কবিতা "স্বপ্নের মাঝে মৃত্যু"
Image Created with AI, powered by DALL·E (Microsoft Bing)
"স্বপ্নের মাঝে মৃত্যু"
💘
♡ ♥💕❤
স্বপ্নের মাঝে আমি নৌকো ভাসালাম নীল দরিয়াতে;
জীর্ণ, ভগ্নপ্রায় বহু পুরাতন দাঁড়খানি নিলাম হাতে ।
তারপর -
ছেঁড়া, বহু পুরোনো শ্বেত শুভ্র পাল তুলে দিলাম হাওয়ায় ।
ভাসতে ভাসতে আমি চলেছি
কোন সে অজানার উদ্দেশ্যে
তা আমি আজ নিজেই জানি না ।
সহসা বাতাস পড়ে এলো,
দিকচক্রবাল ঢেকে গেলো কৃষ্ণবর্ণ ভীষণদর্শন মেঘে,
তুফান আসছে !
আমার বড় সাধের তরীখানা ভেঙে খান খান করতে সে আসছে,
আমার জীবনে তো এখন শুধু একটাই সুখ - বেঁচে থাকা ।
হয়তো সেই সামান্য সুখটুকু আজ কেড়ে নিতে সে আসছে ।
তুফান আসছে, তুফান !
সামাল, সামাল ।
কান ফাটানো শব্দে কোথায় জানি বাজ পড়লো,
দিকচক্রবাল ঝলসে উঠলো মুহুর্মুহু বজ্রপাতের আলোতে ।
হঠাৎ, মাথার ওপরে ডানা ঝাপটানোর শব্দ,
কে ও ? ওহ! সী গাল !
অনড় হয়ে বসে রইল সে মাস্তুলের ওপর,
যেনো আসন্ন ঝড়কে সে ব্যঙ্গ করছে ।
একটা আলবাট্রস এসে দাঁড়ালো,
আমার নৌকোর ভাঙা দাঁড়টার ওপর,
অস্থির হয়ে শ্বেতশুভ্র পাখিটা তার ধূসর কালো ডানা ঝাপটালো,
বারবার -
অশুভ সংকেত !
তীক্ষ্ণ স্বরে হঠাৎ ডেকে উঠলো সে
ঝড়ের আগমন বার্তা ঘোষণা করলো অবশেষে ।
তীব্র শীতল বাতাস গর্জন করে সহসা আছড়ে পড়লো আমার ওপর,
ঝড়ের সে তীব্র অভিঘাতে নিমেষে টুকরো টুকরো হয়ে গেল
আমার সে বড় সাধের নৌকোখানি ।
পাল ছিঁড়ে হাওয়ায় উড়লো,
দাঁড় ভেঙে খান খান হয়ে গেলো।
চির সমুন্নত মাস্তুলের মাথা অবশেষে ঝড়ের কাছে পদানত হলো ।
বড় ঠান্ডা, বড় তীব্র সে হাওয়া,
এক এক করে আমার সব হারিয়ে গেলো ।
নিঃস্ব, রিক্ত এবার আমার হারিয়ে যাওয়ার পালা;
আলবাট্রস আমার কানের কাছে কর্কশ স্বরে চিৎকার করে
ঘোষণা দিলো আমার অন্তিম কাল -
"আর কেনো ? এবার চলো, সময় আগত.."
সমুদ্রের লোনা জলের ঢেউ আছড়ে পড়লো একের পর এক;
আকন্ঠ নিকষ কালো আঁধারে আমি ডুবে যেতে থাকলাম,
একটু একটু করে আমি নিভে যেতে থাকলাম,
একটু একটু করে আমি বিলীন হয়ে যেতে থাকলাম ।
অবশেষে, অকূল সমুদ্রের ফসফরাস মাখা ঢেউয়ের মাথায়
আমি তুষারশুভ্র ফেনার মুকুটে পরিণত হলাম;
সেই আলবাট্রসটা আবার এলো,
তার ধূসর, ছায়াময় ডানায় সে আমাকে মেখে নিয়ে উড়াল দিলো ।
উঁচুতে আরও উঁচুতে ।
সহসা ঝড়ের কালো আকাশ ছিন্ন করে বিদ্যুৎ রেখা চমকালো,
সেই চোখ ঝলসানো তীব্র আলোয় আমি দেখলাম,
আলোর আকাশে এক ঈগল,
তার বিশাল সোনালী পক্ষ বিস্তার করে উড়াল দিয়েছে ।
অবশেষে আমি চলে গেলাম,
ক্ষণকালের খেলা ফেলে,
জীবনের সকল দেনা চুকিয়ে,
দূর দিগন্তে হারিয়ে গেলাম ।
সোনালী ঈগলের ডানার পালক হয়ে
আমি হারিয়ে গেলাম অবশেষে।
আমি ফুরিয়ে গেলাম
চিরদিনের মতো ।
♡ ♥💕❤
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)
তারিখ : ০১ জুন ২০২৩
টাস্ক ২৮২ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 990faf08bea6bdbd2e5ddda72735205d84c1bb3885685828691666f214d63ad5
টাস্ক ২৮২ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
super this
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
!h4lab open
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
h4lab open!🎉
URL: https://h4lab.com
Enjoy Steemit here❤️
বেশ কিছুদিন পর কবিতা লিখলেন দাদা।ভালো খারাপ দুটো অনুভূতিই মনে কাজ করছিলো।কবিতাটা এক কথায় অসাধারন হয়েছে।👌👌এবার বলি ভালো লাগার কারন, কারনটি হলো আপনি একটি কবিতায় জীবনের অনেকটাই তুলে ধরেছেন। আর খারাপ লাগছিলো, "আমি ফুরিয়ে গেলাম, চিরদিনের মতো" এই লাইনটি পড়ে। খুব সুন্দর হয়েছে কবিতার লাইনগুলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করলেন দাদা। আর অনেকদিন পরে এই কবিতা পোস্ট আমাদের সাথে শেয়ার করলে। তাই বেশী ভালো লেগেছে। আজকের কবিতাটি আমার পড়ে খুব ভালো লাগলো আমার।
স্বপ্নটার শেষটা আমার কাছে মনে হয় এমনটা না হয়ে যদি ফুরিয়ে যাওয়ার বদলে আবার নতুনভাবে জেগে ওঠা যায়। সবকিছু শেষ হওয়ার পরে যদি আবার সবকিছু নতুনভাবে শুরু করা যায়। তাহলে হয়তো চিত্রটা অন্যরকম এবং সুন্দর হবে।