
২. মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিল
৩. কাষ্ঠনির্মিত অবসর যাপিত পুরুষ মূর্তি
৪. লৌহ নির্মিত প্রসাধনী আয়না
৫. কাষ্ঠনির্মিত "অসুরদলনী দেবী দূর্গা"-র প্রতিমা
৬. চিনামাটির তৈরী চৈনিক ফুলদানী
৭. চীনা ভাস

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


প্রস্তরনির্মিত নৃত্যরত নগ্ন পুরুষ মূর্তি ।এটি খুবই প্রাচীন একটি মূর্তি । একটি প্রস্তরখন্ড কেটে মূর্তিটি তৈরী করা হয়েছে । ধারণা করা হয় মূর্তিটি চন্দ্রগুপ্ত মৌর্য্য সময়কালের ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিল । কাষ্ঠনির্মিত ড্রেসিং টেবিলটি অসাধারণ কারুকার্যময় । ড্রেসিং টেবিলের দুই প্রান্তে দুটি শুঁড় তোলা হস্তীর প্রতিকৃতি খোঁদাই করা আছে ।আর গোল বেলজিয়াম দামি গ্লাসের ঠিক নিচে রয়েছে দুটি নৃত্যরত ময়ূরের প্রতিকৃতি ।আর আয়নার ঠিক উপরে আছে মিথুনরত দুটি ক্ৰৌঞ্চের প্রতিকৃতি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি কাষ্ঠনির্মিত অবসর যাপিত পুরুষ মূর্তি । মূর্তিটির পায়ের নিচে একটি হস্তী শাবক । এবং এর পিছনে একটি অসাধারণ কারুকার্যময় কাঠের ফ্রেম আছে । ফ্রেমের ঠিক উপরে একটি মুখ ব্যাদান কৃত সিংহের মস্তক শোভিত হচ্ছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি লৌহ নির্মিত প্রসাধনী আয়না । অসাধারণ কারুকার্য শোভিত আয়নাটি । এটি সিংহলের (বর্তমানের শ্ৰীলংকা) এন্টিক বস্তু । এক সময় সিংহল ভারতীয় রাজারাই শাসন করতেন । আয়নাটি তাই ভারতীয় প্রাচীন সভ্যতারই একটি নিদর্শন । আয়নাটির অবস্থান হলো একটি হাতির উপরে বসা মাহুতের ঠিক পিছনে ।আয়নাটির চারিপাশে নানান ধরণের কারুকাজ শোভিত ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ কাঠ কুঁদে কুঁদে নির্মিত এই অসাধারণ ভাস্কর্যটি হলো "অসুরদলনী দেবী দূর্গা"-র প্রতিমা । ফটোটি জুম করে দেখলেই বুঝতে পারবেন অলংকরণের ডিটেলস গুলো । দেবীর দু'পাশে দুই অসুর, আর পায়ের নিচে রয়েছে প্রকান্ড একটি মহিষ । দেবী দূর্গা এক হাত দিয়ে এক অসুর নিধন করছেন আর অন্য হাত দিয়ে মহিষাসুরের বক্ষ বিদীর্ণ করছেন শূলাঘাতে । দেবীর বাকি হস্তগুলি নানান ধরণের দিব্যাস্ত্র ধারণ করছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি চৈনিক ফুলদানী । চিনামাটির তৈরী এটি । এর গায়ে অসংখ্য সূক্ষ্ণ কারু কাজ ফুটিয়ে তোলা হয়েছে । খুবই দামি এই ধরণের প্রাচীন চায়না ফুলদানি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি আর একটি একটি চীনা ভাস । এটিও চিনামাটির তৈরী । এর ভ্যাসটির গায়েও অসংখ্য ফুলের সূক্ষ্ণ কারু কাজ ফুটিয়ে তোলা হয়েছে । ১৯ শতকের ভাস এটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 
36 নম্বর এপিসোড এ দেখলাম চিনামাটির ভাস।সেইসাথে দেখলাম আরো চৈনিক ফুলদানি।সেইসাথে নানারকম ভাস্কর্য সত্যিই অতুলনীয়।দাদা আপনার পোস্টগুলো দেখছি আর অভিভূত হচ্ছে সত্যিই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা♥♥
 3 years ago 

এটি একটি চৈনিক ফুলদানী । চিনামাটির তৈরী এটি । এর গায়ে অসংখ্য সূক্ষ্ণ কারু কাজ ফুটিয়ে তোলা হয়েছে । খুবই দামি এই ধরণের প্রাচীন চায়না ফুলদানি ।

  • ফুলদানিটা আমার খুবই পছন্দ হয়েছে দাদা। আসলেই সেই পর্ব ১ থেকে কত সুন্দর সুন্দর নির্দেশন দেখলাম। আসলেই আমাদের দেখার সৌভাগ্য হল আপনার মাধ্যমে। অনেক সুন্দর সুন্দর কিছু চিত্র দেখতে পেলাম।
 3 years ago 

দাদা আমি কখনো যেসব জিনিস দেখি নি তা আপনার পোস্ট মাধ্যমে অনেক কিছু দেখতে পারতেছি। এজন্য আমি আপনার কাছে গর্বিত এবং আপনার পোস্টগুলো পড়ে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছি। আজকের পোস্ট এ পুরাদ্রব্যের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সত্যি বলতে দাদা দেখার মত।৷ আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।

 3 years ago 

আজকের এপিসোড এর প্রত্যেকটি জিনিস অসাধারণ। প্রতিটি জিনিসই খুব আকর্ষণীয়। রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিংটেবিল আসলেই খুব সুন্দর। কারুকাজ গুলো খুবই আকর্ষণীয়। চীনা ভাসটির কারুকাজ টিও অনেক আকর্ষণীয় লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এসব জিনিস গুলো ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago (edited)

মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিলটি দেখতে খুবই সুন্দর। আসলেই অনেক নিখুঁত ডিজাইন আছে ড্রেসিং টেবিলটিতে।

আর শেষের ভাসটি আরো অনেক সুন্দর। এটি যে মাটির তৈরি তা বুঝাই যায় না।অনেক ধন্যবাদ দাদা সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

Indian Museum ভ্রমণ -পর্ব ৩৬ এ আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি শেয়ার করেছেন সব গুলোই দামী ও মুল্যবান ছিল । সবগুলো ফটোগ্রাফিই চোখে পরার মতো ।যে সব গুলো বেশি ভাল লেগেছে । সেগুলো :

১. প্রস্তরনির্মিত নৃত্যরত নগ্ন পুরুষ মূর্তি
২. মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিল
৩. কাষ্ঠনির্মিত অবসর যাপিত পুরুষ মূর্তি
৪. লৌহ নির্মিত প্রসাধনী আয়না
৫. কাষ্ঠনির্মিত "অসুরদলনী দেবী দূর্গা"-র প্রতিমা।

প্রতিটি পর্বের মতো এটিও দেখে মুগ্ধ দাদা ।আরও অপেক্ষায় থাকবো ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।

 3 years ago 

ভাবছিলাম দাদার দেশে যাবো, দেন ইন্ডিয়ান মিউজিয়াম দেখে আসব কিন্তু তা আর হলো না।কেননা দাদা আপনি ইন্ডিয়ান মিউজিয়াম আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছেন। আপনার প্রতিটা ফটো এবং ফটোর বর্ননা খুবিই ভালো করে প্রেজেন্ট করেন।হয়ত মিউজিয়ামে ফটোর বর্ননা এতো সুন্দর করে দেওয়া নাই যেটা আপনি দিচ্ছেন খুবই ভালো লাগে মিউজিয়াম এর ছবি গুলো দেখে

 3 years ago 

দাদা আজকের এপিসোডে মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিলটি দেখেই তো আমি অবাক। এটি এখনো এত সুন্দর আর আকর্ষণীয় রয়েছে। আমার তো মনে হচ্ছে তখনকার আমলের কারুকাজ যারা করত তারা অনেক দক্ষ আর অভিজ্ঞতা সম্পন্ন ছিল।নাহলে এত সুন্দর একটি জিনিস কিভাএ তৈরি করত।সত্যিই দাদা অসাধারণ কিছু নিয়ে প্রতিনিয়ত হাজির হন।খুব ভালো লাগে এসব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এগুলো তুলে ধরার জন্য।

 3 years ago 

এটি একটি মধ্যযুগীয় রানী ভিক্টোরিয়া আমলের ড্রেসিং টেবিল । কাষ্ঠনির্মিত ড্রেসিং টেবিলটি অসাধারণ কারুকার্যময় ।

দাদা এটা আমার মন কেড়ে নিল।এতো সুন্দর ডিজাইন, 😱 আগের রাজাদের আমলের এই আসবাবপত্র গুলো অসাধারণ কারুকাজে তৈরি। দেখেই মন ভরে গেল। ধন্যবাদ দাদা।

very good museum, I'm from Indonesia interested to come there

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101737.75
ETH 3684.84
SBD 2.55