এবিবি-ফান প্রশ্ন-০৭ এর উইনারদের লিস্ট ও পুরস্কার প্রদান সম্পর্কে বিস্তারিত

in আমার বাংলা ব্লগ2 years ago


এবিবি ফান (@abb-fun) অর্থাৎ, "আমার বাংলা ব্লগ ফান" হলো একটি মজাদার ইনিশিয়েটিভ । মূলতঃ প্রতিদিন এই আইডি থেকে একটা করে ফানি প্রশ্ন রাখা হয় । এবং "আমার বাংলা ব্লগ" ইউজাররা সেই ফানি প্রশ্নের উত্তরটা কমেন্টের মাধ্যমে পোস্ট এর কমেন্ট বক্সে প্রদান করে থাকেন । উত্তরগুলো হতে হবে মজাদার এবং ক্রিয়েটিভ । অর্থাৎ, সঠিক উত্তর দিলে হবে না । দিতে হবে কল্পিত কোনো মজার উত্তর যাতে সৃষ্টিশীলতা প্রকাশ পায় । উদাহরণ স্বরূপ :

এবিবি ফান থেকে প্রশ্ন : আকাশের রং নীল কেনো ?


এর উত্তরে যদি কেউ লেখে - "সূর্য্যের আলো আসলে সাতটি রঙের সমষ্টি - বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল । এর মধ্যে বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব চাইতে কম এবং এর পরেই হলো নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য । যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম সে আলোর বিক্ষেপণ সব চাইতে বেশি । তাই বেগুনি আর নীল রঙের বায়ুমণ্ডলে সব চাইতে বিক্ষেপনের হার বেশি । কিন্তু, আমাদের চোখের রড ও কোনের বেগুনি রঙের চাইতে নীল রঙের প্রতি বেশি সংবেদনশীল হওয়াতে আমরা নীল রংটাকেই দেখি । আর এই কারণেই আমরা পুরো আকাশটা শুধু নীল দেখি । কিন্তু, বায়ুমণ্ডলের বাইরের আকাশটা নিকষ কুচকুচে কালো ।"

এই উত্তরটি একদম সঠিক একটি উত্তর । কিন্তু, এটা বিজ্ঞানের কথা হলো । এর মধ্যে না আছে কোনো মজা, আর না আছে কোনো রস কষ, সৃষ্টিশীলতা । শুধু জ্ঞানের কচকচানি । তাই যদি কেউ এমন উত্তর লেখে তবে তার উত্তরটা সঠিক হবে -

"আগে আকাশের রং সাদা ছিল । মনে হয় আমাদের পূর্বপুরুষের মধ্যে কেউ উড়তে পারতো । তার কোনো কাজ কাম না থাকাতে উড়ে উড়ে শুধু আকাশটা নীল রঙ করে করে গিয়েছে। সেই থেকে আকাশের রং নীল ।"


এবিবি ফান ইনিশিয়েটিভ চালু হওয়ার পরে আমার প্রথম প্রশ্নটি ছিল ৭ নাম্বার - "শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?"

দারুন দারুন মজাদার উত্তর পাওয়া গিয়েছে আমার বাংলা ব্লগের ইউজারদের থেকে । তাদের মধ্যে থেকে পাঁচ জনকে সিলেক্ট করে $২ করে মোট ভোট না দিয়ে একটু স্পেশ্যাল কিছু করতে চেয়েছিলাম । সে জন্য বেস্ট উত্তরদাতাদের মধ্যে থেকে অ্যাডমিন/মডারেটর ছাড়া মোট ৩৩ জনকে সিলেক্ট করেছিলাম । পরে যেহেতু অ্যাডমিন/মডারেটররাও পুরস্কার পাওয়ার যোগ্য বলে সিদ্ধান্ত নেওয়াতে মোট উইনার এর সংখ্যা এখন ৪২।

এই ৪২ জনকে $১০ করে মোট $৪২০ এর শাই ফক্স আপভোট প্রদান করা হবে । যাঁরা নিয়ম মেনে শাই ফক্স ভোট পাবেন তাঁরাও এক্সট্রা $১০ ভোট পাবেন শাই ফক্স থেকে । অর্থাৎ, অ্যাডমিনরা ডেইলি ৩০% শাই-ফক্স ভোট পান তাঁরা উইনার হিসেবে একটা পোস্টে ৪০% শাই-ফক্স ভোট পাবেন । ঠিকই, একই ভাবে বিজয়ী মডারেটররা ৩০% এবং সুপার এক্টিভ ইউজাররা ২৫% শাই ফক্স ভোট পাবেন ।


এবিবি-ফান প্রশ্ন-০৭ : শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

মোট উত্তরদাতা : ৬৪ জন

মোট কমেন্ট এর সংখ্যা : ৯৪ টি

মোট বিজয়ী : ৪২ জন


বিজয়ীদের তালিকা :

@rafi4444
@haideremtiaz
@monira999
@wahidasuma
@tania69
@rayhan111
@hafizullah
@shopon700
@sadiahaque
@rex-sumon
@shimulakter
@alsarzilsiam
@emon42
@jibon47
@moh.arif
@emranhasan
@mahir4221
@shuvo35
@mayedul
@rahnumanurdisha
@selinasathi1
@bdwomen
@rsalim
@shyamshundor
@joniprins
@rupok
@engrsayful
@nusuranur
@isratmim
@bidyut01
@green015
@ayeshasiddika18
@rahimakhatun
@tanuja
@tangera
@razuahmed
@azizulmiah
@tauhida
@mostafezur001
@finoyon
@mosarofhosen
@roy.sajib


পুরস্কার :

উপরের লিস্ট থেকে ক্রম অনুসারে সপ্তাহে তিনজনকে এক্সট্রা ১০% শাই ফক্স আপভোট প্রদান করা হবে । আপভোট প্রদানের পর আমাদের ডিসকোর্ড চ্যানেলের announcement সেক্শনে তাঁদের নাম উল্লেখ করা হবে ।



পরিশিষ্ট


প্রতিদিন ১৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ২য় দিন (175 TRX daily for 7 consecutive days :: DAY 02)


trx logo.png




টার্গেট ০৩ : ১,২২৫ ট্রন স্টেক করা


সময়সীমা : ০৭ আগস্ট ২০২২ থেকে ১৩ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ০৮ আগস্ট ২০২২


টাস্ক ২৩ : ১৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

১৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 678597819a0cf4063a5d739547adaf09bed8facb232c9613f1faabe2fc9eb7d2

টাস্ক ২৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  

RME, Thank You for sharing Your insights...

য়ারা বিজয়ী তালিকায় আসতে পরেছেন তাদের সবাই কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। খুব সুন্দর একটি কনটেস্ট এবিবি ফান। সবার জন্য শুভকামনা রইল। তার সাথে দাদার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।

 2 years ago 

দারুণ দারুণ 🙏🙏🙏। যাদের নাম এসেছে এবং যারা যারা উত্তর দিয়েছিলেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যেমন মজার প্রশ্ন তেমন মজার উত্তর ছিল এক একটা। ভীষণ হেসেছি সত্যি বলতে। এমন উদ্যোগ মাঝে মাঝে চাই দাদা। 😊😊

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



how to make money from instagram with only $7, this guide teaches you all the hidden parts that many other youtubers do not share with you , more info in next link $ (try it and you won't regret it ) : https://bit.ly/3vMFPvl

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

কমেন্ট এডিটের ব্যবস্থা থাকলে সেইদিনের উইনার লিস্টে নাম থাকার একটা সম্ভাবনা ছিল।।সাধারণত কমেন্ট করার পরে মজার উত্তর মাথায় আসে। তবে এই ভেবে নিজেকে শান্তনা দিচ্ছি আমার হেল্প পেয়ে দুইজনকে বিজয়ী হতে দেখালম। 😍

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেকটি উদ্যোগকে সাধুবাদ জানাই। সকলেই নিজের কাঙ্খিত মন্তব্যের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরার চেষ্টা করেছে। যারা বিজয়ী তালিকায় আসতে পেরেছে তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। নিজের নাম বিজয়ী তালিকায় দেখে খুবই ভালো লাগলো। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Thank You for sharing Your insights...

 2 years ago 

ওয়াও দাদা উইনার লিস্টে নিজের নাম দেখে খুবই ভালো লাগছে। খুবই মজার একটি কনটেস্ট এই এবিবি ফান। এর কমেন্ট গুলো পড়লে এত হাসি পায় আর মন ভালো হয়ে যায়।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা সবাইকে এভাবে অনুপ্রাণীত করার জন্য। আসলে প্রতিদিন আর কিছু না পারলেও এবিবি ফানের প্রশ্নের উত্তরগুলো পড়ি এবং নিজেকে আরো বেশী উজ্জীবিত রাখার চেষ্টা করি। জয় হোক আমার বাংলা ব্লগের, জয় হোক বাঙালীর।

 2 years ago 

আমার বাংলা ব্লগ সর্বদাই আমাদের আনন্দ দিয়ে যাচ্ছে। আমাদের মজা দেওয়ার জন্য এবিবি ফান নামের সুন্দর একটি প্রজেক্ট এর আয়োজন করেছে। যার মাধ্যমে আমরা অনেক মজা করতে পারি। এই বিজয়ী তালিকায় আমার নাম দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.041
BTC 94894.81
ETH 3306.65
SBD 6.51