ফুড ফোটোগ্রাফি পোস্ট : কিছু প্রিয় খাবারের ফোটোগ্রাফস

in আমার বাংলা ব্লগ2 years ago

আজকে আর খুব বেশি কিছু লিখলাম না । আমার খুবই প্রিয় কিছু খাবারের ফোটোগ্রাফস দিয়ে সাজিয়েছি আমার আজকের ফুড ফোটোগ্রাফি পোস্টটা । ফোটোর নিচে নিচে খাবারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছি । মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু খাবার আমার খুবই প্রিয় অথচ তাদের নামটাই জানি না । অদ্ভুত না ? আমাদের দীপ্রর মতো বলতে হয় খাবার জিনিস খেয়েই সুখ, অতো নাম-ধাম জেনে হবেটা কী ? হে হে :) ঠিকই তো, যা পেটে গিয়ে হজম হয়ে যাবে তার আর এতো নাম টাম জেনে কী হবে ? আপনারা যদি ছবি দেখে চিনতে পারেন তো দয়া করে পোস্ট এর কমেন্ট বক্সে সেটা উল্লেখ করবেন ।

তো চলুন দেখে নেওয়া যাক আমার কিছু প্রিয় খাবারের ফোটোগ্রাফস -


ক্রিসপি চিকেন । এটা আমার একটি প্রিয় খাবার বেশ । ধাবাতে আর চাইনিজ রেস্তোরাঁতে সব চাইতে ভালো করে আইটেমটি ।

তারিখ : ০৫ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ২৫ মিনিট
স্থান : লেক টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কী স্যুপ যেনো নামটা ভুলে গিয়েছি, ওই যে এগের সাদা অংশ থাকে স্যুপের ওপর । চায়নিজ স্যুপ । খেতে বেশ টেস্টি ।

তারিখ : ১১ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ৪০ মিনিট
স্থান : নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বাঁশ বিরিয়ানী । কাঁচা বাঁশের মধ্যে সুগন্ধী বিরিয়ানি রাইস, চিকেন এর টুকরো আর মশলা ঢুকিয়ে মুখটা ময়দার তাল দিয়ে এঁটে কাঠকয়লার আগুনে বাঁশটি পোড়ানো হয় । এভাবেই বাঁশের মধ্যে বিরিয়ানি রান্না হয়ে যায় । আলাদা করে জল আর নুন দেওয়া লাগে না । কাঁচা বাঁশের লবনাক্ত রসে রান্না কমপ্লিট । খেতে সুস্বাদু এই বাঁশ বিরিয়ানি ।

তারিখ : ১১ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ৪৫ মিনিট
স্থান : নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চিকেন টিক্কা কাবাব। এটা কিন্তু ব্রয়লার মুরগির টিক্কা নয় । এটা হলো লাল মোরগের স্পেশ্যাল চিকেন টিক্কা কাবাব । খেতে জাস্ট অসাম ।

তারিখ : ২৫ অগাস্ট ২০২২
সময় : দুপুর ৩ টা ৪৫ মিনিট
স্থান : বাইপাস ধাবা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মিক্সড ফ্রাইড রাইস আর বাটার মশলা চিকেন । মিক্সড ফ্রাইড রাইস এ আছে চিকেন, প্রন, এগ আর নানান মিক্সড সবজি । আর বাটার মশলা চিকেনটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রিচ স্বাদের ক্রিমি একটা আইটেম ।

তারিখ : ১১ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ৪৫ মিনিট
স্থান : নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মিক্সড ফ্রাইড রাইস আর বাটার মশলা চিকেন । মিক্সড ফ্রাইড রাইস এ আছে চিকেন, প্রন, এগ আর নানান মিক্সড সবজি । আর বাটার মশলা চিকেনটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রিচ স্বাদের ক্রিমি একটা আইটেম ।

তারিখ : ১১ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ৪৫ মিনিট
স্থান : নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গোল্ডেন ফ্রাইড লবস্টার । গলদা চিংড়ির ফ্রাই । দারুন ইয়াম্মি ।

তারিখ : ১১ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ৫০ মিনিট
স্থান : নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চিকেন ক্লিয়ার স্যুপ । মাই ফেভারিট স্যুপ । স্যুপের মধ্যে ক্লিয়ার স্যুপটাই আমার সব চাইতে প্রিয় ।

তারিখ : ১১ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ৫০ মিনিট
স্থান : নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হট এন্ড স্পাইসি ক্রানচি ল্যাম্ব ফ্রাই । কচি ভেড়ার মাংস ফ্রাই । ভেড়া আমার খুব একটা খাওয়া হয় না । তবে মাঝে মাঝে খেলে এটাই খাই । অসাধারণ খেতে ।

তারিখ : ১১ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ৫০ মিনিট
স্থান : নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


নুডুলস স্যুপ । খেতে দারুন । যদিও ক্লিয়ার স্যুপটাই বেশি খাই তবে এই থাই ন্যুডুলস স্যুপটাও সুযোগ পেলেই খাই ।

তারিখ : ১১ অগাস্ট ২০২২
সময় : রাত ৯ টা ০০ মিনিট
স্থান : নিউ টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বাড়ির খাওয়ার টেবল । যা কিছু আইটেম দেখছেন ওগুলো সবই আমার প্রিয় ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সর্ষে ইলিশ । খুবই প্রিয় ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গলদা চিংড়ীর মালাইকারি । কোলেস্টরেল এর ভয়ে বেশি খাই না । বড় সাইজের গলদা হলে দুটো । মাঝারি সাইজ হলে চারটে ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দেশী লাল মোরগের ঝাল । আহা স্বর্গ স্বর্গ ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কচি পাঁঠার গা মাখা ঝোল । খাসির মাংস প্রিয় নয় আমার । তবে চর্বি ছাড়া কচি পাঁঠার মাংস বেশ ভালো লাগে ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মিষ্টি তেমন একটা পছন্দের নয় আমার । তবে রসগোল্লা বেশ প্রিয় ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মালাই চপ । এটা খেতে অপূর্ব । স্বাদটা স্বর্গীয় ।

তারিখ : ১২ অগাস্ট ২০২২
সময় : রাত ৮ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



পরিশিষ্ট


প্রতিদিন ২২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৭ম দিন (225 TRX daily for 7 consecutive days :: DAY 07)


trx logo.png



সময়সীমা : ২১ অগাস্ট ২০২২ থেকে ২৭ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ২৭ আগস্ট ২০২২


টাস্ক ৪২ : ২২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 66a9360de412171d4dd149a084d634c76aa22f341c7a5101a3ea1747cbedd872

টাস্ক ৪২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন দাদা খাবার খাওয়ার কথা খাবো এত নাম জেনে কি হবে পেটে গিয়ে যার যার নাম সে সে জেনে নিক।আমার এমনিতেই বার বার খুধা লাগছে তারপর আবার যা দেখলাম সারারাত ঘুমাতে পারবো কিনা কে জানে।পোস্টটি সেভ করে রাখলাম মাঝে মাঝে ক্ষুদা লাগলে দেখবো তাতেও শান্তি।বাঁশ বিরিয়ানি সবসময় দেখি এখনো খাইনি কেন যে দেখালেন আর পারছি না খুব লোভ লাগছে।কোনটা রেখে কোনটার কথা বলবো দাদা সবইতো খেতে মন চায়।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

দাদা মনে তো লাড্ডু ফুটে গেলো আমার, শুধু চিংড়ির বাটিটা বাদে বাকিগুলো এই দিকে পাঠিয়ে দিন, আহা কি স্বাদের জিনিষ। এগুলো দেখলে কি আর লোভ সামলানো যায়?

প্রিয় খাবারের নাম না জানার বিষয়টি দেখে মেলা আসি আসলো, হা হা হা। সত্যি বড়ই অদ্ভুত দাদা বিষয়টি।

 2 years ago 

দাদা আজকে আপনি খুবই দারুন একটি পোস্ট করেছেন। আর এই পোস্ট দেখেই যেন খেতে ইচ্ছে করছে। এত মজার মজার খাবার।আপনি এত মজার মজার খাবার এর ফটোগ্রাফি করে আজকে পোষ্ট করেছেন। সত্যিই অসাধারণ। প্রত্যেকটা খাবার ছিল অনেক সুস্বাদু এবং লোভনীয়। আপনি অনেক খাবারের নাম জানেন না, বিশেষ করে বাঁশ বিরানি খাবার আমার কাছে সবচাইতে বেশি সুস্বাদু মনে হয়েছে। তাছাড়া অন্যান্য খাবারের ফটোগ্রাফি দেখে লোভ সামলাতে পারছিনা। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝেই মজাদার খাবার গুলোর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

Wow এত এত ইয়াম্মি খাবার দেখে তো লোভ লাগছে ।কি মজা করে খেয়েছেন আপনি !সত্যি দাদা ঠিকই বলেছেন খাবারের এত নাম জানার দরকার কি ?খেয়ে তৃপ্তি পেলেই হলো। প্রত্যেকটি খাবারই লোভনীয় লাগছে। মালাই চপ ,গলদা চিংড়ির মালাইকারি বেশ সুস্বাদু মনে হচ্ছে ।উফ আর দেখতে পারছি না । দেখেই খেতে ইচ্ছে করছে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

আমি শুধু একবার দেখেছি আপনার খাবার ফটোগ্রাফি বেশি দেখলে আর সামলাতে পারবো না, দাদা তবে খাবার গুলা বেশ মজার আপনার কথা শুনেই বুঝতে পারছি, আর এমন খাবার এখনো খাইনি কয়েকটা বাদে, তবে আসলেই দেখার মতো।ধন্যবাদ দাদা, আজ অনেক খাবার নাম জানলাম

 2 years ago 

অসাধারণ কিছু খাবারের ফটোগ্রাফি দেখলাম দাদা। আপনার প্রিয় খাবারের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার নিজেরও বেশ কিছু খাবারের সাথে প্রথম পরিচয় হলো। অনেক খাবারের নাম হয়তো জানি না। তবে বাঁশ বিরিয়ানি আমার কাছে অসাধারণ লেগেছে কখন আমার খাওয়া হয়নি যদিও। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে রসগোল্লা ও মালাই চপ আমার নিজেরও খুব প্রিয়। খুব ভালো লাগলো দাদা ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

অসাধারণ কিছু খাবারের তালিকা ফটোগ্রাফি করেছেন দাদা। এরমধ্যে সর্ষে ইলিশ, রসগোল্লা, মালাই চপ, গলদা চিংড়ি ফ্রাই ও নুডুলস স্যুপ খেয়েছি। আপনি যে স্যুপটির নাম বলতে পারেননি আমিও সেটির নাম বলতে পারছি না। এত সুন্দর সুন্দর খাবার তালিকা ফটোগ্রাফি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মেসে রান্না হয়নি দাদা। বাইরেও খেতে যেতে পারছি না এই সময় আপনার এই পোষ্ট। পেটে যুদ্ধ শুরু হয়ে গেছে।বিশেষ করে বিরিয়ানী আর ফ্রাইড রাইস দেখে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97555.31
ETH 3422.82
USDT 1.00
SBD 3.02