আমার বাংলা কবিতা "পুরুষ তুমি"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "পুরুষ তুমি"



💘


♡ ♥💕❤
পুরুষ তুমি অন্ধ, খোঁজ নাওনি কোনোদিনও
তোমার সঙ্গিনীর মনটার, বোঝোনা তাকে ।
কারণ, বুঝতে কি আদৌ করেছো চেষ্টা কোনোদিন ?
কামুক হাতের স্পর্শ দিয়েছো তাকে বহুবার,
অথচ সান্ত্বনার করস্পর্শে বঞ্চিত হয়েছে সে বারংবার ।

জড়িয়ে ধরেছো তাকে কামনার বশে অহর্নিশি,
সাহস জোগাতে কেন তবে, একবার তাকে, করোনি আলিঙ্গন ?
চুলের মুঠি ধরে হয়তো প্রহার করেছো কত শত !
অথচ, আদর করেছো কি কোনোদিনও ?
আঘ্রাণ নিয়েছো তার কেশরাশির কখনও ?

অধরে অধর রেখেছো কত সহস্রবার, শুধু যৌনতার মোহে,
ভালোবেসে কি করেছো চুম্বন তার অধরে ?
তার বুক নিষ্পেষিত হয়েছে তোমার লৌহকঠিন হাতের নিপীড়নে,
অথচ জানতে চেয়েছো কি কোনওদিন পুরুষ তুমি,
প্রেয়সীর স্তনের নিচে, চামড়ার নিচে তার সুকোমল হৃদয়ের খোঁজ ?

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম ।

উচ্চতায় খাঁটো, গায়ের রংটি চাপা অথবা মেদবহুল শরীর,
পুরুষ তুমি মুখটি ফিরিয়ে নাও, তন্বী শ্যামা শিখরদশনা নারীটি তুমি চাও ।
নিজে তুমি হস্তীসদৃশ হলেও ক্ষীণ কটি তন্বী শ্যামাই চাই ।
কারণ, তুমি ভালো করেই জানো নারীরা শরীর নয় হৃদয়কেই চায় ।
অথচ, পুরুষ তুমি নারীর হৃদয় নয়, তার রূপসী শরীরটাকেই চাও,
তাকে ভোগ্য পণ্য করো ।

নিজ হাতে প্রেয়সীর চুল বেঁধে দিয়েছো কি ? সাজিয়েছো তাকে কোনওদিন ?
বলবে এতো আমার কাজ নয় ।
শাড়ী তো শুধু খুলতেই শিখেছো, পরিয়েছ কি কোনওদিন ?
কাজল পরা চোখের পাতায় একটি স্নেহচুম্বন দিয়ে দেখছো কি ?
নারী তো উজাড় করে সবই দিলো, তুমি দিলেটা কি ?

তার চোখে চোখ রেখে সেভাবে কি দেখেছো কোনোওদিন ?
যদি রাখতে তো দেখতে পেতে, সে কী মুগ্ধতার আবেশ মাখা,
তার হরিণ কালো কাজল পরা আঁখিতে, সে মুগ্ধতা তোমার প্রতি,
তোমার প্রেমে পাগল হয়ে, শুধু তোমায় ভালোবেসে ।

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।
♡ ♥💕❤


Sort:  
 3 years ago 

অনেক সুন্দর লিখেছো।কবিতাটি আমার মন ছুঁয়ে গেলো আজ।

 3 years ago 

একেবারে সত্যি।আপু খুব খুব সুন্দর।

 3 years ago (edited)

আমার অনেক বেশি মন ছুঁয়েছে বৌদি। সত্যি দাদার আজকের কবিতাটি অনেক সুন্দর হয়েছে। স্যালুট জানাই দাদাকে। আমি বাঙ্গালি তাই গর্ব হয় , আরও বেশি গর্ব হয় দাদাকে নিয়ে, জিনি সবার মাঝে অনেক কিছু শেখার বা জানার সুযোগ করে দিয়েছেন । শুভকামনা রইল আপনাদের জীবনে

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম ।

সত্যি তো নারীরা অনেক মমতাময়ী এবং তাদের মনটা অনেক নরম হয়ে থাকে। তারা সব সময় তাদের প্রিয় মানুষকে আগলে রাখার চেষ্টা করে তাদের মন প্রাণ দিয়ে। অনেক ভালো একটি কবিতা লিখেছেন ধন্যবাদ আপনাকে দাদা অনেক অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

পুরুষ তুমি তাই স্বার্থপর-ই রয়ে গেলে,
ভালোবাসতে জানলে না ।

দাদা সব পুরুষ হয়তো একই না।অনেকেই ভালোবাসতে জানে,আগলে রাখতে জানে,অনেকেই সঙ্গীনিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে।
তবে আজকের কবিতার সাথে বাস্তবতা মিলে যায় অনেক অনেকখানি।

 3 years ago 

তার চোখে চোখ রেখে সেভাবে কি দেখেছো কোনোওদিন ?
যদি রাখতে তো দেখতে পেতে, সে কী মুগ্ধতার আবেশ মাখা,
তার হরিণ কালো কাজল পরা আঁখিতে, সে মুগ্ধতা তোমার প্রতি,
তোমার প্রেমে পাগল হয়ে, শুধু তোমায় ভালোবেসে ।

দাদা আপনি আজকে চমৎকার ভাবে পুরুষ তুমি কবিতা লিখেছেন। এই লাইন গুলো পরে অনেক বেশি ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 3 years ago 

ওয়াও দাদা জাস্ট অসাধারণ একটা কবিতা শেয়ার করেছেন। আমাদের সমাজের বাস্তব চিত্র এই কবিতাটির মধ্যে ফুটে উঠেছে। আসলে কবিতাটি পড়তেই খুব ভালো লাগলো। প্রত্যেকটি লাইনের সাথে মনে হচ্ছে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

 3 years ago 

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি

দাদা আপনার লেখা কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে আমরা পুরুষরা সত্যি স্বার্থপর।।প্রিয় মানুষটির বুকে মাথা রেখে নিজের সুখ খোঁজার চেষ্টা করেছি কিন্তু তার হৃদয়ের স্পন্দন শুনতে পাইনি। তার খোপায় ভালোবেসে কখনো ফুল পরিয়ে দেইনি। অনেক সুন্দর একটি কবিতা লিখে সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।💗💗💗

তার চোখে চোখ রেখে সেভাবে কি দেখেছো কোনোওদিন ?
যদি রাখতে তো দেখতে পেতে, সে কী মুগ্ধতার আবেশ মাখা

চমৎকার লিখেছেন দাদা সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। আপনার প্রশংসা যত করি ছোট হয়ে যায়। আপনার কবিতার লাইনগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে। ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

তার বুকে মাথা রেখে সুখ খোঁজা ছাড়া কি কোনোদিনও,
শুনেছো তার হৃদস্পন্দন ? প্রতি সেকেন্ডে সেখানে স্পন্দিত হয়,
পুরুষ শুধু তোমারি নাম ।

সত্যি তো নারীরা অনেক মমতাময়ী এবং তাদের মনটা অনেক নরম হয়ে থাকে। তারা সব সময় তাদের প্রিয় মানুষকে আগলে রাখার চেষ্টা করে তাদের মন প্রাণ দিয়ে। অনেক ভালো একটি কবিতা লিখেছেন ধন্যবাদ আপনাকে দাদা অনেক অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98504.77
ETH 3362.26
USDT 1.00
SBD 3.06