সংগ্রামে প্রণয় (My Original Bengali Poetry "Love in Conflict")

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


The above photograph was originally snapped by me

সংগ্রামে প্রণয়

এইমাত্র যে ফুলটিকে আমি
হত্যা করেছি অবলীলায়,
সেই হত্যার বিচার কি হবে?
কে আমাকে শাস্তি দেবে?
কে আমাকে বোঝাবে?
সত্যিকারের মানবতা ভুলে
ফুলের রাজ্যে আমি নিষিদ্ধ হয়ে গেছি।
সৌন্দর্যের মিলনমেলায় আমি অবাঞ্ছিত
কালো রাজনীতি নিয়ে ঘুরেছি বারংবার,
এক কুরুক্ষেত্র থেকে অন্য কুরুক্ষেত্রে
আমি অভিশপ্ত এক যোদ্ধা।
অমাবস্যার গভীর রাত্রে রাজকীয় বৈঠক নিয়ে,
বিশ্বাস করেছি যাকে ভালোবাসা নিয়ে
সেই শত্রু হয়েছে স্বার্থের কাছে বিক্রি হয়ে।
অন্তর্ঘাতের জবাবে আমি কি দিতে পারি?
আমি হিংসায় ভর করে দু'হাত মেলি
আমি উন্মাদ আমি সর্বশ্রেষ্ঠ,
আমি ক্ষমতার বড়াই করি
আমি দাম্ভিক যোদ্ধা
আমার কোনো নিঃশেষ নেই।
হয়তো ভালোবাসার তীব্রতা নিয়ে,
একদিন ফুরিয়ে যাবো আমি ও,
শূন্যতায় অস্তিত্ব বাজি রেখে।
ভালোবাসার রাজ্যে আমি চিরদিন কলঙ্কিত নায়ক।
তবু ও আমার খুব বাঁচার স্বাদ,
আমি আত্মসমর্পণ করে দিতে পারি
কেউ যদি বাড়ায় দুটি বিশ্বাসী হাত।

◀Thank You▶

Sort:  

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

দাদা 'সংগ্রাম পরিণয়' কবিতা চমৎকার লেগেছে । আপনার কবিতায় বর্তমান সমাজের প্রেক্ষাপট তুলে ধরেছেন। মানুষ তার সততা ও ন্যায়পরায়ণতাকে ভুলে গিয়ে অসৎ পথ বেছে নিয়েছেন।

হয়তো ভালোবাসার তীব্রতা নিয়ে,
একদিন ফুরিয়ে যাবো আমি ও,
শূন্যতায় অস্তিত্ব বাজি রেখে।
ভালোবাসার রাজ্যে আমি চিরদিন কলঙ্কিত নায়ক।

ভালোবাসা নিয়ে অনেক সুন্দর লিখেছেন। ভালোবাসা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। জীবনে সুখী হতে গেলে খুবই প্রয়োজন।যা অনেকের জীবনে কলঙ্কিত ডেকে আনে।আমার মতো ব্যাখা দেওয়ার চেষ্টা করেছি। এতো সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাই। দারুন কবিতা বাস্তব সত্য কবিতা। সেই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা,অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতা প্রতিটা ভাষা ছিল মনমুগ্ধকর এবং সুন্দর কবিতা।লেখার ধরনটাই যেন অন্যরকম আপনার।আপনার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।ধন্যবাদ দাদা

 3 years ago 

শেষ পর্যন্ত দুইটি বিশ্বাসী হাত পেলে আত্মসমর্পণ করে আবার ভালবাসার মাঝে বাঁচার ইচ্ছা। অনেক চমৎকার লেগেছে কবিতাটি এবং ছন্দ গুলো খুব ভালো লেগেছে।

 3 years ago 

দাদা আপনি খুব ভালো লিখেন।

হয়তো ভালোবাসার তীব্রতা নিয়ে,
একদিন ফুরিয়ে যাবো আমি ও,
শূন্যতায় অস্তিত্ব বাজি রেখে।

দাদা আপনার প্রত্যেকটা কবিতা খুবই অর্থপূর্ণ। আসলে অর্থপূর্ণ কবিতা গুলো পড়ে খুব ভালো লাগে। সবাই ফুরিয়ে যায় একদিন।আশা করি আপনি সবসময় এভাবেই আমাদেরকে কবিতাগুলো উপহার দিয়ে যাবেন।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



অসাধারণ কবিতা লিখেছেন দাদা। আরো এমন কবিতা চাই। 😀

 3 years ago 

কবিতাটি খুবই যুক্তিসঙ্গত ও নিজস্ব বাস্তবধর্মী।আমি এটি পড়ে যেটা বুঝলাম -- সবার মনে ভালোবাসা নামের একটি ফুল থাকে।কিন্তু তার সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা হয় নি অর্থাৎ ভালোবাসার মূল্যায়ন করা হয় নি।ফলে আমরা অনেকসময় ভালোবাসায় ব্যর্থ ও অবাঞ্ছিত হই।কিন্তু একদল মানুষ সমালোচনায় ব্যস্ত থাকে সর্বদা এবং ভালোবাসার মানুষটিও স্বার্থপরতার পরিচয় দেয়।তখন আমাদের মনে শুধু আঘাতে আঘাতে হিংসার সৃষ্টি হয়।হিংসা, দাম্ভিকতা মানুষকে ধ্বংসের পথ দেখায় এবং নিঃস্ব করে দেয়।আমরা সমালোচনার মাঝে আবার নতুন ভাবে বাঁচতে বা জেগে উঠতে পারি শুধুই দরকার বিশ্বস্ত একটি ভালোবাসার মানুষকে।
আমার সারমর্ম লেখাতে ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দাদা।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার কবিতা পড়ে আমার খুব ভালো লেগেছে। প্রতিটা শব্দই যেনো যুক্তসর্ম্পণ।ধন্যবাদ ভাইয়া আপনাকে এমন সুন্দর কবিতা লিখার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96721.23
ETH 3463.08
SBD 1.56