"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো" -০৬steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


বর্তমানে এফিলিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম । কোনো ব্র্যান্ড বা কোম্পানি বা পণ্য অথবা সার্ভিসকে দ্রুত সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এবং সেটিকে জনপ্রিয় করার একটা মার্কেটিং স্ট্রাটেজি এটি । সেই হিসেবে বলা যেতেই পারে স্টিমিটেও রেফারাল সিস্টেমটা রাখা খুব গুরুত্বপূর্ণ । কিন্তু, দুর্ভাগ্যবশতঃ সেটি না থাকার কারণে শুধুমাত্র "আমার বাংলা ব্লগ"-এর ইউজারদের জন্য এই সিস্টেমটি আনা হলো । প্রত্যেক মাসে আমাদের কমিউনিটিতে নতুন মেম্বার নেওয়া হয়ে থাকে শুধুমাত্র কমিউনিটির বর্তমান এক্টিভ মেম্বারদের রেফারারে । কিন্তু, এজন্য রেফেরাররা কোনো রিওয়ার্ডস পেতেন না । এটি ছিল ফ্রি রেফারাল সিস্টেম ।

কিন্তু, গত আগস্ট ২০২২ থেকে আমরা প্রত্যেক একটিভ রেফারারের প্রতিটি ভ্যালিড ও ভেরিফাইড রেফারাল এর জন্য ৫ স্টিম করে পুরস্কার দিয়ে আসছি । এই পুরস্কারটি দেওয়া হচ্ছে "আমার বাংলা ব্লগ"-এর মেইন কিউরেশন একাউন্ট @amarbanglablog থেকে । আমি মনে করি, এর ফলে স্টিমিট আরো দ্রুত মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়বে এবং খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করবে ।


"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো"

রাউন্ড : ০৬

রেফারাল রিওয়ার্ডস : প্রত্যেক ভ্যালিড এবং ভেরিফায়েড মেম্বার এর জন্য ৫ স্টিম ওয়ান টাইম রিওয়ার্ড

রেফেরার হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফাইড এক্টিভ মেম্বার

ভ্যালিড রেফারাল হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফিকেশন লেভেল পাশ করতে হবে

লিমিট : একজন রেফেরার প্রত্যেক রাউন্ডে একবারে সর্বোচ্চ ৫ জন কে রেফার করতে পারবেন


রাউন্ড -০৬ এর ভ্যালিড রেফেরার ও রেফারেল এর তালিকা

ক্রমরেফেরাররেফারেল সংখ্যা
০১@bristychaki০১
০২@rex-sumon০১
০৩@nevlu123০১
০৪@mostafezur001০১

:রেফারেল রিয়ার্ডস প্রদান সম্পন্ন :


DateFromToAmountUnitMemo
2023-08-06, 14:01amarbanglablogmostafezur0015.000STEEMABB Affiliatation Rewards
2023-08-06, 14:01amarbanglablognevlu1235.000STEEMABB Affiliatation Rewards
2023-08-06, 14:00amarbanglablogrex-sumon5.000STEEMABB Affiliatation Rewards
2023-08-06, 14:00amarbanglablogbristychaki5.000STEEMABB Affiliatation Rewards

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ০৬ আগস্ট ২০২৩

টাস্ক ৩৪৭ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 701b4c33b44dbf9dfa1e4b6c54089530ad13f5fe33c513873323ff1f91efd214

টাস্ক ৩৪৭ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 2 years ago (edited)

এভাবে রেফার করার কারণে এক একজনকে ৫ স্টিম করে দেয়া হয় বিধায় আমার বাংলা ব্লগে আরও নতুন নতুন সদস্য সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । আর আশা রাখি এভাবে চলতে থাকলে দিন দিন এর জনপ্রিয়তা অনেক বাড়বে এবং আমার বাংলা ব্লগ সবার ভেতরে ছড়িয়ে পড়বে । আর দাদার জন্য অনেক শুভকামনা রইল এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে পোস্ট করেছেন নিউ মেম্বার রেফার করে যারা রিওয়ার্ড পেয়েছেন বিতরণ করেছেন এই বিষয়ে। আসলে আমার বাংলা ব্লগ এমন একটা কমিউনিটি এখানে একজন ভেরিফাইড ইউজারের মাধ্যমে যদি অন্য একজন ইউজারকে নিয়ে আসা হয় তাহলে তাকে ৫ স্টিম রিওয়ার্ড দেওয়া হয়। এই সপ্তাহে চারজন ইউজার কে আপনি রিওয়ার্ড দিয়েছেন। একজন ভেরিফাইড ইউজার প্রত্যেক রাউন্ডে সর্বোচ্চ পাঁচজন ইউজারকে রেফার করতে পারবে এটা আগে আমার জানা ছিলো না দাদার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম বেশ ভালো লাগলো। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেকে ভেবেছিলো রেফার করো রিওয়ার্ড জেতো সিস্টেম টা উঠে গেছে। কিন্তুু তারা তো জানে না আমার বাংলা ব্লগ যেটা ওয়াদা করে সেটা অক্ষরে অক্ষরে পালন করে। আর তার প্রমান রয়েছে হাজার হাজার। ধন্যবাদ দাদা।

 2 years ago 

প্রায় এক বছর হতে চললো নিউ মেম্বার রেফার করলে ৫ স্টিম করে দেয়া হয়।খুব ভালো উদ্যোগ।আজ বেশ কয়েকজন নিউ মেম্বার রেফার করাতে তাদের পুরষ্কার প্রদান করলেন।আশাকরি বিষয়টি সবাই দেখবে আর নিউ মেম্বার রেফার করাতে বেশ অনুপ্রানিত হবে।অসংখ্য ধন্যবাদ দাদা বিষয়টিকে পোস্ট আকারে শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 2 years ago 

নিউ মেম্বার রেফার বিষয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন
দাদা। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন ভেরিফাইড ইউজার
যদি নতুন ইউজার নিয়ে আসে তাহলে তাকে ৫ স্টিম রিওয়ার্ড
দেওয়া হবে। চারজনকে পুরস্কৃত করেছেন দেখে অনেক ভালো
লাগলো । অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি রিপোর্ট আমাদের
মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

রাউন্ড ৫ এ রেফার করে আমাদের কমিউনিটির তিনজন সম্মানিত মেম্বার এবং একজন এডমিন ৫ স্টিম করে রিওয়ার্ড জিতেছে, যা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আমাদের খুব ঘনিষ্ঠ কেউ থাকলে, রেফার করে আমরাও রিওয়ার্ড জিততে পারি। আমাদের কমিউনিটি অন্যান্য কমিউনিটি গুলোর চেয়ে একেবারে ইউনিক,এটা বারবার প্রমাণিত হয়েই যাচ্ছে। যাইহোক সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদার নেওয়া পদক্ষেপ গুলো সব সময় সকলের জন্য ভালো হয়। তবে এই পদক্ষেপ অন্যতম একটি পদক্ষেপ যার কারণে সকল ইউজার রেফার দিতে অনেক বেশি আগ্রহ দেখাবে। আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে কথা দিয়ে কখনো কথা খেলাপ করে না। অনেক সুন্দর করে সম্মানিত করা হয়েছে যারা ইউজার রেফার করেছেন তাদেরকে। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য পড়ে ভালো লাগলো।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96866.37
ETH 2718.34
USDT 1.00
SBD 3.18