এলোমেলো চিন্তা, মন ভালো নেই
Copyright Free Image Source : Pixabay
গতকাল দুপুরের পর থেকে আমার মন খুবই বিক্ষিপ্ত হয়ে রয়েছে । গভীর উদ্বেগ আর উৎকণ্ঠায় ছেয়ে আছে মন । এতটা টেনশনে এর আগে কোনোদিন পড়িনি । খুবই কাছের রক্ত সম্পর্কের প্রিয়জনের শারীরিক অসুস্থতা হেতু মন ভীষণ খারাপ আমার । টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছি ।
কাল সারাদিন কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করেছি মনকে কিছুটা টেনশন থেকে রিলিফ দিতে । বাট, ব্যর্থ হয়েছি । পোস্ট লেখার মতো মানসিক জোর আমার নেই এখন । তাও, আপ্রাণ চেষ্টা করছি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে । আশা করছি সব কিছুই দ্রুত ঠিক হয়ে যাবে । এই সঙ্কট থেকে পরিত্রাণ পাবো আমরা ।
মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করছি যেন সব কিছু আবার আগের মত স্বাভাবিক হয়ে যায় । একটু একটু আশার আলো দেখছি আমরা । আপনাদের সবার কাছেও অনুরোধ করছি একটু প্রার্থণা করবেন আমাদের জন্য । এই গভীর সংকট থেকে যেন পরিত্রাণ মেলে আমাদের ।
প্রায় ২৪ ঘন্টা হতে চললো, অবস্থার সামান্য উন্নতি হয়েছে শুধু । আমরা সবাই করজোড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন আজকে গতকালকের চাইতেও আজকে অবস্থার ব্যাপক উন্নতি হয় । এই সপ্তাহের মধ্যেই যাতে এই বিপদ কাটাতে পারি ।
আর কি লিখবো ! কিছুই মাথায় আসছে না এখন । টেনশনে ব্রেইন কাজ করছে না আমার। মাঝে মাঝেই হাত পা ঠান্ডা হয়ে আসছে, বুক ধড়ফড় করছে । কাজ, কাজের মধ্যে ডুবে থাকার আপ্রাণ চেষ্টা করছি । তাও, তো টেনশন কমে না একবিন্দু ।
চারটি ভাইটাল প্রব্লেম এর মধ্যে লাস্ট খবর পাওয়া অব্দি দুটো প্রব্লেম এর উন্নতি হয়েছে । বাকি দুটি এখনো ক্রিটিক্যাল পজিশনে আছে । গত ২৪ ঘন্টায় এই দুটি crucial অবস্থার উন্নতি হওয়াতে ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তা'র কাছে । তাঁর কাছে করজোড়ে আমি এই প্রার্থনাই করি যেন বাকি দুটি crucial অবস্থার উন্নতি নেক্সট ২৪ ঘন্টার মধ্যে হয় । তাহলেই এই বিপদ থেকে নিষ্কৃতি মেলে আমাদের ।
আমাদের জন্য সবাই একটু মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, এ বিপদ যেন কেটে যায় আমাদের ।
মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি যেন তিনি তাড়াতাড়ি আপনার প্রিয় জনকে সুস্থ করে আপনার কাছে পিরিয়ে আনে। সৃষ্টি কর্তা যেন আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করে।
Thank You for sharing Your insights...
আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেনো এই বিপদ থেকে রক্ষা করেন। আপনার প্রিয় জনের শারিরীক সুস্থতা কামনা করছি। দাদা, সত্যি আপনার পোস্টটি পড়ে মনটা অনেক খারাপ হয়ে গেলো। তবে আশা করি আমাদের দু'আ আর্শিবাদে আপনার সব বিপদ মহান সৃষ্টিকর্তা দূর করে দিবেন। আর আপনি নিজেকে শক্ত করুন। এই সময়ে ভেঙে পড়লে চলবে না। 😔
প্রিয় দাদা, মহান সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন করছি তিনি যেন খুব দ্রুত আপনার প্রিয়জনকে সুস্থতা দান করেন। এবং আপনার মনে প্রশান্তি ফিরিয়ে নিয়ে আসেন।আপনার পোস্টটি পড়ে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল।আপনি কেন সালের ছটফট করছে জেনে আমার মনটাও প্রায় অশান্ত হয়ে গিয়েছিল।আমার বাংলা ব্লগ পরিবারের সবাই মিলে দোয়া করছি খুব দ্রুতই যেন সব কিছুই স্বাভাবিক হয়ে যায়।আর আপনার মনটা শান্ত হয়ে যায়।দুশ্চিন্তা করবেন না দাদা নিশ্চয়ই খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে♥♥♥
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Thank You for sharing...
দাদা বিষয়টি শুনে সত্যি খুবই মর্মাহত হলাম, এই জন্য হয়তো কাল আপনাকে খুব একটা দেখতে পাই নাই। আমাদের এখন একটাই করার আছে, সেটা হলো আন্তরিকতার সাথে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা, দুটো প্রবেলেম এর উন্নতি যেহেতু হয়েছে আমরা দোয়া করছি বাকি দুটোও ক্রিটিক্যাল পজিশন হতে ভালো অবস্থায় চলে আসবে। আমিন।
আমিন
সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন সকল সমস্যা দূর হয়ে যায়। রক্তের সম্পর্কের মানুষদের অসুস্থ হলে কাজে কোন মতেই মন বসবে না। কিছুই ভালো লাগবে না। আবারও যেন আপনি আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে আসতে পারেন। সাবলীল ভাবে থাকতে পারেন। সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করি এবং সকলে যেন সুস্থ থাকে।
দাদা খবরটি শুনে খুবই খারাপ লাগলো। আজ সকাল থেকেই আপনাকে কোথাও লিখতে দেখি নি। ভেবেছিলাম হয়তো আপনি খুব ব্যস্ত আছেন। কিন্তু এই খারাপ সংবাদটি শুনে সত্যিই মনটা ভার হয়ে গেলম। দুশ্চিন্তা করবেন না দাদা। সৃষ্টিকর্তা নিরাশ করবেন না । সবকিছু ঠিক হয়ে যাবে । 🙏
দাদা অন্তরের অন্তস্থল থেকে আপনার প্রিয়জনের সুস্থতা কামনা করছি। আপনার মন ভালো না থাকলে আমাদের বাংলাব্লগ পরিবারের কারোই মন ভালো থাকার কথা নয়। আশাকরি বাংলাব্লগের প্রত্যেকটি সদস্য তাদের অন্তর থেকে আপনার জন্য আর আপনার প্রিয়জনের জন্য প্রার্থনা করবেন। যেন সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। দুশ্চিন্তামুক্ত সদা হাসি খুশি আমাদের দাদাকে আমরা দেখতে চাই। অন্তর থেকে শুভকামনা রইল🙏
Thank You for sharing...