আপকামিং ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের জন্য আপনাদের কাছ থেকে দক্ষতা বিষয়ক কিছু ইনফরমেশন চাইছিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

কপিরাইট ফ্রি ইমেজ : PixaBay


আপনারা সবাই জানেন যে আমি ইতিমধ্যে আমাদের আপকামিং ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের ঘোষণা দিয়েছি গতবারের হ্যাংআউট-এ । মার্কেট প্লেস এর স্ক্রিপ্ট কোডিং রেডি । এখন লোকাল সার্ভারে টেস্টিং ফেজে আছে । এই মার্কেটপ্লেস হলো আপনাদের জন্য যারা এই প্লাটফর্মে নিজেদের সৃষ্টিশীল কাজকে প্রতিনিয়ত মেলে ধরছেন ।

স্টিমিটে এই মুহূর্তে প্রচুর সৃষ্টিশীল কর্মকান্ডে দক্ষ মানুষ রয়েছেন । আমি তাঁদেরকে আহবান জানাচ্ছি । আপনারা প্রস্তুত থাকুন । আপনাদের ডিজিটাল প্রোডাক্ট এবং সার্ভিস সেল করে steem আর্ন করতে পারবেন এই মার্কেটপ্লেস থেকে । শুরুতে আমরা কিছু ইনফরমেশন গেদার করতে চাইছি যে আপনারা কে কোন সেক্টরে কতটা এক্সপেরিয়েন্সড, কে কতটা দক্ষ ।

সে জন্য আমরা কিছু ইনফরমেশন চাইছি আপনাদের কাছ থেকে । এ কাজের প্রথম রাউন্ডটি আমি আমার বাংলা ব্লগ দিয়েই স্টার্ট করতে চাচ্ছি । ধীরে ধীরে স্টিমিটের সকল কমিউনিটিতেই আমরা একটি করে ক্যাম্পেইন লঞ্চ করবো ।


নিম্নে উল্লিখিত তথ্য গুলি দয়া করে নিচের কমেন্ট বক্সে দিন


০১. ফোটোগ্রাফি দক্ষতা : ____

০২. ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা : ____

০৩. ভিডিও ক্লিপিংস মেকিং দক্ষতা : ____

০৪. ভিডিও ক্লিপিংস এডিটিং দক্ষতা : ____

০৫. অডিও ক্লিপিংস মেকিং দক্ষতা : ____

০৬. অডিও ক্লিপিংস এডিটিং দক্ষতা : ____

০৭. লোগো ডিজাইন দক্ষতা : ____

০৮. ডিজিটাল গ্রাফিক্স (আর্ট এবং ইলাস্ট্রেশন) দক্ষতা : ____

০৯. ওয়েব গ্রাফিক্স (ব্যানার, জিফ, আইকন, লোগো) দক্ষতা : ____

১০. 3D আর্ট ডিজাইন এবং 3D মডেল তৈরী দক্ষতা : ____

১১. 2D এবং 3D অ্যানিমেশন : ____

১২. ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট দক্ষতা : ____

১৩. মোবাইল এন্ড্রোয়েড এপ্লিকেশন ডিজাইন এবং ডেভেলপমেন্ট দক্ষতা : ____

১৪. ওয়ার্ডপ্রেস, ওপেনকার্ট, শপিফাই প্রভৃতি এপ্লিকেশন এর প্লাগইন্স ডেভেলপমেন্ট দক্ষতা : ____

১৫. ব্লকচেইন বেসড প্রজেক্ট এবং টুলস ডেভেলপমেন্ট দক্ষতা : ____

১৬. SEO এবং বিভিন্ন ধরণের ডিজিটাল মার্কেটিং দক্ষতা : ____

১৭. জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা : ____

১৮. ক্রিয়েটিভ রাইটিং (গল্প, উপন্যাস, কবিতা, রেসিপি, গান প্রভৃতি )দক্ষতা : ____


✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)



তারিখ : ২২ জানুয়ারি ২০২৩

টাস্ক ১৫৪ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 2a49b380db26d19503f7759c8632d8916a61cbade1912947e84b46b3417ee48a

টাস্ক ১৫৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

খুব ভালো একটি উদ্যোগ গ্রহন করেছেন দাদা। এটা আমার খুবই ভালো লেগেছে। আমার তেমন কোন অভিজ্ঞতা নেই হবে কিছু কিছু বিষয়ে একটু অভিজ্ঞতা হয়েছে,

১.ফোটোগ্রাফি দক্ষতা
২.ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা
৩.ক্রিয়েটিভ রাইটিং গল্প, উপন্যাস, কবিতা, রেসিপি, গান প্রভৃতি দক্ষতা
৪.জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা

মোটামুটি ভাবে এ গুলোর উপর কিছুটা হলেও দক্ষতা আছে। 🖤

 2 years ago 

দাদা আপনার প্রতিটি উদ্যেগে সত্যিই অনেক ভাল ৷ যা আমাদের সাধারণ ইউজারদের জন্য অনেক কিছু ভালো দিক ৷ যদিও আমার কোনো ল্যাপটপ নেই ৷ তাই লেগো ডিজাইন বা গ্রাভিক্স ডিজাইন এসব সম্পর্কে তেমন জানা নেই ৷ তবে মোবাইল ফোন দিয়ে যেগুলো সম্ভব করা যায ৷ যেমন

ফোটোগ্রাফি দক্ষতা

ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা

ভিডিও ক্লিপিংস মেকিং দক্ষতা

ভিডিও ক্লিপিংস এডিটিং দক্ষতা
ক্রিয়েটিভ রাইটিং (গল্প, উপন্যাস, কবিতা, রেসিপি, গান প্রভৃতি )দক্ষতা : ____জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা ৷

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago (edited)

দাদা আমি সবচেয়ে বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে যেটা আমি শখ হিসেবে করে থাকি। এ পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করেছি পর্ব আকারে অলরেডি ৫৬ পর্ব শেষ হয়েছে। তাছাড়া জেনারেল রাইটিং কবিতা গল্প যেগুলো লিখতে খুবই ভালো লাগে। এই কাজে নিজের চেষ্টার কোনো কমতি রাখেনি যেটা ধারাবাহিকভাবে করেই চলেছি। তাছাড়া অন্যান্য কাজগুলো তেমন একটা করা হয় না চেষ্টা করছি সেগুলো নিজের আয়ত্তে আনতে। যেগুলোর উপর নিজের মোটামুটি দক্ষতা রয়েছে-

০১. ফোটোগ্রাফি দক্ষতা ।
০২. ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা ।
০৩. জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা।
০৪.ক্রিয়েটিভ রাইটিং (গল্প, উপন্যাস, কবিতা, রেসিপি, প্রভৃতি )দক্ষতা ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

নিঃসন্দেহে এটা দারুণ একটা উদ্যোগ এবং এর ফলে পুরো স্টিমিট ব্লকচেইনে নতুন একটা গতিশীলতা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। তবে আমার খুব বেশী দক্ষতা না থাকলেও যে যে বিষয়ে অবিজ্ঞতা রয়েছে। তা হলো-

১। ফোটোগ্রাফি দক্ষতা
২। ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা
৩। লোগো ডিজাইন দক্ষতা
৪। ওয়েব গ্রাফিক্স (ব্যানার, জিফ, আইকন, লোগো) দক্ষতা
৫। জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা
৬। ক্রিয়েটিভ রাইটিং (গল্প, উপন্যাস, কবিতা, রেসিপি, গান প্রভৃতি )দক্ষতা।

 2 years ago 

খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন দাদা।এতে সকলের ভিতরের প্রতিভাগুলি আরো উম্মোচিত হবে।আমার দক্ষতাও খুবই কম।তবুও কিছু বিষয়ে আমি মন থেকে করার চেষ্টা করি।যেমন-

১.ফোটোগ্রাফি দক্ষতা
২.জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা
৩.ক্রিয়েটিভ রাইটিং (কবিতা,রেসিপি,গল্প,আর্ট,diy প্রভৃতি )দক্ষতা।

 2 years ago 

অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন দাদা। আমরা আমাদের মেধাকে সঠিক স্থানে তুলে ধরতে পারবো। আমি কয়েকটা সেক্টরে বেশ পারদর্শী। নিচে সেগুলো তুলে ধরলামঃ---

০১. ফোটোগ্রাফি দক্ষতা :
০২. ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা : ____
০৩. ভিডিও ক্লিপিংস মেকিং দক্ষতা : ____
০৪. ভিডিও ক্লিপিংস এডিটিং দক্ষতা : ____
০৫. অডিও ক্লিপিংস মেকিং দক্ষতা : ____
০৬. অডিও ক্লিপিংস এডিটিং দক্ষতা : ____
০৭. লোগো ডিজাইন দক্ষতা : ____
০৮. ডিজিটাল গ্রাফিক্স (আর্ট এবং ইলাস্ট্রেশন) দক্ষতা : ____
০৯. ওয়েব গ্রাফিক্স (ব্যানার, জিফ, আইকন, লোগো) দক্ষতা : ____
১৭. জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা : ____
১৮. ক্রিয়েটিভ রাইটিং (গল্প, উপন্যাস, কবিতা, রেসিপি, গান প্রভৃতি )দক্ষতা : ____

এগুলো প্রত্যেকটা সেক্টরে আমি বেশ দক্ষ। যদিওবা কখনো উপন্যাস লেখা হয় নি। তবে সেটা চাইলেই লেখা সম্ভব। আশা করি, নতুনভাবে আবারো নিজের এসব দক্ষতা সবার সামনে তুলে ধরতে পারবো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago (edited)

ওয়াও খুবই দারুন একটি ইনিশিয়েটিভ নিয়েছেন দাদা।এই ইনিশিয়েটিভ এর মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সমৃদ্ধ হবে ভবিষ্যতে। আশা করছি খুব তাড়াতাড়ি বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে মার্কেটপ্লেসের। আমি এর মধ্যে অল্প কিছু কাজ জানি।

০১. ফোটোগ্রাফি দক্ষতা : ____

০২. ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা : ____

১৬. SEO এবং বিভিন্ন ধরণের ডিজিটাল মার্কেটিং দক্ষতা : ____

১৭. জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা : ____

১৮. ক্রিয়েটিভ রাইটিং (গল্প, উপন্যাস, কবিতা, রেসিপি, গান প্রভৃতি )দক্ষতা : ____

 2 years ago 

নিঃসন্দেহে এটা খুব ভালো একটি উদ্যোগ। তবে এর মধ্যে আমার মাত্র কয়েকটা বিষয়ের উপরই দক্ষতা বা অভিজ্ঞতা আছে। সেগুলো হলোঃ-

১. ফোটোগ্রাফি দক্ষতা
২. ফোটো এবং ইমেজ এডিটিং দক্ষতা
৩. ভিডিও ক্লিপিংস এডিটিং দক্ষতা
৪.জেনারেল বিষয়ের উপরে আর্টিকেল রাইটিং দক্ষতা

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.26
JST 0.039
BTC 94958.92
ETH 3396.60
USDT 1.00
SBD 3.40