"এসো নিজে করি" সপ্তাহ (DIY Events Week) ডিসেম্বর'২৪ : পুরস্কার প্রদান
DIY এমন একটি event যেটি আমাদের প্রত্যেকের মধ্যকার সৃষ্টিশীলতাকে (creativity) পরিপূর্ণরূপে বিকশিত করতে সাহায্য করে । তাই স্বভাবতই, এটার প্রতি আমার নিজেরও বাড়তি একটা টান আছে । "আমার বাংলা ব্লগ" এ এখন ২০০+ ব্লগার অলটাইম এক্টিভ থাকেন, তাই, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহব্যাপী "DIY" বা "এসো নিজে করি" বা "ক্রিয়েটিভ উইক (Creative Week)" ইভেন্টটি চালু করার মাধ্যমে প্রত্যেক মাসে আমাদের কমিউনিটির ইউজারদের মধ্যে সৃজনশীলতার উন্মেষ হোক এমনটাই প্রত্যাশা রাখছি ।
নিম্নে ডিসেম্বর মাসের DIY Event Week এর ফলাফল এবং পুরস্কার প্রদান করা হলো --
ইভেন্টের নাম :
DIY Event Week ("এসো নিজে করি" সপ্তাহ) ডিসেম্বর'২৪
ইভেন্টের সময়কাল :
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ, ০১ তারিখ রবিবার থেকে ০৭ তারিখ শনিবার রাত ১২ টা অব্দি
ইভেন্টের পুরস্কার :
১. প্রত্যেক ভালো মানের DIY ইভেন্ট পোস্টে আপভোট প্রদান করা হবে ।
২. ইভেন্টে বিজয়ী হিসেবে প্রথম স্থান অধিকারী ৫০ স্টিম, দ্বিতীয় স্থান অধিকারী ৩০ স্টিম এবং তৃতীয় স্থান অধিকারী ২০ স্টিম পাবেন ।
ইভেন্টের বিচারক :
"আমার বাংলা ব্লগের" সকল অ্যাডমিন এবং মডারেটরবৃন্দ ।
ইভেন্টে মোট অংশগ্রহণকারী পোস্ট সংখ্যা : ৩৫
বিজয়ী এবং পুরস্কার ঘোষণা :
বিজয়ী হয়েছেন @srshelly0399, প্রথম রানার্স আপ হয়েছেন @tanjima এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন @bristy1। পুরস্কার হিসেবে @srshelly0399 পেয়েছেন ৫০ স্টিম (50 STEEM), @tanjima পেয়েছেন ৩০ স্টিম (30 STEEM) এবং @bristy1 পেয়েছেন ২০ স্টিম (20 STEEM)
পুরস্কার জয়ী পোস্ট :
প্রথম স্থান অধিকারী পোস্ট :
আমাদের শ্রদ্ধেয় দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী এবং দাদার জন্মদিন উপলক্ষে উপহার
দ্বিতীয় স্থান অধিকারী পোস্ট :
ক্লে দিয়ে নদীর পাশে ফুল গাছের মাধ্যমে বাড়ি সাজানো
তৃতীয় স্থান অধিকারী পোস্ট :
এসো নিজে করি(DIY). লিপ্পান আর্টে নকশা
DIY Events Week December'24 :: Places & Prizes
|Winners|
Places | Steemit ID |
---|---|
1st | @srshelly0399 |
2nd | @tanjima |
2nd | @bristy1 |
পুরস্কার প্রদান সম্পন্ন
DIY Events Week December'24 :: Prize Distribution
Date | Place | User ID | Prize | Winning Post Link | Status |
---|---|---|---|---|---|
2024-08-11 | 1st | @srshelly0399 | 50 STEEM | https://steemit.com/hive-129948/@srshelly0399/7rqdc7 | ✅ |
2024-08-11 | 2nd | @tanjima | 30 STEEM | https://steemit.com/hive-129948/@tanjima/5hg2dk | ✅ |
2024-08-11 | 3rd | @bristy1 | 20 STEEM | https://steemit.com/hive-129948/@bristy1/dmuhg-diy | ✅ |
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
এসো নিজে করি সপ্তাহ মানেই দারুন দারুন সব আয়োজন। আর বিজয়ীদের কে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে দাদা, বৌদি এবং টিনটিনের ছবিটি অসাধারণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
"এসো নিজে করি" সপ্তাহের পুরষ্কার বিতরণ এর পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। ১ম, ২য় ও ৩য় পুরষ্কার বিজয়ীদের পোস্ট গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সবগুলো কাজ ই যথেষ্ট সৃজনশীল!
সবাই অনেক সুন্দর সুন্দর ডাই তৈরি করেছিল। আর আমার কাছে অনেক ভালো লেগেছিল দেখতে। এসো নিজে করি সপ্তাহের পুরস্কার প্রদান করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। তিনজন বিজয়ীকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। তাদের দক্ষতা মূলক কাজ দেখে সত্যি প্রশংসা করতে হচ্ছে।
এসো নিজে করি" সপ্তাহে দ্বিতীয় স্থান অর্জন করেছি দেখে আমি খুবই আনন্দিত। দাদা প্রতি মাসে খুব সুন্দর একটি ডাই ইভেন্টের আয়োজন করেছেন। যারজন্য আমরা সবার মাঝে লুকিয়ে থাকা ক্রিয়েটিভিটি দেখতে পাই। ধন্যবাদ দাদা আমাকে দ্বিতীয় স্থান নির্বাচন করার জন্য।
অভিনন্দন সকল বিজয়ীদের, দারুণ সৃজনশীলতা ছিলো বিজয়ীদের পোষ্টে।
এসো নিজে করি ইভেন্টের বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাই৷ প্রতিটা ডাই অসাধারণ। প্রথম পুরষ্কার তো কোন কথা বলার জায়গাই রাখে না৷ জাস্ট ওয়াও।
"এসো নিজে করি" সপ্তাহে ১ম স্থান অর্জন করেছি দেখে আমি আনন্দে অভিভূত। প্রত্যেক মাসে শ্রদ্ধেয় দাদার উদ্যোগে এই সুন্দর আয়োজন এর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডাই পোষ্ট দেখার সুযোগ হয়। ধন্যবাদ দাদা আমাকে প্রথম স্থান অধিকার দেওয়ার জন্য। এটা আমার জন্য এক ধরনের অনুপ্রেরণা ভবিষ্যতে আরো ভালো কাজ করার।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
ডাই ইভেন্টের মধ্যে বিজয়ী হওয়া সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা বেশ দারুন ভাবে ডাই প্রজেক্ট গুলো তৈরি করার মাধ্যমে ডাই ইভেন্টের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। আশা করছি এরকম প্রতিযোগিতা সব সময় অব্যাহত থাকবে।