"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ || রবিবারের আড্ডাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb Show-2+.png

হ্যালো বন্ধুরা,

সবাইকে "আমার বাংলা ব্লগের" আরো একটি নতুন ইনিশিয়েটিভ এ আমন্ত্রণ জানাচ্ছি। **আমার বাংলা ব্লগ** শুরু হতেই তার সদস্যদের নিয়ে একটু ভিন্নভাবে সময়টাকে উপভোগ্য করার চেষ্টা করে আসছে। আমার বাংলা ব্লগের প্রাণ হিসেবে বিবেচনা করা হয় এর ডিসকর্ড সার্ভারকে। নানাভাবে আমরা আমাদের কমিউনিটির এই ডিসকর্ড চ্যানেলে এ্যাকটিভ থাকার চেষ্টা করি । আমার বাংলা ব্লগের একটা উদ্যোগ ছিলো আড্ডাঘর 🐤, ভেরিফাইড এবং এ্যাকটিভ সদস্যদের নিয়ে প্রতি মাসে অন্তত দুটি আড্ডার আয়োজন করার পরিকল্পনা ছিলো আমাদের। কিন্তু নানান কারণে সেটা আর হয়ে উঠেনি; যদিও শুরুর দিকে বেশ কয়েকটি জমজমাট আড্ডার আয়োজন করা হয়েছিলো।

মাঝখানে কিছু অনাকাংখিত ঘটনার কারনে আমাদের আনন্দগুলো কিছুটা হলেও মলিন হয়ে গিয়েছিলো। তাই সব কিছু ভুলে আমরা সবাইকে নিয়ে বিশেষ করে যাঁরা এ্যাকটিভ এবং প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে শতভাগ সচেতন, তাঁদেরকে নিয়ে আমাদের নতুন ইনিশিয়েটভ এবিবি স্টেজ শো- রবিবারের আড্ডা । প্রতি সপ্তাহে একবার এই আড্ডার আয়োজন করা হবে এবং আকর্ষণীয় ও আনন্দময় করে তোলার নানা ব্যবস্থা থাকবে। আজকের পোষ্টের মাধ্যমে সকলের জন্য বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরছি।

প্রস্তাবিত শো’র নামঃ রবিবারের আড্ডা
সময় সূচীঃ প্রতি সপ্তাহে একবার রবিবার রাত ৯টা (বাংলাদেশ সময়) এবং রাত ৮.৩০ মিনিট (ভারতীয় সময়)
ব্যাপ্তিকালঃ ৪৫ মিনিট (কম বেশী হতে পারে)।
সেগমেন্ট : ৩ টি।


প্রতি সপ্তাহে আমার বাংলা ব্লগের মডারেটরগণ বিভিন্ন বিষয় বিবেচনা করে পাঁচজন ইউজারের নাম নমিনেশন করবেন এবং ডিসকর্ডে ঘোষণা করবেন, তারপর আপনাদের ভোটাভুটি কিংবা সমর্থনের মাধ্যমে একজনকে নির্বাচিত করা হবে শো’তে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য এবং সেই ইউজারকে নিয়ে এই আড্ডা শো অনুষ্ঠিত হবে। অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন তাকে ২/৩ দিন পূর্বেই পাঁচটি প্রশ্ন দেয়া হবে, সেগুলোর উত্তর তিনি লিখে দিবেন এবং তার সাথে সাথে আড্ডায় নিজের মতো করে উপস্থাপন করবেন। মূল আড্ডাটি হবে এই পাঁচটি প্রশ্নকে নিয়ে। এখানে ১টি প্রশ্ন থাকবে স্টিমিট নিয়ে, ১টি প্রশ্ন থাকবে আমার বাংলা ব্লগ নিয়ে এবং বাকি ৩টি প্রশ্ন থাকবে বাস্তব জীবনের অনুভুতি/অভিজ্ঞতা নিয়ে। তবে ব্যক্তিগত কোন বিষয় নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরী করা যাবে না, অতিথি চাইলে প্রশ্ন পরিবর্তনের অনুরোধ করতে পারবেন অথবা প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন ।

০১. প্রথম সেগমেন্টে অতিথিকে প্রশ্ন করা হবে, সেই সময় উপস্থিত ইউজারের মাঝ হতে কেউ চাইলে লিখিতভাবে কোন প্রশ্ন শেয়ার করতে পারবে এবং সেটা যদি উপযুক্ত হয় তাহলে অতিথিকে সেই প্রশ্নটি করা হবে।

০২. তারপর দ্বিতীয় সেগমেন্ট হবে ইউজারদের জন্য, এখানে ইউজাররা স্টেজে এসে লাইভ প্রশ্ন করতে পারবেন অতিথিকে তবে সেটা অবশ্যই স্বাভাবিক ও সাধারণ প্রশ্ন হতে হবে, কোন ধরনের মানসিক আঘাত কিংবা উত্তেজনা আসে এই রকম কোন প্রশ্ন করা হতে বিরত থাকতে হবে।

০৩. মজার কিংবা জানার আগ্রহ নিয়ে অথবা অভিজ্ঞতার বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে। এই সেগমেন্টটি সর্বোচ্চ ১০ মিনিট হবে। তবে অতিথি চাইলে ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন।

০৪. প্রশ্নকারীদের মাঝ হতে তিনজন বিজয়ী নির্বাচন করবেন সেরা প্রশ্নকারী হিসেবে অতিথি নিজে এবং বিজয়ীদের প্রত্যেকে রিওয়ার্ডস হিসেবে পাঁচ স্টিম করে পাবেন।

০৫. আর তৃতীয় সেগমেন্টে অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের জন্য সুচিন্তিত মতামত কিংবা পরামর্শ চাওয়া হবে।


আমার বাংলা ব্লগ প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে সর্বদা সচেতন, তাই আশা করছি এই ইনিশিয়েটিভটি সকলের কাছে ভালো লাগবে এবং আমার বাংলা ব্লগের নতুন এই শো’র মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে সুন্দর ও উপভোগ্য কিছু সময় ব্যয় করতে পারবো। তবে শো’টি প্রথমে চালু হবে আমার বাংলা ব্লগের মডারেটদের মধ্যে থেকে নির্বাচিত অতিথি হিসেবে। তারপর ইউজারদের মাঝ হতে অতিথি নির্বাচন করা হবে। আরো কিছু বিষয় রয়েছে, যা শো’ চালু হওয়ার পর সকলের নিকট পরিস্কার হয়ে যাবে।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)



তারিখ : ১৩ ডিসেম্বর ২০২২


টাস্ক ১৪১ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 52fb16a16b94e8097d8bfa50f72355ee682053da6c42b3d3faed63afc3f75ebe

টাস্ক ১৪১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

এটাতো খুবই ভালো উদ্যোগ । আগে আমরা যেরকম করে অ্যাক্টিভ ছিলাম আমরা মজা করতাম এখন তার পরিমাণটা অনেকটাই কমে গেছে। রবিবারের এ আড্ডা আমাদের মধ্যে নতুনত্ব নিয়ে আসবে আবার ফিরে আসতে পারে সেই পূর্বের প্রাণবন্ত আড্ডা জমে উঠতে পারে আমার বাংলা ব্লগ এর ডিসকর্ড চ্যানেল।

 2 years ago 

দাদা খুবই চমৎকার নতুন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আসলে এই আয়োজন টি কে ঘিরে আমার বাংলা ব্লগ পরিবারে একটা নতুনত্বের সৃষ্টি হবে। এবং সবাই মিলে আমরা অনেক অজানা তথ্য জানতে পারব। ঠিক তেমনি বিনোদন হবে ভরপুর। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য। অনেক অনেক শুভকামনা।♥♥

 2 years ago 

আসলে ঘোষনাটি শুনে খুব ভালো লাগলো ।আশাকরি,রবিবার রাতটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ও রোমাঞ্চকর হবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, এত মজার একটি উদ্যোগ নেওয়ার জন্য।

 2 years ago 

দাদা খুবই একটি ইনিসিয়েটিভ উদ্যোগ আপনি গ্রহণ করেছেন। আসলে আমার বাংলা ব্লগে জয়েন করার পর থেকে দেখছি আপনি ব্লগারদের স্বার্থ বিবেচনা করে অনেক কিছু করে যাচ্ছেন। আপনার এই যুগান্তকারী পদক্ষেপের কথা আমার মনে হয় আমার বাংলা ব্লগের কোন ইউজারই কখনো ভুলতে পারবে না। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের পাশে থাকার জন্য। আশা করি এভাবে সারাটা জীবন আপনি আমাদের পাশে থেকে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

এটা দাদা নিঃসন্দেহে দারুণ একটা উদ্যোগ, কারন ইতিপূর্বে আমরা আড্ডাঘরের মাধ্যমে বেশ কিছু সময় দারুণভাবে উপভোগ করেছিলাম। সুতরাং আশা করছি এই শো’টির মাধ্যমে আমরা আরো বেশী আনন্দ উপভোগ করার সুযোগ পাবো। ধন্যবাদ

 2 years ago 

এই উদ্যোগ ভালোভাবে সফল হোক এমনটাই প্রত্যাশা করি। আশা ব্যক্ত করছি যে আমাদের ইউজাররা ভালোই বিনোদন পাবে এই শো র মাধ্যমে। নতুনত্বে ভরপুর থাকুক আমাদের কমিউনিটি।

 2 years ago 

দাদা অনেক ভালো লাগলো এই শোটির কথা জানতে পেরে। কি বলবো দাদা একেক বার এক এক নিত্য নতুন আয়োজন নিয়ে উপস্থিত হন, যেটা সকলের উদ্দেশ্যে এবং সকলকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে। আর আপনার উদ্যোগ গুলো খুবই ভালো লাগে দাদা।ধন্যবাদ আপনাকে এত মজার একটা উদ্যোগ নেওয়ার জন্য, ভালোবাসা অবিরাম রইল।

নিঃসন্দেহে দারুন একটা উদ্যোগ দাদা। আশাকরি রবিবার রাতটা আমাদের জন্য আরো বেশি আনন্দঘন এবং মজাদার হতে চলেছে। অপেক্ষায় থাকলাম দাদা।

 2 years ago 

দাদা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। আশা করি এই উদ্যোগের মাধ্যমে আমরা সবার অনেক অনুভূতি গুলো জানতে পারবো। আশা করছি সবাই আড্ডা ঘরে উপস্থিত থাকবে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105647.40
ETH 3331.47
SBD 4.08