কালীপুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৭
কালী পুজো পরিক্রমায় আজ ছিল আমাদের লাস্ট দিন । ২৭ অক্টোবর ছিল আমাদের শেষ পুজো পরিক্রমা । এই দিন আমরা মোট ৩ টি পুজো প্যান্ডেল পরিক্রমা সম্পন্ন করি । তিনটেই ছিল বেস্ট । তবে আমার কাছে দ্বিতীয়টিই সব চাইতে বেশি ভালো লেগেছিলো ।
প্রথম পুজো প্যান্ডেলটি ছিল কেদারনাথ থিম, দ্বিতীয়টি ছিল গৌতম বুদ্ধের গুরুকুল থিম এবং তৃতীয় ও লাস্টটি ছিল বৃক্ষ উৎসব থিম । আজকে আমি আপনাদের সাথে প্রথমটি অর্থাৎ শ্রী কেদারনাথ তীর্থস্থান থিম পুজো প্যান্ডেলটির ফোটোগ্রাফি শেয়ার করতে চলেছি ।
বিশাল একটা মাঠের পুরোটা জুড়ে বিশাল বিশাল বেশ কয়েকটি পর্বত, পর্বতের অভ্যন্তরে অনেকগুলি গুহা, আর প্রধান গুহা অভ্যন্তরে মাতৃমূর্তি স্থাপিত । এটা ছিল সব চাইতে বেশি ভীড়ের পুজো প্যান্ডেল । ভেতরে অনন্যসাধারণ রূপসজ্জা আর চোখ ধাঁধানো আলোকসজ্জা ।
প্রধান শ্যামা প্রতিমাটি ছিল নটরাজের সেই বিখ্যাত মূর্তিটির ধাঁচের । নটরাজের সেই মূর্তিটি ছিল এক শিশুর মৃতদেহের ওপর এক বিশেষ নৃত্যের মুদ্রায় শিব দন্ডায়মান । আর এই মূর্তিটি ছিল শায়িত শিবের মূর্তির ওপর নৃত্যরত শ্যামা মায়ের ।
পুজো প্যান্ডেলের দেওয়ালের অলংকরণগুলিও নানান ধরণের ছোট বড় মূর্তি দ্বারা সজ্জিত । এক কথায় অপূর্ব ।
কেদারনাথের আদলে গড়া পুজো প্যান্ডেল ।
তারিখ : ২৭ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৫ টা ১৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পুজো প্যান্ডেল এ ঢোকার প্রধান তোরণ ।
তারিখ : ২৭ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৫ টা ২০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
মূল মাতৃমূর্তি (নটরাজের মূর্তির আদলে গড়া)
তারিখ : ২৭ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৫ টা ২৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পুজো প্যান্ডেলের দেওয়ালে নানান অলংকরণ
তারিখ : ২৭ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৫ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পুজো প্যান্ডেলের বহিঃদৃশ্য
তারিখ : ২৭ অক্টোবর ২০২২
সময় : সন্ধ্যা ০৫ টা ৩৫ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
Gold ⭐️⭐️
Art is the only serious thing in the world. And the artist is the only person who is never serious. (Oscar Wilde)
Art is a marriage of the conscious and the unconscious. – Jean Cocteau –
কে বলবে যে ওটা আসল কেদারনাথ নয়। শিল্পীর কি অসাধারণ সুন্দর কাজ। নটরাজ রূপে শ্যামা মায়ের নৃত্য পুজোতে সত্যিই ভিন্ন মাত্রা দিয়েছে।
কেদারনাথের আদলে গড়া পুজো প্যান্ডেল ভীষণ সুন্দর দেখাচ্ছে দাদা। ভীষণ চমৎকার কারুকাজের মাধ্যমে এই পূজো মন্ডপ, সত্যিই শিল্পীর হাতের নিপুন কারুকাজ এগুলো। আর আলোকসজ্জা চোখ ধাঁধানো সুন্দর।
আসলে দাদা ওদিকের পূজা প্যান্ডেল আর মায়ের মূর্তি থেকে চোখ সরানো বেশ কষ্টের ৷ কি অপূর্ব সৌন্দর্যের তৈরি এসব প্যান্ডেল আর মূর্তি ৷ যাই হোক মনে হচ্ছে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন কালি পূজায় ৷ কেদারনাথের আদলে গড়া পুজো প্যান্ডেল আর মূর্তি দেখে কেবল অবাক হয়ে গেলাম ৷ ধন্যবাদ দাদা আপনাকে শেয়ার করার জন্য ৷
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
পাহাড়টা দেখতে বেশ সুন্দর লাগছে সবচেয়ে।অনেকটা আসল ধাঁচের মনে হচ্ছে তেমন খেয়াল করে না দেখলে।
এইগুলি আশ্চর্যজনক ফটো, তাদের ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ.
(English: These are amazing photos, thank you for sharing them)
দাদা তো দেখছি মনে হয় বারাসাতেও কিছু ঠাকুর দেখেছেন। কারণ কেদারনাথের প্যান্ডেল দেখে বারাসাতের কেদারনাথের প্যান্ডেলের ঠাকুরের মতনই মনে হচ্ছে। এবার যদি দুর্গা পূজার মতো কালীপুজোরও একটা কম্পিটিশন যদি রাখতেন, তাহলে আপনি জিততেন। কারণ দুর্গাপূজাতে আপনার কথা অনুযায়ী বেশি ঠাকুর দেখতে না পারলেও, কালীপূজোতে বেশ অনেক ঠাকুরই দেখেছেন বলে মনে হচ্ছে।