"🌿 আমার বাংলা ব্লগ 🌾" এ দ্বিতীয় প্রতিযোগিতা : বিষয় - "রচনা প্রতিযোগিতা - নিজের প্রিয় গ্রাম বা শহর"

in আমার বাংলা ব্লগ4 years ago

logo.png

আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় : "রচনা প্রতিযোগিতা - নিজের প্রিয় গ্রাম বা শহর"

নিয়মাবলী :

১. নিজের প্রিয় গ্রাম বা শহর সম্পর্কে রচনা লিখতে হবে । সেটা জন্মস্থান হতে পারে বা, বর্তমান বসবাসরত শহর বা গ্রাম হতে পারে ।
২. অনধিক ২৫০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে ।
৩. গ্রামের বা শহরের নামের সাথে দেশের নামও উল্লেখ করতে হবে ।
৪. রচনার সাথে কমপক্ষে ৩টি আলোকচিত্র দিতে হবে । তার মধ্যে একটা অবশ্যই সেলফি হতে হবে, খোলা জায়গায়, প্রকৃতির সাথে, Selfie with nature ।
৫. অন্যের লেখা কপি করা সম্পূর্ণ নিষেধ ।
৬. নিজের পুরোনো রচনা শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন রচনা লিখতে হবে ।
৭. Plagiarism কঠোরভাবে নিষিদ্ধ ।
৮. পোস্টটি করার সময় amarbanglablog-contest ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
৯. প্রতিযোতায় অংশগ্রহণের সময় : ০৩রা জুলাই ২০২১ থেকে ১০ই জুলাই ২০২১ । ১০ই জুলাই এর পরে submit করা কোনো পোস্ট এই প্রতিযোগিতায় গণ্য করা হবে না ।
১০. সর্বোচ্চ ৫টি বানান ভুল tolerate করা হবে, ৫টির অধিক বানান ভুল হলে রচনার রেটিং কমে যাবে । রচনার রেটিং এর ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হবে ।

পুরস্কার :

১ম স্থান অধিকারী : ৩০ Steem

২য় স্থান অধিকারী : ২০ Steem

৩য় স্থান অধিকারী : ১০ Steem

বিচারক :

১. @amarbanglablog

২. @blacks

Discord: https://discord.gg/5aYe6e6nMW


Cc:-
@steemitblog
@steemcurator01
@steemcurator02
@stephenkendal

Sort:  
 4 years ago 

কনটেস্ট এ অংশগ্রহণের সময়সীমা শেষ ।
নতুন করে কোনো প্রতিযোগী এই কন্টেস্টে অংশ নিতে পারবেন না ।
ফলাফল ঘোষণা : ১৫ জুলাই ২০২১

 4 years ago 

ভাই @rme আপনার আয়োজিত প্রতিযোগিতা খুবি সুন্দর ।আমি এই প্রতিযোগিতাই অংশ গ্রহণ করেছি। রচনা-আমার প্রিয় গ্রাম পোস্ট লিংক,
https://steemit.com/hive-129948/@limon88/3wwydb

কনটেস্ট'টি অনেক ভালো লেগেছে ভাইয়া।

নিজের জন্ম স্থান, ভালোবাসায় জড়িত নিজের গ্রাম নিয়ে রচনা সব মিলিয়ে অসাধারণ কনটেস্ট ভাইয়া🥰

অনেক সুন্দর কনটেস্ট ভাইয়া। এই কনটেস্টে অংশগ্রহণ করা মানে আমাদের গ্রামের বৈশিষ্ট্য ফুটে ওঠা। অবশ্যই আমরা অংশগ্রহণ করব।

 4 years ago 

ভাইয়া একদম মনের মতো কনটেস্ট।। সবাই মিলে অংশ গ্রহনের চেষ্টা করবো।।

 4 years ago 

এবারের টপিক নির্বাচন ভালো হয়েছে। আশা করছি অংশগ্রহন করতে পারবো।

অনেক সুন্দর প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের গ্রাম বা শহরের সৌন্দর্য শেয়ার করতে পারব।

 4 years ago 

এবারের টপিক নির্বাচন ভালো হয়েছে। আশা করছি অংশগ্রহন করতে পারবো।

আইডিয়াটা খুবই চমৎকার নিঃসন্দেহে। কিন্তু একটাই সমস্যা। সেটা হচ্ছে এই লকডাউন এর ভিতর বাইরে গিয়ে ছবি তুলব কিভাবে সেটাই চিন্তা করছি।

 4 years ago 

ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য। আমার অংশগ্রহণের লিংক।

1.jpg

https://steemit.com/hive-129948/@engrsayful/or-or

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105501.72
ETH 3331.30
SBD 4.03