Indian Museum ভ্রমণ -পর্ব ৩৯

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Indian Museum ভ্রমণ -পর্ব ৩৯


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৩৮


হ্যালো বন্ধুরা,

সুপ্রভাত । আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ।

কয়েকদিন কাজের চাপের ঠেলায় চোখে অন্ধকার দেখছি । ৩-৪ দিন তাই মিউজিয়াম ভ্রমণের এপিসোডগুলো বাদ পড়েছে । আজ থেকে আবার শুরু করলাম । "প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে সপ্তম পর্ব । এ পর্যন্ত মোট ছ'টি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক antique দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।

আমাদের আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. বাদশাহী হারেমের একটি অবসর যাপনের খন্ডচিত্র সাথে অবসর যাপনে ব্যবহৃত কিছু দ্রব্যাদি
২. কাঠের তৈরী একটি মুখ আঁটা কৌটো
৩. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী গৌতম বুদ্ধের মূর্তি
৪. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি প্রাচীন আমলের বরযাত্রীর একটি খন্ডচিত্র
৫. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একজন রাজার প্রতিমূর্তি
৬.সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী - গো-শকট, হাতির পিঠের হাওদা এবং রথযাত্রা
৭. আবলুশ কাঠের প্রাচীন তৈরী গয়নার বাক্স

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।


বাদশাহী হারেমের একটি অবসর যাপনের খন্ডচিত্র সাথে অবসর যাপনে ব্যবহৃত কিছু দ্রব্যাদি । বাঁ পাশে রয়েছে একটি রৌপ্য নির্মিত আলবোলা , তারপরে ডিজাইন করা কয়েকটি তাকিয়া ও বালিশ, রৌপ্য নির্মিত সুরাদান এবং অনেকগুলি সুরাপাত্র । আর ঠিক মাঝখানে রয়েছে একটি পাশার মতো খেলার কোট ও গুটি । অনেকটা ছক্কা পাঞ্জার মতো এটি । বাদশাহী হারেমে বেগমেরা এই খেলার মাধ্যমেই তাঁদের অবসরকালীন সময় উপভোগ করতেন ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কাঠের তৈরী একটি মুখ আঁটা কৌটো । মধ্যযুগীয় এই কৌটোর গায়ে কাঠ কুঁদে অনেকগুলি মূর্তি ডিজাইন করা হয়েছে । দেখতে দারুন সুন্দর কৌটোটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হাতির দাঁতের তৈরী অনিন্দ্যসুন্দর এই মূর্তিটি গৌতম বুদ্ধের ধ্যানরত অবস্থার প্রতিরূপ। চতুর্দশ শতকের এই মূর্তিটি মুর্শিদাবাদ থেকে প্রাপ্ত ।মারাত্মক সুন্দর মূর্তিটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী এই মূর্তিগুলো হলো একটি প্রাচীন আমলের বরযাত্রীর একটি খন্ডচিত্র । পালকিতে করে বর চলেছে, চার বেহারার কাঁধে পালকি চলেছে । সাথে বরযাত্রীর দল । পালকির পিছনে পুরুত মশাই এবং বাদ্য-বাজনাকারীর একটি ছোট দল । প্রাচীন কালে এই ভাবেই বরেরা যেত বিয়ে করতে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একজন রাজার প্রতিমূর্তি । মূর্তির মাথায় উষ্ণীষ, বাঁ হাতে একটি বড় গোলাপ ফুল এবং ডান হাতে তলোয়ার ।পায়ে নাগরা, গায়ে বহুমূল্যবান পোশাক, গলায় একটি বড় পদ্মরাগমণির লকেট ঝুলছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী তিনটি ভাস্কর্য । প্রথমটি হলো গো-শকট । অভিজাত শ্রেণীর ব্যক্তিবর্গের জন্য এই রাজকীয় গো-শকট । দ্বিতীয়টি হলো হস্তীপৃষ্ঠে যাত্রা ।সাধারণত রাজা এবং রাজ পুরুষেরা হাতির পিঠের হাওদায় করে শোভাযাত্রায় বেরোতেন । তৃতীয়টি হলো রথযাত্রা । জগন্নাথের মাসীর বাড়ি যাত্রা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আবলুশ কাঠের তৈরী প্রাচীন গয়নার বাক্স । গায়ে নানারকমের ফুল লতা পাতার নকশা । ভিতরে লাল মখমলের লাইনিং দেওয়া ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

অও, অসাধারণ শিল্পকার্য।হাতির দাঁত দিয়ে এত সুন্দর কারুকাজ যা সত্যিই অতুলনীয়।দাদা আপনার পোষ্ট না দেখলে জানতেই পারতাম না যে হাতির দাঁত দিয়ে এত অবাক করা কিছু তৈরি হতে পারে।এছাড়া কাঠের তৈরি গহনার বাক্স, কৌটো ও অসাধারণ।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রাচীন সামগ্রীগুলি আমাদের মাঝে তুরে ধরার জন্য।আপনার এপিসোড গুলো দেখি আর মনে হয় যেন আমি সেই প্রাচীন যুগে ফিরে গিয়েছি এবং কাছ থেকে ফটোগুলি উপভোগ করছি।

 3 years ago 

কি অসাধারণ!! হারেমে প্রাচীন যুগের বাদশাহী অবসর সময় কাটানো জায়গাটি সত্যিই আমাকে মুগ্ধ করেছে। দেখে খালি মাথায় একটা কথাই ঘুরছিল যে,তারা কতটাইনা বিলাসবহুল জীবনযাপন করতো। এমনকি এত বড় আলবোলাটীও রুপা দিয়ে তৈরি।এরপর ভালো লাগলো হাতির দাঁতের তৈরি প্রতিটি জিনিস। অসম্ভব সুন্দর। এবং এটা জাস্ট ভাবতে পারছি না যে কি করে হাতির দাঁত দিয়ে এতো নিখুত ভাবে মূর্তিগুলো তৈরি করতে পেরেছে। ধন্যবাদ দাদা আপনি ফটোগ্রাফি গুলো শেয়ার না করলেও সত্যিই কখনো এই ধরনের ছবি দেখা হতো না। এমনকি এসব কিছুর সম্পর্কে এত জ্ঞান অর্জন ও করতে পারতাম না। অনেক ভালো লাগলো,ধন্যবাদ অনেক শুভকামনা রইল আপনার জন্য। পরিবার নিয়ে সর্বদা অনেক ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন এই কামনা করি।

 3 years ago 

দাদা আপনার অ্যান্টিক পর্ব গুলো অসাধারণ বিশেষ করে হাতির দাঁতের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখে আমি উল্লসিত। হাতির দাঁত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় জানতাম কিন্তু এত সুন্দর কারুকার্যখচিত জিনিসপত্র হাতির দাঁত দিয়ে যে সেই সময় তৈরি করা হয়েছে তা আপনার পোস্ট গুলো না দেখলে বুঝতাম না। জানিনা আরো কত কিছু বাকি আছে দেখার। তবে আমি অনেক কিছু অর্জন করেছি আপনার জাদুঘরের ভ্রমণ থেকে। আপনার জন্য সব সময় শুভেচ্ছা থাকবে।

 3 years ago 

সম্পূর্ণ হাতের দাঁতের তৈরী এই মূর্তিগুলো হলো একটি প্রাচীন আমলের বরযাত্রীর একটি খন্ডচিত্র । পালকিতে করে বর চলেছে, চার বেহারার কাঁধে পালকি চলেছে । সাথে বরযাত্রীর দল । পালকির পিছনে পুরুত মশাই এবং বাদ্য-বাজনাকারীর একটি ছোট দল । প্রাচীন কালে এই ভাবেই বরেরা যেত বিয়ে করতে ।

মিউজিয়াম ভ্রমণের আগের পর্বগুলো তেও হাতির দাঁতের তৈরি মূর্তি বা আসবাবপত্রগুলো দেখেও আকৃষ্ট হয়েছিলাম। এবারও বরাবরই একই অবস্থা। অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 3 years ago 

হাতের দাঁতের তৈরী অনিন্দ্যসুন্দর এই মূর্তিটি গৌতম বুদ্ধের ধ্যানরত অবস্থার প্রতিরূপ। চতুর্দশ শতকের এই মূর্তিটি মুর্শিদাবাদ থেকে প্রাপ্ত ।মারাত্মক সুন্দর মূর্তিটি ।

সত্যি অসাধারণ হয়েছে এটি, কিছু নিখূঁত দক্ষতার মাধ্যমে তৈরী করেছে মূর্তিটি, ভাবতেই অবাক লাগছে। ধন্যবাদ

 3 years ago 

Indian Museum ভ্রমণ -পর্ব ৩৯ এ আজকের এপিসোডে যে সব antique বস্তুর ফোটোগ্রাফি শেয়ার করেছেন তা সত্যিই অসাধারন ও দুষ্প্রাপ্য ছিল ।এগুলো সচারচর দেখা মেলে না ।
আজকের এই বাদশাহী জিনিসপত্র

১. বাদশাহী হারেমের একটি অবসর যাপনের খন্ডচিত্র সাথে অবসর যাপনে ব্যবহৃত কিছু দ্রব্যাদি
২. কাঠের তৈরী একটি মুখ আঁটা কৌটো
৩. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী গৌতম বুদ্ধের মূর্তি
৪. সম্পূর্ণ হাতের দাঁতের তৈরী একটি প্রাচীন আমলের বরযাত্রীর একটি খন্ডচিত্র
৫. সম্পূর্ণ হাতের দাঁতের তৈরী একজন রাজার প্রতিমূর্তি
৬.সম্পূর্ণ হাতের দাঁতের তৈরী - গো-শকট, হাতির পিঠের হাওদা এবং রথযাত্রা
৭. আবলুশ কাঠের প্রাচীন তৈরী গয়নার বাক্স

বাদশাহী জিনিসপত্র গুলো দেখে খুবই ভাল লেগেছে দাদা ।আপনার মাধ্যমে এতো দুষ্প্রাপ্য জিনিসের ফটোগ্রাফি দেখার সুযোগ হয়েছে ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা ।

 3 years ago 

হাতির দাঁত দিয়ে তৈরী বরযাত্রীর একটি খন্ডচিত্র মূর্তি আমার খুবই ভালো লেগেছে দাদা। খুবই নিখুঁতভাবে এই বরযাত্রীর খন্ডচিত্র মূর্তি তৈরি করা হয়েছে। হাতির দাঁত দিয়ে তৈরি কারুকার্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দাদা। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দারুন সব কারুকার্য করা জিনিসপত্র আমাদের সকলকে দেখার সুযোগ করে দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96418.85
ETH 3444.11
SBD 1.55