ফোটো অ্যালবাম : পাহাড়ে টিনটিন (সিকিম ভ্রমণ )steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year


সিকিমের রাজধানী গ্যাংটকের এম জি মার্কেট সংলগ্ন চত্বর (ম্যাল) এ টিনটিন বাবু ।

তারিখ : ১৩ নভেম্বর ২০২২

সময় : সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


এম জি ম্যালের চত্বরে হিমালয়ান বিরল প্রাণী রেড পান্ডার বিশাল একটা মূর্তির সামনে টিনটিন ।

তারিখ : ১৩ নভেম্বর ২০২২

সময় : সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


অর্কিড ফ্লাওয়ার গার্ডেন এর ভেতরে এক গুচ্ছ অর্কিডের সামনে টিনটিন । গ্যাংটকের অর্কিড হাউজ । এটি একটি নামকরা গ্রীন হাউজ । শীতকালে এই গ্রীন হাউজে হেক রকমের দুষ্প্রাপ্য অর্কিড ফুল দেখতে পাওয়া যায় ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১০ টা ৪০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


সিকিমের Enchey Monastery র প্রবেশদ্বারে "ওঁম মণিপদ্মে হুঁম" নামক বৌদ্ধ লামাদের মহা মন্ত্র খোদাই করা জপযন্ত্র এর সামনে টিনটিন ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : সকাল ১১ টা ৫০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


সিকিম হিমালয়ান জুওলজিক্যাল পার্কের ভেতর পাহাড়ের কোলে একটা ভিউ পয়েন্টে টিনটিন ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : দুপুর ১ টা ৩০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


সিকিম হিমালয়ান জুওলজিক্যাল পার্কে পাহাড়ি হরিণের ডেরার সামনে টিনটিন ক্যামেরা নিয়ে পোজ দিচ্ছে ।

তারিখ : ১৪ নভেম্বর ২০২২

সময় : দুপুর ১ টা ৫০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


নাথুলা পাস -এ টিনটিন । তীব্র ঠান্ডায় (শূন্য ডিগ্রী) টিনটিন কান্না জুড়ে দিয়েছে ।

তারিখ : ১৫ নভেম্বর ২০২২

সময় : সকাল ১১ টা ২৫ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


হরভজন সিং মন্দিরের প্রাঙ্গনে টিনটিন ।

তারিখ : ১৫ নভেম্বর ২০২২

সময় : দুপুর ১২ টা ০০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


হরভজন সিং মন্দিরের অভ্যন্তরে টিনটিন ।

তারিখ : ১৫ নভেম্বর ২০২২

সময় : দুপুর ১২ টা ১০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


ছাঙ্গু লেক । পূর্ব সিকিমে চতুর্দিকে পাহাড় দ্বারা ঘেরা ভূপৃষ্ঠ থেকে ১২,০০০ ফিট উচ্চতায় মিষ্টি জলের লেক এটি । এই লেকের পাড়ে টিনটিনবাবু চমরী গাইয়ের পিঠে উঠে ঘুরেছিল কিছুক্ষণ ।

তারিখ : ১৫ নভেম্বর ২০২২

সময় : দুপুর ২ টা ৩৫ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


সাউথ সিকিমের টেমি টী গার্ডেনে টিনটিন ।

তারিখ : ১৬ নভেম্বর ২০২২

সময় : দুপুর ১ টা ৩০ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


মেঘলা আকাশের নিচে টিনটিনবাবু টেমি টী গার্ডেনের ভেতর মজা করছে ।

তারিখ : ১৬ নভেম্বর ২০২২

সময় : দুপুর ১ টা ৩৫ মিনিট
স্থান : গ্যাংটক, সিকিম, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২৩ এপ্রিল ২০২৩

টাস্ক ২৪৪ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 1600d9e7827b965674a4babe40b9b00077c5653ebf9845dfa3ccaac60c270826

টাস্ক ২৪৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

ঈদ মোবারক দাদা ❣️
টিনটিন বাবুকে ছবিগুলোতে অনেক সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে চকলেট হাতে নিয়ে পোজ দেয়াটা আমার দূরদান্ত লেগেছে 😍
আর ঠান্ডায় কান্না করছিলো একটা ছবিতে 😕
আবার শেষের দিকে চমরী গাইয়ের উপর তোলা ছবিগুলো দারুন লেগেছে। ধন্যবাদ দাদা চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য 💌

আজকের পোস্টে শুধু আমাদের টিনটিন আর টিনটিন। প্রত্যেকটা ফটোর পোজই খুব ভালো হয়েছে। তবে চুমরি গাই এর পিঠে বসে যে কান্না করার পোজ টা দিয়েছে ওটা বেশি ভালো লাগছে দেখতে। হা হা হা...

তবে দাদা আমাদের টিনটিনের গলায় যে ক্যামেরাটা ঝুলছে সেটা টিনটিনের থেকে বড় হয়ে গেছে মনে হচ্ছে। 🤭

 last year 

ঈদ মোবারক দাদা।সবাইকে নিয়ে খুব ভাল আছেন আশাকরি। পাহাড়ে টিনটিন (ফটো এলবামটি) দারুন দারুন কিছু ফটোগ্রাফি দিয়ে সাজানো হয়েছে। যদিও আগে বেশকিছু ফটোগ্রাফি দেখেছিলাম।দারুন লাগলো আজ ও ফটোগ্রাফি গুলো। টেমী টি গার্ডেনের প্রকৃতির সৌন্দর্য আর টিনটিন বাবুর সৌন্দর্য যেন একাকার হয়ে গেছে। টিনটিন বাবু চমরী গাইয়ের পিঠে উঠে বেশ ভয় পেয়েছিল।চোখ মুখ দেখে তাই লাগছে। হয়ত কেঁদেই ফেলবে,আহারে বেচারা।হরিণের ডেরার সামনে টিনটিন বাবুকে একজন বড় মাপের ফটোগ্রাফার লাগছে।দারুন দাদা,খুব সুন্দর ফটোগ্রাফি আজ আবার শেয়ার করলেন।। খুব ভাল লাগলো, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

দাদা ভাই
ফোটো অ্যালবাম পাহাড়ে টিনটিন
সিকিম ভ্রমণের দারুন আর চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে ভালো লাগলো ৷ টিনটিন বাবু তো দেখি ক্যামরা ম্যান হয়ে গেছে ৷ আবার আরেক দিকে চমরী গাইয়ের পিঠে উঠার ছবিটি অসাধারণ ছিল৷ অনেক ধন্যবাদ দাদা

 last year 

অনেক কিউট লাগছে টিনটিন কে।টিনটিন এর ক্যান্ডিড গুলো দারুন আসে। এত কিউট কিউট ছবি দেখে মন ভরে গেল। ধন্যবাদ দাদা টিনটিন এর কিউট ছবি গুলো শেয়ার করার জন্য।

 last year 

দাদা আপনাদের গ্যাংটক, সিকিমের অনেক ফটো দেখেছি। তবে আজকের ফটো গুলো আগে দেখি নাই। প্রত্যেকটা ফটোতে টিনটিন বাবুকে ধারুন লাগছে। টিনটিনবাবু চমরী গাইয়ের পিঠে উঠে ঘুরার সময় আর নাথুলা পাসে শূন্য ডিগ্রিতে কেধেঁ ফেলেছিলো। বেচারা ছোট মানুষ,নতুন জায়গা নতুন পরিবেশ দেখেছে। ধন্যবাদ দাদা।

Hlo bro @socialmad i from Darjeeling West Bengal. I request you to please visit our Place. I will Suggest you because lots of beautiful place for visit in Darjeeling. Love You Bro💕

 last year 

সিকিম ভ্রমণের সময় টিনটিন বাবু বেশ মজা করেছেন ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে দাদা।তবে নথুলা পাসের তীব্র শীতে কান্না জুড়ে দিয়েছিল। শীত সহ্য করতে পারেনা এমনিতেই বাচ্চারা। জপজন্ত্রের সামনে বৌদি এবং টিনটিন বাবুকে মিষ্টি লাগছে।সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল।বাবুর জন্য শুভকামনা।ধন্যবাদ দাদা চমৎকার ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বাপরে বাপ ভালোই ঠান্ডা ছিলো যে কান্না জুড়ে দিয়েছে। কলকাতার আবহাওয়া থেকে ওখানে গিয়ে সত্যিই কষ্ট।

টিনটিনের বুকে যে ক্যামেরা ঝুলছে তা যেন টিনটিনের থেকেও বড়ো। খিক খিক।

আপনার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা.
দাদাকে শান্ত লোক, শক্ত, সুন্দর এবং সুদর্শন বলে মনে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57877.75
ETH 3163.24
USDT 1.00
SBD 2.26