আমার ফেসবুক থেকে random ফোটোগ্রাফি পোস্ট - Part 03
আজকে আমার পোস্ট করার সময় বা ইচ্ছে কোনোটাই নেই । কিন্তু, যেহেতু আমি একটা টার্গেট নিয়েছিলাম যে ৩৬৫ দিনই টানা প্রতিদিন একটি করে পোস্ট করবো যেটি সেই ২০২১ সালের মে মাসের ১৪ তারিখ শুরু করেছিলাম তাই আজকে একটি ক্ষুদ্র দায়সারা গোছের পোস্ট করলাম ।
আজ সন্ধ্যা থেকে হঠাৎই আমার স্ত্রী ভীষণ অসুস্থ হয়ে পড়ে । তলপেটে বা লোয়ার এবডোমেনে শার্প পেইন ফিল করছে হঠাৎ । ব্যথা এতটাই তীব্র যে পেইন কিলার ট্যাবলেট খাওয়ার পরেও সমানে যন্ত্রনায় কেঁদে যাচ্ছে । সাসস্পেক্ট করা হয়েছে যে সিভিয়ার ব্যাক্টেরিয়াল ইনফেকশন । তাই, আমার মনটা খুব খারাপ আজ । মেডিসিন দেওয়া হয়েছে - পেইন কিলার, গ্যাসের ওষুধ আর এন্টিবায়োটিক । রাতের মধ্যে ব্যাথা না কমলে কাল হসপিটালে এডমিট করবো ।
যাই হোক, আজকেও আমার পার্সোনাল ফেইসবুক থেকে কিছু ব্যক্তিগত ফটো শেয়ার করলাম আপনাদের সাথে । আশা করি ভালোই লাগবে ।
পার্কে টিনটিন এর হাতে চকোলেট বার
আলোকচিত্র তোলার তারিখ : ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
পুজোয় ঘোরাঘুরি টিনটিনবাবুর
আলোকচিত্র তোলার তারিখ : ২০২০
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিনবাবুর ২য় জন্মদিন
আলোকচিত্র তোলার তারিখ : ২০২০
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিনবাবু ও তার ঠাকুমা
আলোকচিত্র তোলার তারিখ : ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
টিনটিনবাবু তার অন্নপ্রাশনের দিনে
আলোকচিত্র তোলার তারিখ : ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
পুটু বাবু স্পাইডারম্যান মাস্ক পরে পোজ দিচ্ছে
আলোকচিত্র তোলার তারিখ : ২০২০
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
গভীর চিন্তামগ্ন
আলোকচিত্র তোলার তারিখ : ২০১৯
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
মামার কোলে অদ্ভুত ভঙ্গিতে ঘুম
আলোকচিত্র তোলার তারিখ : ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
পুটু বাবু বইমেলায় মোমো খাচ্ছে
আলোকচিত্র তোলার তারিখ : ২০১৫
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
আসলে বৌদির এই ঘটনাটি শোনার পর বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বারের মন খারাপ হয়ে গেছিল। সেই কারণে কালকের হ্যাংআউট তেমন জমে উঠেনি। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
দাদা বৌদির জন্য দোয়া করি সৃষ্টিকর্তা যেনো তাড়াতাড়ি বৌদিকে সুস্থ করে দেন। বৌদির অসুস্থতার কথা শুনে সবাই দোয়া করছেন। আশাকরি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আর দাদা আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দারুন হয়েছে। আপনার পরিবারের জন্য দোয়া রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
দাদা আপনার রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। বিশেষ করে বৌদির কোলে টিনটিন বাবুর ফটোগ্রাফি টি দেখতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। আবারও বৌদির জন্য আল্লাহতালার কাছে সুস্থতা কামনা করছি এবং আপনার পরিবারের সকল সদস্যের জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
দাদা,প্রথমেই বলতে চাই বৌদির অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগতেছে। আজকের এই মূহুর্তে দাদা-বৌদি ২ জনের সুন্দর উপস্তিতি কামনা করেছিলাম, কিন্তু সব যেনো কেমন নিস্তব্ধ হয়ে গেল,আর সবার মনের অবস্থাও খুব একটা ভালো ছিল না।অনেক অনেক প্রার্থনা করি বৌদির জন্য যেন তারাতারি সুস্থ হয়ে যায়।
দাদা, প্রথমেই বৌদির জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি যেন বৌদেকে দ্রুত সুস্থ করে দেন। আপনি ভেঙে পড়বেন না রোগ শোক সৃষ্টি কর্তা থেকে আসে আবার তিনিই এ থেকে মুক্তি দেন। তাই আমি মনে করি আপনি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে। আপনার পরিবারের সবার জন্য ভালোবাসা অবিরাম।
প্রথমেই বৌদি সুস্থতা কামনা করছি, বৌদির অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগছে। বৌদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সেই দোয়াই করছি, আর টিনটিন বাবুর ছবি গুলো আমার খুবই ভালো লেগেছে। এই ছবিগুলোর মধ্যে টিনটিনবাবু ঠাকুমার সাথে যে ছবিটা উঠেছে। সেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবার সুস্থতা কামনা করছি।
প্রতিদিন একটি পোষ্টের যে লক্ষ্যমাত্রা সেটি আসলে একটি দারুন লক্ষ্যমাত্রা এবং অনেক কষ্ট করে হলেও আপনি এই লক্ষ্যটি পূরণ করে চলেছেন। চিন্তামগ্ন টিনটিন বাহুর চিন্তামগ্ন ছবিটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে এবং আসলেই খুব চিন্তিত। পাশাপাশি অন্নপ্রাশনের ছবিটি অনেক ভালো লেগেছে।
ফুলের মেলায় টিনটিন আর মায়ের কোলে টিনটিন দুটোই দারুণ ছবি। আপনার যে পোস্টকে দায় সারা
বলেন আপনি সেটাও মারাত্মক গোছানো । ধন্যবাদ
শেয়ার করার জন্য।
দাদা প্রথমে বৌদির সুস্থতা কামনা করছি। আললাহ যেন বৌদিকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে। বৌদির অসুস্থার কথা শুনে সবাই যেন শক্তি হাড়ায় ফেলেছি। সুসস্থা আল্লাহর দান। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি বৌদিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন।ফেসবুকে ধারণকৃত টিনটিন এর ছবি গুলো খুব সুন্দর লাগছে দাদা। ধন্যবাদ দাদা।
দাদা,সত্যি খুবই খারাপ লাগছে কাল থেকে বৌদির অসুস্থতার কথা জেনে।কারণ বৌদিকে আমরা সবসময় হাসি-খুশিতেই দেখতে পাই এবং সেই অবস্থাতেই দেখতে ভালো লাগে।কিন্তু সেই হাসিখুশি মুখে যখন প্রচন্ড যন্ত্রনায় কান্নার ছাপ।তাই কিছুটা যন্ত্রণা অনুভব করতে পারছি দূর থেকে এবং খুবই খারাপ লাগছে আমার মনও।যাইহোক ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করি বৌদি যেন আগের মতোই দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং আবার বৌদির মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠুক।টিনটিন বাবুকে সত্যিই প্রত্যেক ছবিতে অনেক বেশি কিউট লাগে সাথে পটু বাবুর মোমো খাওয়ার দৃশ্যটি।তবে সবথেকে টিনটিন বাবুর গভীর চিন্তামগ্ন ও অদ্ভুত ভঙ্গিতে ঘুম পড়ার দৃশ্যটিতে ভীষণই কিউট ও মিষ্টি দেখতে লাগছে।অনেক অনেক শুভকামনা রইলো সর্বদা বৌদির জন্য ও দাদা আপনাদের ফ্যামিলির জন্য।