দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৯ (বিবিধ)
কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট
কুইজ : (বিবিধ)
০১. কোনটা বেশি শক্ত ? একই ওজনের মাকড়শার জালের তন্তু নাকি ইস্পাতের তার ?
০২. প্রাচীন আরবে কেমিস্ট্রি চর্চার উদ্ভব হয় শুধুমাত্র কৃত্রিম ভাবে একটি ধাতু তৈরীর জন্য । অসংখ্য গবেষণা হয়েছে এটা নিয়ে । বলতে হবে বিদ্যাটার নাম কি এবং ধাতুটার নাম কি ।
০৩. এডগার রাইস বারোসের বিখ্যাত একটা উপন্যাস নিয়ে হলিউডে একটা মুভি নির্মিত হয়েছিল যেটা ব্যাপক জনপ্রিয়তা পায় । মুভিতে দেখানো হয়েছিল মুভির নায়ক জন কার্টার মঙ্গল গ্রহে গিয়ে যুদ্ধ করে এক শয়তানের কবল থেকে গ্রহের বিভিন্ন জনগোষ্ঠীকে রক্ষা করেন । মঙ্গলগ্রহ কে ভিত্তি করে এডগার রাইস বারোসের এই কল্পবিজ্ঞান উপন্যাসের নামটি কি ?
০৪. ছোটদের কাছে খুবই জনপ্রিয় একটা বই "আম আঁটির ভেঁপু" । এই বইটি আসলে এক বিখ্যাত লেখকের একটা উপন্যাসের অংশবিশেষ । মূল উপন্যাসের নাম ও লেখকের নাম কি ?
০৫. সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের সর্বপ্রথম গল্পের নাম কি ?
০৬. কাজী নজরুল ইসলামের দ্বিতীয়া পত্নী প্রমীলা দেবী আসলে কোন ধর্মের মানুষ ছিলেন ?
০৭. মানুষ নেকড়ে মোগলির গল্প কোন বইতে আছে ? বইয়ের নাম এবং লেখকের নাম কি ?
০৮. বাঙালিদের মধ্যে নয় শুধু, সমগ্র উপমহাদেশের মধ্যে কোন বাঙালিকে বহুমুখী প্রতিভার সমুদ্র বলা হয়ে থাকে ? কলকাতারই এক বিখ্যাত অভিনেতার পূর্বপুরুষ তিনি ।
০৯. "আলোর আকাশে ঈগল" । ছোটদের কাছে এক সময়ে অসম্ভব জনপ্রিয় ছিল এই উপন্যাসটি । কার লেখা ?
১০. আইনস্টাইনের আপেক্ষিকতা মতবাদ অনুসারে কোন কন্ডিশনে সময় (Time) ধীরগতিসম্পন্ন হয় ?
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ১৮ জানুয়ারি ২০২৩
টাস্ক ১৫০ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 6a0b6c778f5694cac7bd000ccea94e2270ce9ae0a65442f2981bb0c1584e5e96
টাস্ক ১৫০ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
@ripon40 - 04
@swagata21 - 09 [wrong answer ৬ নাম্বার কুইজের, সঠিক উত্তর ব্রাহ্ম ধর্ম]
@shyamshundor - 09
@rahimakhatun - 08
@tasonya - disqualified [reason : directly copied from @swagata21]
@tuhin002 - 07
@monira999 - 09
@yolvijrm - 09
@joniprins - 09
Winners :
@swagata21
@shyamshundor
@monira999
অনেক ধন্যবাদ দাদা। অনেক নতুন নতুন বিষয় জানতে পারছি কুইজের কল্যাণে।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে সত্যি অনেক ভালো লেগেছে দাদা। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে অনেক কিছু জানতে পারি এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হই। এভাবেই মাঝে মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করবেন এই প্রত্যাশাই করি দাদা।♥️♥️
১. মাকড়শার জাল এর তন্তু
২.আলকেমি ও ধাতু হলো সোনা
৩. আ প্রিন্সেস অব মার্সেস
৪.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'পথের পাঁচালী'র শিশুতোষ সংস্করণ হলো 'আম আঁটির ভেঁপু'।
৫.ফেলুদার গোয়েন্দাগিরি
৬. হিন্দু
৭.রুডিয়ার্ড কিপলিং এর দ্য জঙ্গল বুক
৮. ইন্দুমাধব মল্লিক,তিনি রণজিৎ মল্লিকের গ্র্যান্ড ফাদার
৯.শৈলেন ঘোষ
১০. আইনস্টাইন এর আপেক্ষিক বাদ অনুসারে যখন কোনো বস্তু খুব গতিশীল হয় তখন সময় ধীরগতি সম্পন্ন মনে হয় যখন বস্তুটি স্থির অবস্থায় থাকে তার তুলনায়।
১.মাকড়সার জাল এর তন্তু
২.ধাতুটি স্বর্ণ আর বিদ্যার নাম আলকেমি।
৩.John carter mars
৪.পথের পাচালী।লেখকঃবিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৫.ফেলুদার গোয়েন্দাগিরি
৬.ব্রাহ্মধর্মের
৭.দ্যা জাঙ্গল বুক।লেখকঃরুডইয়ার্ড কিপলিং
৮.ইন্দুমাধব মল্লিক
৯.শৈলেন ঘোষ।
১০.টাইম ডিলেশন।বিশাল ভরের কাছে আসলে সময় ধীর হয়ে যায়।আবার চলন্ত বস্তুর সাপেক্ষে সময় ধীর স্থির বস্তুর তুলনায়।
১. মাকড়সার জালের তন্তু।
২. ধাতুটি হলো স্বর্ণ আর বিদ্যার নাম হলো আলকেমি।
৩. John carter mars.
৪. পথের পাচালী,বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
৫. ফেলুদার গোয়েন্দাগিরি।
৬. ব্রাহ্মধর্মের।
৭. দ্যা জাঙ্গল বুক,রুডইয়ার্ড কিপলিং।
৮. ইন্দুমাধব মল্লিক। তিনি কলকাতার বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের পূর্বপুরুষ ছিলেন।
৯. শৈলেন ঘোষ।
১০. টাইম ডিলেশন। বিশাল ভরের কাছে আসলে সময় ধীর হয়ে যায়।
১. উত্তর: মাকড়সা জলের তন্তু।
২. উত্তর: সংকর ধাতু এবং আল কেমি।
৩. উত্তর: মঙ্গলের দেবতারা।
৪. উত্তর: উপন্যাস 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।
৫. উত্তর: গোয়েন্দাগিরি।
৬. উত্তর: যেহেতু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি সেহেতু তিনি সনাতন ধর্মের অনুসারী ছিলেন।
৭. উত্তর:জোসেফ রুডইয়ার্ড কিপলিং বইয়ের নাম লেজেন্ড অব দ্য জাঙ্গল' ।
৮. উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৯. উত্তর: শৈলেন ঘোষ।
১০. উত্তর: চলন্ত কন্ডিশনে সময় ধীরগতি সম্পন্ন হয়।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
১. মাকড়শার জাল এর তন্তু
২.আলকেমি ও ধাতু হলো সোনা
৩. আ প্রিন্সেস অব মার্সেস
৪.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'পথের পাঁচালী'র শিশুতোষ সংস্করণ হলো 'আম আঁটির ভেঁপু'।
৫.ফেলুদার গোয়েন্দাগিরি
৬. হিন্দু
৭.রুডিয়ার্ড কিপলিং এর দ্য জঙ্গল বুক
৮. ইন্দুমাধব মল্লিক,তিনি রণজিৎ মল্লিকের গ্র্যান্ড ফাদার
৯.ইন্দুমাধব মল্লিক
১০. আইনস্টাইন এর আপেক্ষিক বাদ অনুসারে যখন কোনো বস্তু খুব গতিশীল হয় তখন সময় ধীরগতি সম্পন্ন মনে হয় যখন বস্তুটি স্থির অবস্থায় থাকে তার তুলনায়।
০১. মাকড়শার জালের তন্তু।
০২.বিদ্যাটির নাম আলকেমি এবং ধাতুর নাম স্বর্ণ ।
০৩.দ্যা প্রিন্স অফ মার্চ।
০৪.পথের পাচাঁলি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
০৫.ফেলুদার গোয়েন্দাগির।
০৬.হিন্দু ধর্মের।
০৭.দ্যা জঙ্গল বুক।লেখক রুডইয়ার্ড কিপলিংয়।
০৮.সত্যজিৎ রায।
৯.শৈলেন ঘোষ।
১০.যখন টাইম ডিলেশন হয়,তখন বিশাল ভরের কাছে আসলে ওই সময়টা ধীর হয়ে যায়।