নাটক রিভিউ :- আড়াই তালাক

in আমার বাংলা ব্লগ10 months ago
তারিখঃ ২৯-০৮-২০২৩

@rjnasim001
#amarbanglablog
দেশঃ বাংলাদেশ



হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ পরিবার। আমি @rjnasim001 বাংলাদেশ থেকে বলছি।আমি আমার বাংলা ব্লগ একজন মেম্বার।



IMG_20230828_235527.jpg

ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

আসলামু আলাইকুম আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধু গন আশা করি আপনারা ভালো আছেন । আপনাদের দোয়ায় আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি নাটক রিভিউ। নাটকটির নাম আড়াই তালাক। নাম শুনে আমি প্রথমে অনেক অবাক হয়েছিলাম।আজকের পোস্টের মাধ্যম এর রিভিউ শেয়ার করবো । আশা করছি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামআড়াই তালাক
প্লাটফর্মইউটিউব
পরিচালকশাকিল আহমেদ
অভিনয়েমোশাররফ করিম, তানজিন বৃষ্টি ,জয় রাজ,প্রান রয, মাহাবুব
প্রকাশিত৫ জুলাই ২০২৩
সময়৪২:৩০ মিনিট
নাটকের মূল কাহিনী শুরু

Screenshot_20230828_172723.jpg

Screenshot_20230828_172714.jpg
ইউটিউব থেকে স্কিনশট নেওয়া।

নাটকের প্রথমেই ছেলেটি এবং মেয়েটি ঝগড়া করেন। ছেলেটির চরিত্র ছিলো মেম্বার আর মেয়েটির চরিত্র মেম্বারের স্ত্রী। ছেলেটি মানুষের জিনিস মেরে খেতেন যেটা মেয়েটির পছন্দ করতেন না। আর যেই কারনে তাদের প্রতিনিয়ত ঝগড়া হতে থাকে।

Screenshot_20230828_172913.jpg

Screenshot_20230828_172910.jpg
ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

ছেলেটি এবং মেয়েটি ঝগড়া বড় পর্যায়ে চলে যাই। তারা দুই জন মুখে মুখে তর্ক করতে থাকে। ছেলেটি রেগে গিয়ে মুখে মেয়েটিকে তালাক দিয়ে ফেলে। প্রথমে মেয়েটিকে হাফ তালাক দেই। কিন্তু মেয়েটি চুপ হয় না। পরে আবার দেড় তালাক দেই। সর্বশেষ মেয়েটিকে আড়াই তালাক দিয়ে ফেলেন। আড়াই তালাক দিলে মেয়েটি বাড়ি থেকে চলে যেতে লাগে। তখন ছেলেটি স্টক করে একটা চেয়ারে বসে পড়েন। এটা দেখে মেয়েটি উঠান থেকে ফিরে এসে ছেলেটির কাছে আসেন।

Screenshot_20230828_172856.jpg

Screenshot_20230828_172824.jpg
ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

উপরে ছবিতে অন্য দুটি ছেলেকে দেখা যাচ্ছে। এই দুটি ছেলে মেয়েটিকে অনেক আগে থেকে ভালোবাসতো। কিন্তু এদের ভালোবাসা পাত্তা দিতেন না।

Screenshot_20230828_173027.jpg

Screenshot_20230828_173006.jpg
ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

ছেলেটার এমন ঘটনার পরে গ্রামের কিন্তু লোক জমায়েত হয় ছেলেটির বাড়িতে। ছেলেটির গালে হাত দেওয়া লোকটির দিকে লক্ষ করুন। এই লোকটি হলো ছেলেটির মেম্বার ভোটে দাঁড়ানো একমাত্র প্রতিপক্ষ। ছেলেটির এমন অবস্থা দেখে উপস্থিত জনগণকে জানাই ছেলেটি স্টক করেছে। এখানে আরো একটা কাহিনি রয়েছে। যে দুটি ছেলে মেয়েটিকে ভালোবাসতে। ছেলেটি যখন মেয়েটিকে আড়াই তালাক দেই সেট কথা তারা শুনে ফেলেন। আর উপস্থিত জনগনের মধ্যে সেই কথা জানান।

Screenshot_20230828_173151.jpg

Screenshot_20230828_173141.jpg
ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

আমি আপনাদের উপরে জানিয়ে দিয়েছি ছেলেটি মেম্বারের চরিত্রে অভিনয় করছেন। দুইজন ছেলেটার কাছে আসেন নালিশ নিয়ে। কিন্তু তাদের সঠিক বিচার ছেলেটি করেন না। আর এটিও একটা কারন ছেলেটা আর মেয়েটার মধ্যে ঝগড়া হবার।

Screenshot_20230828_173300.jpg

Screenshot_20230828_173256.jpg
ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

এবার ছেলেটি এবং মেয়েটির বিয়ের আগের ছোট একটা কাহিনি তুলে ধরেছেন। এই কাহিনিতে দেখা যাই ছেলেটি প্রথম মেয়েটিকে ভালোবাসার কথা জানান। কিন্তু দেখা যাই মেয়েটি রাজি ছিলো না।

Screenshot_20230828_173315.jpg

Screenshot_20230828_173312.jpg
ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

সংক্ষিপ্ত প্রেমের কাহিনি শেষে দেখা যাই ছেলেটি আর মেয়েটির বিয়ের কাহিনি। ছেলেটির সাথে মেয়েটির বিয়ে হয় এবং তারা সংসার করতে থাকেন।

Screenshot_20230828_173650.jpg

Screenshot_20230828_173747.jpg

Screenshot_20230828_173732.jpg
ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

চলে আসি এবার অসুস্থ হবার পরের কাহিনিতে। আপনাদের উপরে জানিয়েছি দুই জন ছেলে মেয়েটিকে ভালোবাসতো। ছেলেটি অসুস্থ হয়ে যাবার পর মেয়েটিকে কিছু ভুল ভাল বুঝিয়ে তাদের সাথে বিয়ে করতে চাইতো। কিন্তু মেয়েটি তাদের কথায় কান না দিয়ে ছেলেটিকে দিন রাত সেবা করতে থাকেন। মেয়েটির সেবা করা দেখে ছেলেটার ভিতর সকল অভিযোগ তুলে ভালো বাসা চলে আসে। আর মেয়েটিও সেবা করতে করতে ছেলেটির উপর সকল অভিযোগ ভুলে ভালোবেসে ফেলে। মেয়েটি মোনাজাত বসে ছেলেটির জন্য সুস্থতা কামনা করেন।

Screenshot_20230828_173815.jpg

Screenshot_20230828_173839.jpg

Screenshot_20230828_173841.jpg
ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

মেয়েটির সেবাই ছেলেটি সুস্থ হয়ে গেলে। গ্রামের মানুষ জানতে পারে। ছেলেটর বাড়িতে গ্রামের অনেক মানুষ দেখতে আসেন। উপস্থিত এই জনগনের মধ্যে সেই দুইজন ছিলো যাদের সঠিক বিচার দেই নি ছেলেটি। তাদের দুই জনের কাছে ক্ষমা চাই এবং সঠিক ভাবে ছেলেটি জনগনের সেবা করবে এমন কথা জানান।

Screenshot_20230828_174056.jpg

Screenshot_20230828_174047.jpg
ইউটিউব ভিডিও থেকে স্কিনশট নেওয়া।

পরে ছেলেটি এবং মেয়েটি তাদের ভুল গুলো সুধরে নিয়ে সুন্দর একটা ভালোবাসার গল্প সাজিয়ে সংসার করতে থাকে। নাটকের কাহিনি এখানেই শেষ।

ব্যক্তিগত মতামত

এই নাটকের গল্পে ভালোবাসার একটা অধ্যায় তুলে ধরা হয়েছে। সম্পর্কের মধ্যে অনেক সময় দেখা যাই অনেক ঝামেলা ঝগড়া। কিন্তু সেই অধ্যায়ের শেষ টানে ছোট ছোট কিছু সৃতি এবং যত্নে। ঝগড়ার পরে ভালোবাসা মিষ্টি হয় সেটা এই গল্পে উঠে এসেছে।

নাটকের ইউটিউব লিংক

ব্যক্তিগত রেটিং
9/10
🌸আমার পরিচয়🌸

আমি মোঃ নাসিম আহম্মেদ। আমার স্টিমেট আইডির নাম @rjnasim001। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস।। আমি অনার্স লেখাপড়া করছি। লেখাপড়ার পাশাপাশি একটা কম্পানিতে চাকরি করি। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে।নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং ছবি আঁকি।



১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

Banner_New.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png


VOTE @bangla.witness as witness

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

OR


SET @rme as your proxy

Steem_Pro.png

steempro mobile

Sort:  
 10 months ago 

মোশারফ করিমের নাটক মানেই বিনোদনের ভরপুর। নাটকটি আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে এবং অনেক হাসাহাসি ছিল।

 10 months ago 

এই টাকটি ভালোবাসার এবং কিছু শিক্ষানিয় বিষয় নিয়ে গল্প। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 10 months ago 

এই নাটকটির কিছু কিছু অংশ আমি দেখেছি। বেশ মজার একটি নাটক। তাছাড়া মোশারফ করিমের নাটক গুলো একটু হাসির হয়। ঠিকই বলেছেন ভাইয়া ভালোবাসার মধ্যে মান অভিমান থাকে কিন্তু সব শেষে ভালোবাসার জয় হয়। খুব সুন্দর ভাবে নাটকের রিভিউ উপস্থাপন করেছেন। ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

নাটকটির কিছু অংশ দেখেছেন শুনে খুশি হলাম। পুরোটা দেখবেন অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু আপনাকে।

 10 months ago 

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অভিনেতা হল মোশারফ করিম। মোশারফ করিমের নাটকগুলো মাঝেমধ্যে দেখা হয়। তার নাটকগুলো আমার কাছে ভালো লাগবে। আজকে আপনি আড়াই তালাাক নাটকটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটকটি পড়লাম বেশ ভালো লাগলো। সম্পর্ক থাকলে সেখানে একটু টান পড়বেই। সম্পর্কের মধ্যে একটু ঝামেলা ঝগড়া হবেই। আর সব মিলেই সম্পর্ক। খুব সুন্দর নাটক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

বাধা বিপত্তি সব মিলিয়েই ভালোবাসা আপনার কথার সাথে একমত ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে কমমেন্ট করার জন্য।

 10 months ago 

আপনার প্রকাশিত এই নাটকটি আমি আরো অনেক আগেই দেখে নিয়েছি৷ আপনি খুবই ভালোভাবেই এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকের সকল বিষয়বস্তু খুবই ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন৷ আমি পূর্বে এই নাটক দেখে যে মজা পেয়েছিলাম তার চেয়ে বেশি মজা পেয়েছি আপনার প্রকাশিত হবে যে রিভিউ দেখে৷ খুবই ভালো লাগলো আপনার এই রিভিউ৷

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট ভিজিট করে আপনার চমৎকার একটা মতামত প্রকাশ করার জন্য।

 10 months ago 

এই নাটকটির কয়েকটি ক্লিপ আমি ফেসবুক থেকে দেখেছিলাম।ভালোই লেগেছিল কাহিনী।আর আজকে আপনার পোস্টের মাধ্যমে পুরোটা বুঝতে পারলাম নাটকের কাহিনী।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন আজকে। আড়াই তালাক নাটকের রিভিউ আপনি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন। এখানে তো দেখছি ছেলেটা আড়াই তলাক পর্যন্ত দিয়ে চেয়ারের মধ্যে বসে গিয়েছিল এবং স্টক করেছিল। আর সব শেষে ছেলেটা নিজের ভুল বুঝতে পেরেছিল ওটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। দারুন ছিল আপনার এই নাটকটার সম্পূর্ণ রিভিউ।

 10 months ago (edited)

সম্পর্কের মধ্যে কিছু ভালো সময় আর যত্ন এই দুইটা জিনিস থাকলে ভালোবাসা পরিপূর্ণ পাই। নাটকের গল্পে ছেলেটি স্টক করে তাদের মধ্যে এমন কিছু সময় পার হয়। যার কারনে তাদের ভিতর পরে ভালোবাসা জমে

 10 months ago 

মোশারফ করিমের নাটক গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও এই নাটকটি এখনো দেখা হয়নি সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

সুন্দর করে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ আপু আপনাকে।

 10 months ago 

শিক্ষনীয় নাটকগুলো আমি বেশিরভাগ সময় দেখে থাকি। আবার মজার নাটকগুলো দেখে থাকি, যেগুলোর মাধ্যমে অনেক শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। মেয়েটি এবং ছেলেটি সবশেষে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আবারো নতুন করে সম্পূর্ণটা সাজিয়ে নিয়েছে এটা দেখে সত্যি ভালো লেগেছে। আসলে ভালোবাসার মধ্যে সবকিছু থাকে, তবে এইসব কিছুর মধ্যে দিয়ে হলেও তার পাশে থাকা উচিত।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62579.62
ETH 3455.51
USDT 1.00
SBD 2.53