টার্গেট ডিসেম্বর সিজন থ্রি - স্পেশ্যাল অ্যাওয়ার্ড ২০২৪

in আমার বাংলা ব্লগlast year

Purple_RPG_Rank_3D_style_Youtube_Gaming_Banner_20240111_121212_0000.webp


টার্গেট ডিসেম্বর সিজন থ্রি - অ্যাওয়ার্ড ২০২৪


“ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল - গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। ”
যেকোনো ক্ষুদ্র প্রচেষ্টা একসময় বৃহৎ আকার ধারণ করে যদি সেটির মধ্যে থাকে অর্জন করার তীব্র আকাঙ্ক্ষা এবং সৎ প্রচেষ্টা। আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশিরভাগ ইউজারদের শুরুটা ছিলো শূন্য থেকে। নিয়মিত পাওয়ার বৃদ্ধির প্রচেষ্টার ফল আজ দৃশ্যমান।

আমি হ্যাংআউটে প্রায়ই বলি পাওয়ার বৃদ্ধি করার গুরুত্ব সম্পর্কে। স্টিমিট প্ল্যাটফর্ম দারুন সুযোগ তৈরি করে দিয়েছে কিউরেটর এবং অথরদের জন্য। যখন আপনার কাছে স্টিম পাওয়ার থাকে তখন আপনি সেই পাওয়ার ব্যবহার করে কিউরেটর হিসেবেও আয় করতে পারেন আবার একজন লেখক হিসেবেও অতিরিক্ত আয় করতে পারেন। একজন কিউরেটর হিসেবে আপনি আপনার পছন্দের কনটেন্টে ভোটিং সাপোর্ট দেয়ার মাধ্যমে কিউরেশন রেওয়ার্ড আয় করতে পারেন। আবার আপনি যখন একজন লেখক, আপনার স্টিম পাওয়ার কোন প্রজেক্টে ডেলিগেট করে নিশ্চিতভাবে সেখান থেকে ভোটিং সাপোর্ট পেতে পারেন।

নিজস্ব পাওয়ার বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে আমার বাংলা ব্লগ কমিউনিটি তার জন্মলগ্ন থেকেই ইউজারদেরকে ধারণা দিয়ে আসছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশিরভাগ মেম্বার স্বতঃস্পূর্তভাবে টার্গেট ডিসেম্বর সিজন ১ থেকে ৩ পর্যন্ত নিজের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট একটিভ ছিলো। আমি চাই সিজন চারেও আপনারা আপনাদের ধারাবাহিকতা বজায় রাখবেন।

টার্গেট ডিসেম্বর সিজন থ্রি'তে যাঁরা সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ এবং সবচেয়ে বেশি অ্যামাউন্টের পাওয়ার বৃদ্ধি করেছে ইতিমধ্যেই তাদের মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। ফিজিক্যাল ক্রেস্ট এর পাশাপাশি আমি ভোটিং সাপোর্টের মাধ্যমে এক্সট্রা প্রাইজ দিতে ইচ্ছুক। বর্ষসেরা সিলেকশনের ঘোষণা অনুযায়ী @tangera এবং @nevlu123 পাচ্ছে এই পুরস্কার।


@nevlu123

মোট অ্যামাউন্ট:- 12,440 STEEM

@tangera

ধারাবাহিক পাওয়ার আপের মোট সপ্তাহ:-৫০


No.IDPostAward ForH.G vote
1@tangeraHereBest Consistent100%
2@nevlu123HereTop Amount100%

দুজনকেই অভিনন্দন। যাঁরা নিয়মিত পাওয়ার বৃদ্ধি করছেন তাদের সবার জন্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। যাঁরা নিয়মিত পাওয়ার বৃদ্ধি করছে তাঁরা ডেলিগেশনের মাধ্যমে এক্সট্রা আর্ন করতে পারছে। শুধুমাত্র ফ্রি ভোটের আশায় না থেকে প্রত্যেকেরই উচিত নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা। আপনার ইনকামের সম্পূর্ণটাই পাওয়ার আপ করার প্রয়োজন নেই। অথর রেওয়ার্ডের লিকুইড ৫০% থেকে কিছু অংশ প্রত্যেক সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করা উচিত।

যাঁরা লম্বা সময় এই প্লাটফর্মের সাথে থাকতে চান এবং নিজের ব্লগিং ক্যারিয়ার কে আরো উজ্জ্বল করতে চান তাদের পাওয়ার বৃদ্ধি করার কোন বিকল্প নেই। শুধুমাত্র নিজের পাওয়ার ব্যবহার করেই একটি ভালো অ্যামাউন্টের ইনকাম নিশ্চিত করা সম্ভব।

টার্গেট ডিসেম্বর সিজন চারে আপনারা নিয়মিত অংশগ্রহণ করুন। একটি টার্গেট ফিক্সড করুন এরপর সেই টার্গেট অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যান। আমরা চাই ফ্রি ভোটের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা কমে আসুক। ধীরে ধীরে আপনাদের সক্ষমতা বৃদ্ধি করুন এবং নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুন। সকলের জন্য শুভকামনা রইল।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 last year 

দাদা আমরা সবাই গত সিজন গুলোর মতো, এই সিজনেও নিয়মিত পাওয়ার আপ করে যাবো ইনশাআল্লাহ। কারণ এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই। যাইহোক নিভলু ভাই এবং তানজিরা আপুকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আশা করি উনাদেরকে দেখে সবাই বেশ অনুপ্রাণিত হবে পাওয়ার আপ করতে।

Posted using SteemPro Mobile

This is a very interesting and timely post from you @rme Dada.

It is very important for one to build their power on steemit platform, especially those that are here for a long term goal

Building your steem power reduces your dependence on free votes, you can easily support the abb-curation project, and earn passively.

Congratulations to the winners of target December season 03.

But Dada, am I allowed to participate in this also or is it only limited to those in Bangladesh??

Please I await your response @rme Dada 🙏

 last year 

It’s only for Amar bangla blog user’s.

Please is it possible for me to be a user in Amar bangla blog

Cc
@rme
@tangera

 last year 

No, you can’t join here but you can also join our founder’s another community “Beauty of creativity.”

Ok thanks a lot 😊

 last year 

সত্যি কিন্তু দাদা ছোট ছোট বালিকনা বিন্দু বিন্দু জল। আর এই কথাটি মাথায় রাখলেই যেন পাওয়ার আপের প্রতি আরও ভালোবাসা বেড়ে যায়। সত্যি কিন্তু দাদা কোথায় ছিলাম আর কোথায় আসলাম। তবে আজকে যে দুজন মানুষকে বিশেষ পুরুস্কার দেওয়া হলো তারা কিন্তু সত্যিকারের অর্থে এই পুরুস্কার পাওয়ার যোগ্য। ধন্যবাদ দাদা এমন সুন্দর দুজন মানুষকে বিশেষ পুরুস্কারে পুরুস্কারিত করার জন্য।

 last year (edited)

দুজনকেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমাদের সকলের প্রিয় তানজিরা আপুর পাওয়ার আপের ধারাবাহিকতা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। টার্গেট ডিসেম্বর সিজন থ্রি উপলক্ষে স্পেশ্যাল অ্যাওয়ার্ড দেয়া হয়েছে দেখে অনেক ভালো লাগলো দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

জী দাদা ঠিক বলেছেন আমাদের উচিত অন্যের উপর নির্ভশীলতা কমিয়ে নিজের পাওয়ার বৃদ্ধি করা। আর পাওয়ার বৃদ্ধিতে লাভ ছাড়া কোন ক্ষতি নেই। টার্গেট ডিসেম্বর সিজন থ্রি'তে যাঁরা সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ এবং সবচেয়ে বেশি অ্যামাউন্টের পাওয়ার বৃদ্ধি করেছে ইতিমধ্যেই তাদের কে পুরস্কৃত করে উৎসাহিত করেছেন। আশা করি টার্গেট ডিসেম্বর সিজন চারে সবাই স্বতফুর্ত ভাবে অংশ গ্রহন করবে। ধন্যবাদ দাদা।

 last year 

আসলে দাদা সিজন তিনে বর্ষসেরা হিসেবে আমাকে সিলেকশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সব সময় সাপোর্ট করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা। একদম ঠিক কথা বলেছেন দাদা নিজেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার আপ করা অতীব জরুরী। পাওয়ার আপ করলে যেমন নিজের একাউন্টের সক্ষমতা বাড়ে এবং ডেলিগেশন এর মাধ্যমে ভালো আর্নিং করতে পারবে। সেই সাথে এ প্ল্যাটফর্মে নিজেকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে পারবে।আবারো অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 last year 

@tangera @nevlu123 অভিনন্দন আপনাদেরকে!
এইভাবেই এগিয়ে যান সামনের দিকে। ❤️

Posted using SteemPro Mobile

 last year 

অনেক অনেক ধন্যবাদ সাগর ভাই।💐

 last year 

তাদের দুজনকে জানাই অনেক অনেক অভিনন্দন, তারা তাদের এই অ্যাওয়ার্ড অর্জন করে নিয়েছে, তারা ধারাবাহিকভাবে এবং সর্বোচ্চ পাওয়ার আপ করে আজকে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94446.32
ETH 3275.56
SBD 6.71