দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৮ (বিবিধ)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৭) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)


০১. "বেতাল পঞ্চবিংশতি" সর্বপ্রথম সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন কে ?

০২. সুবিখ্যাত কল্পবিজ্ঞান লেখন জুল ভের্ন এর লেখার এক জনপ্রিয় কেন্দ্রীয় চরিত্র ক্যাপ্টেন নিমো । নটিলাস সাবমেরিন নিয়ে যিনি সারা দুনিয়াদারি টহল দিয়ে বেড়ান সমুদ্রের তলদেশ দিয়ে । জুল ভের্ন এর কোন বইয়ে ক্যাপ্টেন নিমো সর্বপ্রথম আত্মপ্রকাশ করেন ?

০৩. বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছোটবেলায় বালিগঞ্জ গভর্ণমেন্ট হাই স্কুলে পড়ার সময়ে বাংলাদেশের এক খ্যাতিমান কবি তাঁর ক্লাস টীচার ছিলেন । কে তিনি ?

০৪. হার্জের জগৎবিখ্যাত কার্টুন চরিত্র দুঃসাহসী টিনটিনের অদ্ভুত সব এডভেঞ্চার সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে সেই ১৯২৯ সাল থেকে, অর্থাৎ প্রায় ১০০ বছর ধরে । এই টিনটিন চরিত্রটি কিন্তু বাস্তব একজন দুঃসাহসী ওয়ার্ল্ড ট্রাভেলার এর চরিত্রের উপর ভিত্তি করে তৈরী করা হয় । কে সেই ব্যক্তি ?

০৫. স্যার রুডিয়ার্ড কিপলিং, ভারতে জন্মগ্রহণকারী এই সুবিখ্যাত সাহিত্যিকের এক অনবদ্য সৃষ্টি "মোগলি" । তাঁর অমর বই "দ্য জাঙ্গল বুক" এর প্রধান চরিত্র মোগলি । এই নেকড়ে বালক মোগলি কিন্তু পুরোপুরি কাল্পনিক চরিত্র নয় । সত্যিকারের এক নেকড়ে বালকের ঘটনায় অনুপ্রাণিত হয়ে কিপলিং সৃষ্টি করেন তাঁর জগৎবিখ্যাত চরিত্র "মোগলি" । কে সেই সত্যিকারের নেকড়ে বালক, কি নাম তার ?

০৬. সুন্দরবনের বাঘের সাহস, বীরত্ব ও সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তাকে "রয়্যাল বেঙ্গল টাইগার" নামে প্রথম অভিহিত করেন কে ?

০৭. ভারতে চিতা পূর্নর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট কত'টি চিতা আফ্রিকা থেকে এনে ভারতের জঙ্গলে অবমুক্ত করেছেন ? আরো কত'টি আনার পরিকল্পনা রয়েছে ?

০৮. এরিয়া ৫১ (Area 51) পৃথিবীর অন্যতম গোপনীয় একটি স্থান যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ । কি এই "এরিয়া ৫১" ?

০৯. এক প্রজাতির পাখি ব্যাপকভাবে নিধনের ফলে পৃথিবীতে নেমে এসেছিলো এক ভয়াবহ দুর্ভিক্ষ । এই দুর্ভিক্ষের ফলে মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে ? কোন দেশের ঘটনা ? কোন পাখি নিধনের ফল ছিল এটি ?

১০. টিনটিনের সাথে প্রোফেসর ক্যালকুলাস এর সাক্ষাৎ ঘটে সর্বপ্রথম কোন এডভেঞ্চার কমিক্সে ?


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২৯ এপ্রিল ২০২৩

টাস্ক ২৫০ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : edd56a4ba74e7e87cb56b97d45d2f269c4a16b4b7904d6b714a3357b38f0fadb

টাস্ক ২৫০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












Sort:  

১.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "বেতাল পঞ্চবিংশতি" সর্বপ্রথম সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন।
২.জুল ভের্ন এর ‘Twenty Thousand Leagues Under the Sea’ নামক তাঁর সর্বাধিক জনপ্রিয় উপন্যাসটিতে ক্যাপ্টেন নিমো সর্বপ্রথম আত্মপ্রকাশ করেন।
৩.কবি গোলাম মোস্তফা।
৪.ব্যক্তিটি হলেন ওয়ার্ল্ড ট্রাভেলার palle huld.
৫. সেবা লোকটির নাম Dina Sanichar.
৬. রানী ভিক্টোরিয়া
৭.৮টি চিতা আনা হয়েছে, ১২টি আনা হবে।
৮.এরিয়া ৫১ (Area 51 ) হলো নেভাডায় পরীক্ষা ও প্রশিক্ষণ সীমার মধ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি গোপনীয় অপারেশন ঘাঁটি।
৯.চীন দেশে চড়ুই পাখি নিধনের ফল ছিলো সেই ভয়াবহ দুর্ভিক্ষ।
১০. 'Red Rackham's treasure' এডভেঞ্চার কমিক্সে।


ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

১.ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২.জুল ভের্ন এর "টুয়েন্টি থাউজ্যান্ড লীগ আন্ডার দ্যা সি" বইয়ে ক্যাপ্টেন নিমো সর্বপ্রথম আত্মপ্রকাশ করেন।
৩.কবি গোলাম মোস্তফা।
৪.ওয়ার্ল্ড ট্রাভেলার Palle Huld.
৫. সেবা লোকটির নাম Dina Sanichar.
৬. রানী ভিক্টোরিয়া।
৭.৮ চিতা আনা হয়েছে আর ১২টি চিতা আনা হবে।
৮."এরিয়া ৫১" হলো মার্কিন বিমান বাহিনীর একটি গোপন ঘাটি।
৯. এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল চীন দেশে। আর চড়ুই পাখি নিধন করার ফলে এই ঘটনাটি ঘটে।
১০.টিনটিনের সাথে প্রোফেসর ক্যালকুলাস এর সর্বপ্রথম সাক্ষাৎ ঘটে "Red Rackham's Treasure" এডভেঞ্চার কমিক্সে।

 2 years ago 

১.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২. Twenty Thousand Leagues Under the Sea।
৩.খ্যাতিমান কবি হলেন গোলাম মোস্তফা
৪.palle huld
৫.Dina Sanichar
৬.রানী ভিক্টোরিয়া।
৭.আটটি চিতা আনা হয়েছে, আরো বারোটি আনা হবে।
৮. মার্কিন বিমান বাহিনীর একট গোপনীয় ঘাটি।
৯.চড়ুই পাখি, চীনে
১০.Red Rackham's treasure

 2 years ago 

১.উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২.উত্তর:Twenty Thousand Leagues Under the Seas (1870)।
৩.উত্তর: বাংলাদেশের খ্যাতিমান কবি জসীম উদ্দিন।
৪.উত্তর:palle huld.
৫.উত্তর: Dina sanichar
৬.উত্তর:রবিন্দ্রনাথ ঠাকুর।
৭.উত্তর:৮টি চিতা আনা হয়েছে, ১২টি আনা হবে।
৮.উত্তর:এটি মার্কিন বিমান বাহিনীর একট গোপনীয় ঘাটি।
৯.উত্তর:চীন দেশের ঘটনা, চড়ুই পাখি।
১০.উত্তর:Red Rackham's treasure.

১.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর.।
২.ক্যাপ্টেন নিমো সর্বপ্রথম" টুয়েন্টি থাউজ্যান্ড লীগ আন্ডার দ্য সি"বইয়ে আত্মপ্রকাশ করেন।
৩.কবি গোলাম মোস্তফা।
৪.ব্যক্তিটি হলেন "Palle Huld".
৫.সত্যিকারের নেকড়ে বালকটির নাম" Dina Sanichar"
৬.মহারানী ভিক্টোরিয়া।
৭.চিতা এনেছেন ৮টি, আরো ১২ টি চিতা আনার পরিকল্পনা রয়েছে।
৮."এরিয়া ৫১" মার্কিন বিমানবাহিনীর একটি গোপন ঘাটি।
৯.ঘটনাটি চীন দেশের,আর চড়ুই পাখি নিধনের ফল ছিলো এটি।
১০."Red Rackham's Treasure "এডভেঞ্চার কমিক্সে।

Ans:
1)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2)Twenty Thousand Leagues Under the Seas (1870).
3)বাংলাদেশের খ্যাতিমান কবি জসীম উদ্দিন।
4)Palle huld.
5)Dina sanichar.
6)রবিন্দ্রনাথ ঠাকুর।
7)৮টি চিতা আনা হয়েছে , আরও ১২টি আনা হবে।
8)এটি মার্কিন বিমান বাহিনীর একট গোপনীয় ঘাটি।
9)চীন দেশের ঘটনা, আর চড়ুই পাখি নিধনের ফল ছিলো।
10)Red Rackham's treasure.

 2 years ago 

০১/ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
০২/ টুয়েন্টি থাউজ্যান্ড লীগ আন্ডার দ্যা সি।
০৩/ কবি জসীম উদ্দিন
০৪/ palle huld.
০৫/ Dina sanichar.
০৬/ বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর।
০৭/ আটটি আনা হয়েছে, বারোটি আনা হবে।
০৮/ এটি মার্কিন বিমান বাহিনীর একটি গোপন ঘাটি।
০৯/ চড়ুই পাখি, দেশ চীন।
১০/ Red Rackham's treasure.

 2 years ago 

১."বেতাল পঞ্চবিংশতি" সর্বপ্রথম সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২. জুল ভের্ন এর "টুয়েন্টি থাউজ্যান্ড লীগ আন্ডার দ্যা সি" বইয়ে ক্যাপ্টেন নিমো সর্বপ্রথম আত্মপ্রকাশ করেন
৩.বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছোটবেলায় বালিগঞ্জ গভর্ণমেন্ট হাই স্কুলে পড়ার সময়ে কবি গোলাম মোস্তফা তাঁর ক্লাস টীচার ছিলেন ।
৪. টিনটিন চরিত্রটি ওয়ার্ল্ড ট্রাভেলার Palle Huld এর চরিত্রের উপর ভিত্তি করে তৈরী করা হয়
৫. সেই সত্যিকারের নেকড়ে বালক Dina Sanichar.
৬. সুন্দরবনের বাঘের সাহস, বীরত্ব ও সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তাকে "রয়্যাল বেঙ্গল টাইগার" নামে প্রথম অভিহিত করেন রানী ভিক্টোরিয়া।
৭. ৮টি চিতা আনা হয়েছে আর ১২টি চিতা আনা হবে।
৮."এরিয়া ৫১" হলো মার্কিন বিমান বাহিনীর একটি গোপন ঘাটি।
৯. চড়ুই পাখি নিধন করার ফলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল চীন দেশে।
১০.টিনটিনের সাথে "Red Rackham's Treasure" এডভেঞ্চার কমিক্সে প্রোফেসর ক্যালকুলাস এর সর্বপ্রথম সাক্ষাৎ ঘটে

 2 years ago 

১.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২. টুয়েন্টি থাউজ্যান্ড লীগ আন্ডার দ্যা সি।
৩.গোলাম মোস্তফা
৪.palle huld
৫.Dina sanichar
৬.রানী ভিক্টোরিয়া।
৭.আটটি আনা হয়েছে, বারোটি আনা হবে।
৮.যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত মার্কিন বিমান বাহিনীর একট গোপনীয় ঘাটি।এখানে জনসাধারনের প্রবেশ নিষেধ এবং এর সম্পর্কে অনেক গুজব প্রচলিত আছে।
৯.চড়ুই পাখি,গণপ্রজাতন্ত্রী চীনে
১০.Red Rackham's treasure.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20