দুটো নিউ কমিউনিটি আসছে ......

in আমার বাংলা ব্লগ2 years ago



স্টিমিটে আমি আছি সেই ২০১৬ সাল থেকে । একদম স্টিমিট এর শুরু সময়টাতে থেকে । এই আইডি নয়, আমার প্রথম আইডিটা থেকে যেটি এই মুহূর্তে শুধুমাত্র কিউরেটর একাউন্ট হিসেবে এক্টিভ আছে । ২০১৬ সালে আমি আমার ওই আইডি থেকে একটা কিউরেশন প্রজেক্ট রান করেছিলাম । ২০১৬ সালের শেষ থেকে ২০১৭ সালের মাঝামাঝি অব্দি চলেছিল প্রজেক্টটা । এই সময়ে মোট ৫০,০০০+ আপভোট আর $২,৫০,০০০ এর সম মূল্যের কিউরেশন করেছিলাম ।

এরপরে আমি নিজের বিজনেস আর পার্সোনাল লাইফে বিজি থাকার জন্য স্টিমিট এ ইনাক্টিভ হয়ে যাই । এরপরে দীর্ঘ চারটি বছর পরে ২০২১ সালের জুন মাসে নতুন করে আবার স্টিমিটে জয়েন করি । "আমার বাংলা ব্লগ" কমিউনিটি ওপেন করি । বর্তমানে স্টিমিটে চারটি কমিউনিটির উদ্যোক্তা আমি । কমিউনিটি গুলো হলো -

  1. Beauty of Creativity

  2. আমার বাংলা ব্লগ

  3. Tron Fan Club

  4. STEEM WATCHER

উপরের চারটি কমিউনিটির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন । Beauty of Creativity কমিউনিটির উদ্দেশ্য হলো শুধুমাত্র নিজের সৃষ্টিশীলতা সবার সামনে মেলে ধরার জন্য, আমার বাংলা ব্লগ কমিউনিটির উদ্দেশ্য হলো শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্য ব্লগিং, Tron Fan Club কমিউনিটির উদ্দেশ্য হলো Tron Ecosystem, blockchain & crypto currencies নিয়ে ব্লগিং আর STEEM WATCHER কমিউনিটির উদ্দেশ্য হলো স্টিমেটে এবিউজ ফাইন্ড আউট করা এবং নজর রাখা তাদের উপর ।

এ ছাড়াও আরও দুটো কমিউনিটির প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারছি । একটা হলো এমন একটা কমিউনিটি যেখানে স্টিমিট প্লাটফর্মের সকল একটিভ কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটররা একত্রিত হবেন । সেখানে পারস্পরিক মতামত বিনিময়, সহযোগিতা এবং স্টিমিট এর উন্নয়নে নানান ধরণের আইডিয়া শেয়ারিং হবে । এক ছাতার নিচে আমরা সব্বাই একত্রিত হবো । আমাদের স্লোগান হবে - "Make Steemit great again!" ।

আমি জাস্ট কমিউনিটিটা আজকে খুলে ফেললাম । খুব দ্রুতই এটি নিয়ে ঝাঁপিয়ে পড়বো ।

লিংক : Steem Alliance

এবার আসি দ্বিতীয় আপকামিং কমিউনিটি নিয়ে । স্টিমিটের যাবতীয় ডেভেলপারদেরকে এক ছাতার তলে নিয়ে আসার জন্য এই কমিউনিটি । এখানে স্টিমিট এর সব ডেভেলপার একত্রিত হবেন । তাঁদের নিজের নিজের প্রজেক্ট সম্পর্কে লিখবেন, মতামত সংগ্রহ করবেন, আলোচনা করবেন এবং পারস্পরিক ডেভেলপমেন্ট প্রজেক্ট সম্পর্কে ডেমোনেস্ট্রেশন দেবেন । বিভিন্ন ধরণের স্টিমিট প্রপোজাল সম্পর্কেও বিশদে আলোচনা করা হবে এই কমিউনিটিতে ।

আমি জাস্ট কমিউনিটিটা আজকে খুলে ফেললাম । এটা নিয়ে আলোচনা চলছে বেশ কয়েকজন ডেভেলপার এর সাথে ।

লিংক : Steem Dev

আপনাদের সবার কাছে সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি । সবাই কমেন্ট বক্সে মতামত দেবেন আশা করি ।




✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (400 TRX daily for 7 consecutive days :: DAY 01)


trx logo.png



সময়সীমা : ০২ অক্টোবর ২০২২ ২০২২ থেকে ০৮ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ০৮ অক্টোবর ২০২২


টাস্ক ৭৮ : ৪০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : f1bdcaadcc3f0f36774404bd025d2d571d4bf4b7426c7f432a91f8f21c184016

টাস্ক ৭৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

এর আগেও একদিন এক হ্যাংআউটের মাধ্যমে আপনার কাছ থেকে শুনতে পেরেছিলাম যে আপনি স্টিমেট প্লাটফরমে একদম শুরু থেকে আছেন।। স্টিমিট ফ্ল্যাট ফ্রম কে শক্তিশালী এবং সচল রাখতে সমস্ত ধরনের ঝামেলা মুক্ত রাখতে আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধভাবে স্টিমিট প্ল্যাটফর্মকে চালাতে হলে আপনার মত সুচিন্তিত ব্যক্তি আমাদের খুবই প্রয়োজন। আপনি যে প্রজেক্ট গুলা হাতে নিয়েছেন আশা করছি সবার মতামত এবং সাহায্য নিয়ে আপনি সফলতা অর্জন করবেন অবশ্যই।। এই প্লাটফর্মকে সতেজ সচল এবং বিশুদ্ধ রাখতে আপনি যে কাজগুলো করছেন অবশ্যই এই প্লাটফর্মের প্রত্যেকটা মানুষ চিরদিন মনে রাখবে আপনার কথা।।

 2 years ago 

দাদা আপনার উদ্যোগটি খুবই সুন্দর এবং আপনি খুবই সুন্দর ভাবে কাজ করার জন্য এগিয়ে যান সফলতার সঙ্গে এই কামনাই করি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।

 2 years ago 

যতই দিন যাচ্ছে ততই আমাদের কমিউনিটির উন্নতি হচ্ছে।আর এর পিছনে দাদার ভূমিকা সর্বদাই অনস্বীকার্য।আরো দুটি নতুন কমিউনিটি আসছে জেনে খুবই ভালো লাগলো।এভাবেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক কমিউনিটিগুলি।

এই প্লাটফর্মের প্রত্যেকটা দুর্বলতা খুঁটিয়ে খুঁটিয়ে বের করে আপনি যেভাবে চমৎকার সব পদক্ষেপ নিচ্ছেন। তাতে স্টিমিটের ভবিষ্যৎ নিয়ে আমি প্রচন্ড আশাবাদী। একসময় আপনার হাত ধরে স্টিমিট সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। সেই দিনটি হয়তো খুব বেশি দূরে নয়।

 2 years ago 

দাদা আপনার নতুন এই দুটি কমিউনিটি স্টিমেট প্ল্যাটফর্ম এর জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
সকল একটিভ এডমিন এবং মডারেটরগণ যখন একই কমিউনিটিতে থাকবেন মত বিনিময় হবে , তখন সত্যি Make Steemit great again! স্লোগানের মতই স্টিমেট আবারো গ্রেট হয়ে উঠবে।

আর দ্বিতীয় কমিউনিটির ব্যাপারটিও আমার কাছে দারুন লেগেছে। সত্যি ভবিষ্যতে আমরা অনেক ভালো কিছু পেতে যাচ্ছি বলে আমার মনে হচ্ছে।
এভাবেই এগিয়ে চলুন দাদা শুভকামনা রইল আপনার জন্য।

এটা প্রশংসনীয় একটি উদ্যোগ। স্টিমিট প্ল্যাটফর্মের উন্নতির জন্য এ রকম যুগান্তকারী পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ জানাই দাদাকে। শুভকামনা রইল কমিউনিটিগুলোর জন্য। আশা করি এই কমিউনিটি ভালো পদক্ষেপের মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।

 2 years ago 

স্টিমিট প্লাটফর্ম কিভাবে উন্নয়ন করা যায় দাদা সবসময় চিন্তা ভাবনা করেন। সেই চিন্তা থেকে আমাদের স্টিমিট আরো দুইটি প্লাটফর্ম রান করছেন জেনে খুব ভালো লাগল। এগিয়ে যাক আমাদের স্টিমিট প্লাটফর্ম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে চারটি Community নিয়ে কাজ করতেছেন । আপনার এই Community গুলোর মধ্যে আমি দুটি কমিউনিটিতে কাজ করতেছি । আর এখন বর্তমানে নতুন উদ্যোগ নিয়ে যে দুটি community চালু করতেছেন, এই দুটি কমিউনিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি । Steemit এ অনেক কমিউনিটি রয়েছে এবং অনেক এডমিন এবং মডারেটর রয়েছে । সবাইকে একসাথে একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য এখনো কোনো কমিউনিটি নেই । আপনার এই কমিনিটির মাধ্যমে আশা করি সবাই একত্রিত হতে পারবে । আর Steem Dev কমিনিটির মাধ্যমে Steemit এর সকল developer একসাথে কাজ করতে পারবে একটি প্ল্যাটফর্ম থেকে । এই কমিউনিটি গুলির মাধ্যমে সবাই সবার মতামত আদান প্রদান করতে পারবে ।

দাদা আপনার প্রত্যেকটা কমিউনিটি সফল। আর প্রত্যেকটা কমিউনিটির কাজ খুব সুন্দর গতিতে চলছে। আবারো দুইটা কমিউনিটির কথা জানতে পেরে ভীষণ ভালো লাগলো। নতুন দুইটা কমিউনিটির আলাদা আলাদা গুরুত্ব খুঁজে পেলাম। আমি মনে করি আপনারা সকল কাজের পেছনের গুরুত্ব অবশ্যই রয়েছে। আশা করবো এই দুটি কমিউনিটি অনেক বেশি সফল হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার স্টিমেট প্ল্যাটফর্ম এর যাত্রা সম্পর্কে অবগত ছিলাম। শুরু থেকেই আপনি আছেন এবং মাঝখানে কর্মজীবন ব্যস্ততার পর ২১ সালের জুন মাসে ফিরে এসেছিলেন। এসে আমাদের জন্য আমার বাংলা ব্লক কমিউনিটি প্রতিষ্ঠা করেন। আপনার বর্তমান চারটি কমিউনিটির মধ্যে আমার কাছে বেস্ট আমার বাংলা ব্লগ মনে হয়। কারণ নিজের মাতৃভাষায় ব্লক করতে পারছি এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে। অন্য দুটি কমিউনিটি খোলার ব্যাপারটা আসলেই অনেক ভালো লাগলো দাদা। স্লোগানটা একটু বেশিই ভালো লাগার মতো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 97950.42
ETH 3343.35
USDT 1.00
SBD 3.04