আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ০৬steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

আজকে আবারো হাজির হয়ে গেলাম আমার করা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আপনাদের মাঝে । আজকে শেয়ার করতে চলেছি ষষ্ঠ পর্ব । আশা করছি আগামীতে আরো বেশ কয়েকটি পর্বে আমার কিছু বাছাই করা অ্যাবস্ট্রাক্ট আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো ।



damnation

"God curses the young with life.
God gifts the old with death.
You must earn the right to die old.
For if you die young, you die with the curse of death."

--- Daniel Berk

ঈশ্বরের অভিশাপ বড় ভয়ানক জিনিস । জীবিত থেকেও মৃত্যুর অধিক যন্ত্রণা দেয় । যখনই আমরা ঈশ্বরের দেখানো পথ বাদ দিয়ে পাপের পথ বেছে নিই তখনই তাঁর করুণা থেকে বঞ্চিত হই । শুরু হয় আমাদের পাপের জীবন । প্রতি মুহূর্তে ঈশ্বরের অভিশাপ রূপ অনল বর্ষিত হয় আমাদের উদ্দেশে । জীবন নরকময় হয় তখনই ।পুণ্যময় জীবন থেকে আমরা উপনীত হই মৃত্যুময় অভিশাপের জীবনে ।



Deep Blue Sea

"The deep blue sea
The deep blue sea
Let me feel if my heart is free
I want to touch
I want to be.
I want to be free!
Free..."

--- Peter S. Quinn

গভীর সমুদ্রের মাঝখানে । সেখানে সমুদ্রের রঙ গাঢ় নীল । আকাশ সেখানে মেঘহীন উজ্জ্বল সুনীল । যেদিকে তাকাও সৃষ্টির আর কিছু চোখে পড়বে না । শুধু ফেননিভ মৃদু ঢেউ, গাঢ় নীল জলরাশি, সেই জলে সুনীল আকাশের ছায়া । শুধু জল আর আকাশ । আর কিছুই চোখে পড়বে না । সেই স্থলে আমার হৃদয় উন্মুক্ত আকাশের মতো বিস্তৃত, অন্তহীন সমুদ্রের জলরাশির মতো উন্মুক্ত । হৃদয় সেখানে বাধনহারা সৃষ্টিসুখের উল্লাসে মত্ত । সেইখানে আমি মুক্ত ।



fence of flower

গ্রামের বিভিন্ন বাড়িতে বসত ভিটার চারিপাশে বিভিন্ন গাছ, ফুল আর ঝোঁপ ঝাড়ের বেড়া দেওয়া থাকে । আমি নিজেই দেখেছি এমন অনেকবার । এই সব বেড়ার ফুল গাছের ঝোঁপে বর্ষা, শরৎ, শীত আর বসন্তে ফুল আসে । মাটির বাড়ির বেড়া তখন এক অপরূপ সাজে সজ্জিত হয় । মনে হয় বাড়িটা যেনো ফুলের মুকুট পরে বসে আছে । দারুন লাগে দেখতে । সেটাই কল্পনায় ছড়িয়ে দিলাম আমার অ্যাবস্ট্রাক্ট আর্টে ।



holi - the festival of colours & the festival of sharing love

হোলি বা দোল উৎসব ভারতবর্ষ তথা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি উৎসব । এই উৎসব হলো রঙের উৎসব । এই উৎসব ভালোবাসার উৎসব । বসন্তকালে যখন মৃদু মন্দ দখিনা হাওয়া বয়, গাছে গাছে ফুল আর প্রজাপতির সমারোহ, কোকিলের কুহুতানে দশদিক যখন মুখরিত তখনই সূচনা হয় এই উৎসবের । রঙের উৎসব রাঙিয়ে দেয় সকল মানুষের হৃদয় । ভালোবাসার রঙে প্রস্ফুটিত হয় আমাদের সবার হৃদয় পদ্ম ।



shadows reflection on mind

আমাদের হৃদয় হলো একটি আয়না । অসংখ্য রঙিন কাঁচের টুকরো একটার পরে একটা সজ্জিত হয়ে এই আয়না গঠিত । এক একটা রঙিন কাঁচ হলো আমাদের এক একটি স্মৃতি । কোনটা উজ্জ্বল, কোনোটা অনুজ্জ্বল । কোনটা রক্ত লাল তো কোনটা গাঢ় নীল । কোনটা সবুজ, কোনটা কমলা । আবার এরই মাঝে আছে কোনো কোনো কাঁচের টুকরো কালো । কোনটা ধূসর । কালো আর ধূসর হলো আমাদের জীবনের বেদনার্তময় দুঃখের স্মৃতি । আর উজ্জ্বল রঙের টুকরো গুলো হলো আনন্দ আর সুখস্মৃতি । এই হৃদয় আয়নায় ছায়া পড়েছে, আমাদের সমগ্র জীবনের প্রতিচ্ছবি সেখানে উজ্জ্বল দীপ্তিতে চিরভাস্বর ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৯৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9fec353e056f0afc4bfac845d95928c37ec4993d4f561c2d627651bef87f7d6b

টাস্ক ৩৯৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

একদম দাদা! সৃষ্টিকর্তার অভিশাপ অনেক কঠিন। সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যাক, তিন নাম্বার আর্টের যে ফুলের ঝোপঝাড় সেটা আমাদের বাড়িতেও দেখা যেত। এই যে এমন সময় অনেক ফুল ফুটে। আজকের আর্টের কনসেপ্টগুলো দারুণ ছিল 👌

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্টের আজ পর্ব-৬ দেখতে পেলাম।চমৎকার এঁকেছেন দাদা।বর্ননা পড়ে আঁকাগুলো যেন বেশ বুঝতে পারছিলাম।সব খুব সুন্দরভাবেই আঁকার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর এই আর্টগুলো শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও এই পর্বের আর্ট গুলোও চমৎকার লাগছে দেখতে দাদা।আপনি ঠিক বলেছেন একদম, সৃষ্টিকর্তার অভিশাপ মানুষকে জীবন্ত রেখেও মৃত্যুর যন্ত্রণা দেয়।পাপের পথে গেলে জীবন নরকে রূপান্তরিত হয়।গ্রামের বাড়ির কল্পনায় করা বসত ভিটার চারপাশের ফুলের সৌন্দর্যের আর্ট টি ভালো লাগছে দেখতে।এছাড়াও হলির আর্ট জাস্ট অসাধারণ ছিল।এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

দাদা প্রতি পর্বের ন্যায় আজকেও চমৎকার কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট শেয়ার করেছেন আপনি। প্রতিটি অ্যাবস্ট্রাক্ট আর্ট দারুণ লেগেছে আমার কাছে। তবে আমার কাছে ফেন্স অফ ফ্লাওয়ার এর অ্যাবস্ট্রাক্ট আর্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলেই দাদা আমরা যখন সৃষ্টিকর্তার দেখানো পথে না হাঁটি, তখনই শুরু হয় আমাদের পাপের জীবন। যাইহোক এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

 last year 

আজকেও নতুন আর্ট গুলো দেখতে পারলাম। আপনার আরগুলোর থেকে আর্ট গুলোর বর্ণনা পড়লে গা যেন শিউরে ওঠে। এক একটি আর্টের এক একটি বৈশিষ্ট্য রয়েছে। আপনার আদ্দ্যাত্বিক বিশ্লেষণ এর জন্য আর্টগুলোর যথার্থতা বুজতে পারি।

Deep Blue Sea 💙. Love The New Abstract Art Series.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো অসাধারণ ছিল দাদা। খুব ভালো লাগলো আপনার ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো।অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য।ভালো থাকবেন

 last year 

জীবন মানেই যেন পাপ পুণ্যের খেলা। কিন্তু জীবনটা যখন পুণ্যে ভরে থাকে তখন জীবন সত্যি অনেক সুন্দর থাকে। যাই হোক দাদা আপনার প্রত্যেকটি আর্ট অসাধারণ হয়েছে।ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখে সত্যিই ভালো লেগেছে। এছাড়া আপনি অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। খুবই ভালো লাগলো দাদা।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96270.57
ETH 3430.69
SBD 1.53