কালীপুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৬steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


এই পর্বে দু'টি প্যান্ডেলের ফটোগ্রাফ শেয়ার করবো আজ । খুবই বিজি টাইম পাস্ করছি বর্তমানে আমি । দেশের বাইরে রয়েছি আজ নিয়ে দুই দিন হলো । সারাদিন শুধু বেড়ানো আর খাওয়া । তারই মধ্যে পোস্ট করছি, কিউরেশন করছি । নেট স্পিড অসম্ভব স্লো । আমি ইন্ডিয়ায় ইউজ করি ৩০০ এমবিপিএস স্পীডের নেট আর এখানে মোটে ১-২ এমবিপিএস । কষ্ট হচ্ছে তাই বেশ । আবার তার ওপর নেট আসে আর যায় । এই নেট এলো তো এই নেট অফ ।

যাই হোক আজকের এপিসোডে যে দুটো প্যান্ডেল শেয়ার করছি তার মধ্যে দ্বিতীয়টি হলো এ বছরের কলকাতার কালীপুজোর সর্বশ্রেষ্ঠ কালী প্রতিমা । অ্যাওয়ার্ড প্রাপ্ত । কালী মূর্তির পুরোটাই সুতো দিয়ে তৈরী করা কিন্তু দেখে সেটা বোঝার উপায় নেই । তার ওপর আবার এতো সুন্দর আর এতো নিখুঁত তৈরী করা যে এই কালী প্রতিমার ধারে কাছেও আর কোনো প্যান্ডেলের প্রতিমা আসতে পারেনি ।

যাই হোক আজ আর বেশি কিছু লিখবো না । বড় পোস্ট করা অসম্ভব এই নেট স্পীডে । তো চলুন দেখি আজকের কালীপুজো পরিক্রমা পর্ব ০৬ ।


কাশীর দশাশ্বমেধ ঘাট । এটিই ছিল এই পুজো প্যান্ডেলের থীম । ভালোই করেছিল তবে একেবারে সিম্পল পুজো প্যান্ডেল ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৫০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি দ্বিতীয় প্যান্ডেলের ফোটোগ্রাফি । থিম ছিল চারধাম । অসংখ্য শিবলিঙ্গ দিয়ে সজ্জিত প্যান্ডেলের মধ্যস্থলে আছে একটি মনুমেন্ট । এই মনুমেন্টের চূড়ায় বিশাল একটি শিবলিঙ্গ ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৫০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দ্বাদশ শিবলিঙ্গ । বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের বারোটি শিবলিঙ্গ ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ০০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মহাকালের বাহন নন্দীর মূর্তি ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ০০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মূল মন্দিরের গর্ভ গৃহ । এর ভেতরেই রয়েছে মূল কালীপুজোর প্রতিমা ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ০৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মন্দিরের গর্ভ গৃহে রয়েছে অসংখ্য মূর্তি । কালিকা পুরানে বর্ণিত অসংখ্য যুদ্ধের খন্ডচিত্র ফুটিয়ে তোলা রয়েছে মন্দিরের দেয়ালে । অসুরদের সাথে মহাকালীর নানা যুদ্ধের খন্ডচিত্র । প্রত্যেকটা মূর্তি সুতো দিয়ে তৈরী ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ১৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মূল কালী মূর্তি । পুরোটাই তুলোর সুতো দিয়ে তৈরী ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ২৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


Sort:  
 2 years ago 

দাদা দেশের বাইরে এতো ব্যস্ততার মাঝেও পোস্ট+কিউরেশন করে যাচ্ছেন।আবার নেট প্রবলেম।নেট প্রবলেম আসলেই একটা বিরক্তির বিষয়।এজন্য এ সপ্তাহে ঠিকমতো পোস্ট কমেন্ট করতে পারিনি।মূর্তিগুলো সত্যি অনেক নিখুঁত বোঝাই যাচ্ছেনা যে, সুতো দিয়ে করা।কলকাতার বিখ্যাত কালি পুজো এরকম নিখুঁত ত হবেই।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

হাই, আমার বেগালের সুন্দর শিল্প দেখুন, এবং আমাকে সমর্থন করুন

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

দাদা আপনি যেহেতু দেশের বাইরে আছেন তাই হয়তো নেটের স্পিড খুবই খারাপ। তবুও কষ্ট করে নিজের কাজ গুলো করছেন জেনে ভালো লাগলো দাদা। যাইহোক আপনি সফলভাবে নিজের ভ্রমণ শেষ করুন এই প্রত্যাশাই করি। কালীপুজোর ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। প্যান্ডেলের থিম এবং ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। চারধাম যেহেতু পূজোর থিম ছিল তাই মনে হচ্ছে আরো বেশি আকর্ষণীয় হয়েছে। প্রতিমাগুলো দেখে মনে হচ্ছে অসাধারণ হয়েছে। তাইতো অ্যাওয়ার্ড পেয়েছে। দারুন সব প্রতিমা গুলো এবং ডেকোরেশন দেখে খুবই ভালো লাগলো দাদা।

 2 years ago 

এই কারুকার্য গুলো যারা করে ওদের হাত যে কতো নিখুঁত হতে পারে।এক একটা স্ট্রোক যে কতোটা যত্ন করে দেয়।সবচেয়ে অবাক লাগে,কতটা সময় লাগে!

 2 years ago 

শ্রদ্ধেয় দাদা আশা, করি ভালো আছেন? কালীপুজো আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। আসলে দাদা আপনি দেশের বাইরে আছেন এবং নেটে প্রচুর সমস্যা। তারপরও সকল কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। আপনি যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। কালীপুজোর ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অসম্ভব নিখুঁত কাজ। সুতো দিয়ে প্রতিমা বানিয়েছে অথচ ধরার বিন্দুমাত্র উপায় নেই। যদি না উল্লেখ করতে তাহলে তো জীবনেও ধরতে পারতাম না। দারুন।

শুভ সন্ধ্যা
স্যার, আমি আমার শিল্পের মাধ্যমে বাংলার মহান সংস্কৃতি দেখানোর জন্য আপনার সম্প্রদায়ে যোগ দিয়েছি।
এবং আমাদের সংস্কৃতি দেখানোর জন্য অনেক লোকের কাছে পৌঁছাতে আমার আপনার সাহায্য দরকার।
আপনার পোস্টের মাধ্যমে আমার চ্যানেল প্রচার করুন,
আমি আপনার কাছে তাই কৃতজ্ঞ হবে.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.036
BTC 93711.32
ETH 3230.63
USDT 1.00
SBD 3.01