আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ০৫steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ9 months ago

আজকে আবারো হাজির হয়ে গেলাম আমার কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আপনাদের সাথে । আজকে শেয়ার করতে চলেছি পঞ্চম পর্ব । আগামীতে আরো বেশ কয়েকটি পর্বে আমার কিছু বাছাই করা অ্যাবস্ট্রাক্ট আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো বলে আশা রাখছি ।



loneliness

উঁচু একখন্ড প্রাণহীন প্রস্তর স্তুপ । তারই উপরে মাথা তুলেছে প্রাণ । একটি উদ্ভিদ । চতুর্দিকের প্রাণহীন নির্জন প্রান্তরের মাঝে একমাত্র জীবিত সেই । একাকীত্বের যন্ত্রণা যে কী সেটা একমাত্র বোঝার ক্ষমতা তারই আছে যার চতুর্দিকে সীমাহীন নিঃসঙ্গতার প্রান্তর ঘিরে রাখে । একাকীত্বের যন্ত্রণা সীমাহীন এক দুঃখেরই নামান্তর । সেই ভাবনাই আমার এই আর্টের উপজীব্য বিষয় ।



unfolding my past

অতীত । কখনো সীমাহীন দুঃখের তো কখনো বাঁধভাঙা খুশির উচ্ছাসে ভরপুর । অতীত কখনো আমাদের কাঁদায় তো কখনো আবার গৌরব স্মরণ করায় । অতীত সবসময়ই খুব নস্ট্যালজিক । বারেবারে তাই আমরা শুধু অতীতের স্মৃতিচারণা করি । ধীরে ধীরে অতীতের বিস্মৃতির চাদর উন্মুক্ত করে আমরা স্মৃতি রোমন্থন করি । ভবিষ্যৎ আমাদের সম্পূর্ণ অনিশ্চিত, কিন্তু অতীত একদম ধ্রুব সত্য । অতীতে যা ঘটে গিয়েছে তা ধ্রুব । তাকে পাল্টানোর ক্ষমতা আমাদের নেই । শুধু তাকে উন্মুক্ত করে অবলোকন করতে পারি ।



frightened

ভীতি । আমাদের আদিম রিপুর একটি । প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে এখনো অব্দি আমরা ভয়কে জয় করতে পারিনি সম্পূর্ণরূপে । এই ভয় আমাদের মজ্জায়, শিরায় আর রক্তে । এক যুগ থেকে আরেক যুগে, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমরা শুধু ভয়কেই বহন করে চলেছি অবলীলাক্রমে ।



forest fire

দাবানল । প্রাকৃতিক বিপর্যয় গুলোর মধ্যে অন্যতম ভয়ানক একটা বিপর্যয় এটি । দাবানল লাগলে মুহূর্তের মধ্যে একটি শান্ত সমাহিত অরণ্যানী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায় । তার বুকে শত সহস্র বছর ধরে লালিত বৃক্ষরাজি দাউ দাউ করে জ্বলে ওঠে । পশু পাখি প্রাণভয়ে ছোটাছুটি করে নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য । নিমেষে কত জীব পুড়ে অঙ্গারে পরিণত হয় তার কোনো লেখা জোকা থাকে না।



inferno

নরক । নরকাগ্নি জ্বলছে সেথায় সহস্র কোটি বছর ধরে । প্রায় সব ধর্মেই বর্ণিত আছে নরক তথা দোজখ বা জাহান্নাম বা the hell এর কথা । গনগনে উজ্জ্বল সোনালী রঙের সেই ভয়ানক নরক কুন্ডের আগুনের উর্দ্ধাকাশে ঘন কালো শ্বাসরোধকারী ধোঁয়ায় আচ্ছন্ন থাকে । মৃত্যু উপত্যকার সেই অগ্নিকুন্ডে আহুতি হয় পাপীদের মন । জ্বলে পুড়ে নিঃশেষিত হতে থাকে সব । জীবন সেখানে থমকে দাঁড়ায় । মৃত্যু সেখানে চলমান । সেই হলো নরকাগ্নি ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৯৩ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : d9b17fd57766c6c59c9b3ac7cfe5ecf50706da0f5c9fd2bdbac7ecbb1deee873

টাস্ক ৩৯৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 9 months ago 

দাদা পঞ্চম পর্বে এসে আপনি কিন্তু দারুন কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট আজও শেয়ার করলেন। আজকের প্রতিটি আর্ট এর মধ্যে কিন্তু লুকায়িত অনেক ভাষা আছে। আমার কাছে কিন্তু আপনার আর্ট গুলোর দূর্দান্ত মনে হচেছ। নির্জন মরুভূমিতে একমাত্র জীবিত গাছটি কিন্তু আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর আর্টটি শেয়ার করার জন্য।

 9 months ago 

এমনিতে অ্যাবস্ট্রাক্ট আর্ট জাতীয় কিছু বুঝতে আমার বেশ সময় লাগে, তবে যেহেতু আর্টগুলো নিচে একটা ব্যাখ্যা সংযুক্ত করেছেন সেহেতু সহজেই বুঝতে পারছি। আজকের সবগুলো দৃশ্যই দারুণ লেগেছে কিন্তু প্রথমটা জাস্ট অসাধারণ মনে হয়েছে, দারুণ আর্ট করেছেন দাদা। ধন্যবাদ

দাদা আপনার এত সুন্দর পোস্ট দেখে তো আমি মুগ্ধ হয়েছি।আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট , প্রতিটি আট অসাধারণ ছিল কোনটা থুয়ে কোনটার প্রশংসা করবো বুঝে উঠতে পারছিনা। অসংখ্য ধন্যবাদ দাদা এবং আপনার মায়ের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। তিনি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

দাদা আপনার ডিজিটাল আর্টের পঞ্চম পর্ব শেয়ার করলেন।চমৎকার লাগলো আর্ট গুলো। বর্ননা করেছেন খুব সুন্দর ভাবে। বুঝতে খুব সুবিধা হলো।আর প্রথম আর্টটি তো একাকিত্বের সাক্ষী হয়ে আছে।খুব ভালো লাগলো আর্টগুলো দেখে।অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আশাকরি পরবর্তী আর্ট গুলো ও পর্যায়ক্রমিকভাবে দেখতে পাবো।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 9 months ago 

একাকীত্ব ব্যাপারটা আসলেই অনেক কঠিন। চারিদিকে শুধু কাজ করে নিঃসঙ্গতা। আপনার আর্টের কনসেপ্টগুলো সেই লাগে দাদা পাশাপাশি আর্টের ব্রিফ বর্ণনা। আমরা এখনো ভয়কেও জয় করতে পারলাম না। সেটা যেন আমাদের রক্তের শিরায় শিরায়। আর প্রতিবছর দাবানলে যে কত প্রাণী পুড়ে মারা যায়, তার হিসেব নেই।

 9 months ago 

আর্টগুলোর বর্ণনা পড়ছি আর হারিয়ে যাচ্ছি।এখানে সবগুলো আর্টই কিন্তু অনুভব করা যায়।গভীরভাবে দেখলে যেন বাস্তবতা ফুটে উঠছে।দারুণ হয়েছে সবগুলো আর্ট।দাবানলের যে আর্ট সেটা দেখে ভাবছি এভাবে কত প্রাণ নিঃশেষ হয়ে যায় দাবানলে জ্বলে-পুড়ে। আসলে এই আর্টগুলো মন ছুঁয়ে দিল দাদা।

 9 months ago 

অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো কিভাবে করা হয় তাই ভাবছি। একবার চেষ্টা করতে ইচ্ছে করছে।
যাইহোক দাদার সবগুলো আর্ট অসাধারণ ছিল। অ্যাপ গুলো দেখছি পাশাপাশি এগুলোর বিশ্লেষণ দেখছি। অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম।

Posted using SteemPro Mobile

 9 months ago 

দাদা অ্যাবস্ট্রাক্ট আর্ট সম্বন্ধে আমার আগে কোনো ধারণা ছিলো না। তবে আপনার অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখতে দেখতে পাঁচটি পর্বে অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট আর্ট আমাদেরকে উপহার দিয়েছেন ইতিমধ্যে। আজকের অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে একাকীত্ব এবং ভীতি এই অ্যাবস্ট্রাক্ট আর্ট দুটি। যাইহোক এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61026.32
ETH 3397.00
USDT 1.00
SBD 2.56