গ্রীষ্মের তীব্র দাবদাহে এসি ছাড়া এক রাত্রি কাটানোর গল্প

in আমার বাংলা ব্লগ9 months ago

air-conditioner-4204637_1280.jpg
copyright free image source:Pixabay


মাত্র দিন দুই আগের কথা । আমার বেড রুমের এসিটা হঠাৎ, বিকেলবেলা ধুম করে নষ্ট হয়ে গেলো । সঙ্গে সঙ্গে এসি রিপেয়ারারকে কল দিলাম । আধা ঘন্টার মধ্যেই দুই এসির মিস্ত্রি এসে হাজির । প্রথমে তারা এসি চালালো । দেখলো যে ঠান্ডা হাওয়া বের হচ্ছে না । তখন তারা ছাদে গিয়ে আউটডোর ইউনিট চেক করে জানালো যে এসির গ্যাস বেরিয়ে গিয়েছে । ব্যাপারটা আমার কাছে ঠিক বোধগম্য হলো না । এসি চলতে চলতে হঠাৎ করে কী করে গ্যাস শূন্য হয়ে গেলো বুঝলাম না ।

যাই হোক আমার এসি ছিল Daikin ব্র্যান্ডের । গ্যাস ছিল R 22 | মিস্ত্রি দু'জন বাইরে থেকে গ্যাস কিনে এনে রিফিল করে তারপর চেক করলো । ঠান্ডা হাওয়া শুরুতে একটুক্ষণ বের হয়েই ওমনি আবার গরম হাওয়া বের হতে লাগলো । তখন আবার ছাদে গিয়ে চেক করে বলে Capacitor খারাপ । আবার তারা মার্কেট থেকে Capacitor কিনে এনে লাগলো ।

এরপরে সন্ধ্যা ৬ টা অব্দি বিস্তর ধস্তাধস্তি করে অবশেষে তারা জানালো যে আমার এসির নাকি আউটডোর ইউনিটের কুলিং ফ্যানের মোটর নষ্ট হয়ে গিয়েছে । সারতে এক সপ্তাহের মতো লাগবে । আর খরচ পড়বে হাজার দশেকের মতো । এই বলে তারা গ্যাস রিফিলের দাম আর ক্যাপাসিটরের দাম সহ সাড়ে তিন হাজার টাকা নিয়ে চলে গেলো ।

সাথে সাথেই আমি নিলয়কে মার্কেটে পাঠিয়ে একটা এসি অর্ডার দিলাম । নেক্সট ডে ডেলিভারি আর ইন্স্টলেশন হবে । কিন্তু, এই একটা রাত এসি ছাড়া কাটাবো কি করে ? অবশ্য ইচ্ছে করলে এসি ওয়ালা অন্য রুমে শিফট করতে পারতাম, কিন্তু, গেলুম না । ইচ্ছে করেই থেকে গেলুম এসি বিহীন রুমে । তনুজার আবার নিজের বেডরুম ছাড়া ভালো ঘুম হয় না, আর আমিও ভাবলুম একটা মাত্র রাত তো, তাই এসি ছাড়া থেকে দেখিই না কেমন এক্সপেরিয়েন্স হয় ।

কিন্তু, এই এক্সপেরিয়েন্স না হওয়াটাই বোধ হয় ভালো ছিল আমার জন্যে । ওরে বাপরে বাপ্ ! কী যে একটা ভয়ানক রাত কেটেছে আমার তা আর বলার অপেক্ষা রাখে না । মাথার ওপরে সিলিং ফ্যান আর পায়ের কাছে cooler । দুটোই সমান তালে চালিয়েও রাতে ঘুমোতে পারিনি । ভোর ৫ টায় টিনটিন উঠে বসলো, তার খানিক পরে তনুজা । কারোই ঘুম হয়নি । বিশ্রী গরম । এই গরমে আবহাওয়া অতি শুষ্ক, বিন্দুমাত্র জলীয় বাষ্প নেই বাতাসে । ঘাম হয় না । গা জ্বালা করে শুধু । আর সেই বিকেল থেকে পরের দিন ভোর অব্দি একটানা এসি ছাড়া থেকে আমি একদম সত্যি সত্যি আধমরা হয়ে গেলুম ।

সারাটা সকাল-দুপর বসে বসে ঝিমোলাম । সকাল থেকে মনে হয় আট-দশ লিটার জল খেয়ে ফেললুম । সন্ধ্যেতে অন্য রুমে এসির তলায় বসে শরীরটা একটু শীতল করছি এমন সময় নিলয় এসে খবর দিলো যে আমার বেড রুমে নিউ এসি লাগানো কমপ্লিট । শুনেই কয়েক লাফে আমার রুমে এসেই ছোট্ট একটা ঘুম দিয়ে নিলাম । আঃ কী শান্তি ! জল ছাড়া মাছ এতক্ষণ খাবি খাচ্ছিলো, এখন জলে এসে সে নতুন জীবন ফিরে পেলো ।

বুঝলাম, গরমের সময় এসি ছাড়া এখন একটি মুহূর্তও আমাদের জীবন চলে না ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  

It is sad to hear that your AC gas leaked.

Well, if I have issues such as that, I'll preferably make use of several fans, but I guess the heat here is not as intense as yours.

I hope the AC will be repaired today so you can sleep well.

Thank you for sharing this with us 😊❤️❤️❤️

 9 months ago 

আহ! দাদা আপনি এসি ছাড়া দেখছি থাকতেই পারেন না। গ্রামে গিয়ে তাহলে কখনো থাকেন নি নাকি দাদা। গ্রামে এসি হচ্ছে প্রাকৃতিক হাওয়া। আহা! সন্ধ্যার সময় পুকুর পাড়ে বসে যে হাওয়াটা গায়ে লাগে, নিমিষেই শরীরকে শীতল করে দেয়। এটা সিউর আমি এসির হাওয়াকেও জার মানাবে কিন্তু দাদা।

 9 months ago 

দাদা নতুন কিনে নিয়েই ভালো হয়েছে। সাড়ে তিন হাজার টাকার উপর আরো দশ হাজার লাগতো তার থেকে বড়ো কথা এক লাগতো সপ্তাহ ঠিক করতে। ঠিক করেও সেটা কতদিন চলবে তার তো কোনো বিশ্বাস নেই। যা মারাত্মক গরম পড়েছে এসি ছাড়া থাকা নরক সম হয়ে উঠতো।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @upex with a 40.31% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

 9 months ago 

যে যেটাতে অভ্যস্ত তার একটু ব্যত্যয় হলেই, আসলেই সমস্যায় পড়তে হয়। বেশ বুঝতে পারছি দাদা,অনেক কষ্টে কেটেছে আপনাদের রাত। যে ভীষণ গরম পড়েছে, গত কয়েকদিন ধরে, জীবন একেবারে দূর্বিসহ। আর এসি ছাড়া একরাত ভাবা যায়! কষ্ট করে হলেও আপনারা পেরেছেন, এজন্য ধন্যবাদ আপনাকে। গরমে কষ্টের মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। শুভ কামনা আপনার জন্য।

 9 months ago 

দাদা এই গরমে এসি ছাড়া রাতে কোনো ভাবেই ঘুম আসে না। ফ্যান এবং এয়ার কুলার চললেও কোনো কাজ হয়না। ডাইকিন ব্র্যান্ডের এসি তো এমনিতে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। তবে ইলেকট্রনিক জিনিসপত্রের কথা নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। এসি মেরামত করতে গিয়ে তো দেখছি তুলকালাম কান্ড করে ফেলেছে দুই মিস্ত্রি। যাইহোক নিউ এসি যেহেতু ইন্সটল করা হয়ে গিয়েছে আপনার বেডরুমে,এখন তো শান্তি আর শান্তি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 9 months ago 

দাদা,মাত্র একরাত এসি ছাড়াই এই অবস্থা হয়ে গেল।আমার বাবার বাড়িতে তো সিলিং ফ্যান অনবরত চললেই যথেষ্ট। তবে,এখানে একটা কথা হলো,শ্বশুরবাড়িতে পুরো ঘরের মধ্যে আমাদের রুমটাই একদম গরম। আর দরজা জানালা অফ রেখে ফ্যান ছাড়া যদি কেউ ৫মিনিট রুমে থাকে তাকে হয়তো আর বাঁচানো যাবে না। কিন্তু ঘর যেহেতু আগের তাই এখানে এসি লাগানোও সম্ভব না। কিন্তু সোলার ফ্যানও চলে। তবুও অন্য রুমে গরম কম আমাদের রুমটাতেই বেশি।আর গত ২বছর এই গরম সহ্য না করতে পেরে আমরা রাতের বেলা অন্য রুমে থাকি।তনুজা বৌদির মত আমারও অন্য বেডরুমে ঘুম হয়না।আর বাবু হওয়ার পর থেকে ঘুম তো জীবন থেকে হারিয়েই গেল।গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল।

 9 months ago 

সত্যি দাদা, শেষের উদাহরণটা যথার্থ ছিলো, যেহেতু আপনি সার্বক্ষণিত এসির মাঝে থাকেন সেহেতু এমন একটা রিস্ক নেয়া ঠিক হয় নাই। যাইহোক, নতুন এসি লাগানো হয়েছে, আশা করছি শীতল পরিবেশে দারুণ ঘুম হবে এখন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100693.54
ETH 3647.21
USDT 1.00
SBD 3.13