দৃষ্টি

in আমার বাংলা ব্লগ3 years ago


image source : copyright & royalty free image sharing website piXabaY


❤কবিতা "দৃষ্টি"❤


আমি আকাশ দেখি, প্রতিদিন-প্রতিরাত, প্রতিনিয়ত;
আকাশ, অনন্ত যৌবনা আকাশ,
আজ পর্যন্ত সেই আকাশকে কোনোদিন পুরোনো হতে দেখলাম না ।

ক্ষনে ক্ষনে তার রূপ পরিবর্তন করতে দেখি,
কখনো সাদা মেঘের ভেলায় সাদা আকাশ,
কখনও নীল আকাশ,
কখনো সূর্যোদয়ের কমলা আকাশ,
গোধূলি বেলার আবীর রাঙা লাল আকাশ ।

কখনো আবার বর্ষার মেঘে ঢাকা ধূসর আকাশ,
রাতের বেলায় অনন্ত নক্ষত্রখচিত কালো আকাশ,
চাঁদের হাসি মাখা স্নিগ্ধ রূপালী আকাশ ।

দীঘির ঘাটে বসে দিনের পর দিন কাটিয়ে দিয়েছি,
তবুও কোনোদিন দীঘির কালো জলের রূপকে
হতে দেখলাম না পুরোনো ।

পুরোনো হলো না কোনোদিন পাড়ের সেই হিজল গাছটি;
দিনশেষে যখন তার লম্বা ছায়া পড়ে জলে,
বাতাসে ঢেউ ওঠে দীঘির কালো জলে,
তখন আমি ছায়াটিকে ভেঙে যেতে দেখেছি;
মানুষের জীবনের কত ঠুনকো সম্পর্কের মতো ।

সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে ।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

ঠিক যেন এক জন মানুষের সমগ্র জীবনের প্রতিচ্ছবি;
উত্থান তার নক্ষত্র বেগে,
শেষ মেশ পতনই তার একমাত্র পরিণতি ।

একটি ছোট্ট অগ্নি স্ফুলিঙ্গের মধ্যেও দেখেছি
উড়িয়ে গিয়ে ফুরিয়ে যাওয়ার মধ্যে সৌন্দর্য্য রয়েছে অপার;
জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই ।

Sort:  

দৃষ্টি কবিতা খুব সুন্দর লেগেছে আমার কাছে। আপনার কবিতা বরাবরই খুব ভালো লাগে আমার কাছে দাদা।

একটা ঢেউ যখন জন্ম নেয়,
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি ,
অথচ তার শেষ পরিণতি হলো,
তীরে এসে আছড়ে পড়ে বিলীন হওয়ার ।

এই লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। প্রতিটি লাইন সাবলীল ভাষাভাষীর হলেও এর গভীতা অনেক বেশি। সত‍্যি বলেছেন ঢেউ যখন জন্ম নেয়
কি উচ্ছল কি প্রাণবন্ত তার গতি থাকে যখন গন্তব্যস্থল এসে পৌছায় কোথায় যেন হারিয়ে যায়। ঠিক তেমনি একটি মানুষ প্রথম পরিচয়ে খুব গুরুত্বপূর্ণ থাকে পরে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে নিঃশেষ হয়ে যায়।

 3 years ago 

সত্যি আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। এই কবিতাটি খুবই সুন্দর ভাবে লিখেছেন, কবিতাটির মাধ্যমে বাস্তবতা প্রকাশ রয়েছে। সত্যিই আমরা যদি দেখার মতো চোখ করে এই সুন্দর পৃথিবী দেখি। তাহলে এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারব। পৃথিবীর চারদিকে খুবই সুন্দর প্রকৃতি রয়েছে আমরা দেখার মতো চোখ তৈরি করতে পারি না। তাই আমরা সৌন্দর্য দেখতে পারিনা। তাই আমাদের প্রথম দেখার মতো চোখ তৈরি করতে হবে। আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে, আপনার জন্য অনেক ভালোবাসা রইলো।

 3 years ago 

বাহ দাদা কি চমৎকার কবিতা ছিল আমি তো একেবারে যেন ফিদা হয়ে গেছি আপনার কবিতা দেখে পুরো কবিতা টি আমার ভিষণ ভালো লেগেছে।ধন্যবাদ দাদা এরকম একটা সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আকাশ, প্রকৃতির মাঝে থাকা সেই হিজল গাছ এবং সমুদ্রের ঢেউ আসলেই পরিবর্তন হয় না। সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের জীবনও শুরু হয়ে শেষ হয়ে যায়। সব কিছুর মাঝেই রয়েছে অনাবিল সৌন্দর্য এবং সেই সৌন্দর্যমন্ডিত পৃথিবী দেখার জন্য আমাদের থাকতে হবে সেই চোখ যে চোখ দিয়ে কেবল সৌন্দর্য দেখা যায়। পৃথিবীটা সত্যিই অনেক সুন্দর। আপনার কবিতাগুলোও অনেক সুন্দর।

 3 years ago 

দাদা আপনার আজকের কবিতাটা সত্যিই খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে এই কবিতাটি লিখেছেন, কবিতার প্রতিটা লাইন আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতাটি বিশেষ করে এই অংশটুকু আমার খুবই ভালো লেগেছে,

সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে

এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

দীঘির ঘাটে বসে দিনের পর দিন কাটিয়ে দিয়েছি,
তবুও কোনোদিন দীঘির কালো জলের রূপকে
হতে দেখলাম না পুরোনো ।

বাস্তবতা সত্যি এই রকমই কখনো বদলায় না, কিন্তু বদলে যায় আমাদের মানসিকতা, বদলে যাই আমরা। খুব সুন্দর লিখেছেন দাদা, আপনার লেখা নিয়ে কিছু বলার সাহস নেই আমার। তবে প্রশংসাতো করতে পারি, হে হে হে। খুব সুন্দর লিখেছেন।

 3 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে কবিতাটি দাদা।সত্যিই এই জগৎকে মনের অনুভূতির চোখ দিয়ে দেখতে হবে তাহলে গভীর ভাবনাগুলো প্রতিফলিত হবে।সবকিছুর শুরু থেকে শেষ আছে,আছে ধ্বংসের প্রতিচ্ছবি।আপনি কত সুন্দর করে গাছের ছায়া,নদীর ঢেউ এবং ধোঁয়ার স্ফুলিঙ্গ এর সঙ্গে মানুষের সমগ্র জীবন সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।যা বাস্তব সত্য কিন্তু আমাদের চোখে শুধু আকাশ রং বদলায় কিন্তু পরিবর্তন হয় না।তেমনি মানুষ পরিবর্তন হয় কিন্তু রং বদল হয় না।ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা যথার্থ লিখেছেন আপনি।
জগতে সবই সুন্দর, শুধু দেখার চোখ চাই । এই কথাটা আমার কাছে সবচেয়ে বেশি দারুন মনে হয়েছে। আসলেই তো সৃষ্টিকর্তার সকল নেয়ামত ই সৌন্দর্যে ভরপুর, শুধুমাত্র সেগুলো উপভোগ করতে হবে এবং মনের চোখ দিয়ে দেখতে হবে।
আপনার প্রতিটি কথা বলতে যথার্থ যুক্তি রয়েছে বলে আমি মনে করি দাদা।

 3 years ago 

সমুদ্রের ঢেউও কি কোনোদিন পুরোনো হয় ?
অনন্তকাল ধরে তার বিপুল জলরাশির বুকে যে ঢেউ ওঠে,
তার শেষ পরিণতি হয় তীরে আছড়ে পড়ে ।

দাদা আপনার কবিতা গুলো যতই পড়ি আর ততই বেশি ভালো লাগে। আপনার কবিতার ভাষা গুলো অনেক ভালো লাগে । আজকে দৃষ্টি কবিতা চমৎকার হয়েছে। আর এই উপরের লাইন গুলো আমার বেশি পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

দাদা যথার্থ লিখেছেন, আমিতো অবাক। আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা লাইনের একটি করে যুক্তি আছে। বরাবরের মতোই কবিতা নিয়ে আমি মুগ্ধ। আপনি সত্যিই আমাদের প্রশংসনীয়। অসাধারণ কবিতাটি লিখেছেন দাদা। আপনার প্রতি ভালোবাসা এবং শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43