ABB নেটওয়ার্কের curation কার্যক্রমের একটি সংক্ষিপ্ত স্ট্যাটিসটিক্স
স্টিমিট প্ল্যাটফর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো curation । ব্লগাররা earn করে তাদের পোস্ট curators কর্তৃক curation করা হলে তবেই । এছাড়া আর মাত্র দু'টি ওয়ে আছে ইনকামের । এক. উইটনেস হিসেবে ব্লক ভ্যালিডেট করে এবং দুই. ডেলিগেশন প্রজেক্ট এ স্টিম ডেলিগেশন করে ইনডাইরেক্ট curation কার্যক্রমে যুক্ত হয়ে ।
ABB Network এর জন্ম হয়েছিল আজ থেকে দু'বছর পূর্বে । "আমার বাংলা ব্লগ" এর জন্মের কিছুটা পূর্বে । তখন নাম ছিল Curators । মোট ২৭ টা একাউন্ট যুক্ত হয়েছিল এই নেটওয়ার্কের সাথে । এর মধ্যে কয়েকটি একাউন্ট আমার নিজের আর বাকিগুলো আমার সহযোগীদের । এই curation নেটওয়ার্কের কাজই ছিল true curate, অর্থাৎ, নিজেদের পোস্টে ম্যাক্সিমাম ১০% ভোট দিয়ে বাকি ৯০% ভোট অন্যান্য স্টিমিয়ানদের কোয়ালিটি পোস্টে প্রদান করা ।
এই লক্ষ্যে, ধাপে ধাপে আমার নিজের কয়েকটি একাউন্ট এবং আমার এসোসিয়েটসদের একাউন্টে স্টিম পাওয়ার আপ করা হয় । ঠিকই একইভাবে সমান্তরাল গতিতে Hive এও কিউরেশন কার্যক্রম স্টার্ট করি । তবে, পরবর্তীতে Steemit নিয়েই বেশি জড়িয়ে পড়ি । জন্ম হয় "আমার বাংলা ব্লগ" এবং ABB Network এর ।
"আমার বাংলা ব্লগ" ছিল মূলত আমার একটা ড্রিম প্রোজেক্ট যেটি ডিজাইন করা হয় সম্পূর্ণ অলাভজনক প্রজেক্ট হিসেবে । মাতৃভাষায় ব্লগিং ছিল আমার মূল উদ্দেশ্য । কাজটা খুবই কঠিন । কারণ, প্রথমত আমি একজন খেয়ালি মানুষ, কখনো কাউকে অনুরোধ করে নিজের প্রজেক্ট চালাই না, তাই স্টিম কিউরেটরদের সহায়তা ছিল শূন্য । দ্বিতীয়ত, এই প্ল্যাটফর্মে ইংলিশের একচ্ছত্র আধিপত্য, তাই "আমার বাংলা ব্লগের" পপুলারিটি খুব বেশি বাড়বে না ।
আর এ জন্যই পূর্বের Curators-কে ভেঙে নতুন করে গঠিত হলো ABB Network । এটাও পূর্বের মতোই একটি কিউরেশন প্রজেক্ট, কিন্তু পূর্বের Curators যেমন স্টিমিট প্ল্যাটফর্মের যে কোনো কোয়ালিটিফুল ইউজারকে কিউরেট করতো বর্তমানের ABB Network সেটি করে না । ABB Network -এর রুলসে দুটি প্রধান পরিবর্তন আনা হয় । এক. ABB Network এর আন্ডারে থাকা কমিউনিটি গুলো শুধুমাত্র কিউরেশন এর যোগ্য বলে বিবেচিত হবে । এবং, দুই. শুধুমাত্র পোস্ট কোয়ালিটিফুল হলেই হবে না, পোস্টদাতার স্টিমিটে এনগেজমেন্ট এর হার সন্তোষজনক হতে হবে ।
আজ গত দু'বছরের ABB Network কিউরেশন প্রজেক্টের curation কার্যক্রমের একটি সংক্ষিপ্ত স্ট্যাটিসটিক্স তুলে ধরছি নিচে - (বিঃ দ্রঃ নিচের একাউন্টগুলোর কয়েকটি আমার নিজের আর বাকিগুলো আমার এসোসিয়েটসদের)
Serial | Steemit ID | Vote Count | Voting CSI | Curation Reward |
---|---|---|---|---|
01. | @curators | 32,704 upvotes | 11.40% | 25,779.250 SP |
02. | @royalmacro | 67,239 upvotes | 11.40% | 47,364.398 SP |
03. | @photoman | 31,945 upvotes | 11.40% | 108,068.403 SP |
04. | @rme | 32,518 upvotes | 9.10% | 78,519.759 SP |
05. | @amarbanglablog | 31,823 upvotes | 9.20% | 101,596.433 SP |
06. | @abb-school | 20,808 upvotes | 11.40% | 81,583.391 SP |
07. | @tron-fan-club | 15,030 upvotes | 6.50% | 135,421.314 SP |
08. | @shy-fox | 32,800 upvotes | 9.80% | 586,996.226 SP |
09. | @abb-curation | 32,276 upvotes | 14.50% | 185,208.980 SP |
10. | @oppps | 40,533 upvotes | 27.20% | 130,102.845 SP |
11. | @heroism | 39,607 upvotes | 5.60% | 44,971.352 SP |
12. | @hungry-griffin | 11,589 upvotes | 13.80% | 382,240.321 SP |
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ০২ অক্টোবর ২০২৩
টাস্ক ৪০১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 5304e43fb87a6017826d677caeac9428badfaf19d642e07f7999e9959f889dfa
টাস্ক ৪০১ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
CSI টা কি দাদা? Curation reward per 100 dollar vote in percentage?
Community Support Index
এটা অনেকটা আমাদের ক্রেডিট স্কোর এর মতো । স্টিমিটে আমাদের ভোটিং বিহেভিয়ার এবং এক্টিভিটিস এর উপরে ডিপেন্ড করে এই স্কোরিংটা করা হয় ।
Self Votes নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে, Number of Accounts Voted এটাও নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে যদি সেম ইউজারকে একই উইকে মাল্টিপল সাপোর্ট দেওয়া হয়, কিন্তু, মাল্টিপল ইউজারদের জোট বেশি সংখ্যক সাপোর্ট দেয়া যাবে তত পজিটিভ ইমপ্যাক্ট পড়বে । Vote Weight টাও গুরুত্বপূর্ণ CSI স্কোরিংয়ে ।
CSI ১০ এর উপরে রাখলেই সেটা হেলথি ।
বুঝতে পেরেছি দাদা।
মাল্টিপল সাপোর্ট, সেলফ ভোট আর ভোটিং ওয়েট এখানে ফ্যাক্টর। ধন্যবাদ।
সত্যি বলতে দাদা আপনার এই কিউরেশন প্রজেক্ট এবং আপনার এই মহৎ উদ্যোগের কারণেই কিন্তু আজকে স্টিমিট প্ল্যাটফর্মে অনেকে উপকৃত হচ্ছে। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল দাদা।ধন্যবাদ আপনাকে এই বিষয়টি সবার মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
স্টিমিটে কাজ করার ক্ষেত্রে কিউরেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিউরেশন ছাড়া ভালো পোস্টগুলোকে মূল্যায়ন করা সম্ভব নয়। আপনি বিশাল ইনভেস্টমেন্ট এবং কঠোর পরিশ্রম করে কিউরেশন একটা শক্ত অবস্থানে এনেছেন। যা সত্যিই স্টিমিটে আইডল হয়ে থাকবে।
চমৎকার ছিল দাদা আপনার ABB Network cutation নিয়ে বিস্তারিত বর্ণনা। জানতে পেরেছি কিভাবে ধাপে ধাপে ABB নেটওয়ার্ক কিউরেশন গঠন করা হলো। তবে এই বেশ ভালো লেগেছে জানতে পেরে বিস্তারিত তথ্য। এত কষ্টের বিনিময়ে আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সেরা একটি কমিউনিটিতে নিয়ে যেতে পেরেছেন। একমাত্র আপনার দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে। ABB নেটওয়ার্ক Curation সম্পর্কে অনেক ভালো ধারণা হলো। তাছাড়া নিচে অ্যাকাউন্ট গুলো আপনি তালিকা আকারে শেয়ার করলেন তাও দেখার সুযোগ হলো।
স্টিমিটে কাজ করার জন্য কিউরেশনএকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আজ ABB নেটওয়ার্কের কিউরেশন কার্যক্রমের তালিকা দিলেন।খুব ভালো লাগলো দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
প্রথমেই দাদা আপনাকে অভিনন্দন। আপনার চমৎকার উদ্যোগ এর কারনে সব কিছু আস্তে আস্তে সফলতা অর্জন হচ্ছে। মাতৃভাষায় ব্লগিং ছিল দাদা আপনার মূল উদ্দেশ্য সেটা আমরা সকলেই খুব ভালো করে বুঝতে পেরেছি। স্টিমিট প্ল্যাটফর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কিউরেশন ঠিক বলেছেন দাদা। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
বাংলা ভাষাভাষী আমরা যারা আছি আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো দাদা। একটা সময় স্টিমিট মানেই ইংরেজি পোস্ট, বাংলার তেমন একটা কদর হতো না। আজ বাংলা সবার উপরে। আপনার জন্যই এটা সম্ভব হয়েছে। কিউরেশন খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা যারা কষ্ট করে পোস্ট করে থাকি সেগুলো কিউরেশন করে আপনি কিছু রেওয়ার্ড দেন। আপনার জন্য দোয়া ও ভালোবাসা সবসময় 🙏🍀
প্রথমেই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাঙ্গালীদের জন্য এমন সুন্দর একটা সুযোগ করে দেবার জন্য। যদি আপনি এমন গ্রহণ না করতেন তাহলে হয়তো বা এই প্লাটফর্মে বাঙালিরা ভালোভাবে জায়গায় করতে পারত না। আপনার মাধ্যমে আমরা এখন গর্ব করে বলতে পারি আমরা নিজেদের ভাষায় ব্লগিং করি একই সাথে আপনার মাধ্যমে সকলেই উপার্জন ও করতে পারি।
আমি মনে করি আপনি অসম্ভবকে সম্ভব করেছেন দাদা। কারণ স্টিমিট প্লাটফর্মে ইংরেজির আধিপত্য থাকা সত্ত্বেও, আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতোটা সমৃদ্ধ করতে পেরেছেন। বর্তমানে আমাদের কমিউনিটি একেবারে টপ লেভেলে রয়েছে। যেটা সত্যিই গর্বের বিষয় দাদা। আপনাকে স্টিমিয়ানরা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আপনি শত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের পোস্ট কিউরেশন করেন যেভাবে, এটা সত্যিই বেশ প্রশংসনীয়।
এই পরিসংখ্যানটা দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা।