অণুকাব্য চতুষ্টয় "নীল আকাশের হাতছানি"
Copyright-free Image source : Pixabay
অণুকাব্য চতুষ্টয় "নীল আকাশের হাতছানি"
💘
♡ ♥💕❤
নীল আকাশের নীচে,
তুমি আর আমি পার করেছি সুদীর্ঘ দিন ।
ক্লান্তিহীন দীর্ঘ রজনী;
অনেক কিছু পেয়েও
হারিয়েছি অনেক ।
দিন শেষে কালো আকাশের নীচে,
এসে দাঁড়াই দুজনে ।
আগামী দিনের
নীল আকাশের
স্বপ্নে বিভোর হয়ে ।
একটি বর্ষণমুখর সন্ধ্যা ,
ভেজা আর এলো হাওয়া;
ঝিঝিদের অবিশ্ৰান্ত কলতান,
ব্যাঙের ডাক আর মেঘেদের গর্জন ।
সাথে ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকানি ;
আকুল হয়ে রয়েছে আমার এ ক্ষুদ্র হৃদয়খানি ,
তোমারই বিরহে, তোমারই ফেরার পথ চাহি ।
যতই সন্ধ্যা আসে ঘনিয়ে,
রাধার ব্যাকুল হিয়া উৎসুক হয়ে ওঠে ।
আর কতক্ষণ, পলে পলে অপেক্ষায় থাকা,
শ্যাম বিহনে রাধার হৃদয় রিক্ত, নিঃস্ব-একা ।
যামিনী দ্বিতীয় প্রহর, আকাশে শুকতারা জ্বলে,
বনপথে একাকিনী কলঙ্কিনী রাধা অভিসারে চলে ।
যমুনার কালো জলরাশি হিন্দোলে ঢেউ, সে কি উচ্ছ্বাস !
রাতচরা পাখির কুজন, দখিনা হাওয়া আর তারাজ্বলা আকাশ ।
আকাশে-বাতাসে ঢেউ তোলে শ্যামেরও বাঁশি,
জাত-কুল-মান সবই ভোলে আজ রাধা কলঙ্কিনী ।
যমুনার তটে পুষ্প ঘেরা সেই কুঞ্জবনে,
শ্যামের বাঁশি ঝড় তোলে আজ রাধার আলিঙ্গনে ।
চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।
♡ ♥💕❤
Thank You for sharing Your insights...
Hello
দাদা আপনার এই চারটি লাইনের মাধ্যমে তুলে ধরেছেন প্রতিটা সমাজে মহিলারা কতটা অবহেলিত।
দিনদিন অবনতির দিকে যাচ্ছে নারীদের সম্মান, তবে দিন শেষে একটাই প্রত্যাশা এই নিকৃষ্ট সমাজের পরিবর্তন হবেই।
বাংলায় ভালো দখল না থাকলে কাব্যচর্চা হয়না কিন্তু এর ব্যতিক্রমও আছে। তবে সেগুলো প্রতিভা। স্বাভাবিকভাবে কাব্যচর্চার জন্য বাংলা ভাষা এবং শব্দের উপর যথেষ্ট পারদর্শিতা থাকা প্রয়োজন। আপনার কবিতা গুলোর শব্দ প্রয়োগ দেখেই আমার এ ধারণা বদ্ধমূল হয়েছে।
এই কবিতাখানি যেনো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। দারুন লিখেছেন দাদা।
অবিরাম চলতে থাকুক আপনার লেখনী, এই প্রত্যাশা।
Thank You for sharing...
কী অসাধারণ কথাগুলো। নারী পক্ষে বাস্তবমুখী কতা গুলো পড়তে ভীষণ ভালো লাগলো দাদা। অনুকাব্য হলেও ছোট কথাগুলোর মধ্যে অনেক বড় বিষয় উপস্থাপন করেছেন আপনি। লেখাগুলো পড়লে ও গভীরভাবে চিন্তা করলে সব বুজা যায়। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
দাদা আপনার কবিতাটি অসাধারণ লাগলে।আপনার কবিতার এই লাইন গুলো আমার অনেক সুন্দর লেগেছে।
আসলে দাদা প্রেম আর ভালোবাসার মধ্যে কোনে জাত কুল কিছু মানে না।অনেক ধন্যবাদ দাদা।
অসাধারণ লিখনি ছিলো দাদা।চমৎকার একটি বর্ষণমুখর সন্ধ্যার কাহিনী সাথে করে ব্যাঙের ডাকের কুর্জন আপনার কবিতায় ফুঁটে উঠেছে।আপনার পুরো কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।সত্যিই আপনার লিখনির প্রশংসা করতেই হয়।
Thank You for sharing...
কবিতাটি আসলে অসাধারন হয়েছে আমি অবুঝ বালক এতো শক্ত কবিতা বুঝা দায় তবে এটুকু বলতে পারি মনের ক্ষোভ টুকু হয়েছে প্রকাশিত প্রতিটা লাইন প্রতিটা শব্দ তারই রয়েছে অনবদ্য। 🥰🥰😍
দাদা আপনার শেষের চারটি লাইন মনে হল যে কবিতাটিকে পূর্ণতা দিল। খুবই চমৎকার লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে। আপনার কবিতার কথা নতুন করে আর কি বলবো সেটাতো সবসময়ই অসম্ভব সুন্দর হয়।
Thank You for sharing...
রাধা এবং কৃষ্ণের সুন্দর এবং সুন্দর প্রেমের গল্প।