আমার বাংলা কবিতা "কবিতা এসো আমার হৃদয়ে"
image source: copyright & royalty free image sharing website piXabY
কবিতা : "কবিতা এসো আমার হৃদয়ে"
💘
♡ ♥💕❤
কবিতা, কেন তুমি এলেনা আমার এই হৃদয়ে?
কেন তুমি দূর্লভ হয়ে এলে আমার জীবনে?
সবাই যেমন পারে তার মনের কথা ব্যক্ত করতে,
কেন দাওনা ধরা তুমি আমার কাছে ?
কেন দাওনা মনের কথা গুলো মনের মানুষকে বলতে?
তোমার কারণে আজ বুকটা ফেটে যায় আমার;
যখন অন্য মানুষকে দাও করে সুযোগ,
তার না বলা কথাগুলো আমার মনের মানুষটিকে বলতে?
কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।
আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।
আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?
কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।
আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।
প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।
♡ ♥💕❤
পুরো কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো দাদা। তবে এই দুটি লাইনে অনেক কিছু প্রকাশিত হয়। আসলে একটা মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে, কতটা অনুভুতি থাকললে মন থেকে এই কথা আসে। আসলে দাদা প্রিয়জনের থেকে দূরে চলে যাওয়া খুবই কষ্টকর। দূরে চলে গেলে মনে যদি আর একবার ফিরে আসতো! দাদা আপনার লেখা কবিতা পড়ে সত্যি মন ছুঁয়ে গেলো। আপনার লেখা কবিতায় নিজের জীবনের অনেক মিল খুজে পাই। অনেক অনেক ধন্যবাদ দাদা এই কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন।
কবিতা, কেন তুমি আজ অন্যের ঘরে
হৃদয় মোর শূণ্য মরুভূমি করে?
কবিতা, কেন তুমি নিষ্প্রাণ করলে
তুমি ছাড়া যে আসে না ছন্দ জীবনে।
দাদা কি কি কি ঘটনা কি? এই কোন কবিতা? জাতি জানতে চায় পুরো সত্যটা, হা হা হা হা আর কিছু কমু না পরে মাইর দিতে পারেন।
এই লাইন দুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম হৃদয় ছুঁয়ে গেল। আসলেই মনের মানুষকে মনের কথা বলতে না পারার মাঝে যে কষ্ট তা কোনো কিছুতেই বলে বোঝানো সম্ভব না।
কবিতা আমার কাছেও আসতে চায় না। কোনভাবেই লেখনীতে ধরা দিতে চায় না। আমার সাথে একদম মিলে গেল এ লাইন দুটি।
খুবই চমৎকার হয়েছে দাদা আপনার আজকের কবিতাটি। অন্যান্যদিনের কবিতার থেকে আজকের কবিতাটি একটু অন্যরকম সুন্দর হয়েছে।
আসলে কবিতা বড়ই অদ্ভুত সুন্দর একটি সৃষ্টি। কত সুন্দর করে সহজেই মনের আকুতি গুলো কে সহজ ভাষায় ফুটিয়ে ফেলা যায় কবিতার মাধ্যমে। আপনিও খুবই চমৎকার ভাবে নিজের মনের কথা গুলো এই কবিতাটির মাধ্যমে তুলে ধরেছেন আমাদের সামনে। একদম অসাধারণ লেখা।
দাদা আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলেই ভালবাসা আকুলতা কবিতার মধ্যে ফুটে উঠেছে। ভালোবাসার পরিপূর্ণতা প্রকাশ পেয়েছে কবিতার মাধ্যমে। আসলে ভালোবাসা একটি পবিত্র আর এই ভালোবাসা মানুষকে অনেক মহৎ করে তোলে। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।
কোথায় যেনো একটা না পাওয়ার আকুতি এই কবিতার মাধ্যমে ফুটে তুলেছেন।আসলে কি দাদা জানেন এই দুনিয়ার সব কিছু পেতে হবে বা পাওয়া যায় এইরকম কিছু নেই। যদি আমরা সব কিছু পাইতাম তাহলে আপনিও হয়তো আজ আপনার এই মনের ভাবকে আমাদের সামনে তুলে ধরতে পারতেন না।দুনিয়া হচ্ছে গোল,দুনিয়া তার আপন নীলায় চলে।সুখ-দুঃখ যেন আপন ভাই।তবে কবিতার শেষে আপনি তাকে আবারো ফিতে পেতে চেয়েছেন। আসলে ভালোবাসা অনেক বড় একটা মোহ। যার মায়ায় পরলে দুনিয়ার কিছু মনে থাকে না।তবে আশা করি আসলে এই দুনিয়ায় সবার আশা যেন পূর্ণ হয়। কারন সবাই কষ্ট সহ্য করতে পারে না।সৃষ্টিকর্তার কাছে এইটাই চাই।শুভ কামনা রইল দাদা আপনার এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কবিতা টাও আমার কাছে দূর্লভ🙂। এটা যেন একজন ব্যর্থ প্রেমাকের আত্মকহন। কী সুন্দর সাবলিল ভাষায় আপনি সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। প্রতিটা লাইন যেন আমি অনুভব করতে পারি। অনেক সুন্দর লিখেছেন দাদা কবিতা টা।
শুনলেও হয়তো কবিতা ধরা দেবে না। কারণ ওরা দূরে থাকতেই পছন্দ করে🙂।
ওয়াও দাদা অসাধারণ একটা কবিতা লিখেছেন। প্রতিটা লাইনি খুবই সুন্দর হয়েছে। দাদা আপনি সত্যি অসাধারণ একটা কবিতা শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাদা সত্যি বলতে কি এই না পাওয়া ভালোবাসা টা একটু বেশি কষ্ট দিয়ে থাকে। আর আপনার কবিতার উপর আপনি সেটা খুব স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন। ভালোবাসার আকুতি-মিনতি কেন যে বুঝতে চায় না ভালবাসার মানুষগুলো এটা সত্যি খুব কঠিন একটা বিষয়। আর আমাদেরকে এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি কবিতা ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম। আপনার কবিতার প্রতিটি লাইনে ছিল কষ্টদায়ক না পাওয়ার ব্যথা। তবু আমি এই কয়টা লাইন নিলাম।
এ লাইনগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং আবারো জানাই আপনাকে প্রাণঢালা অভিনন্দন দাদা।
"কবিতা এসো আমার হৃদয়ে" কবিতার নাম শুনলেই কেমন জানি মন ফুরফুরে হয়ে যায়। কবিতা যেমন সুন্দর হয়েছে তার থেকে বেশি আমার কাছে কবিতার নাম অনেক ভালো লেগেছে দাদা। মনের প্রতিটা ভাষা এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটা কবিতা আমাদের উপহার হিসেবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। এভাবেই যেন আমাদের নতুন নতুন কবিতা উপহার হিসেবে দিতে পারেন সেই দোয়া কামনা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।