"লাজুক খ্যাঁক" নিয়ে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেট - ০৩

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


"লাজুক খ্যাঁক" বা শাই ফক্স থেকে বর্তমানে "আমার বাংলা ব্লগের" জেনারেল ইউজারদেরকে ১৫% আপভোট প্রদান করা হয়ে থাকে । এই ১৫% আপভোটের মূল্য ২০২৪ সাল নাগাদ প্রায় $১০০ হবে । তাই, এখন থেকেই এর আপভোট পাওয়ার সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন হয়ে পড়েছে । এর আগে মোট দু'বার "লাজুক খ্যাঁক"-এর আপভোট নীতিমালা আপডেট করা হয়েছে । এবার তিন নম্বর আপডেট ।

আগের নীতিমালা ঠিকই ছিলো । কিন্তু, একটি বেশ বড় ধরণের দুর্বলতা ছিল এই নীতিমালায় । ভোটিং সিস্টেম টা পুরোপুরি ডিপেন্ডেড ছিল কমিউনিটিতে এনগেজমেন্ট এর উপরে । এতে ভালো মন্দ দুটি দিক-ই ছিল ।

ভালো দিক : কম্যুনিটিতে এনগেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ । তাই, ম্যাক্সিমাম এনগেজমেন্ট যাঁদের থাকতো তাঁরা প্রায়োরিটি লিস্টে টপে থাকতেন । এই এনগেজমেন্টের ভিত্তিতেই সাপ্তাহিক সুপার একটিভ লিস্ট তৈরী করা হতো ।

খারাপ দিক: শুধুমাত্র বিশাল এনগেজমেন্ট এর ভিত্তিতে তুলনামূলক অনেক লো কোয়ালিটির পোস্টগুলোতে শাই ফক্স থেকে আপভোট পড়তো । আর দারুন দারুন কোয়ালিটি পোস্ট শুধুমাত্র সামান্য একটু কম এনগেজমেন্ট এর কারণে শাই ফক্স ভোটিং থেকে বঞ্চিত হতো ।

এই কারণে, এমন একটা নীতিমালা প্রণয়ন করা খুবই জরুরি হয়ে পড়ে যাতে কোয়ালিটি পোস্টদাতারা শাই ফক্স ভোটিং থেকে বঞ্চিত না হন ।

এখন নিচে সম্পূর্ণ নীতিমালা তুলে ধরা হলো -


ভূমিকা : "আমার বাংলা ব্লগ" একটি fully self-reliant স্টিমিট কমিউনিটি । আমাদের কখনোই বাইরের কোনো কিউরেটর বা স্টিম কিউরেটর টীম বা বুমিং এর উপরে ডিপেন্ড করা লাগে না । নিজেরাই নিজেদের পাওয়ার । তাই এটি সম্পূর্ণ স্বাধীন কম্যুনিটি । এখন কথা হলো বাইরের ফ্রি curation সাপোর্ট না পেলে নিজেদের পাওয়ার বিল্ড আপ করা সুকঠিন একটা কাজ এবং এতে কমিউনিটির সবারই সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী বলে আমি মনে করি ।

যেহেতু, "আমার বাংলা ব্লগ" তার কমিউনিটি একাউন্টে কোনো ধরণের ডেলিগেশন একসেপ্ট করে না তাই আমাদের কমিউনিটির পাওয়ার বিল্ড আপে নিজেদেরকে "পোস্ট বেনিফিশিয়ারি" সিস্টেমের মাধ্যমে কমিউনিটির পাওয়ার বিল্ড আপে সক্রিয় ভূমিকা নিতে হবে ।


"লাজুক খ্যাঁক" এর আপভোট নীতিমালা (সংশোধিত) ?


  • আপনার পোস্টের (শুধুমাত্র আমার বাংলা ব্লগ কম্যুনিটিতে করা পোস্ট) beneficiary মিনিমাম ১০% @shy-fox কে দিতে হবে । এতে @shy-fox এর পাওয়ার বিল্ড আপে আপনি সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলকার জন্য । ১০% @shy-fox বেনিফিশিয়ারি না দিলে শাই-ফক্স থেকে কোনো সাপোর্ট পাওয়ার জন্য পোস্ট মনোনীত করা হবে না ।

  • "আমার বাংলা ব্লগ" আয়োজিত পাওয়ার আপ কন্টেস্টে নিয়মিতভাবে অংশগ্রহণ করবেন । মাসে ৪টি পাওয়ার আপ কনটেস্ট পরিচালিত হয়ে থাকে । আপনাকে প্রতি মাসে অন্তত একটিতে অংশগ্রহণ করতেই হবে ।

  • @rme, @shy-fox, @amarbanglablog এবং @abb-school এর কোনটাতেই কোনো অবস্থাতেই স্টিম পাওয়ার ডেলিগেশন করতে পারবেন না । আমি আমার কোনো একাউন্ট -এ কোনো অবস্থাতেই বাইরের কোনো ডেলিগেশন একসেপ্ট করি না ।

  • শাই ফক্স শুধুমাত্র সাপ্তাহিক সুপার একটিভ লিস্ট ইউজারদেরকেই আপভোট প্রদান করবে । তবে, এই লিস্টের বাইরে যে কাউকেই, এমনকি আমার বাংলা ব্লগের বাইরের যে কোনো কমিউনিটির যে কাউকেই যে কোনো ভোটিং ওয়েট-এ আপভোট দেওয়ার ক্ষমতা আমি সংরক্ষণ করে থাকি ।

  • প্রতি ২৪ ঘন্টায় মোট ৪০-৫০টি পোস্ট কিউরেশনের জন্য মনোনীত করা হবে । অ্যাডমিন/মডারেটরদের পোস্ট এই কাউন্টিংয়ের বাইরে থাকবে ।

  • কমিউনিটির একমাত্র অ্যাডমিন/মডারেটর ছাড়া আর কেউই ডেইলি গারান্টেড শাই ফক্স ভোট পাওয়ার অধিকার রাখেন না ।

  • প্রত্যেকটা পোস্টের টোটাল ভোট ভ্যালু (কমিউনিটির কিউরেশন সহ) মিনিমাম $১০+ নিশ্চিত করা হবে । সেই ক্যালকুলেশনে "লাজুক খ্যাঁক" ভোটিং weight ঠিক করবে ।

  • একই অথরের প্রতি ২৪ ঘন্টায় একটি মাত্র পোস্ট "লাজুক খ্যাঁক"-এর কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।

  • *
    inactive অথরদের পোস্ট কিউরেশনের জন্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হবে ।
  • ২০০ শব্দের নিচের কোনো পোস্ট কিউরেশন করা হবে না ।

  • কমিউনিটির সম্পূর্ণ গাইডলাইনস ফলো করে করা পোস্টগুলিই শুধুমাত্র কিউরেশনের যোগ্য বলে বিবেচিত হবে । দেখুন:- "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট

  • আপনার পোস্টটি যদি কোয়ালিটি পোস্ট না হয়ে থাকে তবে সুপার এক্টিভ লিস্টে থাকা সত্ত্বেও আপনার পোস্টটি শাই ফক্স ভোটিংয়ের জন্য সম্পূর্ণভাবে উপেক্ষা করার অধিকার সংরক্ষণ করে থাকে ।


সাপ্তাহিক সুপার এক্টিভ লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার নীতিমালা


  • নিয়মিত পোস্ট করা । প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন পোস্ট করবেন ।

  • নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ১-২ দিনের মধ্যে reply দেবেন ।

  • নিয়মিত অন্যদের পোস্ট পড়বেন যতগুলি সম্ভব । এনজয়মেন্টের জন্যই পড়বেন । জোর করে পড়ার দরকার নেই ।

  • কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, তাকে আপভোট দিয়ে সাপোর্ট করবেন । আপনার ক্ষুদ্র একটি সাপোর্ট যে কোন অথরের কাছে সেটা বিশাল ।

  • অন্য অথরদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন ।

  • মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।

  • আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন ।

  • আমাদের কমিউনিটির discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।

  • আপনার প্রতি সপ্তাহের একটিভিটি'র উপরে বেস করে প্রত্যেক বুধবারে স্কোরিং করা হবে । স্কোরিংটা নিম্নরূপ -
    X = weekly post quality points
    Y = weekly community engagement points
    Z = weekly discord activities (including hangout) points

    eligibility score = ((X + (Y/7) + (Z/2))/2.5)/10

    minimum points of X = 40, Y = 25 & Z = 40

    **If anyone fails to gain minimum points of X, Y & Z then there is no chance to get included in Super Active List


Sort:  

Thanks for sharing the information

দাদা আপনি অনেক সুন্দর একটা নীতিমালা তৈরি করছেন আমার বাংলা ব্লগের জন্য।আসলে এই নীতিমালার মধ্যে সুপারলিস্ট না থাকার সত্যেও যদি ভালো মানের পোস্ট হয় তাকে hy-foxer ভোট প্রদান করা হবে।এতে কোনে ভালো মানের পোস্ট hy-foxer ভোট থেকে বঞ্চিত হবে না।অনেক সুন্দর বিয়ষমুলক পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

নিয়মগুলো পড়ে খুব ভাল লাগলো। এতে কোয়ালিটি পোস্টগুলোর যথাযথ মূল্যায়ন হবে। দাদাকে অনেক অভিনন্দন পুরো বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Thank You for sharing...

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago (edited)

সুপার একটিভ লিস্ট তৈরি করার জন্য এমন একটি নীতিমালা খুবই জরুরী ছিল দাদা। আসলে কমেন্ট প্রতিযোগিতায় নেমে অনেকের পোস্ট ভালোমতো পড়া হতো না। আজকের এই নীতিমালার পর থেকে আশা করি আর কেউ কমেন্ট প্রতিযোগিতায় নামবে না। সবাই পোষ্ট খুশি মনে পড়ে ভালোলাগা থেকে কমেন্ট করবে। তাছাড়া চেষ্টা করবো যে কোয়ালিটি পোষ্ট করার জন্য। আজকের নীতিমালা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী বলে আমি মনে করি। তাছাড়া এর ফলে কোয়ালিটি পোস্ট এর shy-foxer ভোট থেকে বঞ্চিত হবে না। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি নীতিমালা প্রকাশ করার জন্য।

 2 years ago 

যথার্থ এবং খুবই চমৎকার ক্যালকুলেশন পদ্ধতি উপস্থাপন করা হয়েছে, আমি বিশ্বাস করতে চাই যে আমরা পরবর্তীতে যোগ্যতম ইউজারদের সাপোর্ট নিশ্চিত করতে সামর্থ হবো। ধন্যবাদ দাদা পুরো বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

Thank You for sharing...

 2 years ago 

চমৎকার একটি উদ্যোগ। এখন থেকে কোয়ালিটি পোস্টগুলো বাদ পড়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল বলে আমার মনে হয়। সেইসঙ্গে কমিউনিটি এনগেজমেন্ট ঠিক রাখার জন্য সবাই যত্নবান হবেন এই ঘোষণার মাধ্যমে। সময়োচিত একটি পদক্ষেপ নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন দাদা। আসলে অনেক সময় দেখা যায় একটু কম ইংগেজমেন্ট এর কারণে ইউজারদের ভালো ভালো পোস্টগুলো @shy-fox এর ভোট থেকে বঞ্চিত হয়ে যায়। এই বিষয়গুলোকে সুন্দরভাবে বিবেচনা করে একটি সিদ্ধান্ত নিয়েছেন যা সত্যিই আমার বাংলা ব্লগ কমিউনিটি জন্য মঙ্গলকর।

Thank You for sharing...

 2 years ago 

ধন্যবাদ দাদা 💚
আপনি যোগ্য অভিভাবক আর আপনার পক্ষে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব। সর্বোশেষ আপডেট সম্মানের সাথে গ্রহন করছি। এতে আমাদের মতো সাধারণ সদস্যদের উপকার হবে।
আমাদের চেষ্টা সবসময়ই থাকবে মানসম্মত পোস্ট উপহার দেয়া এবং সর্বোচ্চ এক্টিভিটি ধরে রাখা। অন্তর থেকে দোয়া রইল 🥀

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20