দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১০ (ক্রিপ্টো কারেন্সী)
কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট
কুইজ : (ক্রিপ্টো কারেন্সী)
০১. বিটকয়েন ক্রিয়েটরের ছদ্মনাম কি ? কত সালে বিটকয়েন এর জন্ম ? একদম শুরুতে ০১ বিটকয়েন এর মূল্য ডলারে কত ছিল এভারেজ ?
০২. স্টিমিট এর জনক কে ? কতসালে স্টিমিট এর জন্ম হয় ? একদম শুরুর দিকে এভারেজ কত দাম ছিল ০১ স্টিম এর ?
০৩. ঘন্টায় কত গুলো ব্লক প্রডিউস হয় স্টিমিট, বিটকয়েন এবং ট্রন এ ?
০৪. বিটকয়েন ব্লকচেইন এর সব চাইতে বড় প্রব্লেমটা কি ? যেটার একটা সাময়িক সমাধান করা গেলেও এখনো অব্দি তেমন কোনো সুদূরপ্রসারী সমাধান বের করা যায়নি ।
০৫. ইথারিয়ামের জন্মদাতা কে ? কতসালে ইথারিয়ামের জন্ম হয় ? একদম শুরুর দিকে এভারেজ কত দাম ছিল ০১ ইথারিয়ামের ?
০৬. বিটকয়েন এর সাইড চেইন লাইটনিং নেটওয়ার্ক আসলে কি জিনিস ? এর কাজ কি ?
০৭. বাইনান্স ট্রেডিং প্লাটফর্মে আইস বার্গ (iceberg) ফিচার এর কাজটা কি ?
০৮. ট্রনের জন্মদাতা কে ? কতসালে ট্রনের জন্ম হয় ? একদম শুরুর দিকে এভারেজ কত দাম ছিল ০১ ট্রনের ?
০৯. বিটকয়েন হাভিঙ (Bitcoin Halving) আসলে কি ?
১০. স্টিমিট এর নেটিভ টোকেন SBD আসলে কি ?
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ২০ জানুয়ারি ২০২৩
টাস্ক ১৫২ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 56915d83219354162c21d0bb8a483d2be981b903b0b51746bf2e03259adf5c5d
টাস্ক ১৫২ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
@anjanlc - 01
@shyamshundor - 09
@rahimakhatun - disqualified [reason directly copied from shyamshundor]
@monira999 - 07
@anisshamim - 08
@yolvijrm - 06
@ruzmaira02 - 01
@engrsayful - 09
@haideremtiaz - 09
@joniprins - 08
N.B. Upvotes will be given to winners' steemit active posts
অনেক ধন্যবাদ দাদা।
This contest has been included in the daily Active Contest List
Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
বিটকয়েন নির্মাতা সাধারণত সাতোশি নাকামোটো নামে পরিচিত। বিটকয়েন 2008 সালে জন্মগ্রহণ করেছিল এবং এটি চালু করার সময় ডলারে একটি বিটকয়েনের গড় মূল্য ছিল প্রায় $0.003।
স্টিমিটের পিতা হলেন নেড স্কট, যিনি মার্চ 2016-এ প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠা করেছিলেন৷ শুরুতে 1 STEEM-এর গড় মূল্য ছিল প্রায় 0.18 USD৷
স্টিমিট ব্লক তৈরি করে না।
বিটকয়েন প্রতি 10 মিনিটে একটি ব্লক তৈরি করে, তাই প্রতি ঘন্টায় প্রায় ছয়টি ব্লক।
ট্রন প্রতি 3 সেকেন্ডে একটি ব্লক তৈরি করে, তাই প্রতি ঘন্টায় প্রায় 1800 ব্লক।
সেটাতো দাদা আপনাকেই দেখে বুঝা যাচ্ছে কার এত বড় সাধ্যি যে আপনাকে হারায়? ভূগোল আর ইতিহাস দিয়ে কি হবে? অঙ্ক আর সাধারণ জ্ঞান ভাল জানলেই চলবে। তাতে আমরাও আপনার থেকে কিছু শিখতে পারছি। তবে দাদা একটি কথা না বললে নয়। আপনি প্রতিনিয়ত এই ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করে আমাদের জ্ঞানের প্রসার অনেকটাই বৃদ্ধি করছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিটি কুইজে অংশ গ্রহণ করা। নাই বা পেলাম ডলার পাউন্ড। জ্ঞানতো কিছু বাড়বে। নাকি দাদা? ধন্যবাদ দাদ আপনাকে ।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
১.সাতাশি নাকামোটো।২০০৮ এ বিটকয়েনের শ্বেতপত্র প্রকাশ করা হয় আর সোর্স কোড উন্মুক্ত করা হয় ২০০৯ এ।শুরুতে বিটকয়েনের মূল্য ছিল 0.0008 usd
২.নেড স্কট।স্টিমিট প্রতিষ্ঠিত হয় ২০১৬সালে।একদম শুরুতে স্টিমের এভারেজ দাম ছিল ০.৮০ ইউএসডি।
৩.স্টিমে ঘন্টায় ১২০০ ব্লক,বিটকয়েনে ৬টি,ট্রনে ১২০০টি
৪.স্কেলেবিলিটি বা কর্মপরিধির স্বল্পতা।
৫.ভিটালিক বুটেরিয়ান।ইথেরিয়াম প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে।এর গড় দাম ছিল ০.৩১ইউএসডি।
৬.লাইটনিং নেটওয়ার্ক হল বিটকয়েনের দ্বিতীয় স্তরের পেমেন্ট ব্যবস্থা। যা দ্রুত লেনদেনে সহায়তা করে।
৭.আইসবার্গ ফিচারের কাজ হল বড় অর্ডার কে ছোট ছোট ভাগ করে কেনাবেচা করা যাতে বাজারে প্যানিক সৃষ্টি না হয়।
৮.জাস্টিন সান।ট্রনের প্রতিষ্ঠা হয় ২০১৭ সালে।প্রথমে ট্রনের অ্যাভারেজ দাম ছিল ০.০০২ইউএসডি
৯.বিটকয়েন মাইনিং এর রিওয়ার্ড অর্ধেক করে দেওয়াকে বিটকয়েন হালভিঙ বলে।প্রতি চার বছর পর পর হালভিঙ হয়।
১০.এস বিডি হল স্টিমের স্টেবল কয়েন।যা ডলারের সাথে স্টিমের দামের সামঞ্জস্য বজায় রাখে।