একটি অবশ্য পালনীয় কাজের দায়িত্ব অর্পণ কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটরদের প্রতি

in আমার বাংলা ব্লগ2 years ago


আপনারা সবাই জানেন যে আমার বিজনেস মূলত সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড । e-commerce বিজনেস একটা ইনিশিয়েট করেছি জাস্ট । কিন্তু, এই মুহূর্তে ব্লকচেইন বেসড কোনো বিজনেস নেই আমার । অথচ ব্লকচেইন টেকনোলজি নিয়ে মাতামাতির অন্ত নেই এখন । আর এই প্রযুক্তিটা আমার কাছেও অসাধারণ লেগেছে ।

তাই, আমি ডিসিশন নিয়েছি যে একটা ব্লকচেইন বেসড মিডিয়া কোম্পানি গড়ে তোলা । যেটার ব্যাকবোন রাখতে চাচ্ছি steem blockchain কেই । এটা খুব ফাস্ট, scalable, লাইট এবং secured । আর সব চাইতে বড় কথা এটা ট্রানসাকশান ফী লেস । আর এ উদ্দেশ্যে আমাদের একটা সাইড চেইনও থাকবে যেটা পুরোপুরি ট্রন ব্লকচেইনে নির্মিত হবে ।

আমার স্টিমিটে সকল এক্সিস্টিং কমিউনিটি প্লাস কিছু বন্ধু কমিউনিটি যেখানে আমি অ্যাডমিন বা মড হিসেবে রয়েছি সেগুলোকেও আমার মিডিয়া কোম্পানির পার্টনার হিসেবে নেওয়ার ইচ্ছে রয়েছে । বিশাল ইনভেস্টমেন্ট । বিশাল প্রজেক্ট । অসংখ্য ব্লকচেইন বেসড সফটওয়্যার এবং টুলসও থাকবে আমাদের ।

এ উদ্দেশ্যে আমাদের ফার্স্ট মুভমেন্ট হলো সবার আগে "আমার বাংলা ব্লগ" এর সকল একটিভ, ইনএক্টিভ এবং banned ইউজারদের একটা পূর্ণাঙ্গ ডেটাবেস দরকার ।

কমিউনিটির অ্যাডমিন/মড দের প্রতি অর্পিত দায়িত্ব :


০১. "আমার বাংলা ব্লগ" এর একদম শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সব সাবস্ক্রাইবার এর একটা লিস্ট চাই ।

০২. "আমার বাংলা ব্লগ" এর একদম শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সব অথরদের একটা লিস্ট চাই ।

০৩. "আমার বাংলা ব্লগ" এর একদম শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সব সাসপেন্ডেড অথরদের একটা লিস্ট চাই ।

০৪. শুধুমাত্র স্টিমিট আইডি পেলেই হবে আমার ।

০৫. প্রয়োজনে @faisalamin এর হেল্প নিতে পারবেন আপনারা এই কাজে ।

০৬. আইডির ডেটাবেস প্লেইন টেক্সট ফাইল হিসেবে দিতে হবে । টেক্সট ফাইলের প্রত্যেক লাইনে শুধুমাত্র একটা করে স্টিমিট আইডি থাকবে স্পেস ছাড়া । প্রত্যেকটা আইডি @ দিয়ে শুরু হবে এবং শেষে কোনো স্পেস থাকতে পারবে না ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৫০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (500 TRX daily for 7 consecutive days :: DAY 01)




সময়সীমা : ২৯ নভেম্বর ২০২২ থেকে ০৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৯ নভেম্বর ২০২২


টাস্ক ১২৭ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 3fc26db838ce088d3c2e7f02eacbae5e04067c410fd36f79d7bfb596b91a04d0

টাস্ক ১২৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

Valo initiative dada... Sob kisur record thakata onk joruri...

 2 years ago 

অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন দাদা, যদিও সেদিন মিটিংয়ে আমাদের এই বিজনেসের কথা জানিয়েছিলেন। তবে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে বলতে পারি যেখানে আপনি আছেন সেখানে অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
আমাদের সকলের উপর অর্পিত সকল কাজ আমরা সবাই মিলে কমপ্লিট করার চেষ্টা করবো। ধন্যবাদ দাদা।

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

অনেক বড় একটি পরিকল্পনা হাতে নিয়েছেন দাদা। তবে তার আগে আপনি যেসব বিষয় গুলো বের করতে বলেছেন সেগুলো বের করা আমাদের খুবই জরুরী। আমরা যথাসাধ্য চেষ্টা করে সব লিস্ট গুলো বের করার চেষ্টা করবো দাদা। বিশেষ করে আমাদের কমিউনিটি থেকে যাদেরকে ব্যান করা হয়েছে তাদের লিস্টটা থাকা খুবই জরুরী।।

 2 years ago 

খুবই ভালো একটি ইনিশিয়েটিভ গ্রহণ করেছেন দাদা।এতে অনেক মানুষের উপকার হবে বিরাট পরিমানে।বিশেষত অনেকেই এর থেকে সাংসারিক দায়িত্ব নিতে সক্ষম হবে।আমার খুবই ভাল লাগছে আপনার এই বিশাল প্রয়াসটি।আমি কোনোভাবে এক্ষেত্রে সাহায্য করতে পারলে আরও ভালো লাগবে।

 2 years ago 

Hi @rme, I am available for this assignment and hope to do it within the time frame specified. Thank you for your concern and efforts to strengthen the Steem Blockchain.

হাই @rme, আমি এই অ্যাসাইনমেন্টের জন্য উপলব্ধ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটি করার আশা করি। স্টিম ব্লকচেইনকে শক্তিশালী করার জন্য আপনার উদ্বেগ এবং প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

স্টিমেট ব্লগ চেইনকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তুলতে প্রতিনিয়ত আপনি কাজ করে যাচ্ছেন।। বর্তমানে যে প্রজেক্ট এর পরিকল্পনা বাস্তবায়িত করতে যাচ্ছেন আশা করছি এটি অবশ্যই বাস্তবায়িত হবে। কেননা আপনার সূক্ষ্ম পরিকল্পনা সূক্ষ্ম মেধায় আমি মনে করি এই কাজগুলো অবশ্যই সম্ভব।। ধন্যবাদ দাদা আপনাকে সব সময় ভালো কাজ করা এবং ভালো দিকেই আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য।।

 2 years ago 

আসলে এধরণের উদ্যোগের ফলে কেউ আর স্টিমিটে ক্ষতি করতে পারবে না।আর করতে চাইলেও সাথে সাথে তাকে ধরা যাবে।এতে কাজে গতিও তরান্বিত হবে বলে আমি মনে করি।অসংখ্য ধন্যবাদ দাদা,দেরিতে হলেও এত সুন্দর একটি পদক্ষেপ নেওয়ার জন্য।

 2 years ago 

জ্বি দাদা সেদিন বলেছিলেন বিজনেসের কথা।সেদিন বলার পর থেকেই বেশ এক্সাইটেড সম্পূর্ণ ব্যাপারটি নিয়ে।এটা এই ব্লকচেইনকে অন্য একটা মাত্রা দিবে।আর আমাদের যে কাজ দিয়েছেন তা আমরা সকলে মিলে সম্পূর্ণ ভাবে সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করবো দাদা।
আমরা সবাই আনন্দিত হবো এই কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরে এবং আশাবাদীও।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103208.45
ETH 3292.46
SBD 6.25