দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৩ (বিবিধ)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)


০১. প্রেমেন্দ্র মিত্রের অমর সৃষ্টি ঘনাদা । এই ঘনাদার পোশাকি নাম কি ছিল ?

০২. "স্যান্ডারসন কাগজ কোম্পানির ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে আজই এলাম এখানে !" - কোন বিখ্যাত উপন্যাসের প্রথম লাইন এটি ?

০৩. নদীভিত্তিক তিনটি বিখ্যাত বাংলা উপন্যাস - "হাঁসুলী বাঁকের উপকথা", "পদ্মানদীর মাঝি" এবং "তিতাস একটি নদীর নাম" । উপন্যাসগুলির লেখকের নামগুলি পর্যায়ক্রমে কি কি ?

০৪. আকৃতিতে ঘোড়ার মতো বৃহৎ আকারের কুকুরের প্রজাতি কোনটি ?

০৫. টিনটিন সিরিজের কোন বইটি হার্জে শেষ করে যেতে পারেননি ?

০৬. অরণ্যদেব কমিক্সে অরণ্যদেবের স্ত্রী, ছেলে-মেয়ের নাম কি কি ?

০৭. বর্তমানের পাখির পূর্বপুরুষ কে ?

০৮. ক্ৰিপ্টওজুওলজি-তে বর্ণিত প্রাণী "চুপাকাবরা" আসলে কি প্রাণী ?

০৯. "কিপু" জিনিসটা আসলে কি ? প্রাচীন ইনকা রাজবংশের পুরোহিতদের সাথে এর কি সম্পর্ক ?

১০. পৃথিবীতে একমাত্র একটি বই আছে যার পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভবপর হয়নি । এই বইটি যথেষ্ঠ বড় এবং পাতায় পাতায় অসংখ্য ছবি সহ প্রচুর লেখা আছে সম্পূর্ণ অজানা ভাষায় যার একটি মাত্র শব্দও আজ অব্দি কেউ পড়তে পারেনি । ধারণা করা হয়ে থাকে এটা এলিয়েনদের বই । বইটির নাম কি ?



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ০৫ মার্চ ২০২৩

টাস্ক ১৯৫ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 6b24b045d6dec10d74db7af975ce73886a3d26f0b9eb6be0af5aff502da5f7ab

টাস্ক ১৯৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












Sort:  
Loading...
 2 years ago 

১ . উত্তর: ঘনাদার প্রকৃত নাম ঘনশ্যাম দাস।
২.উত্তর: কোয়েলের কাছে।
৩.উত্তর: তারাশংকর বন্দ্যোপাধ্যায়,মানিক বন্দ্যোপাধ্যায়ের ,অদ্বৈত মল্লবর্মণের।
৪.উত্তর:জার্মান মাস্টিফস।
৫.উত্তর:দুঃসাহসী টিন‌টিন’ ।
৬.উত্তর: কীট ওয়াকার আর হেলিওজ ওয়াকার।
৭.উত্তর: উটপাখি।
৮.উত্তর: এক ধরনের রক্তচোষা প্রাণী।
৯.উত্তর:দড়িতে গিঁট দিয়ে কোন বিশেষ ঘটনা মনে রাখার পদ্ধতিকে কিপু বলা হয়।

১০.উত্তর:ভয়নেচ পান্ডুলিপি।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

(১)ঘনশ্যাম দাস।
(২)কোয়েলের কাছে
(৩)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,মানিক বন্দ্যোপাধ্যায়,অদ্বৈত মল্লবর্মণ
(৪)মাস্টিফস ।
(৫)আলফাকলা ও টিনটিন।
(৬)স্ত্রী ডায়ানা পামার ওয়াকার,কীট ওয়াকার ও হেলিওজ ওয়াকার।
(৭)ডাইনোসর পাখির পূর্বপুরুষ।
(৮)চুপাকাবরা হচ্ছে একধরনের প্রাণী যা ছাগলের রক্ত পান করে।
(৯)কিপু হলো তথ্য আদান প্রদানের কৌশল যা দড়ির গিটের মাধ্যমে শেখানো হতো ।
(১০) ভয়নিখ ম্যানুস্ক্রিপ্ট।

 2 years ago 

১। ঘনশ্যাম দাস
২।টুনটুনি
৩। তারাশংকর বন্দ্যোপাধ্যায়,মানিক বন্দ্যোপাধ্যায়, অদ্বৈত মল্লবর্মণ ।
৪। পিটবুল।
৫। আলফাকলা ও টিনটিন।
৬। স্ত্রী:ডায়ানা পামার ওয়াকার।ছেলে: কীট ওয়াকার মেয়ে: হেলিওজ ওয়াকার।
৭। দীর্ঘ লেজযুক্ত দৌড়বাজ দ্বিপদী প্রাণী।
৮।দানবীয় রক্ত খেকো প্রাণী।
৯।কিপু:তথ্য আদান প্রদানের কৌশল,যা দড়ির গিটের মাধ্যমে শেখানো হতো।
১০।বইটির নাম অজানা ভাষায় লিখা আছে।

 2 years ago 

১. ঘনশ্যাম দাস

২. কোয়েলের কাছে

৩. তারাশঙ্কর বন্দোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, অদ্বৈত মল্লবর্মণ

৪. এফফেন পিনশার

৫. দুঃসাহসী টিনটিন

৬. স্ত্রী ডায়ানা পামার ওয়াকার, দুই সন্তান: কীট ওয়াকার আর হেলিওজ ওয়াকার।

৭. বর্তমানের পাখির পূর্বপুরুষ হলো উড়ুক্কু

৮. চুপাকাবরা অর্থ ছাগলচোষা প্রাণী, এরা ছাগলের রক্ত পান করে।

৯. দড়িতে গিট্টু বেঁধে ঘটনা নথিভূক্ত করা হতো তাকে কিপু বলে।

১০.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

১।উত্তরঃ ঘনশ্যাম দাস।
২।উত্তরঃকোয়েলের কাছে।
৩।উত্তরঃ লেখক: তারাশংকর বন্দ্যোপাধ্যায় ,মানিক বন্দ্যোপাধ্যায়,অদ্বৈত মল্লবর্মণ।
৪।উত্তরঃমাস্টিফস।
৫.উত্তরঃআলফাকলা ও টিনটিন।
৬।উত্তরঃস্ত্রী ডায়ানা পামার ওয়াকার,তাদের দুই সন্তান- কীট ওয়াকার ও হেলিওজ ওয়াকার।
৭.উত্তরঃ ডাইনোসর।
৮।উত্তরঃ'ছাগলচোষা'। অর্থাৎ চুপাকাবরা হচ্ছে একধরনের প্রাণী যা ছাগলের রক্ত পান করে।
৯।উত্তরঃযে স্মারণ চিত্রাঙ্কন পদ্ধতিতে নানা বর্ণের দড়ির গুছিতে গিঁট বেঁধে বিশেষ বিষয় বা ঘটনাকে নথিভুক্ত করা হতো,তাকে বলা হলো কিপু।
ইনকা সভ্যতায় কোনো বর্ণ বা চিত্রভিত্তিক সংখ্যা-লিখন পদ্ধতি ছিল না। এরা দড়িতে গিট দিয়ে সংখ্যা নির্ধারণ বা গণন কার্য সমাধা করতো। এই গ্রন্থিলিপিকে বলা হয়ে থাকে কিপু।
১০।উত্তরঃভয়নিশ ম্যানুস্ক্রিপ্ট।

 2 years ago 

১.ঘনশ্যাম দাস
২.কোয়েলের কাছে
৩.তারাশংকর বন্দ্যোপাধ্যায়,মানিক বন্দ্যোপাধ্যায়,অদ্বৈত মল্লবর্মণ
৪.মাস্টিফস
৫.Tintin and Alph-Art
আলফাকলা ও টিনটিন
৬.স্ত্রী:ডায়ানা পামার ওয়াকার।ছেলে: কীট ওয়াকার মেয়ে: হেলিওজ ওয়াকার।
৭.পাখির পূর্বপুরুষ দীর্ঘ লেজযুক্ত দৌড়বাজ দ্বিপদী প্রাণী ছিল।আবার আর্বোরিয়াল মতবাদে বলা হয়েছে, পাখির পূর্বপুরুষ বৃক্ষবাসী প্রাণী ছিল।
৮.এক ধরনের রক্তচোষা প্রাণী। বা ছাগল-চোষা
৯.ইনকাদের গণনা পদ্ধতি,যা দড়ির গিটের মাধ্যমে শেখানো হতো।রাজবংশের পুরোহিতরা তথ্য আদান প্রদান ব্যবহার করত।
১০.ভয়নেচ পান্ডুলিপি

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98914.40
ETH 3374.27
USDT 1.00
SBD 3.08