শেয়ার করো তোমার জীবনের প্রথম প্রেমের অনুভূতি || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২০

in আমার বাংলা ব্লগ2 years ago

Contest_New-54_3.png

বন্ধুরা, প্রেম শব্দটির সাথে কম বেশী আমরা সকলেই পরিচিত। কারন শব্দটি শুধুমাত্র নির্দিষ্ট বয়স কিংবা শ্রেণীর জন্য প্রযোজ্য না। আপনি যদি একটু অর্থের দিকে লক্ষ্য করেন তাহলেই এর যথার্থতা বুঝতে পারবেন। তবে এটা সত্য যে, প্রেম শব্দটি আমরা এখন একটা নির্দিষ্ট বয়সের অনুভূতিকে বিবেচনা করি। যে বয়সে কম বেশী সকলের মাঝে একটা অনুভূতির ঢেউ তৈরী হয়, কেউ যেমন সাঁতরিয়ে সেই ঢেউকে অতিক্রম করতে পারে ঠিক তেমনি কেউ জলে ডুবে হাবুডুবও খেয়ে থাকে। তবে সেই ঢেউটিকে কেউ উপেক্ষা করতে পারে না, কারো ক্ষেত্রে হয়তো একটু কম কার্যকর থাকে আবার কারো ক্ষেত্রে একটু বেশী ক্রিয়াশীল হয়ে থাকে। পুরো বিষয়টি ব্যক্তিত্বের উপর নির্ভর করে।

প্রেম হলো ভালোবাসার সাথে সম্পর্কিত রহস্যময় কিছু,
প্রেম হলো কারো প্রতি আকর্ষণবোধ করার উত্তেজনাময় কিছু,
প্রেম হলো কারো প্রতি ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ কিছু,
প্রেম হলো কারো সুখের জন্য জীবন বাজী রাখার সংগ্রামময় কিছু,
প্রেম হলো সুখে দুঃখে কারো পাশে থাকার চরম সিদ্ধান্তের মতো কিছু,
প্রেম হলো আবেগের সেরা মুহুর্তগুলো প্রকাশের ছন্দময় কিছু,
প্রেম হলো ধর্ম-বর্ণ ছুড়ে হৃদয়ের বন্ধনে কাউকে বন্দি করার কিছু,
প্রেম হলো জীবনকে গতিশীল রাখার দারুণ কিছু।

আসলেই প্রেম হল ভালোবাসা, যেখানে অনুভূতি থাকে, আবেগ থাকে, উত্তেজনা থাকে, সংগ্রাম থাকে এবং থাকে ভালো লাগার আনন্দময় কিছু মুহুর্ত। যার কারনে প্রতিটি মানুষের হৃদয়ে প্রেমে একটা আকাংখা থাকে। কেউ যেমন ইচ্ছে করে কারো প্রেমে পরে ঠিক তেমনি কেউ কেউ অনিচ্ছায় কারো প্রেমে পরে যায়। বাস্তবতা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন মানুষকে প্রেমের প্রতি আকৃষ্ট করে।

আমার বাংলা ব্লগের এবারের প্রতিযোগিতার বিষয়টি হলো প্রেম। প্রেম কিভাবে আপনার জীবনে প্রবেশ করেছিলো, আমরা আপনার সেই সময়ের অনুভূতিগুলো জানতে ইচ্ছুক। আপনার জীবনের প্রথম প্রেমের অনুভূতি শেয়ার করুন আমাদের সাথে, আমার ব্লাংলা ব্লগের মাধ্যমে। আমরা আপনার ভালো লাগা প্রেমময় সেই মুহুর্তগুলোর গল্প শুনতে ইচ্ছুক। আপনি চাইলে এই ক্ষেত্রে প্রেমিকার আসল নামটি প্রকাশ না করে ছদ্দ নাম ব্যবহার করতে পারেন। তবে আপনার জীবনের প্রথম প্রেমের প্রকৃত ঘটনা জানাতে হবে।

নির্দেশিকাঃ

  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার প্রথম প্রেমের অনুভূতি কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল করা হবে।
  • আপনার অনুূভূতিগুলো শুধুমাত্র প্রথম প্রেম নিয়ে লিখতে হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না। ফটোগ্রাফি নিজের না হলে সোর্স উল্লেখ করতে হবে।
  • অংশগ্রহনের সময় সীমা ২১ জুলাই, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-20 এবং #myfirstlove এই দুটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ

  • প্রথম স্থান অধিকারী - ১০০ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ৮০ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ৭০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ৬০ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ৬০ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ৫০ স্টিম
  • সপ্তম পুরস্কার- ৪০ স্টিম
  • অষ্টম পুরস্কার- ৪০ স্টিম

*** এছাড়াও রয়েছে ফাউন্ডারের পক্ষ থেকে কিছু বিশেষ পুরস্কার

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২১ জুলাই, ২০২২ইং রোজ বৃহস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়, আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আমার এন্ট্রি: https://steemit.com/hive-129948/@emon42/38baud-or-or

 2 years ago 

আমার অংশগ্রহণ https://steemit.com/hive-129948/@shuvo35/5dnuge-or-or

 2 years ago 

২০তম-প্রতিযোগিতা-আমার অংশগ্রহণ 👇

few-gb2741c915_1280.png

https://steemit.com/hive-129948/@rayhan111/pmwi6-or-or-10-shy-fox

 2 years ago 
"প্রতিযোগীতায় অংশগ্রহণ"
"আমার প্রথম প্রেমের অনুভূতি"

আমার প্রথম প্রেমের অনুভূতি.gif

পোস্ট লিংক ❤️

প্রেম মানব জীবনের রহস্য!প্রথম প্রেমের ঝাপি খুলুন।ফিরে যাই শৈশবে।আগাম শুভ কামনা সবার জন্য।

Start creating money from home .It is a terribly nice and simple job .I am a daily student and half time work from home .I made $18732 last month on-line acting from home. Everybody will do that job and make additional money by following this link and a lot of details…http://jobsthings.ml/

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101158.43
ETH 3649.74
USDT 1.00
SBD 3.20